অধ্যায় ৭

তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি

--- - -------- - ---------- -- -- ----- -------- - ----- ---------- 

1. MCQs

 

1. ছুঁচ, পেরেক ইত্যাদি বস্তুর কার্যকারী অংশকে ধারালো করা হয়-

A). কার্যকারী অংশের ক্ষেত্রফল কমাতে  

B). কার্যকারী অংশের ক্ষেত্রফল বাড়াতে

C). কার্যকারী অংশের ক্ষেত্রফল একই রাখতে

D). কোনোটিই নয়


2. 1 কিলোপাস্কাল-

A).100 পাস্কাল

B). 1000 পাস্কাল  

C).10 পাস্কাল

D).0.1 পাস্কাল


3. তরলের চাপ নির্ভর করে-

A). তরলের গভীরতার ওপর  

B). তরলের পরিমাণের ওপর

C).তরলের আয়তনের ওপর

D). পাত্রের আকারের ওপর


4. আমরা সাঁতার কাটতে পারি জলের যে-চাপের জন্য তা হল-

A). নিম্নচাপ

B). পার্শ্বচাপ

C).ঊর্ধ্বচাপ  

D).কোনোটিই নয়


 5. 1 পাস্কাল = ?


নিউটন

A).-----------------------     

বর্গমিটার

 

              ডাইন

 B).------------------------ 1 

বর্গমিটার

 

       নিউটন

C)..----------------  

        বর্গসেমি

 

D). কোনোটিই নয়

 

6. বায়ুর চাপ বেশি হবে-

A). কলকাতার রাস্তায়

B).সমুদ্রপৃষ্ঠে 

C).দার্জিলিং-এ

D). এভারেস্ট-এ


7. এরোপ্লেন যে-নীতির ওপর ভিত্তি করে আকাশে ওড়ে

A).বার্নোলির নীতি 

B).পাঙ্কালের নীতি

C).অটোভন গেরিকের নীতি

D).আইনস্টাইন-এর নীতি


৪. বাতাসের ওজন আছে, সর্বপ্রথম এই কথাটি ব্যস্ত করেন-

A).অ্যাভোগাড্রো

B).লিন্ডেম্যান

C). অটোভন গেরিক  

D).আর্কিমিডিস


9. প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান-

A.74 সেমি পারদস্তম্ভ

B.75 সেমি পারদস্তম্ভ

C) 76 সেমি পারদস্তম্ভ  


2. একটি বাক্যে উত্তর দাও


1.চাপ কাকে বলে?

উত্তরঃ একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বলই হল চাপ


2.তরলের প্রবাহ কীসের ওপর নির্ভর করে?

উত্তরঃ তরলের প্রবাহ তরলের উচ্চতার ওপর নির্ভর করে


3. কোন্ বিজ্ঞানী সর্বপ্রথম পরীক্ষা করে দেখান যে, বায়ুর ওজন আছে?

উত্তরঃ 1650 খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী অটোভন গেরিক সর্বপ্রথম পরীক্ষা করে দেখান যে, বায়ুর ওজন আছে


4. বায়ুর সর্বমুখী চাপের পরীক্ষা করেন কে?

উত্তরঃ 1656 খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী অটোভন গেরিক ম্যাগডেবার্গ শহরে বায়ুর সর্বমুখী চাপের পরীক্ষা করেন


5. কোন্ যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়?

উত্তরঃ ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়


6.কোন্ যন্ত্রের সাহায্যে গ্যাসের চাপ মাপা হয়?

উত্তরঃ ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে গ্যাসের চাপ মাপা হয়


7. চাপ কোন্ কোন্ বিষয়ের ওপর নির্ভর করে?

উত্তরঃ চাপ, প্রযুক্ত বল ও বলের প্রয়োগস্থানের ক্ষেত্রফলের ওপর নির্ভর করে


 8. কলকাতা ও দার্জিলিং-এর মধ্যে কোথায় বায়ুর চাপ কম হবে?

উত্তরঃ দার্জিলিং-এ বায়ুর চাপ কম হবে


 9.চাপের একটি বড়ো এককের নাম লেখো

উত্তরঃ চাপের একটি বড়ো একক হল কিলোপাস্কাল


10.তরল ও বায়ু কোন্ দিকে চাপ দেয়?

উত্তরঃ তরল ও বায়ু সর্বমুখী চাপ দেয়


3.  দু-একটি বাক্যে উত্তর দাও


1. চাপ কাকে বলে? এর সমীকরণ দাও

উত্তরঃ একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বলই হল চাপ

   বল

চাপ=----------------- 

ক্ষেত্রফল


2.বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে?

 উত্তরঃ কোনো বিন্দুর চারপাশে একক ক্ষেত্রফলের ওপর বায়ুমণ্ডল লম্বভাবে যে বল প্রয়োগ করে, তাকে বায়ুমন্ডলীয় চাপ বলে। বায়ুর ওজনের জন্যই এই বল প্রযুক্ত হয়

 . :বায়ুমণ্ডলীয় চাপ

 = প্রতি একক ক্ষেত্রফলে বায়ুমণ্ডল দ্বারা প্রযুক্ত বল

 = প্রতি একক ক্ষেত্রফলে বায়ুমন্ডলের ওজন


 3. বার্নৌলির নীতিটি লেখো

 উত্তরঃ  তরল বা গ্যাসের প্রবাহের বেগ যেখানে বেশি, সেখানে চাপ কম এবং যেখানে প্রবাহের বেগ কম, সেখানে তরল বা গ্যাসের চাপ বেশি হয়


 4. দ্রুতগামী ট্রেনের কাছে দাঁড়ানো নিরাপদ নয় কেন?

