অধ্যায় ৪
ভারতীয় উপমহাদেশের
প্রাচীন ইতিহাসের ধারা
-------------------------
সম্পূর্ণ বাক্যে উত্তর দাও
1. কোন শব্দের সঙ্গে Roaming শব্দের মিল খুঁজে পাওয়া যায়?
উত্তর: রাম শব্দের সঙ্গে Roaming শব্দের মিল খুঁজে পাওয়া যায়।
2. রামায়ণে রাবণকে দস্যু বলা হয়েছে কেন?
উত্তর: অনার্য রাবণ যুদ্ধে হেরে গিয়েছিল, সেই কারণে রামায়ণে রাবণকে দস্যু বা রাক্ষস বলা হয়েছে।
3. ইন্দো-আর্য ভাষার প্রাচীনতম সাহিত্যগ্রন্থ কোন্টি?
উত্তর: ইন্দো-আর্য ভাষার প্রাচীনতম সাহিত্যগ্রন্থ ঋগ্বেদ।
4. ঋগ্বেদ ও জেন্দ অবেস্তায় কোন ভাষার প্রভাব দেখা যায়?
উত্তর: ঋগ্বেদ ও জেন্দ অবেস্তায় ইন্দো-ইরানীয় ভাষার প্রভাব দেখা যায়।
5. ঋগ্বৈদিক যুগে সমাজের মূলভিত্তি কী ছিল?
উত্তর: ঋবৈদিক যুগে সমাজের মূলভিত্তি ছিল পরিবার।
6. সমগ্র বৈদিক সাহিত্য ক-টি ভাগে বিভক্ত?
উত্তর: সমগ্র বৈদিক সাহিত্য চার ভাগে বিভক্ত।
7. ভারতের দুটি মহাকাব্যের নাম কী?
উত্তর: ভারতের দুটি মহাকাব্যের নাম হল রামায়ণ ও মহাভারত।
৪. দেবতারা কাকে প্রথম রাজা নির্বাচন করেন?
উত্তর: দেবতারা ইন্দ্রকে প্রথম রাজা নির্বাচন করেন।
9. ঋগবেদে কোন্ ধাতুর উল্লেখ নেই?
উত্তর: ঋগবেদে লোহার উল্লেখ নেই।
10. বেদের মন্ত্রোচ্চারণ করতেন এমন দুজন নারীর নাম উল্লেখ করো।
উত্তর: বেদের মন্ত্রোচ্চারণ করতেন এমন দুজন নারীর নাম হল অপালা ও লোপামুদ্রা।
A সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো
1. ঋগ্বেদের যুগে গুরুত্বপূর্ণ নদী হল-
(i) গঙ্গা
(ii)যমুনা
(iii) সিধু
উত্তর: (iii) সিধু
2. বিশপতি বলতে বোঝায়-
(i) পরিবারের প্রধানকে
(ii) সমাজের প্রধানকে
(iii) গোষ্ঠীর প্রধানকে
উত্তর: (ii) সমাজের প্রধানকে
3. বৈদিক যুগে বিশ বলতে বোঝানো হয়েছে-
(i) কুড়ি
(ii) গোষ্ঠী
(iii) সম্প্রদায়
উত্তর: (iii) সম্প্রদায়
4. বৈদিক সমাজ ছিল-
(i) ধনতান্ত্রিক
(ii) মাতৃতান্ত্রিক
(iii) পিতৃতান্ত্রিক
উত্তর: (iii) পিতৃতান্ত্রিক
5. একলব্যের পিতা ছিলেন-
(i) আয়োদধৌম্য
(ii) উদ্দালক
(iii) হিরণ্যধনু
উত্তর: (iii) হিরণ্যধনু
6. বৈদিক সমাজে সবচাইতে নীচে ছিল-
(i)হ্মণ
(ii) শূদ্র
(iii)ক্ষত্রিয়
উত্তর: (ii) শূদ্র
7. চতুরাশ্রমের প্রথম আশ্রম হল-
(i) ব্রহ্মচর্য
(ii) গার্হস্থ্য
(iii) সন্ন্যাস
উত্তর: (i) ব্রহ্মচর্য
৪. বৈদিক যুগে যে-খেলা জনপ্রিয় ছিল, তা হল-
