অধ্যায় ৬

বল ও শক্তির প্রাথমিক ধারণা

- ------- ----- ---- ----- --- --- -- - -- -



1. একটি বাক্যে উত্তর দাও  


1. তুমি চলন্ত ট্রেনে বা বাসে জানালার ধারে বসে বাইরের দিকে তাকালে বাইরের বস্তুগুলিকে কীরকম অবস্থায় দেখতে পাও? স্থির না চলমান?


 উত্তর: চলন্ত ট্রেন বা বাসে জানালা দিয়ে দেখলে মনে হয় বাইরের জিনিস পেছনে সরে যাচ্ছে। অর্থাৎ, এগুলি চলমান অবস্থায় দেখতে পাব।


2. তুমি যদি ট্রেনের বাইরে মাঠে বা রাস্তায় দাঁড়িয়ে থাকতে তাহলে ওই বস্তুগুলিকে তুমি কেমন দেখতে? স্থির না চলমান?


 উত্তর: স্থির।


3. আবার ট্রেন বা বাসের ভিতরে বসে ভিতরের দিকে তাকালে যখন বসার সিট, মেঝে বা ছাদ দেখো তখন তাদের কী রকম দ্যাখো? সচল না স্থির?


 উত্তর:  স্থির।


4. যদি ট্রেনের বাইরে মাঠে বা রাস্তায় দাঁড়িয়ে তুমি ট্রেনের ভিতরের ওই জিনিসগুলিকে দেখতে পেতে, তাহলে তাদের কেমন দেখাত? সচল না স্থির?


উত্তর: সচল।



5. একটি তল অপর তলের গতির বিরুদ্ধে যে-বল প্রয়োগ করে, তাকে কী বলে?


উত্তর: একটি তল অপর তলের গতির বিরুদ্ধে যে-বল প্রয়োগ করে, তাকে ঘর্ষণ বল বলে।


6. ঘর্ষণ বল প্রযুক্ত বলের কোন্ দিকে কাজ করে?

উত্তর: ঘর্ষণ বল প্রযুক্ত বলের বিপরীত দিকে কাজ করে।

7. অমসৃণ তলে ঘর্ষণ বল কেমন হয়?


উত্তর: অমসৃণ তলে ঘর্ষণ বল বেশি হয়।


8. হাতের তালুদুটিকে একত্রে ঘষলে কী উৎপন্ন হয়?


উত্তর: হাতের তালুদুটিকে একত্রে ঘষলে তাপ উৎপন্ন হয়।

9. র্ষণ না থাকলে কী হত?

উত্তর: ঘর্ষণ না থাকলে গতিশীল বস্তু কখনও থামত না।


10. দেশলাই কাঠিকে বাক্সের অমসৃণ তলে ঘষলে কী ঘটবে?


উত্তর:  দেশলাই কাঠিকে বাক্সের অমসৃণ তলে ঘষলে কাঠিটিতে আগুন ধরে যাবে।


11. ঘর্ষণ বল থাকার জন্য কীসের অপচয় হয়?


উত্তর: ঘর্ষণ বল থাকার জন্য শক্তির অপচয় হয়।


12. রোলার টানতে না ঠেলতে কখন বেশি বল লাগে?


উত্তর: রোলার ঠেলতে বেশি বল লাগে।


13. সকল প্রকার শক্তিই শেষ পর্যন্ত কোন্ শক্তিতে রূপান্তরিত হয়ে যায়?


উত্তর: সকল প্রকার শক্তি শেষ পর্যন্ত তাপশক্তিতে রূপান্তরিত হয়ে যায়।


14. বিশ্বে কোন্ ধরনের শক্তির ভান্ডার সীমিত?


উত্তর: বিশ্বে অনবীকরণযোগ্য বা প্রচলিত শক্তির ভান্ডার সীমিত।


15. খাদ্যের মধ্যে শক্তি কীরূপে সঞ্চিত থাকে?

উত্তর: খাদ্যের মধ্যে শক্তি রাসায়নিক শক্তিরূপে সঞ্চিত থাকে।

16. ভারত-সহ বিশ্বের অন্যান্য দেশ কোন্ ধরনের শক্তির উৎস সম্পর্কে গবেষণা করছে?


