Chapter 12
বর্জ্য পদার্থ
----------------------
ঠিক উত্তর নির্বাচন করো:
1. জৈব-অভঙ্গুর বর্জ্য পদার্থের উদাহরণ হল-
A. ইনজেকশনের সিরিঞ্জ
B.পুরোনো কাগজ
C. ফলের খোসা
D.খড়
উত্তর: A. ইনজেকশনের সিরিঞ্জ।
2. দোকান থেকে প্লাস্টিকের ব্যাগ নিতে অস্বীকার করা-এটি 4R পদ্ধতির কোন্ দিককে তুলে ধরে?
A.Reduce
B.Reuse
C.Recycle
D.Refuse
উত্তর:D. Refuse
একটি বাক্যে উত্তর দাও
1. যেসব পদার্থ আপাতভাবে ব্যবহারের উপযোগী নয়, তাদের কী বলে?
উত্তর: বর্জ্য পদার্থ।
2. পুরোনো লোহা গলিয়ে নতুন লোহার জিনিস তৈরি করাকে কী বলে?
উত্তর: পুনর্ব্যবহার।
3. কাকে 'নিঃশব্দ ঘাতক' বলা হয়?
* তেজস্ক্রিয় বর্জ্যবস্তু।
4. ডিডিটি (DDT)-এর পুরো নাম কী?
উত্তর: ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন।
5. দীর্ঘদিন জমে থাকা আবর্জনা থেকে কোন্ গ্যাস নির্গত হয়।
উত্তর:মিথেন।
6. দূষিত জলপান করলে কী কী রোগ হয়?
উত্তর: কলেরা, টাইফয়েড ইত্যাদি রোগ হয়।
7. গ্যাসীয় আবর্জনার মূল উৎস কোল্টিন্ট?
উত্তর: কলকারখানা ও শিল্পকেন্দ্র।
8. কম্পোস্ট কী?
উত্তর:একপ্রকার জৈব সার।
9. বায়োগ্যাস কী?
উত্তর: মিথেন ও কার্বন ডাইঅক্সাইড গ্যাসের মিশ্রণ।
10. একটি গ্যাসীয় বর্জ্য পদার্থের উদাহরণ দাও।
উত্তর: রান্নাঘর বা কলকারখানার বর্জ্যপদার্থ।
11. ব্যাবসাক্ষেত্র থেকে প্রাপ্ত বর্জ্য পদার্থের নাম লেখো।
উত্তর: বিভিন্ন প্যাকেট বা কাঠের গুঁড়ো, প্লাস্টিক ইত্যাদি।
দু-একটি বাক্যে উত্তর দাও
1. বর্জ্য পদার্থ বলতে কী বোঝো?
উত্তর: যেসব কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থ আপাতভাবে ব্যবহারযোগ্য নয়, সেইসব পদার্থকে বর্জ্য পদার্থ বলে। যেমন-ভাঙা কাচ, সবজির খোসা, রান্নাঘরের ধোঁয়া প্রভৃতি।
2. দুটি ইলেকট্রনিকস বর্জ্যের নাম লেখো।
উত্তর: ভাঙা রেডিয়ো, পুরোনো ব্যাটারি।
3.কঠিন বর্জ্য পদার্থ কাকে বলে? উদাহরণ দাও।
• দৈনন্দিন কাজে ব্যবহারের পর যেসব কঠিন পদার্থগুলি অবাঞ্ছিত অবস্থায় পড়ে থাকে, তাদের কঠিন বর্জ্য পদার্থ বলে। যেমন- প্লাস্টিক, ঠোঙা, সবজির খোসা, ভাঙা কাচ ইত্যাদি।
4. তরল বর্জ্য পদার্থ কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর: দৈনন্দিন কাজে ব্যবহারের ফলে উৎপন্ন অব্যবহৃত তরল পদার্থগুলিকে তরল বর্জ্য পদার্থ বলে। উদাহরণ: মানুষ ও জীবজন্তুর মলমূত্র, বাথরুম-নিঃসৃত জল ইত্যাদি।
