Chapter 11
কতকগুলি বিশেষ প্রাণীর
বাসস্থান ও আচার-আচরণ
-------- ---- -- - -------- ----- -- - ----------
ঠিক উত্তর নির্বাচন করো:
1. ছত্রাক চাষ করে-
A.চাষি পিঁপড়ে
B.কালো পিঁপড়ে
C.মৌমাছি
D.লাল পিঁপড়ে
>> A. চাষি পিঁপড়ে।
2. যে-সাপ সরাসরি বাচ্চা প্রসব করে, সেটি হল–
A.চন্দ্রবোড়া
B.কেউটে
C.গোখরো
D.দাঁড়াশ
>> চন্দ্রবোড়া।
একটি বাক্যে উত্তর দাও
1. আচরণ বিজ্ঞান বা Behavioural Science কাকে বলে?
> জীবজন্তু, পোকামাকড়ের আচার-আচরণ সম্পর্কিত গবেষণাকে আচরণ বিজ্ঞান বলে।
2. চার্লস ডারউইনের লেখা বিখ্যাত বইটির নাম কী?
> অরিজিন অব্ স্পিসিস।
3. যে-জাহাজে করে ডারউইন বিভিন্ন দেশ পরিক্রমা করেন তার নাম কী?
> এইচ এম এস বিগল।
4. কোন্ বিজ্ঞানী পোকামাকড়দের মহাকাব্য লিখতেন?
> বিজ্ঞানী জঁ আঁরি ফ্যাবা।
5. কোন্ বিজ্ঞানী বন্য শিম্পাঞ্জিদের আচার-আচরণ সম্পর্কে প্রথম আলোকপাত করেন?
> জেন গুডাল।
6. একজন বিখ্যাত ভারতীয় অরনিথোলজিস্টের নাম লেখো।
> সালিম আলি।
7. 'বাংলার কীটপতঙ্গ' বইটির লেখক কে?
> গোপালচন্দ্র ভট্টাচার্য।
৪. নালসো কাদের বলে?
> লাল পিঁপড়েদের নালসো বলা হয়।
9. উইপোকা কী ধরনের খাবার হজম করতে পারে?
> সেলুলোজ জাতীয়।
10. মৌমাছিদের ডানার সংখ্যা ক-টি?
> চারটি।
11.পৃথিবীতে সবচেয়ে বড়ো আকৃতির স্থলচর প্রাণীটির নাম কী?
> হাতি।
12. জীবজগতে মানুষের সঙ্গে সবচেয়ে বেশি মিল কোন্ প্রাণীর?
> শিম্পাঞ্জির।
13. পৃথিবীর কোথায় শিম্পাঞ্জিদের প্রাকৃতিক পরিবেশে পাওয়া যায়?
> আফ্রিকার গভীর জঙ্গলে।
14. হাতির দাঁত কত লম্বা হয়?
> প্রায় 6-7 ফুট।
15. শিম্পাঞ্জিদের মতোই বুদ্ধিমান এমন একটি প্রাণীর নাম লেখো।
> কাক।
16. স্ত্রী মশা রক্তপান করে কেন?
> ডিম পাড়ার জন্য।
17. কোন্ মশা ওড়ার সময় আওয়াজ করে?
> অ্যানোফিলিস মশা।
18. কোন্ পাখনা মাছকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে?
> বক্ষপাখনা।
19. মাছের শ্বাসঅঙ্গের নাম কী?
> ফুলকা।
20. কোন্ মাছের ক্ষেত্রে বাবা তার ল্যাজের থলির মধ্যে বাচ্চ গুলিকে রেখে বড়ো করে?
> সি-হর্স।
21. বাঘের প্রিয় খাদ্য কী?
> হরিণ ও শুয়োরের মাংস।
22. বাঘের গায়ে ডোরাকাটা দাগ থাকে কেন?
> বাদাবনের হেঁতাল গাছে আত্মগোপন করার জন্য।
23. একটি সদ্যোজাত নীল তিমির ওজন কত?
> 2500 কেজি।
24. একটি সদ্যোজাত নীল তিমির দৈর্ঘ্য কত?
> প্রায় 7 মিটার।
25.কোন্ প্রাণী কখনোই পুরোপুরি ঘুমোয় না?
> তিমি।
দু-একটি বাক্যে উত্তর দাও
1. আচরণ বিজ্ঞান কাকে বলে? একজন আচরণ বিজ্ঞানীর নাম লেখো।
>> জীববিজ্ঞানের যে-শাখায় জীবজন্তু, পোকামাকড় ইত্যাদির আচার-আচরণ সম্পর্কে আলোচনা করা হয়, তাকে আচরণ বিজ্ঞান বলে। একজন আচরণ বিজ্ঞানী হলেন জ আঁরি ফ্যাবা।
2. কালো পিঁপড়েরা কীভাবে লাল পিঁপড়ের সেবক হয়?
>> কালো পিঁপড়েরা বুদ্ধিমান ও পরিশ্রমী। কিন্তু যুদ্ধবাজ লাল পিঁপড়েরা কালো পিঁপড়েদের হারিয়ে দেয়। তাদের মেরে ফেলে তাদের বাসা থেকে ডিম নিজেদের বাসায় নিয়ে আসে সেই ডিম থেকে বের হওয়া কালো পিঁপড়ে সারা জীবন দাসত্ব করে।
3. উইপোকা রোদে থাকতে পারে না কেন?