উত্তর:  নবীকরণযোগ্য বা অপ্রচলিত শক্তির উৎস নিয়ে গবেষণা করছে।


17. শক্তিশৃঙ্খলে উৎপাদক কাদের বলা হয়?

উত্তর: নিজের দেহে নিজেরাই খাদ্য উৎপন্ন করে বলে সবুজ উদ্ভিদকে উৎপাদক বলা হয়।

18. উদ্ভিদকে সরাসরি খায় যারা, তারা কী নামে পরিচিত?


উত্তর:   প্রথম শ্রেণির খাদক নামে পরিচিত।


19. প্রথম শ্রেণির খাদকের দুটি উদাহরণ দাও।


উত্তর:   ফড়িং ও হরিণ।


20. দুটি সর্বভুক প্রাণীর উদাহরণ দাও।


উত্তর:  মানুষ ও কাক।


21.  খাদ্যশৃঙ্খলে এক জীব থেকে অন্য জীবে কী প্রবাহিত হয়?


উত্তর:  শক্তি প্রবাহিত হয়।


22. খাদ্য পিরামিডের ভিত্তিস্তর রচনা করে কারা?


উত্তর:  উৎপাদক অর্থাৎ সবুজ উদ্ভিদ।


23.  খাদ্য পিরামিডের এক একটি ধাপকে কী বলা হয়?


উত্তর:  পুষ্টিস্তর বা ট্রফিক লেভেল (Trophic level) |


24. প্রতিটি ট্রফিক লেভেলে কত শতাংশ শক্তি জীবের নানান শারীরবৃত্তীয় কাজে খরচ হয়?


উত্তর:  নব্বই শতাংশ মাত্র।


25. জীবের কোন্ শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় সৌরশক্তি, রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়?


উত্তর:  সালোকসংশ্লেষ প্রক্রিয়ায়।


26. পাহাড়ি নদীর জল কোন্ শক্তির জন্য বড়ো বড়ো পাথরখণ্ডকে স্থানান্তরিত করতে পারে?


উত্তর:  যান্ত্রিক শক্তির সাহায্যে।


27 কার্য করার সামর্থ্যকে কী বলে?


উত্তর:  কার্য করার সামর্থ্যকে শক্তি বলে।


28 স্থিতিশক্তি ও গতিশক্তিকে একত্রে কী বলে?


উত্তর:  যান্ত্রিক শক্তি।


29. দু-হাতের তালু পরস্পর ঘষলে কোন্ শক্তি থেকে কোন্ শক্তির রূপান্তর ঘটে?


উত্তর:  যান্ত্রিক শক্তি থেকে তাপশক্তিতে রূপান্তরিত হয়।


30.  কয়লা পোড়ালে তাপ পাওয়া যায়, কয়লার মধ্যে শক্তি কীরূপে থাকে?


উত্তর:   রাসায়নিক শক্তিরূপে।


31. সাধারণ ব্যাটারিতে কোন্ শক্তি কোন্ শক্তিতে রূপান্তরিত হয়?


উত্তর:  রাসায়নিক শক্তি থেকে তড়িৎশক্তিতে রূপান্তর ঘটে।


32. খরস্রোতা নদীর স্রোতে কোন্ যন্ত্র বসিয়ে বিদ্যুৎশক্তি উৎপন্ন করা হয়?


উত্তর:  টারবাইন যন্ত্র।


33.  জলবিদ্যুৎশক্তি তৈরিতে মূল ভূমিকা পালন করে কে?


উত্তর:  সূর্য বা সৌরশক্তি।


34. সূর্য থেকে সরাসরি কীভাবে বিদ্যুৎশক্তি পাওয়া যায়?


উত্তর:  সৌরকোশ ব্যবহার করে বিদ্যুৎশক্তি পাওয়া যায়।


35. জোয়ারভাটার শক্তিকে কী কাজে লাগানো হয়?


