অধ্যায় ১

পরিবেশ ও জীবজগতের

 পারস্পরিক নির্ভরতা

-------------------------------------

A  ঠিক উত্তর নির্বাচন করো:


1. আমরা শ্বাসক্রিয়ার সময় বাতাস থেকে কোন্ গ্যাস গ্রহণ করি?

(i)  কার্বন ডাইঅক্সাইড (CO₂)
(ii)  অক্সিজেন (O₂)
(iii)  নাইট্রোজেন (N₂)
(iv)  হাইড্রোজেন

উত্তর: অক্সিজেন (O₂)

2. উদ্ভিদ খাদ্য তৈরি করার সময় পরিবেশে কোন্ গ্যাস ত্যাগ করে?

(i)  কার্বন ডাইঅক্সাইড
(ii)  অক্সিজেন
(iii)  নাইট্রোজেন
(iv)  হাইড্রোজেন

উত্তর: অক্সিজেন

3. পরাগমিলনের সময় পরাগরেণু সেই ফুলের কোন্ অংশে এসে পড়ে?

(i)  গর্ভমুণ্ডে
(ii)  গর্ভাশয়ে
(iii)  গর্ভদণ্ডে
(iv)  কোনোটিই নয়
উত্তর: গর্ভমুণ্ড

4. যখন দুটি জীব পারস্পরিক সাহচর্যে বেঁচে থাকে, তাকে বলে-

(i)  পরজীবিতা
(ii) সহজীবিতা
(i)  মিথোজীবিতা
(ii)  মৃতজীবিতা

উত্তর: মিথোজীবিতা

5. মানুষের মাথায় বসবাসকারী একটি পরজীবী প্রাণী হল-

(i)  উকুন
(ii) এঁটুলি
(iii) ফিতাকৃমি
(iv)  মোনেরা

উত্তর: উকুন

6. কোন্ প্রকার মৌমাছি মধু তৈরিতে অংশগ্রহণ করে?

(i)  রানি মৌমাছি
(ii) পুরুষ মৌমাছি
(iii)  শ্রমিক মৌমাছি
(iv)  মধুমক্ষিকা

উত্তর: শ্রমিক মৌমাছি

7. কোন্ ভিটামিন হাড়কে মজবুত করে এবং রিকেট রোগ প্রতিরোধ করে?

(i)  ভিটামিন-A
(ii)  ভিটামিন-C
(iii) ভিটামিন-D
(iv)  ভিটামিন-B

উত্তর: (iii) ভিটামিন-D

8. দই-তে যে-জৈব অ্যাসিডটি পাওয়া যায়, তা হল-

(i)  পাইরুভিক অ্যাসিড
(ii)  ল্যাকটিক অ্যাসিড
(iii)  সাইট্রিক অ্যাসিড
(iv)  পামিটিক অ্যাসিড

উত্তর:  ল্যাকটিক অ্যাসিড

9. পাউরুটিকে ফুলে-ফেঁপে উঠতে সাহায্য করে-

(i)  অক্সিজেন
(ii)  কার্বন ডাইঅক্সাইড
(iii)  জলীয় বাষ্প
(iv) সোডিয়াম কার্বনেট

উত্তর:  কার্বন ডাইঅক্সাইড

10. মানুষের একটি অন্তঃপরজীবী হল-

(i)  এঁটুলি
(ii)  ফিতাকৃমি
(iii)  উকুন
(iv) মোনেরা

উত্তর:  ফিতাকৃমি

11. গাছ থেকে যে-জিনিসটি পাওয়া যায় না সেটি হল-

(i) কাগজ
(ii) গঁদের আঠা
(iii) কুইনাইন
(iv) ছানা

উত্তর:   ছানা।

• শূন্যস্থান পূরণ করো:

1. পালিশ করার জন্য প্রয়োজনীয় ------------------ গাছ থেকে পাওয়া যায়।
উত্তর:  রজন।

2. গো-বক আর ---------------মধ্যে মিথোজীবী সম্পর্ক দেখা যায়।
উত্তর: গোরুর।

বেমানান শব্দ বা নামটিকে খুঁজে বের করো:

1. তুলোগাছ, উকুন, যক্ষ্মার জীবাণু, স্বর্ণলতা
উত্তর: তুলোগাছ।

একটি বা দুটি বাক্যে উত্তর দাও:

1.  ভিটামিন A আর D-এর অভাবে আমাদের কী সমস্যা হতে পারে?
উত্তর: ভিটামিন A-এর অভাবে চোখ ও ত্বকের সমস্যা দেখা যায়। ভিটামিন D-এর অভাবে হাড় ও দাঁতের গঠন ব্যাহত হয়।

 F সংক্ষিপ্ত উত্তর দাও:

