Chapter
9
সাধারণ যন্ত্রসমূহ
------------------------------
[MCQs]
1. মানুষের হাতের তালুতে
ভার চাপানো অবস্থায় আলম্ব বিন্দুর অবস্থান হয়-
A). হাতের পেশিতে
B).কনুইতে ✔
C).ভারের অবস্থানে
D). আঙুলে
2. জাঁতিতে দ্বিতীয়
শ্রেণির লিভারের সংখ্যা-
A). একটি
B).দুটি ✔
C).তিনটি
D).চারটি
3. চক্র ও অক্ষদন্ডের
যান্ত্রিক সুবিধা-
A). 1-এর চেয়ে বেশি ✔
B). 1-এর চেয়ে কম
C). 0.5-এর সমান
D). কোনোটিই নয়
4. দ্বিতীয় শ্রেণির
লিভারে যান্ত্রিক সুবিধার মান সর্বদা-
A).1-এর কম
B).1-এর বেশি ✔
C).1-এর সমান
D).100%
5. লিভারের আলম্ব থেকে
বলের প্রয়োগবিন্দুর দূরত্বকে বলে-
A).বলবাহু ✔
B). রোধবাহু
C).আলম্ব
D). অক্ষদণ্ড
6. চক্র ও অক্ষদণ্ডের
ব্যবহার দেখা যায়-
A). বোতলের ছিপিতে
B). নলকূপের হাতলে
C). রেডিয়োর নবে ✔
D).স্কু-তে
7. লিভার ব্যবহার করে
শক্তির বিবর্ধন-
A). করা যায়
B). করা যায় না
✔
C). একই থাকে
D). অপ্রাসঙ্গিক
৪. সাধারণ তুলাযন্ত্রের ভার এবং বল-
A). একই দিকে ক্রিয়া করে
✔
B). বিপরীত দিকে ক্রিয়া
করে
C).যে-কোনো দিকে ক্রিয়া
করে
D). কোনো সম্পর্ক নেই
9. যন্ত্রকে মরচের হাত
থেকে রক্ষা করার জন্য-
A). জল দিয়ে ধোয়া উচিত
B). তেল রং করা উচিত ✔
C). কাপড় মুড়ে রাখা উচিত
D). অ্যাসিডে ডুবিয়ে রাখা
উচিত
10. নীচের কোন্টি সরল
যন্ত্র?
A). লাঙল ✔
B). সিলিংফ্যান
C).ট্র্যাক্টর
D). সাইকেল
Very Short Question Answer
1. যন্ত্র কাকে বলে?
উত্তৰ: যন্ত্র হল এমন একটি ব্যবস্থা, যার এক অংশে বল প্রয়োগ করে অন্য অংশে কোনো
বাধাকে সহজে অতিক্রম করা যায়।
2. একটি আদর্শ যন্ত্রের
কর্মদক্ষতা কত?
উত্তৰ: একটি
আদর্শ যন্ত্রের কর্মদক্ষতা 100%।
3. লিভার কী?
উত্তৰ: লিভার
হল এমন একটি সোজা বা বাঁকানো দণ্ড, যা একটি নির্দিষ্ট বিন্দুর চারদিকে
ঘুরতে
পারে।
4.দৈনন্দিন জীবনে ব্যবহৃত
কয়েকটি সরল যন্ত্রের নাম লেখো।
উত্তৰ: দৈনন্দিন জীবনে ব্যবহৃত কয়েকটি সরল যন্ত্রের নাম হল-লিভার, কপিকল, নততল এবং
চক্র ও অক্ষদণ্ড।
5.যন্ত্রের সাহায্যে শক্তি বৃদ্ধি করা যায়'
কি?
উত্তৰ: যন্ত্রের সাহায্যে শক্তির পরিমাণ বৃদ্ধি করা যায় না।
কেবলমাত্র কম বল প্রয়োগ করে বেশি
বাধা অতিক্রম করার ব্যবস্থা থাকে।
6. আদর্শ যন্ত্র বলতে কী
বোঝো?
উত্তৰ: যে-যন্ত্র
থেকে প্রযুক্ত শক্তির সমপরিমাণ কার্য পাওয়া যায়, তাকে আদর্শ যন্ত্র বলে।
7. নততল কী?
উত্তৰ: কোনো
একটি মসৃণ তলকে ভূমির সঙ্গে সূক্ষ্মকোণে রাখা হলে, তাকে নততল বলে।
৪. দুটি প্রথম শ্রেণির লিভারের নাম লেখো।
উত্তৰ: টিউবওয়েলের হাতল এবং কাঁচি।
9. প্রথম শ্রেণির লিভারে
আলম্ব বিন্দুর অবস্থান কোথায় থাকে?
উত্তৰ: প্রথম
শ্রেণির লিভারে বাধা ও বলের মাঝে আলম্ব থাকে।
10. প্রথম শ্রেণির লিভারে
যান্ত্রিক সুবিধা কত?
