Lesson 13.1

উজ্জ্বল এক ঝাঁক পায়রা বিমলচন্দ্র ঘোষ


গীতিকার পরিচিতি:

জন্ম: ১৯১০ খ্রিষ্টাব্দে বিমলচন্দ্র ঘোষের জন্ম হয় কলকাতায়।

পিতা: পিতার নাম নগেন্দ্রনাথ ঘোষ।

শিক্ষাজীবন: ১৯১৬-১৯২১ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি চক্রবেড়িয়া ইন্সটিটিউশনের ছাত্র ছিলেন এবং পরে তিনি পদ্মপুকুর ইন্সটিটিউশন থেকে ম্যাট্রিক পাস করে সেন্ট জেভিয়ার্স কলেজে ভরতি হন।

সাহিত্যজীবন: তাঁর কাব্যগ্রন্থগুলি হল-'জীবন ও রাত্রি' (১৯৩৩), 'উলুখড়' (১৯৪৩), 'ফতোয়া' (১৯৪৫), 'বিশ্বশান্তি' (১৯৫১), 'ভুখা ভারত' (১৯৫১) ইত্যাদি।

জীবনাবসান: ১৯৮১ খ্রিষ্টাব্দে তাঁর জীবনাবসান হয়।

সংক্ষিপ্তসার

সূর্যের প্রখর রোদ্দুরের মধ্যেও উজ্জ্বল এক ঝাঁক পায়রা উড়ছে। অনন্ত আকাশের নীল শূন্যে অজস্র গ্রহ-নক্ষত্র থাকলেও পায়রার উজ্জ্বলতা তাতে এতটুকু কমেনি। মহাকালের অশান্ত পরিস্থিতির মধ্যেও এই উড়ন্ত পায়রার দল তাদের প্রাণের চঞ্চলতায় গতিশীল। চৈত্রের প্রখর রোদে আমরা যখন কেউই নেই, ঠিক তখন শুর সাদা-কালো-তামাটে পায়রার একটি উজ্জ্বল ঝাঁক আকাশের বুকে - উড়ছে- যা দেখে মনে হচ্ছে আকাশি ফুলের তিন রঙের শর্ত শত উড়ন্ত পাপড়ি। দুপুরের উজ্জ্বল রোদে কেবল উজ্জ্বল এক ঝাঁক পায়রাই উড়ে চলেছে।

শব্দার্থ বিশ্লেষণ

নিঃসীম: সীমাহীন। অম্বর: আকাশ। অশান্ত: চঞ্চল। প্রশান্ত: প্রকৃত শান্ত। মন্থর: ধীর। অসীম: সীমাহীন। অবকাশ: অবসর। উদাসীন: কোনো কিছুতে ব্যক্তিগত মনোসংযোগ নেই এমন। উদ্দাম: প্রচণ্ড গতিবেগসম্পন্ন। উল্লাস: আনন্দ, আহ্লাদ। শ্বেত: সাদা। পিঙ্গল: তামাটে। কৃষ্ণ: কালো। কম্পিত: কাঁপছে এমন। উড়ন্ত: উড়ছে এমন।

এখানে কোন প্রশ্ন এবং উত্তর নেই।


Editing By:- Lipi Medhi