1. অ্যাজোলা-র পাতায় থাকা ব্যাকটেরিয়া কীভাবে অ্যাজোলা-র উপকার করে?
উত্তর: অ্যাজোলা-র পাতায় থাকা সায়ানোব্যাকটেরিয়া অ্যানাবিনা বাতাস থেকে নাইট্রোজেন সংবন্ধন করে অ্যাজোলা-র বংশবৃদ্ধিতে সাহায্য করে।

2. পরিবেশ কাকে বলে?
উত্তর:  নানান নির্জীব (Abiotic) এবং সজীব (Biotic) উপাদান দ্বারা গঠিত এমন এক পারিপার্শ্বিক অবস্থার সমবায়, যা জীবের জীবন প্রক্রিয়াগুলিকে প্রভাবিত করে, তাকে পরিবেশ বলে।

3. পরিবেশের সজীব উপাদান কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর: পরিবেশের যে-সকল উপাদান উত্তেজনায় সাড়া দেয়, যাদের প্রাণের স্পন্দন এবং জন্ম, বৃদ্ধি ও মৃত্যু আছে, তাদের সজীব উপাদান বলে। যেমন-উদ্ভিদ ও প্রাণী।

4. পাখিরা কীভাবে বাসা বানায়?
উত্তর:  পাখিরা গাছের শুকনো ডাল, পাতা দিয়ে বাসা বানায়। গাছের ছোটো ডালে শুকনো খড়, ছোটো ডাল সাজিয়ে কাক, শালিক প্রভৃতি পাখি বাসা বানায়। কোনো কোনো পাখি গাছের পাতাকে সেলাই করে বা মুড়ে বাসা তৈরি করে। টুনটুনি ও বাবুই পাখি বিশেষ পদ্ধতিতে বাসা বানায়।

5. গাছের ডালে বাস করে এমন দুটি প্রাণীর নাম লেখো।
উত্তর: বানর ও শ্লথ।

6. তন্তু কী? উদাহরণ দাও।
উত্তর: কৃত্রিম বা প্রাকৃতিকভাবে পাওয়া সূক্ষ্ম সূক্ষ্ম খুব সরু সুতো গঠনকারী অংশগুলিকে তন্তু বলে। যেমন: পাট তত্ত্ব।

7. প্রাকৃতিক তন্তু পাওয়া যায় এমন দুটি গাছের নাম লেখো।
উত্তর: কার্পাস ও পাট গাছ।

8. এমন দুটি গাছের নাম লেখো যার থেকে আমরা কাগজ তৈরি করে থাকি।
উত্তর: বাঁশ ও শন গাছ।

9. কৃত্রিম তন্তু কাকে বলে? দুটি কৃত্রিম তন্তুর উদাহরণ দাও।
উত্তর: যেসব তন্তু মানুষ পরীক্ষাগারে রাসায়নিক উপায়ে তৈরি করে, তাদের কৃত্রিম তন্তু বলে।
দুটি কৃত্রিম তন্তুর উদাহরণ হল-নাইলন, রেয়ন।

10.  প্রাণীজ তন্তু কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর: যেসব তন্তুর উৎস প্রাণী অর্থাৎ, প্রাণীদেহের থেকে প্রাপ্ত তত্ত্বকেই প্রাণীজ তন্তু বলে। উদাহরণ: রেশমতত্ত্ব, পশমতত্ত্ব।

11.  প্রাকৃতিক রবারের দুটি ব্যবহার উল্লেখ করো।
উত্তর: প্রাকৃতিক রবারের ব্যবহার: মোটরগাড়ির টায়ার তৈরিতে ব্যবহৃত হয়।
(ii) পেনসিলের দাগ মোছার জন্য ইরেজার তৈরিতে ও নানান জল নিরোধক বস্তু তৈরিতে ব্যবহৃত হয়।

12. কয়েকটি ভেষজ উদ্ভিদের উদাহরণ দাও।
উত্তর: কয়েকটি ভেষজ উদ্ভিদ হল-সর্পগন্ধা, নিম, তুলসী, সিঙ্কোনা প্রভৃতি।

12 পরাগমিলন কাকে বলে?
উত্তর: যে-পদ্ধতিতে কোনো ফুলের পরাগধানী থেকে উৎপন্ন পরাগরেণু নানান বাহকের দ্বারা (জল, বায়ু, প্রাণী) সেই ফুলের বা সেই জাতীয় অন্য ফুলের গর্ভমুণ্ডে পড়ে পরাগযোগ হয়, তাকে পরাগমিলন বলে।

14. পরাগমিলনে সাহায্যকারী চারটি পতঙ্গের নাম লেখো।
উত্তর: মৌমাছি, বোলতা, ফড়িং ও প্রজাপতি।

15. পরভোজী জীব বা খাদক কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর: যেসব জীব প্রধানত প্রাণী, যারা নিজেদের দেহে খাদ্য সংশ্লেষ করতে না পারায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উৎপাদক সবুজ উদ্ভিদের ওপর নির্ভর করে, তাদের পরভোজী জীব বলে। উদাহরণ: মানুষ সহ অন্যান্য প্রাণী।