উত্তর:   বিদ্যুৎশক্তি উৎপাদানের কাজে লাগানো হয়।


36. কোন্ কারণে সমবেগে গতিশীল বস্তু থেমে যায়?


উত্তর:  সমবেগে গতিশীল বস্তুর গতির বিরুদ্ধে বল প্রয়োগ করলে তা থেমে যায়।


37. ডাইন কীসের একক?


উত্তর:   বলের একক।


38.ঘর্ষণ বল কেমন ধরনের বল?


উত্তর:  স্পর্শজনিত ও অপ্রতিমিত বল (Unbalanced force)।


39. টানা বা ঠেলা আসলে কী?


উত্তর:  টানা বা ঠেলা হল স্পর্শজনিত বল প্রয়োগ করা।


40. ভার বা ওজন কেমন ধরনের বল?


উত্তর:  ভার বা ওজন হল স্পর্শহীন বল।


41. রবিন বাড়ি থেকে বেরিয়ে এমন কোন্ কোন্ বস্তু দেখল যারা চলাচল করছে না, অর্থাৎ নিজের জায়গাতেই স্থির আছে?


 উত্তর: একটি প্রকাণ্ড বটগাছ, তৃণ (ঘাস), ছোটো বড়ো বাড়ি।


42. এবার বলো এই বস্তুগুলি কি সময়ের সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন করছে?


 উত্তর:  না।


43. এই মুহূর্তে তোমার চারপাশে যেসব বস্তু রয়েছে তাদের নাম খাতায় লেখো।


 উত্তর: তোমাদের চারপাশে পর্যবেক্ষণ করে নিজেরা লেখো।


44. এখন রবিনের দেখা 'স্থির বস্তু' নয় এমন অন্যান্য বস্তুগুলির নাম লেখো। 


 উত্তর: গোরু, অটোরিকশা, বাইক, সাইকেল, পাখি, স্কুলের ছাত্রছাত্রী।


45. এবার বলো এই বস্তুগুলি কি সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করছে?


উত্তর:  হ্যাঁ, যে বস্তুগুলি স্থির নয় সেগুলি সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করছে।


46. এই মুহূর্তে তোমার চারপাশে যে-বস্তুগুলি গতিশীল তাদের নাম খাতায় লেখো।


 উত্তর: গতিশীল বস্তুগুলি হল গোরু, অটোরিকশা, বাইক, সাইকেল, স্কুলের ছাত্রছাত্রী, পাখি।


অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর


1. সঠিক উত্তরটি নির্বাচন করো  


1. যে-বস্তু সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করে না, তাকে বলে-


 গতিশীল বস্তু ,  স্থির বস্তু ,  আপেক্ষিক বস্তু  , উদ্বায়ী বস্তু


উত্তর:  স্থির বস্তু


2. বলের SI-তে একক হল-'


 ডাইন,  আর্গ,  নিউটন, অ্যামপেয়ার


উত্তর:  নিউটন


3. চৌম্বক পদার্থ নয়-


তামা ,  নিকেল,  কোবাল্ট ,  আয়রন


উত্তর:  তামা 


4. একটি স্পর্শহীন বল হল-


 অভিকর্ষ বল ,  ধাক্কা বল , টানা বল ,  ঘর্ষণ বল


উত্তর:   অভিকর্ষ বল


5. ঝড়ের প্রচণ্ড গতির জন্য তার মধ্যে উদ্ভব হয়-


 স্থিতিশক্তির ,  যান্ত্রিক শক্তির , গতিশক্তির ,  তড়িৎশক্তির


উত্তর:  গতিশক্তির


6. তবলা বাজানোর সময় কোন্ শক্তি কোন্ শক্তিতে রূপান্তরিত হয়?


 যান্ত্রিক শক্তি →শব্দশক্তিতে,  শব্দশক্তি → যান্ত্রিক শক্তিতে


 যান্ত্রিক শক্তি → তাপশক্তিতে,  শব্দশক্তি → তড়িৎশক্তিতে


উত্তর:  যান্ত্রিক শক্তি →শব্দশক্তিতে


7. কোন্ শক্তি উৎপন্নে সূর্যের ভূমিকা নেই?


