Lesson 14 

চিত্রগ্রীব - ধনগোপাল মুখোপাধ্যায়

নীচের প্রশ্নগুলির উত্তর দাও :


1. ধনগোপাল মুখোপাধ্যায়ের কোন্ বইয়ের চিত্ররূপ তুমি পড়লে?


উত্তরঃ ধনগোপাল মুখোপাধ্যায়ের 'Gay Neck, the Story of a • Pegion'-এর অন্তর্গত 'Gay Neck' বইয়ের চিত্ররূপ আমি পড়লাম।


2. তাঁর লেখা অন্য আর-একটি বইয়ের নাম লেখো।


উত্তরঃ তাঁর লেখা অন্য আর-একটি বইয়ের নাম হল- 'Kari, the Elephant'


3. 'চিত্রগ্রীব' নামক ছবিতে গল্পটি পড়ে চিত্রগ্রীবের বাবা ও মায়ের আচরণ তোমার কেমন লাগল কয়েকটি বাক্যে লেখো। বাবা- মায়ের সাহচর্যে চিত্রগ্রীব যেমন উড়তে শিখেছে, ঠিক তেমন কোন্ শিক্ষা তুমি প্রথম বাবা-মায়ের সাহচর্যে শিখেছ মনে করে লেখো।


উত্তরঃ 'চিত্রগ্রীব' নামক ছবিতে গল্পটি পড়ে চিত্রগ্রীবের বাবা-মায়ের আচরণগত যে-পরিচয় আমরা পাই, তা বিশেষভাবে এখানে মনে রাখার মতো। মানুষের বাবা-মায়ের মধ্যে যেমন স্নেহ-ভালোবাসার সঙ্গে সন্তানের প্রতি দায়বদ্ধতা স্পষ্ট হয়ে ওঠে, ঠিক তেমনটি চিত্রগ্রীবের বাবা-মায়ের আচরণেও প্রকাশিত। বাবা-মা দুজনেই চিত্রগ্রীবকে পরম স্নেহে জড়িয়ে রাখত। বাপ-মায়ের পাখার বেষ্টন চিত্রগ্রীবকে যত্ন করে ঠান্ডার সময় গরম রেখেছে। জন্মের দ্বিতীয় দিন থেকে তার বাপ-মা দুজনেই পালা করে শিশু-চিত্রগ্রীবের মুখের মধ্যে ঠোঁট পুরে দুধ ঢেলে দিত। এমনকি, চিত্রগ্রীবের বয়স যখন এক মাস, তখনও তাকে কোনো বীজ দীর্ঘক্ষণ নিজেদের গলার মধ্যে রেখে, নরম করে তবে খেতে দিত। উড়তে শেখানোর জন্য চিত্রগ্রীবের বাবা যে-কৌশল অবলম্বন করেছিল এবং প্রয়োজনে নিজেদের ভাষায় যেভাবে তিরস্কার করেছিল, তা সন্তানের প্রতি পিতার গভীর দায়বদ্ধতারই পরিচায়ক। আবার, সন্তানের সাফল্যে মা-বাবার মুখে যেমন প্রসন্নতা খেলে যায়, সেইরকমই চিত্রগ্রীব যখন উড়তে শিখে গেল তখন তার বাবা-মায়ের মুখও পরম- আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে। সে-আনন্দের অভিব্যক্তি প্রকাশিত হয়েছে তাদের স্বস্তিতে স্নান করার বিশেষ মুহূর্তে।