(i) জুয়াখেলা
(ii) পাশাখেলা
উত্তর: (ii) পাশাখেলা
9. বৈদিক যুগে শিক্ষার মূলবিষয় ছিল
(i) পুরাণ পাঠ
(ii) বেদ পাঠ
(ii) পাশাখেল
উত্তর: বেদ পাঠ
10. বৈদিক যুগে প্রজারা নিরাপদে থাকার জন্য রাজাকে স্বেচ্ছায় যে কর দিত-
(i) ভাগ
(ii) বলি
(iii) মনা
উত্তর: বলি
11. বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিলেন-
(i) মাতা
(ii) বয়স্ক ব্যক্তি
(iii) পিতা
উত্তর: পিতা
12. বৈদিক সাহিত্যগুলিকে ঠিকমতো বোঝার জন্য রচিত হয়েছিল-
(i) বেদাঙ্গ
(ii)উপনিষদ
(iii) গীতা
উত্তর: বেদাঙ্গ
13. অবেস্তার শ্রেষ্ঠ দেবতার নাম-
(i) অহুর
(ii) রা
(iii) দয়ের
উত্তর: অহুর
14. আর্য শব্দটি হল-
(i) জাতি
(ii) ভাষা
(iii) সাহিত্য
উত্তর: ভাষা
15. বৈদিক সাহিত্যে ছন্দে বাঁধা কবিতাকে বলে-
(i) সংহিতা
(ii)ব্রাহ্মণ
(iii)আরণ্যক
উত্তর: সংহিতা
16. বৈদিক সাহিত্য থেকে জানা যায় পুজো, যজ্ঞ, বেদ পাঠ ইত্যাদি করতেন-
(i) ব্রাহ্মণরা
(ii) বৈশ্যরা
(iii) ক্ষত্রিয়রা
উত্তর: ব্রাহ্মণরা
17. পরবর্তী বৈদিক যুগের মানুষদের জীবনযাপনের চারটি পর্যায়ের শেষ পর্যায়টি ছিল-
(i) গার্হস্থ্যাশ্রম
(ii) বাণপ্রস্থাশ্রম
(iii)সন্ন্যাস আশ্রম
উত্তর: সন্ন্যাস আশ্রম
শূন্যস্থান পূরণ করো:
1. Roaming শব্দটির মানে হল—-----------------।
(i) দাঁড়িয়ে থাকা
(ii) ঘোরা
(iii) বেরিয়ে আসা
উত্তর: ঘোরা
2. মহীপতি হলেন—---------- রাজা।
(i) পৃথিবীর
(ii) রাজ্যের
(iii) দেশের
উত্তর: পৃথিবীর
3. ঋগ্বেদের যুগে সম্পদ হিসেবে -ৃ—---------------র চাহিদাও ছিল।
(i) ঘোড়া
(ii) গোরু
(iii) হাতি
উত্তর: ঘোড়া
4. ঋগ্বেদের স্বেচ্ছাকর —-------------নামে পরিচিত।
(i) দান
(ii) বলি
(iii) উপরিকর
উত্তর: বলি
5. যুদ্ধবন্দি দাসরাই মূলত —----------- ছিল।
(i) শূদ্র
(ii) ব্রাহ্মণ
(iii) বৈশ্য
উত্তর: শূদ্র
6. প্রত্নতাত্ত্বিকরা বৈদিক যুগের কোনো —-----------র খোঁজ পাননি।
(i) লিপি
(ii) ধ্বংসাবশেষ
(iii) হাড়গোড়
উত্তর: লিপি
7. বৈদিক যুগে —-------------- অনুষ্ঠানের মধ্যদিয়ে ছাত্র- জীবনের সূত্রপাত হত।
(i) সমাবর্তন
(ii) জন্মদিন
(iii) উপনয়ন
উত্তর: উপনয়ন
৪. ছাত্রজীবনের পরিসমাপ্তি ঘটত —------------ মধ্য দিয়ে। অনুষ্ঠানের
(i) উপনয়ন
(ii) গোদান
(iii) সমাবর্তন
উত্তর: গোদান
9. ঋগ্বৈদিক যুগের প্রধান দেবতা ছিলেন —------------।
(i) বরুণ
(ii) ইন্দ্র