উত্তৰ: সাধারণত
প্রথম শ্রেণির লিভারে যান্ত্রিক সুবিধা 1-এর বেশি হয়। তবে বিশেষ ক্ষেত্রে যান্ত্রিক সুবিধা 1-এর
সমান বা 1-এর কম হতে পারে।
11. নৌকার দাঁড় কোন্
শ্রেণির লিভার?
উত্তৰ: নৌকার দাঁড় দ্বিতীয় শ্রেণির লিভার।
12. ঢেঁকির যান্ত্রিক
সুবিধা কত?
উত্তৰ: ঢেঁকির যান্ত্রিক সুবিধা 1-কম হয়।
13. কোন্ যন্ত্রে দুটি
দ্বিতীয় শ্রেণির লিভার একসঙ্গে কাজ করে?
উত্তৰ: জাঁতিতে দুটি দ্বিতীয় শ্রেণির লিভার একসঙ্গে কাজ করে।
14. কোন্ শ্রেণির লিভারে
প্রযুক্ত বল ও বাধা একই দিকে ক্রিয়া করে?
উত্তৰ: প্রথম শ্রেণির লিভারে প্রযুক্ত বল ও বাধা একইদিকে ক্রিয়া
করে।
15.মানুষের হাতের তালুতে
ভার চাপানো অবস্থায় আলম্ব বিন্দুর অবস্থান কোথায়
হয়?
উত্তৰ: কনুইতে।
16. পাউরুটি কাটার ছুরি
কোন্ শ্রেণির লিভার?
উত্তৰ: তৃতীয়
শ্রেণির লিভার।
17. জাহাজের ক্যাপস্টান
কোন্ শ্রেণির যন্ত্র?
উত্তৰ: চক্র এবং অক্ষদণ্ড শ্রেণির যন্ত্র।
18. লিভারের বলবাহু কাকে
বলে?
উত্তৰ: লিভারের আলম্ব বিন্দু থেকে প্রযুক্ত বলের প্রয়োগবিন্দুর
দূরত্বকে বলবাহু বলে।
19. স্কু-এর গায়ে ধাতব
প্যাঁচ কীরকম আচরণ করে?
উত্তৰ: নততলের মতো আচরণ করে।
20. অক্ষদণ্ড কী?
উত্তৰ: কম ব্যাসার্ধের বেলনাকার দণ্ডকে অক্ষদন্ড বলে।
21. গাঁইতি কী ধরনের
যন্ত্র?
উত্তৰ: গাঁইতি
একপ্রকার সরল যন্ত্র।
22. মরচের হাত থেকে লোহার
যন্ত্র বা যন্ত্রাংশকে রক্ষা করা যায় কীভাবে?
উত্তৰ: তেল
রং (সিন্থেটিক এনামেল) করে।
Short Question Answer
1. যন্ত্র দ্বারা
অতিক্রান্ত বাধাগুলি কী কী? যন্ত্র কত প্রকার ও কী কী?
উত্তৰ: যন্ত্র
দ্বারা অতিক্রান্ত বাধাসমূহ :যন্ত্র
দ্বারা সাধারণত তিন ধরনের বাধা অতিক্রম করে যায়। (i)অভিকর্ষ
বলের বাধা (ii) ঘর্ষণ
বলের বাধা এবং (iii)
পদার্থের জাভ্যের বাধা। যন্ত্র দু- প্রকার, যথা-সরল
যন্ত্র এবং জটিল যন্ত্র।
2.সরল যন্ত্র কাকে বলে?
উদাহরণ দাও।
উত্তৰ: যে-যন্ত্রের
গঠন ও ব্যবহারে কোনো জটিলতা নেই এবং যাতে কেবলমাত্র যান্ত্রিক শক্তি
প্রয়োগ
করে বেশি বাধা অতিক্রম করা হয়, তাকে সরল যন্ত্র বলে।
যেমন- ছুঁচ, কলম, কাঁচি, ব্লেড ইত্যাদি।
3.লিভার কাকে বলে?
লিভার কত প্রকার ও কী কী?
উত্তৰ: একটি শক্ত সোজা বা বাঁকানো দণ্ড একটি নির্দিষ্ট বিন্দুকে
কেন্দ্র করে তার চারদিকে
অবাধে ঘুরতে পারলে ওই দণ্ডটিকে
বলে লিভার।
প্রযুক্ত বল, অতিক্রান্ত বাধা এবং আলম্বের অবস্থানের ওপর
ভিত্তি করে লিভারকে তিন ভাগে
ভাগ করা যায়। যথা-
(i) প্রথম শ্রেণির লিভার,(ii)
দ্বিতীয় শ্রেণির লিভার এবং (iii) তৃতীয়
শ্রেণির লিভার।
4. প্রথম শ্রেণির লিভারে
যান্ত্রিক সুবিধা কীরকম হয়?