চিত্রগ্রীবের মতো নিজের বাবা-মায়ের কাছ থেকে, বিশেষত, বাবার কাছ থেকে আমি সাঁতার শিখেছি। আমি যখন ছোটো ছিলাম- অর্থাৎ, চার-পাঁচ বছর বয়সে বাবা আমাকে সঙ্গে করে স্নানের সময় পুকুরঘাটে নিয়ে যেত। তারপর বাবার গলা জড়িয়ে আমি জলে নামতাম এবং বাবা হাতের দুই তালুর ওপর নিয়ে আমাকে শোয়ানো অবস্থায় জলে ভাসিয়ে কিছুক্ষণের জন্যে ঘাটের দিকে মুখ করে ছেড়ে দিত। আমি হাত-পা ছুড়তাম কয়েকবার। তারপর মুখের মধ্যে যখন জল ঢুকে যেত কিংবা দু-এক ঢোক জল গিলে ফেলতাম, বাবা তখন আমাকে আবার কাঁধে তুলে নিত। এভাবেই টানা তিরিশ দিনের মতো বাবা আমাকে সাঁতার শেখানোর চেষ্টা করেছিল। শেষে যখন প্রায় সাঁতার দিতে শিখে গিয়েছি, তখন বাবা আমাকে অনেকটা জলে নামিয়ে একা একা সাঁতার কাটতে বলত। এরপর আমি একা পুকুরের মাঝখানে সাঁতরে যাওয়ার উদ্যোগ নিতাম। বাবাও আমার সঙ্গে সাঁতার কাটতে কাটতে যেত। শেষমেশ নিজেই আমি শিখে গেলাম কীভাবে জলে সাঁতার কাটতে হয়।



সঠিক উত্তর নির্বাচন করো:


1. গল্পটিতে ডিমে বসে তা দেয় (মা-পাখি / বাবা-পাখি। বাবা-মা দুই পাখি)।


উত্তরঃ বাবা-মা দুই পাখি


2. হপ্তা তিনেক বয়সে চিত্রগ্রীব মেরেছিল একটি (ফড়িং প্রজাপতি / পিঁপড়ে)।


উত্তরঃ  পিঁপড়ে


3. চিত্রগ্রীবকে আকাশে উড়তে শেখানোর ভার নিয়েছি (চিত্রগ্রীবের বন্ধু / চিত্রগ্রীবের বাবা / চিত্রগ্রীবের মা)।


উত্তরঃ চিত্রগ্রীবের বাবা 


4. চিত্রগ্রীব জলের মালসা থেকে জল খেতে শুরু করে (হপ্তা তিনেক/ হপ্তা চারেক/ হপ্তা পাঁচেক) বয়সে।


উত্তরঃ হপ্তা পাঁচেক


5. সেদিন শহরের ওপরকার আকাশ তপ্ত হতে পারেনি (উত্তুরে বাতাসে / দখিনা বাতাসে / নির্মল বাতাসে)।


উত্তরঃ দখিনা বাতাসে


6. "চিত্রগ্রীবের পা ফসকে গেল" কোথা থেকে? (গাছের ডাল থেকে / বাড়ির ছাদ থেকে / ছাদের পাঁচিল থেকে)।


উত্তরঃ ছাদের পাঁচিল থেকে


7. "বকুনির মাত্রাও বেড়ে গেল।" -কার বকুনির কথা বলা হয়েছে? (চিত্রগ্রীবের বাবার / চিত্রগ্রীবের মায়ের / চিত্রগ্রীবের মা-বাবার)।


উত্তরঃ চিত্রগ্রীবের বাবার


8. চিত্রগ্রীব কীসের অবতার? (গাম্ভীর্যের / শান্তির / রাগের)।

উত্তরঃ গাম্ভীর্যের


9. "বলি কুঁড়ের সর্দার" কে 'কুঁড়ের সর্দার'? (চিত্ররথ/ চিত্রগুপ্ত / চিত্রগ্রীব)।


উত্তরঃ চিত্রগ্রীব


10. "উজ্জ্বল নীলকান্তমণির মতো।" কোন্টা? (চোখ / আকাশ / নদী)।


উত্তরঃ আকাশ


11. কথক চিত্রগ্রীবকে ওড়ার শিক্ষা দেওয়ার জন্য তাকে কোথায় বসাতেন? (হাতের ওপর / কনুইয়ের ওপর / কবজির ওপর)