16. তৃণভোজী বা প্রাথমিক খাদক কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর: যে-সমস্ত প্রাণী উদ্ভিদের দেহাংশ (লতাপাতা, ঘাস, কাণ্ড, ফলমূল) খাদ্যরূপে গ্রহণ করে, তাদের তৃণভোজী প্রাণী বা শাকাশী প্রাণী বলে। উদাহরণ: গোরু, ছাগল, হরিণ, ঘোড়া, হাতি, গন্ডার ইত্যাদি প্রাণী।

17. মাংসাশী প্রাণী কাদের বলে? উদাহরণ দাও। 
উত্তর: যেসব প্রাণী তৃণভোজী প্রাণীদের খাদ্য হিসেবে গ্রহণ করে, তাদের মাংসাশী প্রাণী বলে।

উদাহরণ: বাঘ, সিংহ, হায়না ইত্যাদি।

18.  দুটি উদ্ভিদগোষ্ঠীর মধ্যে মিথোজীবী সম্পর্কের একটি উদাহরণ দাও।
উত্তর: দুটি উদ্ভিদগোষ্ঠীর মধ্যে মিথোজীবী সম্পর্কের একটি উদাহরণ হল-লাইকেন, শৈবাল ও ছত্রাকের সহাবস্থান।

19.  দুটি প্রাণীগোষ্ঠীর মধ্যে মিথোজীবী সম্পর্কের একটি উদাহরণ দাও।
উত্তর: দুটি প্রাণীগোষ্ঠীর মধ্যে মিথোজীবী সম্পর্কের একটি উদাহরণ হল-পিঁপড়ে ও জাবপোকা। এ ছাড়া গন্ডার ও গো-বক।

20. যে-কোনো চারটি প্রাণীজাত খাবারের নাম লেখো।
উত্তর:  ডিম, মাছ, মাংস ও দুধ।

21.  চারটি দুগ্ধজাত খাবারের নাম লেখো।
উত্তর: ঘি, মাখন, দই, ছানা।

22.  সিল্ক বা রেশম কী?
উত্তর:  রেশম মথের পরিণত লার্ভার রেশমগ্রন্থি থেকে নিঃসৃত
যে-প্রোটিনযুক্ত ক্ষরণ পদার্থ বাতাসের সংস্পর্শে কঠিন, উজ্জ্বল, চকচকে তন্তুতে পরিণত হয়, তাকে সিল্ক বা রেশম বলে।

23. পশ্চিমবঙ্গের কোথায় রেশম চাষ হয়?
উত্তর: পশ্চিমবঙ্গের মালদহ, মুরশিদাবাদ, বাঁকুড়া ইত্যাদি জেলায় রেশম চাষ হয়।

24.  পশম বা উল কী?
উত্তর: ভেড়া, বিশেষ জাতের পাহাড়ি ছাগল বা অন্যান্য প্রাণীদের চামড়ার ওপর থেকে সংগৃহীত লোম থেকে যে-তত্ত্ব সংগ্রহ করা হয়, তাকে পশম বা উল বলে।

25. কয়েকটি সামুদ্রিক মাছের নাম লেখো যাদের যকৃৎ নিঃসৃত তেল ভিটামিনসমৃদ্ধ?
উত্তর: কড, হাঙর, হ্যালিব্যাট ইত্যাদি।

26.  পরিবহণে সাহায্য করে এমন চারটি প্রাণীর নাম লেখো।
উত্তর: গোরু, মহিষ, উট ও ঘোড়া।

27. চাষের জমিতে ব্যবহৃত হয় এমন দুটি আধুনিক যন্ত্রের নাম লেখো।
উত্তর:  ট্র্যাক্টর ও কম্বাইন হারভেস্টার।

28.  দুধ থেকে কীভাবে দই তৈরি হয়?
উত্তর:  দুধের মধ্যে থাকা ল্যাকটোজ শর্করাকে দই-এর সাজাতে উপস্থিত ল্যাকটোব্যাসিলাস ব্যাকটেরিয়া ল্যাকটিক অ্যাসিডে পরিণত করে, এভাবে উন্ন আবহাওয়াতে টক স্বাদযুক্ত দই তৈরি হয়।

29.  দুটি উপকারী ব্যাকটেরিয়ার নাম লেখো।
উত্তর: ল্যাকটোব্যাসিলাস ও স্ট্রেপ্টোমাইসিস।

30.  দুটি উপকারী ছত্রাকের উদাহরণ দাও।
উত্তর: ইস্ট ও পেনিসিলিয়াম।


👉Paid Answer (For Membership User)

 👉Download Books PDF

 Editing By:- Lipi Medhi