5. গ্যাসীয় বর্জ্য পদার্থ কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর: দৈনন্দিন কাজের ফলে সৃষ্ট অথবা কলকারখানা, শিল্পাঞ্চল থেকে নির্গত যেসব গ্যাসীয় পদার্থ পরিবেশে মুক্ত হয়ে পরিবেশদূষণ ঘটায়, তাদের গ্যাসীয় বর্জ্য পদার্থ বলে। উদাহরণ: রান্নাঘর থেকে নির্গত ধোঁয়া, কলকারখানা থেকে নির্গত ধোঁয়া ইত্যাদি।
6. জৈবভঙ্গুর বা বায়োডিগ্রেডেব্ল বর্জ্য পদার্থ কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর: যেসব বর্জ্য পদার্থ অণুজীবদের ক্রিয়াশীলতায় বিনষ্ট হয় এবং তাড়াতাড়ি মাটির সঙ্গে মিশে যায়, তাদের জৈবভঙ্গুর বা বায়োডিগ্রেডেবল বর্জ্য পদার্থ বলে। যেমন- তরিতরকারির খোসা, সাতা ইত্যাদি।
7. জৈব-অভঙ্গুর বা নন-বায়োডিগ্রেডেব্ল বর্জ্য পদার্থ কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর: যেসব বর্জ্য পদার্থ অণুজীবদের ক্রিয়াশীলতায় বিনষ্ট হয় না বা এদের কোনোরূপ পরিবর্তন হয় না, তাদের জৈব-অভঙ্গুর বা নন-বায়োডিগ্রেডেব্ল বর্জ্য পদার্থ বলে। যেমন-প্লাস্টিক, পলিথিন ইত্যাদি।
8. ল্যান্ডফিল কী?
উত্তর: যে-পদ্ধতিতে আবর্জনা দূরীকরণের জন্য কোনো নির্দিষ্ট স্থান আবর্জনার জৈব অংশ দিয়ে ভরাট করা হয়, তাকে ল্যান্ডফিল বলে।
9. প্লাস্টিককে কেন জৈব-অবিয়োজনশীল বর্জ্য পদার্থ বলা হয়?
উত্তর: অণুজীব তথা বিয়োজক, প্লাস্টিককে বিয়োজিত করতে পারে না, ফলে এগুলি দীর্ঘদিন অবিয়োজিত অবস্থায় পরিবেশে থেকে যায় এবং পরিবেশদূষণ ঘটায়। তাই একে জৈব- অবিয়োজনশীল বর্জ্য পদার্থ বলা হয়।
10. বর্জ্যের পুনর্ব্যবহার কী?
উত্তর: বর্জ্য পদার্থকে পুনরায় কাজে লাগানোর পদ্ধতিকে পুনর্ব্যবহার বলে। যেমন-সবজির খোসাকে গর্তে ফেলে মাটি চাপা দিলে তা পচে গিয়ে কম্পোস্ট সারে পরিণত হয়।
শূন্যস্থান পূরণ করো:
1. চাষের জমি থেকে পাওয়া একটি বর্জ্য হল____________।
উত্তর: আগাছা।
2. একটি জৈব-অভঙ্গুর বর্জ্য পদার্থ হল______________।
উত্তর: প্লাস্টিক।
ঠিক বাক্যের পাশে '✓' আর ভুল B বাক্যের পাশে 'x' দাও
1. পরমাণু বিস্ফোরণে তেজস্ক্রিয় বর্জ্য উৎপন্ন হয় না।x
2. বাতিল ব্যাটারি হল জৈব-অভঙ্গুর বর্জ্য পদার্থ।✓
3. বিস্কুটের প্যাকেট পরিবেশের ক্ষতি করে না।x
4. কলকারখানার চিমনি থেকে কার্বন মনোক্সাইড গ্যাস নির্গত x
5. পুরোনো লোহা পুনর্ব্যবহার করা যায়।✓
6. দূষিত জলপান করলে ম্যালেরিয়া হয়।x
👉Paid Answer (For Membership User)
👉Download Books PDF
Editing By- Lipi Medhi