 রাসায়নিক শক্তি ,  তাপশক্তি ,পারমাণবিক শক্তি,  তড়িৎশক্তি


উত্তর:  পারমাণবিক শক্তি


৪. সৌরকোশে সৌরশক্তি রূপান্তরিত হয়-


 আলোকশক্তিতে,  তড়িৎশক্তিতে, তাপশক্তিতে, রাসায়নিক শক্তিতে


উত্তর:  তড়িৎশক্তিতে


9. শক্তিশৃঙ্খলে শক্তির প্রধান উৎস হল-


সূর্য,  চন্দ্র, গাছপালা, সমুদ্র


উত্তর:  সূর্য


10. যে-পরিমাণ শক্তি এক পুষ্টিস্তর থেকে অন্য পুষ্টিস্তরে পৌঁছোতে পারে না, তা হল-


 10 শতাংশ,  20 শতাংশ, 90 শতাংশ,  ৪০ শতাংশ


উত্তর:  10 শতাংশ


11. যে-শক্তি ব্যবহার বর্তমানে বেশি তা হল-


 সৌরশক্তি, বায়ুশক্তি , জীবাশ্ম জ্বালানি,  জোয়ারভাটার শক্তি


উত্তর:  জীবাশ্ম জ্বালানি


12. ঘর্ষণ বল ক্রিয়া করে প্রযুক্ত বলের-


 দিকে ,  কোনো দিকে নয়,  বিপরীত দিকে,  লম্বভাবে


উত্তর:   বিপরীত দিকে


13. ঘর্ষণের ফলে উৎপন্ন হয়-


আলো, শব্দ, তাপ,  কোনোটিই নয়


উত্তর:  তাপ


14. ভর ও ভার পরস্পর-এর-


 সমানানুপাতিক,  ব্যস্তানুপাতিক,  বর্গমূল,  কোনোটিই নয়


উত্তর:  সমানানুপাতিক


2.  ঠিক বাক্যের পাশে '' আর ভুল বাক্যের পাশে 'x' দাও


1. কোনো স্থির বস্তুকে গতিশীল করতে শক্তি প্রয়োগ করা হয়।


2. কোনো বস্তু সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করলে তাকে গতিশীল বস্তু বলে।


3. অবস্থান বা আকৃতির পরিবর্তনের ফলে কোনো বস্তুতে স্থিতিশক্তি জমা হয়।


4. পরভোজীরা খাদ্য উৎপাদনে অক্ষম।


5. গাছ থেকে ফুল তোলা একটি টানা বল।


6. অভিকর্ষ একটি স্পর্শহীন বল।


7. কাজ করার সামর্থ্যই হল বল।


৪. তির ছোড়ার সময় ধনুকের গতিশক্তি তিরের মধ্যে স্থিতিশক্তি হিসেবে থাকে।


9. পৃথিবীতে সমস্ত প্রাণীর খাদ্যের উৎস সবুজ উদ্ভিদ।


10. জলবিদ্যুৎ শক্তি তৈরিতে সূর্যের কোনো ভূমিকা নেই।


11. ঘর্ষণ বল থাকার জন্য শক্তির অপচয় হয়।


3. শূন্যস্থান পূরণ করো:


1. কার্য করার সামর্থ্যকে ----------------- বলে ।


উত্তর: শক্তি


2. শক্তির অপর একটি রূপ হল -------------------- ।


উত্তর: ভর


3. কৃত্রিম উপগ্রহে 10kg ভরের একটি বস্তুর ওজন -------------- হবে।


উত্তর: শূন্য


4. কয়লা, পেট্রোল, প্রাকৃতিক গ্যাস ------------------শক্তির উৎস।


উত্তর: অনবীকরণযোগ্য


5. পোড়াচুনে জল দিলে ---------------, -------------------- রূপান্তরিত হয়।


উত্তর: রাসায়নিক শক্তি, তাপশক্তিতে


6. পৃথিবীতে শক্তির প্রধান উৎস হল ------------------- ।


উত্তর: সূর্য


7. বাঁধে যে-জল জমা থাকে তার মধ্যে সঞ্চিত শক্তি হল ----------------------- ।


উত্তর: স্থিতিশক্তি


৪. আকৃতিগত পরিবর্তনের ফলে বস্তুতে ---------------- সঞ্চিত হয়। 


উত্তর: স্থিতিশক্তি


9. যেসব বস্তুর অবস্থান ------------------- সঙ্গে পরিবর্তিত হয়, তাদের -------------------------বস্তু বলে।