(iii) ব্রহ্মা
উত্তর: ইন্দ্র
10. —----------- বেদ আসলে, জাদুমন্ত্রের সংকলন।
(i) ঋগ্
(ii) অর্থব
(iii) সাম
উত্তর: সাম
11. ঋগ্বেদে —---------- বলতে গায়ের রংকেই বোঝায়।
(i) বর্ণ
(ii) ভাষা
(iii)জাতি
উত্তর: বর্ণ
ঠিক-ভুল নির্ণয় করো :
1. ইন্দো-ইউরোপীয় ভাষা গোষ্ঠীর এক সদস্য হল ইন্দো- ইরানীয় ভাষা।
উত্তর: ঠিক
2. 'সংহিতা' কথার অর্থ গান।
উত্তর: ভুল
3. বৈদিক সাহিত্য মূলত ধর্মীয় সাহিত্য।
উত্তর: ঠিক
4. আদি বৈদিক সমাজে লোহার ব্যবহার ছিল না।
উত্তর: ঠিক
5. বৈদিক যুগে জিনিসের পরিবর্তে জিনিস কেনাবেচা করা হত।
উত্তর: ঠিক
6. বৈদিক যুগে শূদ্ররাও চতুরাশ্রম প্রথা পালন করত।
উত্তর: ভুল
7. পুরো ভারতীয় উপমহাদেশ জুড়ে বৈদিক সভ্যতা ছড়িয়ে পড়েছিল।
উত্তর: ভুল
৪. বৈদিক সাহিত্য ১৫০০ খ্রিস্টাব্দ থেকে ৬০০ খ্রিস্টপূর্বাব্দের মধ্যে রচিত হয়েছিল।
উত্তর: ভুল
9. গ্রামের থেকে বড়ো জনসমষ্টিকে বলা হত বিশ।
উত্তর: ঠিক
10. আদি বৈদিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান ঋগ্বেদ।
উত্তর: ঠিক
11. সংহিতা, বেদ, আরণ্যক, উপনিষদ
উত্তর: বেদ
12. সভা, জন, গণ, বিশ
উত্তর: সভা
13. অশ্বমেধ, নরমেধ, বাজপেয়, রাজসূয়
উত্তর: নরমেধ
14. ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, চণ্ডাল
উত্তর: চণ্ডাল
G সঠিক জোড়াটি খুঁজে লেখো :
1. রাম Roaming
(i) রাবণ — মহাভারত
(ii) কুরুক্ষেত্র — রামায়ণ
(iii) বালি — মুদ্রা
উত্তর: রাবণ — মহাভারত
2. ভাষা ইন্দো — ইউরোপীয়
(i) ভাষা পরিবার ইন্দো — ইউরোপীয়
(ii) উপভাষা ইন্দো — ইউরোপীয়
(iii) অপভাষা ইন্দো —- ইউরোপীয়
উত্তর: উপভাষা ইন্দো — ইউরোপীয়
3. বেদ রামায়ণ
(i) বেদ — মহাভারত
(ii) বেদ — ৪টি
(iii) বেদ – পুরাণ
উত্তর: বেদ – পুরাণ
4. নৃপতি — মানুষের রক্ষাকারী
(i) বিশ্বপতি – ভূমির মালিক
(ii) ভূপতি — গবাদি পশুর প্রভু
(iii) গোপতি — গোষ্ঠীর প্রধান
উত্তর: বিশ্বপতি – ভূমির মালিক
5. যুদ্ধের দেবতা বরুণ
(i) বৃষ্টির দেবতা — অগ্নি
(ii) প্রধান দেবতা — ইন্দ্র
(iii) সূর্যের দেবতা — সোম
উত্তর: সূর্যের দেবতা — সোম
H ফাঁকা ঘরে সঠিক অক্ষর-বর্ণ বসিয়ে শব্দ গঠন করো:
1. রা —- , —---
2. সং —- —--
3. অ — , —-- বেদ
4. হি —-- ব —-
5. সপ্ত — , —-
Ans: 1. রামায়ণ , 2. সংহিতা , 3. অথর্ববেদ , 4. হিমবৎ ,5. সপ্তসিধু
👉Paid Answer (For Membership User)