উত্তরঃ কবজির ওপর


12. "ঘুড়ির কাগজের মতো ফিনফিনে"- কীসের কথা বলা হয়েছে? (ছবি আঁকার কাগজ / এক ধরনের কাপড় / চিত্রগ্রীবের চোখের ওপরের পাতলা পর্দা)।


উত্তরঃ চিত্রগ্রীবের চোখের ওপরের পাতলা পর্দা


13. "কৃতকর্মের জন্য সে লজ্জিত হল।" -কৃতকর্মটি কী? (পরীক্ষায় ফেল করা / ছেলেকে শাস্তি দেওয়া / চিত্রগ্রীবের ঠোঁটে পিঁপড়ের মৃত্যু / চুরি করা)।


উত্তরঃ চিত্রগ্রীবের ঠোঁটে পিঁপড়ের মৃত্যু


অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:


1. চিত্রগ্রীব কাকে বলে?


উত্তরঃ যার গ্রীবা চিত্রিত বা রঙিন গলা (গ্রীবা) হয়, তাকে চিত্রগ্রীব বলে।


2. চিত্রগ্রীবের বাবা কে?


উত্তরঃ চিত্রগ্রীবের বাবা হল এক গেরোবাজ পায়রা।


3. গল্পকথকের আর-এক বন্ধুর নাম কী?


উত্তরঃ গল্পকথকের আর-এক বন্ধুর নাম ছিল 'করী', সে ছিল একটি হাতি।


4. চিত্রগ্রীবের মা কোন্ বংশের পায়রা?


উত্তরঃ চিত্রগ্রীবের মা 'হরকরা' বংশের পায়রা।


5. 'চিত্রগ্রীব' নামক গল্পের ছবিগুলি কে এঁকেছেন?


উত্তরঃ 'চিত্রগ্রীব' নামক গল্পের ছবিগুলি এঁকেছেন চিত্রশিল্পী যুধাজিৎ সেনগুপ্ত।


6. জন্মের পর চিত্রগ্রীবের দেহের রং কেমন ছিল?


উত্তরঃ জন্মের পর চিত্রগ্রীবের দেহের রং ছিল লাল টুকটুকে।


7. "তার বাপ ছিল এক গেরোবাজ।" হয়েছে? কার কথা বলা


উত্তরঃ এখানে চিত্রগ্রীব পায়রার বাবার কথা বলা হয়েছে।


8. "তার বাপ ছিল এক গেরোবাজ।"- 'গেরোবাজ' কী?


উত্তরঃ 'গেরোবাজ' হল পায়রার একটি বিশেষ ধরনের প্রজাতি।


9. হাতিকে 'করী' বলা হয় কেন?


উত্তরঃ 'কর' কথার একটি অর্থ হল হাতির 'শুঁড়'। তাই শুঁড় বা কর থাকার জন্য তাকে 'করী' বলা হয়।


10. "সে কথা তার মায়ের অজানা নয়।' কার মায়ের, কোন্ কথাটি অজানা নয় বলা হয়েছে?


উত্তরঃ এখানে চিত্রগ্রীবের মায়ের কথা বলা হয়েছে।


চিত্রগ্রীবকে পৃথিবীতে আনার জন্য কবে, কখন ঠোঁট দিয়ে ডিমের খোলা ভেঙে ফেলতে হবে-এই কথাটি চিত্রগ্রীবের মায়ের অজানা নয়।


2.11 হপ্তা পাঁচেক বয়সে চিত্রগ্রীব কী করেছিল?


উত্তরঃ হপ্তা পাঁচেক বয়সে চিত্রগ্রীব খোপ থেকে লাফিয়ে বার হয়ে খোপের সামনে জলের মালসা থেকে জল খেতে আরম্ভ করেছিল।


2.12 "প্রথম শিক্ষা দেবে তার বাপ-মা-"বাবা-মা কাকে কী শিক্ষা দেবে?