উত্তর:  সময়ের; গতিশীল


10. গাড়িতে চাকা ব্যবহার করা হয় ঘর্ষণ -------------------- জন্য।


উত্তর: কমানোর


11. গাড়ির টায়ার খাঁজকাটা থাকে ------------------------বাড়ানোর জন্য।


উত্তর: ঘর্ষণ 


12. বেশি মসৃণ কাগজে লেখা ----------------------।


উত্তর: শক্ত


13. হাতে হাত ঘষলে তাপ উৎপন্ন ------------------হয় জন্য।


উত্তর: ঘর্ষণের


14. ঘর্ষণ বল অপচয় করে --------------------- ।


 উত্তর: শক্তির



4. দু-একটি বাক্যে উত্তর দাও


1.  স্থিতি কাকে বলে?


উত্তর: কোনো বস্তুর অবস্থান, তার চারপাশের অন্যান্য বস্তুর সাপেক্ষে ও সময়ের সঙ্গে যদি পরিবর্তিত না হয়, তাহলে সেই বস্তুকে স্থির বস্তু বলা হয়। আর স্থির বস্তুর এই অবস্থাকে স্থিতি বলে।


2. পরম স্থিতি ও পরম গতি বলতে কী বোঝো?


উত্তর: পরম স্থিতি: পরম স্থির কোনো বস্তুর সাপেক্ষে কোনো বস্তু স্থির থাকলে তার স্থিতিকে পরম স্থিতি বলে।


পরম গতি: পরম স্থির কোনো বস্তুর সাপেক্ষে কোনো বস্তু গতিশীল থাকলে তার গতিকে পরম গতি বলা হয়।


3. বল কাকে বলে?

উত্তর: বল হল একটি ভৌত রাশি, যা কোনো বস্তুর স্থিতিশীল বা গতিশীল অবস্থার বা সেই বস্তুর আকার এবং আকৃতির অথবা তার গতির অভিমুখ পরিবর্তন করে বা পরিবর্তন করার চেষ্টা করে।

4. বল কী ধরনের রাশি?


উত্তর: বল একটি লব্ধ রাশি এবং ভেক্টর রাশি, কারণ বলের মান ও অভিমুখ দুটিই আছে।


5. অভিকর্ষ কাকে বলে?


উত্তর: পৃথিবীর ওপরে বা পৃথিবীর কাছাকাছি থাকা প্রত্যেক বস্তুকে পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে। পৃথিবীর এই আকর্ষণ বলকে অভিকর্ষ বলে।


6. শক্তি কাকে বলে? শক্তি কীভাবে মাপা হয়?

উত্তর: কার্য করার সামর্থ্যকে শক্তি বলে। কোনো বস্তু দ্বারা সম্পাদিত কার্যই ওই বস্তুর শক্তির পরিমাপ। তাই কার্য ও শক্তির একক একই। শক্তি একটি স্কেলার রাশি। শক্তির SI একক হল জুল।


7. গতিশক্তি কাকে বলে? উদাহরণ দাও।


উত্তর: গতিশীল অবস্থায় কোনো বস্তুর মধ্যে কাজ করার যে-সামর্থ্য বা শক্তি আসে, তাকে বলে গতিশক্তি।


উদাহরণ: দীর্ঘ লম্ফন দেওয়ার সময় প্রতিযোগীরা বেশ কিছুটা দৌড়ে এসে তারপর লাফ দেয়। এক্ষেত্রে লাফ দেওয়ার জন্য যে-শক্তির দরকার তা প্রতিযোগী দৌড়োনোর মাধ্যমে অর্জন করে। এই শক্তিই হল গতিশক্তি।



8.  বাঁধের জলে কোন্ শক্তি সঞ্চিত থাকে? ওই জল যখন প্রবাহিত হয় তখন শক্তি রূপান্তরিত হয় কি?


