Chapter 1
গল্পবুড়ো
-------------------
👉Text Book PDF
👉MCQ Online Exam
👉MCQ Answer
👉Paid Answer (For Membership User
১। ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো:
১. 'উত্তুরে হাওয়া' বলতে বোঝায় হাওয়া যখন উত্তর দিক থেকে বয়ে আসে। এমনভাবে- (শীত/গ্রীষ্ম/শরৎ/বর্ষা) কালে হাওয়া বয়।
উত্তরঃ 'উত্তুরে হাওয়া' বলতে বোঝায় হাওয়া যখন উত্তর দিক থেকে বয়ে আসে। এমনভাবে শীতকালে হাওয়া বয়।
২. 'থুখুড়ে'শব্দটির অর্থ- (চনমনে/জড়োসড়ো/জ্ঞানী/নড়বড়ে)।
উত্তর: 'থুথুড়ে' শব্দটির অর্থ নড়বড়ে।
৩. রূপকথার গল্পে যেটি থাকে না- (দত্যি-দানো/পক্ষীরাজ/ রাজপুত্তুর/উড়োজাহাজ)।
উত্তর: রূপকথার গরল্পে থাকে না-উড়োজাহাজ।
৪. রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম। বেছে নিয়ে লেখো। (আশাপূর্ণা দেবী/দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার/সত্যজিৎ রায়/শরৎচন্দ্র চট্টোপাধ্যায়)।
উত্তর: রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার।
২. বাক্য বাড়ানো হল:
১. শীতকালে হাওয়া বইছে (কেমন হাওয়া?)
উত্তর: শীতকালে উত্তুরে হাওয়া বইছে।
২. গল্পবুড়ো ডাকছে (কেমন বুড়ো?)
উত্তর: থুথুড়ে গল্পবুড়ো ডাকছে।
৩. গল্পবুড়োর মুখ ব্যথা। (মুখ ব্যথা কেন?)
উত্তর: গল্পবুড়োর চেঁচিয়ে মুখে ব্যথা।
৪. গল্পবুড়োর ঝোলা আছে। (কোথায় ঝোলা?)
উত্তর: কাঁধের উপর গল্পবুড়োর ঝোলা আছে।
৫. দেখবি যদি, আয়। (কীভাবে আসবে?)
উত্তর: দেখবি যদি, জলদি আয়।
৩. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো:
১. গল্পবুড়ো কখন গল্প শোনাতে আসে?
উত্তর: শীতকালের সকালে; যখন উত্তুরে হাওয়া বইছে, তখন গল্পগুড়ো ছোট্টদের গল্প শোনাতে আসে।
২. গল্পবুড়োর ঝোলায় কী কী ধরনের গল্প রয়েছে?
উত্তর: গল্পবুড়োর ঝোলায় দত্যি-দানব-যক্ষীরাজ, রাজপুত্তুর, পক্ষীরাজ-এসব আজগুবি গল্প আছে।
৩. গল্পবুড়ো শীতকালের ভোরে ছোটোদের কীভাবে ঘুম থেকে ওঠাতে চায়?
উত্তর: ডাক ছেড়ে জোরে হাঁক দিয়ে শীতকালের ভোরে ছোটোদের ঘুম থেকে ওঠাতে চায় গল্পবুড়ো।
৪. 'রূপকথা'র কোন্ কোন্ বিষয় কবিতাটিতে রয়েছে?
উত্তর: সোনার কাঠির গল্প, ময়নামতীর গল্প, তেপান্তরের মাঠের গল্প, হট্টমেলার হাটখানার গল্প-এইসব রূপকথার বিষয় কবিতাটিতে রয়েছে।
৫. গল্পবুড়ো কাদের তার গল্প শোনাবে না?
