অধ্যায় ৩
ভারতীয় উপমহাদেশের
প্রাচীন ইতিহাসের ধারা
---------------------------------------
অনুশীলনী ও প্রশ্নউত্তর
উত্তর: পোড়া ইট দিয়ে
2. হরপ্পা সভ্যতা ছিল (পাথরের যুগের/লোহার যুগের/তামা ও ব্রোঞ্জ যুগের) সভ্যতা।
উত্তর: তামা ও ব্রোঞ্জ যুগের
3. ভারতীয় উপমহাদেশে হরপ্পাতেই নগর/প্রথম গ্রাম/দ্বিতীয় নগর) দেখা গিয়েছিল। (প্রথম)
উত্তর: প্রথম নগর
1. নিজের ভাষায় ভেবে লেখো (তিন-চার লাইন)
1.1. তোমার জানা কোনো একটি শহরের সঙ্গে হরপ্পা সভ্যতার শহরের মিল-অমিলগুলি খুঁজে বের করো।
উত্তর: আমার জানা একটি শহর হল চন্দননগর।
• মিল: হরপ্পা সভ্যতার শহরের সঙ্গে চন্দননগরের যে মিল রয়েছে তার মধ্যে দুটি হল- চওড়া রাস্তা ও সরু গলিপথ, উন্নত জলনিকাশি ব্যবস্থা।
• অমিল: যেদিক দিয়ে অমিল রয়েছে তার মধ্যে দুটি হল- বিশাল শস্যের গোলা চন্দননগরে নেই, বড়ো স্নানাগারও চন্দননগরে নেই।
1.2. সিন্ধুনদের তীরে হরপ্পা সভ্যতার শহরগুলি কেন গড়ে উঠেছিল বলে তোমার মনে হয়?
উত্তর: সিধুনদের তীরে হরপ্পা সভ্যতার শহরগুলি গড়ে ওঠার কারণসমূহগুলি হল-
• জলসেচের সুবিধা: শহরের নীচু এলাকায় কৃষিজমির জলসেচের সুবিধা।
• পানীয় জলের ব্যবস্থা: পানীয় জলের সুবিধা।
• যাতায়াতের সুবিধা: জলপথে সহজে যাতায়াতের সুবিধা।
বহন খরচ কম: পালতোলা নৌকো করে জিনিসপত্র নিয়ে যাওয়ার খরচ ছিল খুবই সস্তা।
1.3. হরপ্পা সভ্যতায় কী ধরনের বাড়িঘর পাওয়া গেছে? সেগুলিতে কারা থাকতেন বলে মনে হয়?
উত্তর: হরপ্পা সভ্যতায় পোড়া মাটির ইটের তৈরি নানা আকারের বাড়িঘর দেখা যায়, যেমন- বড়ো বাড়ি, যেগুলি ছিল দোতলা বা তিনতলা এবং ছোটো বাড়ি, যেগুলি সারিবদ্ধভাবে গড়ে উঠেছিল।
বড়ো বড়ো ঘর বাড়িগুলি দেখে মনে হয়, সেগুলিতে ধনী মানুষেরা বসবাস করতেন এবং ছোটো বাড়িগুলিতে গরিব মানুষেরা থাকতেন।
2 বেমানান শব্দটি খুঁজে বের করো :
1. তামা, কাঁসা, পাথর, লোহা।
উত্তর: পাথর
2. ঘোড়া, হাতি, গন্ডার, ষাঁড়।
উত্তর: পাথর
3. কালিবঙ্গান, মেহেরগড়, বানাওয়ালি, ধোলাবিরা।
উত্তর: মেহেরগড়
3. নীচের বাক্যগুলির কোন্ট্রি ঠিক কোল্টিন্ট ভুল লেখো:
1. লিপির ব্যবহার সভ্যতার একটি বৈশিষ্ট্য।
উত্তর: ঠিক ,
2. মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন দয়ারাম সাহানি।
উত্তর: ভুল
3. হরপ্পা সভ্যতা প্রাক্-ঐতিহাসিক যুগের সভ্যতা।
উত্তর: ভুল
4. হরপ্পার মানুষ লিখতে জানতেন।
উত্তর: ঠিক ,
👉Paid Answer (For Membership User)