আকাশভরা সূর্য-তারা
রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১]
👉Paid Answer (For Membership User)
👉Download Books PDF
সংক্ষিপ্তসার
আকাশ জুড়ে অবস্থান করছে সূর্য, তারা, বিশ্বজুড়ে রয়েছে প্রাণময়সত্তা, তারই মাঝে কবি কীভাবে স্থান পেয়েছে, তারই বিস্ময়ে কবির গান জেগে উঠেছে। অসীম কাল থেকে যে জোয়ারভাটার দোলা চলে, তা কবির রক্তধারায় টান লেগেছে। বনের পথে যেতে গিয়ে ঘাসে ঘাসে পা ফেলে, ফুলের গন্ধ পেয়ে কবিসত্তা আনন্দিত হয়েছে। আপনাকে বিশ্বপ্রকৃতির মাঝে উন্মুক্ত করে দিয়ে কবি জানার মাঝে অজানাকে সন্ধান করে চলেছে। তাই কবির সমগ্র গানে বিস্ময় প্রকাশ পেয়েছে।
শব্দার্থ বিশ্লেষণ
প্রাণ: জীবন, জীবনীশক্তি। বিস্ময়ে: অভিভূত হয়ে, অবাক হয়ে। অসীম: সীমাহীন, অনন্ত। কালের সময়ের। হিল্লোল: স্রোত, দোলন, তরঙ্গ। ভুবন: পৃথিবী, মহাবিশ্ব। নাড়িতে: ধমনিতে, রক্তবাহী শিরায়। মোর আমার। রক্তধারা: রক্তের প্রবাহ বা স্রোত। টান: আকর্ষণ, আসক্তি। চমক: ঝলকানি, চৈতন্য। দান: বিতরণ, আধার। সন্ধান: খোঁজ, অন্বেষণ।
এখানে কোন প্রশ্ন এবং উত্তর নেই।
Editing By:- Lipi Medhi