উত্তর: শীতের প্রথম প্রভাতে যে আসবে না, সে হল শত্রু এবং তাদের মূর্খতা ভাঙবে গল্পবুড়ো। গল্পবুড়ো তাদের গল্প শোনাবে না।
৬. আমার শোনা বা পড়া একটি রূপকথার গল্প নিজের ভাষায় লেখো:
উত্তরঃ ছোট্টবেলায় ঠাকুমার কাছ থেকে আমি একটি রূপকথার গল্প শুনেছিলাম। এক দেশে এক রাজা বাস করত। তার একটি কন্যা ছিল। সেই কন্যা কিছুতেই হাসত না। তখন রাজা ঠিক করল যে তার কন্যাকে হাসাতে পারবে, রাজা তাকেই রাজ্যের অর্ধাংশ এবং রাজকন্যা দান করবেন। অনেক দেশ-বিদেশের রাজপুত্ররা এল কিন্তু কেউ রাজকন্যাকে হাসাতে পারল না। অবশেষে ঐ রাজার রাজ্যে বসবাসকারী এক সামান্য কৃষকের ছেলে রাজকন্যাকে হাসাতে সক্ষম হল এবং রাজার কথামতো রাজকন্যা ও রাজ্যের অর্ধাংশ লাভ করল সে।
৪. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো।
১. বইছে হাওয়া-উত্তরে/দক্ষিণে/পশ্চিমে/পূর্বে
উত্তর: বইছে হাওয়া- উত্তুরে।
২. চেঁচিয়ে তার যে ব্যথা- বুকে/মুখে/গলায়/পেটে।
উত্তরঃ চেঁচিয়ে তার যে ব্যথা মুখে।
৩. আয় রে ছুটে- বড়োরা/ছোট্টরা/ছেলেরা/মেয়েরা।
উত্তরঃ আয় রে ছুটে ছোট্টরা।
৪. কী আছে মোর - ঝোলাটায়/থলেটায়/তল্পিটায়/ব্যাগটায়।
উত্তরঃ কী আছে মোর তল্পিটায়।
৫. কাঁধের উপর এই ঝোলা/তল্পি/থলে/ব্যাগ।
উত্তর: কাঁধের উপর এই ঝোলা।
৬. সোনার কাঠি- মলমলে/ঝলমলে/চকচকে/তামাটে।
উত্তর: সোনার কাঠি ঝলমলে।
৭. গল্পবুড়োর থলেতে বন্দিনী- রাজকন্যা/পক্ষীরাজ/কেশবতী কন্যা/রাজপুত্তর।
উত্তরঃ গল্পবুড়োর থলেতে বন্দিনী কেশবতী কন্যা।
৮. 'প্রত্যুষ' শব্দের অর্থ দিন/ভোর/দুপুর/রাত।
উত্তর: 'প্রত্যুষ' শব্দের অর্থ ভোর।
৯. আসবে যে - শত্রু/মিত্র/রাজপুত্র/রাজকন্যা
উত্তরঃ আসবে যে শত্রু।
৫. শূন্যস্থান পূরণ করো:
১। কী আছে মোর—------। দেখবি যদি জলদি আয়।
উত্তর: কী আছে মোর তল্পিটায়। দেখবি যদি জলদি আয়।
২।—-----দাঁড়খানা। আজগুবি সব কারখানা।
উত্তর: মনপবনের দাঁড়খানা। আজগুবি সব কারখানা।
৩। সোনার কাঠি ঝলমলে,---------টলটলে।
উত্তরঃ সোনার কাঠি ঝলমলে, ময়নামতী টলটলে।
৪। কেশবতী —--------। এই থলেতে বন্দিনী।
উত্তর: কেশবতী নন্দিনী। এই থলেতে বন্দিনী।
৫। ভাঙব তাদের মূর্খতা বলব নাকো—-----।
উত্তর: ভাঙব তাদের মূর্খতা বলব নাকো রূপকথা।
৬. অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর:
১. কোন্ দিক থেকে হাওয়া বইছে?
উত্তরঃ 'গল্পবুড়ো' রচনায় উত্তর থেকে হাওয়া বইছে।
২. 'শীতের ভোরে সত্বরে' শীতের ভোরে সত্বরে কী হচ্ছে?