উত্তরঃ চিত্রগ্রীবকে তার বাবা-মা ওড়ার শিক্ষা দেবে।


2.13 ক্ষত চিত্রগ্রীব কে? তার বাবা-মায়ের পরিচয় দাও।


উত্তরঃ চিত্রগ্রীব হল একটি পায়রা।


> তার বাবা ছিল এক 'গেরোবাজ', আর মা ছিল সেরা সুন্দরী, পুরোনো বনেদি 'হরকরা' বংশের পায়রা।


প্রস্তুতিকালীন মূল্যায়ন


অতিসংক্ষিপ্ত প্রশ্ন:


1. 'চিত্রগ্রীব' গল্পটি কী জাতীয় গল্প?


উত্তরঃ  'চিত্রগ্রীব' গল্পটি 'ছবিতে গল্প' জাতীয় গল্প।


2. 'চিত্রগ্রীব' গল্পে কোন্ কোন্ জাতের পায়রার কথা বলা হয়েছে?


উত্তরঃ 'চিত্রগ্রীব' গল্পটিতে গেরোবাজ ও হরকরা এই দু-ধরনের পায়রার কথা বলা হয়েছে।


3. 'করী' কে ছিল?


উত্তরঃ 'করী' ছিল একটি হাতি, সে ছিল গল্পকথকের বন্ধু। 


4. গল্পে কার মধ্যে গাম্ভীর্য দেখা গিয়েছে?


উত্তরঃ গল্পে চিত্রগ্রীবের মধ্যে গাম্ভীর্য দেখা গিয়েছে।


5. পিঁপড়েকে কে মেরেছিল?


উত্তরঃ পিঁপড়েকে চিত্রগ্রীব মেরেছিল।


6. চিত্রগ্রীবের বাবা মায়ের ঠোঁটে কোন্ জাতীয় খাদ্য দুধে পরিণত হয়েছিল?


উত্তরঃ চিত্রগ্রীবের বাবা মায়ের ঠোঁটে ভুট্টার বীজ দুধে পরিণত হয়েছিল। 


7. কোন্ সময়ে পৌঁছেও চিত্রগ্রীব ওড়ার সাহস পায়নি? 


উত্তরঃ প্রায় তিন মাস বয়সে পৌঁছেও চিত্রগ্রীব ওড়ার সাহস পায়নি।


8. পোষ মানে এমন দুটি পাখির নাম বলো।


উত্তরঃ পোষ মানে এমন দুটি পাখির নাম হল টিয়া, চন্দনা।


9. একজন পাখি বিশেষজ্ঞের নাম বলো, যিনি পাখিদের ভাষা বুঝতে পারতেন?


উত্তরঃ একজন পাখি বিশেষজ্ঞ এর নাম হল সেলিম আলি, যিনি পাখিদের ভাষা বুঝতে পারেন। 


10. লেখক কী আবিষ্কার করেছিলেন?


উত্তরঃ লেখক আবিষ্কার করেছিলেন, যে পায়রার চোখের ওপরে ঘুড়ির কাগজের মতো পাতলা ফিনফিনে একটা পর্দা থাকে।


শূন্যস্থান পূরণ করো:


1. বাবা কিংবা মা তার হাঁ-র মধ্যে নিজেদের ঠোঁট পুরে দিয়ে                         ঢেলে দিত।


উত্তরঃ দুধ,


2. চিত্রগ্রীব মরা পিঁপড়েটার ওপর                        নামিয়ে আপন কীর্তি লক্ষ্য করে দেখতে লাগল। 


উত্তরঃ নাক,


3. জন্মের                    থেকে বাপ-মার মধ্যে একজন কেউ খোপের মধ্যে উড়ে আসত।


উত্তরঃ দ্বিতীয় দিন


4.                        বয়সে সে খোপ থেকে লাফিয়ে বার হয়ে আসে।


উত্তরঃ হপ্তা পাঁচেক, 


5.                         সময় চিত্রগ্রীব ছাতের পাকা পাঁচিলের ওপর রোদ পোহাচ্ছিল।


উত্তরঃ বেলা প্রায় তিনটের।




Editing By- Lipi Medhi