Lesson 3
পাইন দাঁড়িয়ে আকাশে
নয়ন তুলি হাইনরিখ হাইনে
---------------------------------------------
১) এককথায় উত্তর দাও:
১.পাইন গাছ কোথায় দাঁড়িয়ে থাকে?
উত্তর: উত্তরদিকের জঙ্গলাকীর্ণ নগ্ন পাহাড়ের ওপর পাইন গাছ দাঁড়িয়ে থাকে।
২. পাম গাছ কোথায় দাঁড়িয়ে থাকে?
উত্তর: মরুভূমির উত্তপ্ত বালুরাশির ওপর পাম গাছ দাঁড়িয়ে থাকে।
৩. পাইন গাছ কীসের পোশাক পরে আছে?
উত্তর: পাইন গাছ বরফের রূপালি পোশাক পরে আছে।
৪. পাইন গাছ কীভাবে স্বপ্ন দ্যাখে?
উত্তর: পাইনগাছ দিনরাত দুলে দুলে স্বপ্ন দ্যাখে।
৫. "পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি”- কবিতার অনুবাদক কে?
উত্তর: পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি'- কবিতার অনুবাদক সৌম্যেন্দ্রনাথ ঠাকুর।
২) একটি বাক্যে উত্তর দাও:
১. পাইন গাছ কোথায় দাঁড়িয়ে আছে?
উত্তর: পাইন গাছ উত্তরের বরফ-ঢাকা ন্যাড়া পাহাড়ে দাঁড়িয়ে আছে।
২. "স্বপ্ন সে দেখে"-'সে' কে?
উত্তর: উদ্ধৃত অংশে 'সে' বলতে পাইন গাছকে বোঝানো হয়েছে।
৩. পাইন গাছ কীসের কাপড় পরে আছে?
উত্তর: পাইন গাছ বরফের রূপালি কাপড় পরে আছে।
৪. "প্রভাতে সূর্য ওঠে"-কোথায় সূর্য ওঠে?
উত্তর: দূরে মরুভূমির ওপারে কোনো-এক অজানা দেশে সূর্য ওঠে।
৫. পামগাছ কোথায় দেখা যায়?
উত্তর: পামগাছ মরুভূমি অঞ্চলে দেখা যায়।
৬. পার্বত্য ও মরু অঞ্চলে জন্মায় এমন কোন্ কোন্ গাছের কথা এখানে আছে?
উত্তর: পার্বত্য ও মরু অঞ্চলে জন্মায় এমন দুটি গাছ, যার উল্লেখ কবিতায় আছে তা হল- পাইন গাছ ও পাম গাছ।
৭. মেরু অঞ্চলের প্রকৃতি কী? মরুভূমির প্রকৃতি কী?
উত্তর: মেরু অঞ্চলের প্রকৃতি ঠান্ডা। আর মরুভূমির প্রকৃতি গরম।
৮. কোথায় বরফ আর কোথায় ক্যাকটাস জাতীয় গাছ দেখা যায়?
উত্তর: শীতপ্রধান পাহাড়ি অঞ্চলে বরফ আর মরুপ্রধান বালিপূর্ণ অঞ্চলে ক্যাকটাস জাতীয় গাছ দেখা যায়।
৯. হাইনরিখ হাইনে জার্মান কবি। তুমি দুজন ইংরেজ কবির নাম বলো।
উত্তর: দুজন ইংরেজ কবির নাম হল- উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং পি বি শেলি।
১০. একতা "উত্তরের বুনো নগ্ন পাহাড়, পরে, দাঁড়ায়ে"- কে, কোথায়, কীভাবে দাঁড়িয়ে আছে? আলোচ্য কবিতাটি কে অনুবাদ করেছেন?
উত্তর: পাইন গাছ উত্তরদিকে পাহাড়ের ওপর আকাশে নয়ন তুলে একা দাঁড়িয়ে আছে।
আলোচ্য কবিতাটি অনুবাদ করেছেন সৌম্যেন্দ্রনাথ ঠাকুর।
উত্তর পেতে সদস্যপদ প্রয়োজন
Paid Answer Link (Membership User)
Editing By:- Lipi Medhi