Lesson 8

 চিঠি জসীমউদ্দিন

----- --- -- - ----- --- -- - -----

নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :

১. কবি জসীমউদ্দিনকে বাংলা কাব্য জগতে কোন্ অভিধায় অভিহিত করা হয়েছে?

উত্তর : কবি জসীমউদ্দিনকে বাংলা কাব্য জগতে ‘পল্লিকবি’ অভিধায় অভিহিত করা হয়েছে।

১.২ তাঁর লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো।

উত্তর : কবি জসীমউদ্দিনের লেখা দুটি কবিতার বইয়ের নাম—’রাখালী’ এবং ‘নক্সী কাঁথার মাঠ’।

২.১ কবি কার কার থেকে চিঠি পেয়েছেন ?

উত্তর : কবি লালমোরগ, চখাচখি, বাবুই পাখি, কোড়াকুড়ী এবং সবশেষে খোকা ভাইয়ের চিঠি পেয়েছেন।

২.২ লাল মোরগের পাঠানো চিঠিটি কেমন ?

উত্তর : লাল মোরগের চিঠিটি ভোর জাগানোর সুর আর উষার রঙিন হাসি ভরা।

২.৩ চখাচখি কেমন চিঠি পাঠিয়েছে?

উত্তর : বালুচরের ঝিকিমিকি, ঢেউয়ে ঢেউয়ে বর্ষা বালুচরে বার্তা লিখে রাখার খবর জানিয়ে চিঠি পাঠিয়েছে।

২.8 গাশালিক তার চিঠিতে কী বলেছে?

উত্তর: গাঙশালিক তার চিঠিতে কবিকে ‘গাঙের পাড়ের মোড়ল’ হবার কথা লিখেছে।

২.৫ বাবুই পাখির বাসার থেকে আসা চিঠিটি কেমন?

উত্তর: ধানের পাতায় তালের পাতায় বুনট-করা নক্শা আঁকা চিঠি পাঠিয়েছে বাবুই পাখি।

২.৬ কোড়াকুড়ীর পাঠানো চিঠিটির বর্ণনা দাও।

উত্তর: বর্ষাকালের ফসলের ক্ষেত, জলধারায় সবুজ পাতার নাচানাচি, গুরু গুরু মেঘের ডাক যা কান্নার মতো শোনাচ্ছে, উদাস বাতাসের কথা কোড়াকুড়ির পাঠানো চিঠিতে আছে।

২.৭ কার চিঠি পাওয়ায় কবির মনে হয়েছে নিখিল বিশ্ব তাঁকে চিঠি পাঠিয়েছে?

উত্তর: ছোটো ভাই-এর পাঠানো চিঠিকে কবির মনে হয়েছে নিখিলবিশ্ব তাঁকে চিঠি পাঠিয়েছে।

২.৮ এই কবিতায় কোন্ ঋতুর প্রসঙ্গ রয়েছে?

উত্তর: এই কবিতায় প্রধানত বর্ষা ঋতুর প্রসঙ্গ আছে। আবার ছোটো ভাইয়ের চিঠির প্রসঙ্গে শীতঋতুর কথা এসেছে।

২.৯ কবিতায় অন্য ঋতুর পটভূমি সত্ত্বেও খোকাভাই-এর চিঠির লেখনখানি শীতের ভোরের রোদের মতো মিঠে মনে হওয়ার তাৎপর্য বুঝিয়ে দাও।

উত্তর: কবিতায় বর্ষা ঋতুর পটভূমি থাকা সত্ত্বেও কবির কাছে তাঁর খোকাভাইয়ের চিঠিটি শীতের ভোরের রোদের মতো’ মনে হয়েছে। কেননা শীতের ভোরের রোদ যেমন নরম কিন্তু আরামদায়ক, তেমনি কবির ছোটোভাইয়ের চিঠিখানিও তাঁর কাছে ভালোবাসার উয় পরশ নিয়ে এসেছে।

২.১০ ‘খুশির নূপুর ঝুমুর ঝামুর বাজছে আমার নিরালাতে’—পঙক্তিটির অর্থ বুঝিয়ে দাও।

উত্তর: কবি নানা জনের কাছ থেকে নানা চিঠি পেয়েছেন। সেসব চিঠি প্রকৃতির নানা খবরে সমৃদ্ধ। কবির মনে আনন্দের নূপুর বাজছে। যে নূপুরের আওয়াজে কবির মনে খুশির বান ডেকেছে।




Editing By:- Lipi Medhi