উত্তৰ: প্রথম শ্রেণির লিভারে সাধারণত যান্ত্রিক সুবিধা 1-এর বেশি হয়। যেমন-নলকূপের হাতল, সাঁড়াশি ইত্যাদি। এক্ষেত্রে
বলবাহু, রোধবাহু অপেক্ষা বড়ো হয়।তবে বিশেষ ক্ষেত্রে যদি বলবাহুর
দৈর্ঘ্য রোধবাহুর দৈর্ঘ্যের সমান হয়, তবে
প্রথম শ্রেণির লিভারে যান্ত্রিক সুবিধা 1-এর সমান হয়, যেমন-তুলাযন্ত্র। আবার বলবাহুর দৈর্ঘ্য
রোধবাহুর দৈর্ঘ্যের চেয়ে ছোটো হলে
যান্ত্রিক সুবিধা 1-এর কম হয়।
যেমন- ঢেঁকি।
5. দ্বিতীয় শ্রেণির
লিভারের যান্ত্রিক সুবিধা ব্যাখ্যা করো।
উত্তৰ:দ্বিতীয় শ্রেণির লিভারে যেহেতু বলবাহু সবসময়ই রোধবাহু
অপেক্ষা বড়ো হয়, তাই দ্বিতীয়
শ্রেণির লিভারে যান্ত্রিক সুবিধা সর্বদা
1-এর বেশি হয়। অর্থাৎ,
সবসময় কম বল প্রয়োগ করে
বেশি ভার তোলা যায়।
6. নততল কাকে বলে?
উত্তৰ: কোনো মসৃণ পাটাতন বা ওই জাতীয় কোনো সমতলকে অনুভূমিক না
রেখে যদি
ভূমিতলের সঙ্গে যে-কোনো সূক্ষ্মকোণে রাখা হয়, তবে
ওই তলকে নততল বলে।
7. চক্র ও অক্ষদণ্ড কাকে
বলে?
উত্তৰ: যদি কোনো যন্ত্রে একই অক্ষবিশিষ্ট একটি লম্বা ও কম
ব্যাসার্ধের বেলনাকার দণ্ডের সঙ্গে অপেক্ষাকৃত বড়ো
ব্যাসার্ধের একটি বেলন দৃঢ়ভাবে আবদ্ধ থাকে, তবে বড়ো ব্যাসার্ধের বেলনকে চক্র ও কম
ব্যাসার্ধের দণ্ডকে অক্ষদণ্ড বলে।
8.ভাবোতো সাধারণ সিঁড়ির চেয়ে খাড়াই
সিঁড়ি দিয়ে ওপারে উঠতে কষ্ট বেশি হয় কেন?
উত্তৰ: খাড়াই
সিঁড়ি দিয়ে ওপরে উঠতে বেশি কষ্ট হয়। কারণ, খাড়াই সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় পৃথিবীর টানের বিপরীতে আমাদের সরাসরি বল
প্রয়োগ করতে হয়। কিন্তু হেলানো সিঁড়ির ক্ষেত্রে বল প্রয়োগের প্রয়োজন হয় না। তাই
কষ্ট হয় না।
9. খাড়াই রাস্তা ধরে পাহাড়ে ওঠার চেয়ে
আঁকাবাঁকা পথে ওঠা অনেকটা আরামের কেন?
উত্তৰ: আমরা
সকলেই দেখেছি, পাহাড়ে ওঠার পথ খাড়া না-করে ঘুরিয়ে
তৈরি করা হয়। আঁকাবাঁকা ঘোরানো পথ নততলের মতো কাজ করে। নততলের যান্ত্রিক সুবিধা
সবসময় 1-এর বেশি হয়। আবার পথ যত আনত হয়,
যান্ত্রিক সুবিধা তত বেশি হয়। ফলে ওই পথে উঠতে কষ্ট কম হয়। পথ খাড়া
হলে ওঠার সময় বেশি বল প্রয়োগ করতে হত, যার ফলে পরিশ্রম বেশি
হত। তাই আঁকাবাঁকা পথে পাহাড়ে ওঠা, খাড়াই রাস্তা ধরে ওঠার
তুলনায় অনেক আরামের হয়।
Fill in The Blanks
1. লিভারের স্থির বিন্দুকে____________
বলে।
2.____________ শ্রেণির লিভারে আলম্বের ____________দিকে বল ও বাধা থাকে।
3. হেলিয়ে রাখা মই একটি _____________উদাহরণ।
4. অতিক্রান্ত বাধা এবং প্রযুক্ত বলের
অনুপাতকে যন্ত্রের ______________বলে।
5.___________________ শ্রেণির লিভারে
যান্ত্রিক সুবিধা 1-এর কম।
6. সাধারণ তুলাযন্ত্র ____________শ্রেণির লিভার।
7. মানুষের বাহু______________শ্রেণির লিভার।
৪. যন্ত্রের চলমান অংশে ____________বেশি হয়।
9. লিভারের আলম্ব থেকে বলের
প্রয়োগবিন্দুর দূরত্বকে _____________বলে।
10. লিভারের আলম্ব থেকে ভার বা বাধা
বিন্দুর দূরত্বকে_______________ বলে।
11. দুই বা ততোধিক সরল যন্ত্রের সমন্বয়ে
গঠিত যন্ত্রকে যন্ত্র _____________বলে।

👉Paid Answer (For Membership User)
👉Download Books PDF
Editing By:- Lipi Medhi