>> উইপোকাদের শরীর অন্য প্রাণীদের মতো কোনো শক্ত খোলকের আবরণে ঢাকা থাকে না, তাই উইপোকারা রোদে থাকলে তাদের শরীর থেকে জল বেরিয়ে যায় ও শরীর শুকিয়ে যায়।
4. দুটি সামাজিক পতঙ্গের নাম লেখো।
>> দুটি সামাজিক পতঙ্গের নাম হল পিঁপড়ে এবং মৌমাছি।
5. একটি উইঢিবি কতটা উঁচু হতে পারে? এই ঢিবি তারা কী দিয়ে তৈরি করে?
>> উইঢিবি ছোটো-বড়ো বিভিন্ন আকারের হয়। কখনো-কখনো। ঢিবি 20 থেকে 30 ফুট পর্যন্ত উঁচু হয়। ঢিবি তৈরির জন্য উইপোকা মাটি ও তাদের মুখ নিঃসৃত লালা ব্যবহার করে।
6. শত্রুকে আক্রমণ করলে শ্রমিক মৌমাছি মারা যায় কেন?
>> শ্রমিক মৌমাছির দেহে যে-খাঁজকাটা হুল থাকে তার একদিক তাদের পেটের সঙ্গে এমনভাবে আটকে থাকে যে শত্রুর শরীরে হুল ঢুকলে সেটি তাদের পেট থেকে ছিঁড়ে সেই স্থানে আটকে থাকে। এই কারণেই শ্রমিক মৌমাছি মারা যায়।
7. সি-হর্স কীভাবে বংশবৃদ্ধি করে?
>> পুরুষ সি-হর্সের ল্যাজের কাছে বিশেষ থলি থাকে। মা সি-হর্স ওই থলির মধ্যে ডিম তুলে রাখে। বাবা সি-হর্স দিনরাত ডিমকে পাহারা দেয়। ওই ডিম ফুটে বাচ্চা বেরোনোর পরেও বাবা সি-হর্স থলির মধ্যে বাচ্চাদের রেখে বড়ো করে।
8.বাঘের দৃষ্টিশক্তি প্রখর কেন?
>> বাঘের দৃষ্টিশক্তি অত্যন্ত প্রখর। অল্প আলোতেও বাঘ মানুষের তুলনায় ছ-গুণ ভালো দেখতে পায়। এদের চোখের রেটিনায় ট্যাপেটাম লুসিডাম নামক বস্তু থাকায় এদের দৃষ্টিশক্তি প্রখর হয়।
9. তিমি কীভাবে শ্বাসকার্য চালায়?
>> তিমি জলে থাকলেও এদের ফুলকা থাকে না। যখন এরা জলের ওপর ভেসে ওঠে তখন ফুসফুসের সাহায্যে শ্বাস নেয়। একসঙ্গে প্রচুর বাতাস গ্রহণ করে ডুবে যায়, আবার ডুব দিয়ে। ভেসে উঠে, মাথার ওপরে থাকা ব্রোহোল দিয়ে খুব জোরে নিশ্বাস ছাড়ে। এতে ওই শ্বাসবায়ু প্রায় 10, 20 বা 40 ফুট সোজা ওপরে উঠে যায়। এই শ্বাসবায়ু আশপাশের বাতাসের চেয়ে গরম হওয়ায় পাশের জলকণা বাষ্পে পরিণত হয় এবং সাদা স্তম্ভের মতো দেখতে হয়।
10. কোন মশার ওড়ার সময় শব্দ হয় এবং কেন ?
>> অ্যানোফিলিস মশা ওড়ার সময় শব্দ হয়, কারণ ডানার দ্রুত নড়াচড়ায় শব্দতরঙ্গ তৈরি হয়।
11. সাপের বিষ কত প্রকার ও কী কী?
>> সাপের বিষ প্রধানত দু-প্রকার-
।. সাপের একপ্রকারের বিষ শিকারের স্নায়ুতন্ত্রকে আঘাত করে, যেমন-গোখরো, কেউটে প্রকৃতি সাপের বিষ।
॥. কিছু সাপের বিষ শিকারের লোহিত রক্তকণিকাকে ভেঙে দেয়, যেমন-চন্দ্রবোড়া সাপের বিষ।
ঠিক বাক্যের পাশে '✓' আর ভুল বাক্যের পাশে 'X' দাও:
1. সি-হর্স একধরনের মাছ।
>> ☑
2. সাপের কান আছে।
>> X
3. আফ্রিকার জঙ্গল ছাড়া শিম্পাঞ্জিদের অন্যান্য প্রাকৃতিক পরিবেশেও পাওয়া যায়।
>> X
শূন্যস্থান পূরণ করো:
1. পিঁপড়েদের সমাজে দাসী, সৈন্য আর শ্রমিক সবাই আসলে___________________ মেয়ে।
> রানির।
2. মৌচাক ____________দিয়ে তৈরি।
> মোম।
3. তিমি এক ধরনের ____________ প্রাণী।
> চিংড়ি
👉Paid Answer (For Membership User)
Editing By- Lipi Medhi