 উত্তরঃ দ্রুতগামী ট্রেনের কাছে দাঁড়ানো নিরাপদ নয়, কারণ ওই সময় ট্রেনের তীব্রগতির ফলে ট্রেনের আশেপাশের বায়ুতে প্রচণ্ড প্রবাহের সৃষ্টি হয়। ফলে ওই স্থানের বায়ুচাপ দূরের বায়ুচাপ অপেক্ষা কমে যায়। বাইরের বায়ুচাপ বেশি থাকায় উচ্চচাপের বায়ু দর্শককে ট্রেনের দিকে ঠেলে দেয়, ফলে দুর্ঘটনা ঘটতে পারে


 5.একখানি ছুরির ধারালো প্রান্তের দ্বারা সহজে কোনো বস্তু কাটা যায়, কিন্তু ভোঁতা প্রান্ত দ্বারা কাটা যায় না কেন?

 উত্তরঃ এক্ষেত্রে বলের কার্যকারিতা নির্ভর করে চাপের ওপর অর্থাৎ, একক ক্ষেত্রফলে কত বল কাজ করছে 

                                                  বল

তার ওপর। আমরা জানি, চাপ = --------------

ক্ষেত্রফল

সুতরাং, ছুরির ভোঁতা প্রান্তের ক্ষেত্রফল, ধারালো প্রান্ত অপেক্ষা বেশি। ফলে একই পরিমাণ বল প্রয়োগ করলেও ভোঁতা প্রান্তে কম চাপ সৃষ্টি হয়, কিন্তু ধারালো প্রান্তের ক্ষেত্রফল কম হওয়ায় অপেক্ষাকৃত বেশি চাপ সৃষ্টি হয়। তাই ছুরির ধারালো প্রান্ত দিয়ে বস্তুকে সহজে কাটা যায়


 6.আমাদের শরীরে বায়ুচাপ পড়লেও আমরা তা অনুভব করতে পারি না কেন?

উত্তরঃ আমরা প্রতিনিয়ত বায়ুচাপ গ্রহণ করি, কিন্তু আমাদের শরীরের ভিতরে যে-রক্ত ও বায়ু থাকে তা বহির্মুখে বিপরীত চাপ দেয়। এই মিলিত চাপ বায়ুমণ্ডলের চাপের সমান হয়। ফলত এই দুই বিপরীতমুখী চাপ পরস্পরকে প্রশমিত করে দেয়, তাই এই প্রবল চাপ আমরা অনুভব করতে পারি না


 7. প্রবাহী কাকে বলে? দুটি উদাহরণ দাও

উত্তরঃ যেসব পদার্থ (বিশেষত তরল ও গ্যাসীয় পদার্থ), বেশি চাপের স্থান থেকে কম চাপের স্থানে সহজেই প্রবাহিত হয়, তাদের প্রবাহী বলে

উদাহরণ:জল ও বায়ু হল দুটি প্রবাহী পদার্থ


 4. শূন্যস্থান পূরণ করো


 1. কোনো তলের একক —-----------------ওপর প্রযুক্ত লম্ব বলকে চাপ বলে

 উত্তৰ:  ক্ষেত্রফলের 


 2. যেসকল বস্তুর—--------------------- আছে, তারা চাপ প্রয়োগ করতে পারে

 উত্তৰ: ওজন


 3. নির্দিষ্ট তরল ও গ্যাসস্তন্ত্রের চাপ, জজের উচ্চতার সঙ্গো—-------------------------- হয়

 উত্তৰ: সমানানুপাতিক


 4. টিকটিকি বায়ুর —-----------------এর জন্য দেয়ালে চলাফেরা করতে পারে

 উত্তৰ: পার্শ্বচাপ


 5. কোনো স্থানে লম্বভাবে প্রযুক্ত বলকে —----------------বলে

 উত্তৰ: ঘাত


 6. জলের গভীরতাজনিত চাপের কারণে নদীবাঁধের তলদেশ—---------------করা হয়।.

 উত্তৰ: চওড়া.


5. বাক্যের পাশে'' দাও ঠিক বাক্যের পাশে'x' আর ভুল


 1. SI-তে চাপের একক নিউটন

 উত্তৰ : ভূল


 2. গভীরতা কমলে জলের চাপও কমে

 উত্তৰ:  


 3. পর্বতচূড়ায় 76 সেমি উঁচু পারদস্তম্ভের চাপকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলে

 উত্তৰ: ভূল


 4. দোলের সময় পিচকারিতে তরলের চাপের প্রভাবে রং ভরা যায়

 উত্তৰ: ভূল


 5. তরলের পার্শ্বচাপ তরলের গভীরতার ওপর নির্ভর করে

 উত্তৰ:  


 6. তরলের ঘনত্ব বাড়লে চাপ বাড়ে

 উত্তৰ:   

 

  👉Paid Answer (For Membership User)

    👉Download Books PDF


Editing By:- Lipi Medhi