উত্তরঃ শীতের ভোরে সত্বরে গল্পবুড়ো পথ ধরে হেঁটে চলেছে।
৩. গল্পবুড়োর মুখে ব্যথা কেন?
উত্তরঃ 'রূপকথা'র গল্প চেঁচিয়ে বলার জন্য গল্পবুড়োর মুখে ব্যথা।
৪. গল্পবুড়ো কাদের ডাকছে?
উত্তরঃ ক্রিয়া: গল্পবুড়ো ছোটোদের ডাকছে।
৫. 'দেখবি যদি জলদি আয়' কাদের উদ্দেশ্যে একথা বলা হয়েছে।
উত্তরঃ গল্পবুড়ো তার তল্পিটায় কী আছে তা দেখার জন্য ছোটোদের ডাকছে।
৬. 'কাঁধের উপর এই ঝোলা'- ঝোলায় কী আছে?
উত্তরঃ গল্পবুড়োর কাঁধের ঝোলায় আছে দত্যি, দানব, যক্ষিরাজ, রাজপুত্তুর, পক্ষীরাজ প্রভৃতি।
৭. 'এই থলেতে বন্দিনী' এই থলেতে কে বন্দিনী আছে?
উত্তরঃ গল্পবুড়োর থলেতে বন্দিনী আছে কেশবতী নন্দিনী।
৮. 'ভাঙব তাদের মূর্খতা' গল্পবুড়ো কাদের মূর্খতা ভাঙতে চায়?
উত্তরঃ যারা গল্পবুড়োর ডাকে আসবে না, গল্পবুড়ো রূপকথার গল্পটায় তাদের মূর্খতা ভাঙবে।
৯. গল্পবুড়োর থলেতে কী আটকে গেছে?
উত্তরঃ গল্প বুড়োর থলেতে হট্টমেলার হাটখানা আটকে গেছে।
১০. কারা গল্পবুড়োর শত্রু হয়ে যাবে?
উত্তরঃ যারা গল্পবুড়োর ডাকে আসবে না তারা গল্পবুড়োর শত্রু হয়ে যাবে।
৭. সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:
১. 'চলছে হেঁটে পথ ধরে'- কে, কোন্ পথ ধরে হেঁটে চলেছে?
উত্তর: 'গল্পবুড়ো' কবিতায় গল্পবুড়ো শীতের ভোরে পথ ধরে হেঁটে চলেছে।
২. 'বলছে ডেকে হাঁক ছেড়ে' কে, হাঁক ছেড়ে কী বলছে?
উত্তরঃ 'গল্পবুড়ো' কবিতায় গল্পবুড়ো ছোটো ছেলেদের হাঁক ছেড়ে ডাক দিচ্ছিল বিছানা থেকে উঠে পড়তে। এবং সে তার ঝোলাতে কী আছে তা দেখতে বলেছিল।
৩. 'ভর্তি আমার তল্পিটায়'- গল্পবুড়োর তল্লিতে কী ভর্তি হয়ে আছে?
উত্তরঃ গল্পবুড়োর থলিতে আছে দত্যি, দানব, যক্ষিরাজ, রাজপুত্তুর, পক্ষীরাজ, মনপবনের দাঁড়খানা-এইসব আজগুবি বিষয়।
৪. 'বলবো নাকো রূপকথা'- গল্পবুড়ো কাদের, কেন রূপকথা বলতে চায়নি?
উত্তরঃ শীতের ভোরে যারা গল্পবুড়োর ডাক শুনে আসবে না তাদের সে শত্রু ভাববে এবং তাদের রূপকথার গল্প না বলে মূর্খতা ভাঙবে।
৫. 'ঘুম ছেড়ে আজ ওঠ তোরা'। কে, কাদের, কেন ঘুম থেকে উঠতে বলছে?
উত্তরঃ 'গল্পবুড়ো' কবিতায় গল্পবুড়ো ছোটোদের ঘুম থেকে উঠতে বলছে। শীতের ভোরে সে তাদের দেখাতে চায় তার তল্লিতে কী আছে।
👉Download Books PDF
Paid Answer (For Membership User)
Editing By:- Lipi Medhi