উত্তর:  বাঁধের জলে স্থিতিশক্তি সঞ্চিত থাকে।


হ্যাঁ, বাঁধের জল যখন নীচে প্রবাহিত হয় তখন জলের মধ্যে থাকা স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়।


9.  আকৃতির জন্য কোনো বস্তুতে স্থিতিশক্তি সঞ্চিত হয় তা উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও।

উত্তর: ঘড়িতে দম দিলে ঘড়ির স্প্রিং গুটিয়ে ছোটো হয়, ফলে আকৃতিগত পরিবর্তনের জন্য স্প্রিং-এর মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত হয়।


10. শক্তির রূপান্তর কাকে বলে?


উত্তর: শক্তি এক রূপ থেকে অন্য যে-কোনো এক বা একাধিক রূপে পরিবর্তিত হতে পারে। শক্তির এই পারস্পরিক পরিবর্তনকে শক্তির রূপান্তর বলে।


11. শক্তির নিত্যতা সূত্রটি লেখো।


উত্তর: এই বিশ্বে মোট শক্তির পরিমাণ ধ্রুবক। শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। শক্তি শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে।


12. তাপশক্তি বলতে কী বোঝো?


উত্তর: যে-শক্তি গ্রহণ করলে কোনো বস্তু সাধারণভাবে গরম হয়ে ওঠে এবং বর্জন করলে বস্তু ঠান্ডা হয়ে যায়, তাকে তাপশক্তি বলে। তাপ একরকম শক্তি কারণ এর রূপান্তর ঘটে এবং এর দ্বারা কাজ করা যায়। তাপ শক্তির প্রভাবে পদার্থের ভৌত- রাসায়নিক অবস্থার পরিবর্তন ঘটে।

   উদাহরণ: তাপ দিয়ে জলকে বাষ্পে পরিণত করে ইঞ্জিন চালানো হয়।


13. আলোকশক্তি বলতে কী বোঝায়?


উত্তর: যে-শক্তি তড়িৎচুম্বকীয় তরঙ্গরূপে সাধারণত কোনো বস্তুকে দৃশ্যমান করে তোলে এবং যে-শক্তি কোনো মাধ্যমের মধ্যে দিয়ে সরলরৈখিক পথে চলে, তাকে আলোকশক্তি বলে। উদাহরণ: সূর্যের আলোয় দিনেরবেলা কোনো বস্তুকে দেখা যায়।


14. তড়িৎশক্তি বলতে কী বোঝায়? উদাহরণ দাও।


উত্তর: কোনো আহিত কণার পরিবাহীর মধ্য দিয়ে চলাচল বা পরিবহণকালে যে-শক্তি পাওয়া যায়, তাকে তড়িৎ শক্তি বলে। তড়িৎ একরকমের শক্তি। এর রূপান্তরের মাধ্যমে অন্য শক্তি পাওয়া যায়।


উদাহরণ: তড়িতের সাহায্যে আলো জ্বলে, মোটর ঘোরে ইত্যাদি।


15. পারমাণবিক শক্তি কাকে বলে? উদাহরণ দাও।


উত্তর: বিভিন্ন তেজস্ক্রিয় বা ভারী মৌলের (ইউরেনিয়াম, থোরিয়াম ইত্যাদি) পরমাণু কেন্দ্রকের বিভাজন ঘটালে কিংবা একাধিক হালকা পরমাণুর (হাইড্রোজেন) নিউক্লিয়াসকে সংযুক্ত করলে যে-প্রবল শক্তি পাওয়া যায়, তাকে পারমাণবিক শক্তি বলে।


উদাহরণ: সূর্যের শক্তির উৎস হল নিউক্লিয় বা পারমাণবিক শক্তি।




    👉Paid Answer (For Membership User)

    👉Download Books PDF

Editing By:- Lipi Medhi