অধ্যায় ৯


মাঠ মানে ছুট

—-----------------------------------------------


    

    👉Text Book PDF
    👉MCQ Online Exam
    👉MCQ Answer
    👉Paid Answer (For Membership User

১. এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে বাক্য গঠন করা হল:


১.১ কী মানে পাখির ছোট্ট ভাঙা আগল খাঁচা ছুট
উত্তর:  ছুট মানে কী ছোট্ট পাখির আগল ভাঙা খাঁচা।

১.২ আর বলব না কিছু ছুটেই কী দেখো ছুট মানে।
উত্তর: ছুট মানে কী ছুটেই দেখো —  আর কিছু বলব না।

১.৩ শাশ্বত দীপ এক তো মাঠ মানে সবুজ প্রাণের
উত্তর:  মাঠ মানে তো সবুজ প্রাণের শাশ্বত এক দীপ।

১.৪ ঘুম তাড়ানো মন হারানো বাঁশি কী মাঠ মানে
উত্তর:  মাঠ মানে কী ঘুম তাড়ানো মন হারানো বাঁশি।

১.৫ ছুটি মানে কী মজা শুধু মাঠ মানে কী
উত্তর:  মাঠ মানে কী মজাই শুধু মাঠ মানে কী ছুটি...

১.১ কবি কার্তিক ঘোষের লেখা দুটি ছড়ার বইয়ের নাম লেখো।
উত্তর: কবি কার্তিক ঘোষের লেখা দুটি ছড়ার বইয়ের নাম 'একটা মেয়ে একা' এবং 'আমার বন্ধু গাছ'।

১.২ তাঁর সম্পাদিত দুটি বইয়ের নাম করো।
উত্তর: তাঁর সম্পাদিত দুটি বই 'শ্রেষ্ঠ কিশোর কল্প বিজ্ঞান' এবং 'সেরা রূপকথার গল্প'।

১.৩ কোন্ বইয়ের জন্য তিনি 'সংসদ' পুরস্কারে সম্মানিত হন?
উত্তর: ১৯৭৬-এ লেখা 'টুপুর জন্য' বইটির জন্য তিনি 'সংসদ' পুরস্কারে সম্মানিত হন।

২। নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো:

২.১ কবি খুশির অবাধ লুটোপুটি কোথায় খুঁজে পান?
উত্তর: কবি খুশির অগাধ লুটোপুটি মাঠে খুঁজে পান।

২.২ কোথায় গেলে কবি 'তা ধিন্ ধিন' শব্দ শুনতে পান?
উত্তর: মাঠে গেলে কবি 'তা ধিন্ তা ধিন্' শব্দ শুনতে পান। 

২.৩ ছুট মানে কী বুঝতে গেলে কী করতে হবে?
উত্তর: ছুট মানে কী বুঝতে গেলে ছুটতে হবে। তাই কবি বলেছেন- 'ছুট মানে কী ছুটেই দেখো।'

২.৪ 'নিকেল করা' বিকেলের আলো কবি কোথায় দেখতে পান?
উত্তর: 'নিকেল করা' বিকেলের আলো কবি মাঠে দেখতে পান। 

২.৫ পাখির খাঁচার আগল ভাঙলে পাখি কী করে?
উত্তর:  পাখির খাঁচার আগল ভাঙলে পাখি ছুটে যাবে, মানে উড়ে যাবে।

২.৬ কবির কাছে মাঠ বলতে যা বোঝায় তার যে-কোনো তিনটি ভাবনা কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো।
উত্তর: কবির কাছে- (১) মাঠ মানে অগাধ খুশিতে লুটোপুটি। (২) মাঠ মানে শুধু হল্লা, প্রচণ্ড হাসি। (৩) মাঠ মানে সবুজ প্রাণের শাশ্বত এক দীপ।

২.৭ 'ছুট' অর্থে কবি যা যা বলেছেন তা (তিন-চারটি বাক্যে) লেখো।
উত্তর: 'ছুট' অর্থে কবির ভাষায়, আশা। শক্ত পায়ের পোক্ত কোনো ভাষা। কখনও 'ছুট' মানে বাঁচা, ছোট্ট পাখির আগল ভাঙা খাঁচা। কখনও আবার 'ছুট' মানে সমুদ্রের ঢেউকে ডেকে আনা, 'ছুট' মানে জীবন, 'ছুট' মানে সোনা। তাই কবি শেষে বলেছেন 'ছুটেই' 'ছুট' শব্দের প্রকৃত অর্থ বুঝতে হবে।

২.৮ 'মাঠ' আর 'ছুট' তোমার কাছে কী অর্থ নিয়ে ধরা দেয় তা নিজের ভাষায় লেখো। 
উত্তর: 'মাঠ' মানে আমার কাছে অনেক বন্ধুবান্ধব নিয়ে খেলা করা, মজা করা। হেসে লুটোপুটি খাওয়া, কাদায় পড়ে যাওয়া, জামা নোংরা করে মায়ের বকা খাওয়া। 'ছুট' অর্থে আমার ভাষায় ছোট্ট পাখিকে যেমন খাঁচা থেকে উড়িয়ে দিলে সে খুব আনন্দে যেমন আকাশে উড়ে যায়, তেমনই মহা আনন্দে বাড়ি থেকে পালিয়ে সাত সমুদ্রে ডাকে ছুটে যাওয়া।

অতিরিক্ত সংযোজন

১। ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:

১.১ ঘুম তাড়ানো মন হারানো-বাঁশি/সুর/ছুটি/হল্লা।
উত্তর: ঘুম তাড়ানো মন হারানো বাঁশি

১.২. পাখির আগল ভাঙা-বাঁচা/খাঁচা/মাচা/ধাচা।
উত্তর: পাখির আগল ভাঙা খাঁচা

১.৩ শক্ত পায়ের পোক্ত কোনো-জুতা/কথা/ভাষা/আশা।
উত্তর: শক্ত পায়ের পোক্ত কোনো ভাষা।

১.৪ সবুজ সমুদ্দুর-সাতটি/পাঁচটি/ছয়টি/চারটি।
উত্তর: সবুজ সমুদ্দুর সাতটি

১.৫ পিপির পিপির পিপ — শাঁখের শব্দ/করাতের শব্দ/জলের শব্দ/বাঁশির শব্দ
উত্তর: পিপির পিপির পিপ — বাঁশির শব্দ।

২। শূন্যস্থান পূরণ করো:

২.১ অথই খুশির অগাধ—---------------- ।
উত্তর: অথই খুশির অগাধ লুটোপুটি

২.২ হল্লা —------------------ মাঠ মানে কী হাসি।
উত্তর:   হল্লা শুধুই মাঠ মানে কী হাসি।

২.৩ ঘুম তাড়ানো মন—-------------------- বাঁশি!
উত্তর: ঘুম তাড়ানো মন হারানো বাঁশি।

২,৪ —----------------- করা বিকেল আসা দিন।
উত্তর:   নিকেল করা বিকেল আসা দিন।

২.৫ সবুজ প্রাণের—-------------------  এক দীপ।
উত্তর: সবুজ প্রাণের শাশ্বত এক দীপ।

২.৬ শক্ত পায়ের পোক্ত কোনো—--------------------।
উত্তর: শক্ত পায়ের পোক্ত কোনো ভাষা


 


Paid Answer (For Membership User)

Editing By:- Lipi Medhi