Lesson 20
মোরা দুই সহোদর ভাই কাজী নজরুল ইসলাম
---------------------------------------------
১. অনধিক দুটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও :
১.১ কাজী নজরুল ইসলামের কোন কবিতা প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে সমগ্র বাংলায় আলোড়ন সৃষ্টি হয়েছিল?
উত্তর: নজরুল ইসলামের ‘বিদ্রোহ’ কবিতা প্রকাশের সঙ্গে সঙ্গে সমগ্র বাংলায় আলোড়ন সৃষ্টি হয়েছিল।
১.২ কাজী নজরুল ইসলামের লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো।
উত্তর: কাজী নজরুল ইসলামের লেখা দুটি কবিতার বই—অগ্নিবীণা, সর্বহারা।
২. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও :
২.১ ‘মোরা দুই সহোদর ভাই’ কবিতায় সহোদর কারা ?
উত্তর: ‘মোরা দুই সহোদর ভাই’ কবিতায় সহোদর হলো হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মানুষ
২.২ ‘আমাদের এই হীন-দশা’ তাই’–আমাদের এই হীন-দশার কারণ কী?
উত্তর: আমাদের এই হীন দশার কারণ হলো সাম্প্রদায়িক বিদ্বেষ।
৩. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :
৩.১ ‘এক বৃন্তে দুটি কুসুম এক ভারতে ঠাঁই।’— পঙ্ক্তিটিতে প্রদত্ত উপমাটি ব্যাখ্যা করো।
উত্তর: হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মানুষকে কবি দুই সহোদর ভাই রূপে দেখেছেন। এরা একই বৃন্তে দুটি ফুলের মতো। ভারতে উভয়েই স্থান পেয়েছে।
৩.২ ‘সব জাতিরই সকলকে তাঁর দান যে সমান করে’—কার, কোন দানের কথা এখানে বলা হয়েছে?
উত্তর: এখানে ঈশ্বর বা প্রকৃতির দানের কথা বলা হয়েছে। প্রকৃতির সম্পদের প্রতি সবার সমান অধিকার। সেখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। সব জাতির মানুষই সমান।
৩.৩ চাঁদ সুরুযের আলো কেহ কম-বেশি কি পাই’—চাঁদ সুরুযের আলো কী? কবির এই প্রশ্নটির অন্তর্নিহিত অর্থটি বুঝিয়ে দাও ।
উত্তর: চাঁদ সূর্যের আলো হলো— সূর্যের কিরণ ও চাঁদের আলো অর্থাৎ জ্যোৎস্নার কথা বলা হয়েছে। চাঁদ ও সূর্যের আলো সব জাতির মানুষই সমানভাবে পায়। সেখানে কোনো ভেদাভেদ নেই অর্থাৎ ঈশ্বরের দৃষ্টিতে সব মানুষই সমান।
৪. নীচের বাক্যগুলি থেকে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া চিহ্ণিত করে লেখো :
৪.১ মোরা বিবাদ করে খোদার উপর করি যে খোদকারি।
উত্তর: অসমাপিকা ক্রিয়া — করে। সমাপিকা ক্রিয়া — করি।
৪.২ দুই জাতি ভাই সমান মরে মড়ক এলে দেশে।
উত্তর: অসমাপিকা ক্রিয়া — এলে। সমাপিকা ক্রিয়া — মরে।
৪.৩ সব জাতিরই সকলকে তাঁর দান যে সমান করে।
উত্তর: সমাপিকা ক্রিয়া — করে।
👉Paid Answer (For Membership User)