অধ্য়ায় ইউরোপ


    👉Paid Answer (For Membership User)

    👉Download Books PDF

Long question answer


• প্রশ্ন-1 ধারণা মানচিত্র থেকে ঠিক ঠিক লিখে ফেলো।


উত্তর: ইউরোপ মহাদেশের প্রধান প্রধান নদনদীর ধারণা মানচিত্র


• প্রশ্ন-২ ইউরোপের ভূমিরূপের সাধারণ ভাল কোন্ দিকে বলে মনে হয় এবং কেন?


উত্তর: সমগ্র ইউরোপ মহাদেশের দক্ষিণ ও মধ্যভাগে সুউচ্চ ভঙ্গিল পর্বতমালা, পাহাড়, মালভূমি অবস্থান করছে। সেজন্য ইউরোপ মহাদেশের ভূমির সাধারণ ঢাল দক্ষিণ থেকে উত্তরদিকে ক্রমশ হ্রাস পেয়ে সমুদ্র উপকূলে মিশেছে। অর্থাৎ মহাদেশটি সাধারণভাবে দক্ষিণ থেকে উত্তরে ঢালু তবে ইউরোপ মহাদেশের দক্ষিণ ও মধ্যভাগের উচ্চভূমি থেকে কিছু ভূমি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে ঢালু। যেমন-আল্পস পর্বত থেকে উৎপন্ন রোন, পো, দানিয়ুব প্রভৃতি এবং ভলদাই পাহাড়ি অঞ্চল থেকে উৎপন্ন নিপার, ডন, ভল্লা প্রভৃতি নদীগুলি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়ে বিভিন্ন সাগর, উপসাগর ও হ্রদে পতিত হয়েছে। এককথায় বলা যায়, ইউরোপ মহাদেশের আল্পস পার্বত্য অঞ্চল এবং ভলডাই পাহাড়ি অঞ্চল দুটি সুবৃহৎ জলবিভাজিকা হিসাবে কাজ করে।

পাঠ্যপুস্তকের পৃষ্ঠা নং-126


প্রশ্ন-3 দুটি মানচিত্রের মধ্যে কী কোনো মিল খুঁজে পাচ্ছো?


• উত্তর: প্রদত্ত দুটি মানচিত্রের মধ্যে একটি হলো ইউরোপের জলবায়ু অঞ্চলের মানচিত্র এবং অপরটি হলো ইউরোপের স্বাভাবিক উদ্ভিদের মানচিত্র। পাশাপাশি অবস্থিত ইউরোপ মহাদেশের দুটি মানচিত্রের মধ্যে যথেষ্ট মিল খুঁজে পাওয়া যাচ্ছে। কারণ কোনো অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য অনুসারে স্বাভাবিক উদ্ভিদের জন্ম, বৃদ্ধি ও বিস্তার ওতোপ্রোতভাবে জড়িত। যেমন- তুন্দ্রা জলবায়ু অঞ্চলে তুন্দ্রা বনভূমি। (ii) উত্তরের উপমেরু জলবায়ু অঞ্চলে সরলবর্গীয় বনভূমি। (iii) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে ভূমধ্যসাগরীয় বনভূমি। পশ্চিম ইউরোপীয় জলবায়ু অঞ্চলে পর্ণমোচী বনভূমি। মহাদেশীয় জলবায়ু অঞ্চলে স্তেপ তৃণভূমি। দক্ষিণাংশের পার্বত্য জলবায়ু অঞ্চলে পার্বত্য বনভূমির প্রচুর মিল লক্ষ করা যায়।

পাঠ্যপুস্তকের পৃষ্ঠা নং-127


• প্রশ্ন-4 ইউরোপের কোন্ জলবায়ু অঞ্চলে জনবসতি সবচেয়ে বেশি এবং কোন্ জলবায়ু অঞ্চলে সবচেয়ে কম হতে পারে বলে তোমার মনে হয়?


উত্তর: জলবায়ুর বৈশিষ্ট্য ও গুণাগুণের উপর নির্ভর করে জনবসতি গড়ে ওঠে। অনুকূল জলবায়ুতে বেশি জনঘনত্ব এবং প্রতিকূল প্রাকৃতিক পরিবেশে কম জনঘনত্ব লক্ষ করা যায়।


① ইউরোপ মহাদেশের পশ্চিম উপকূলীয় শীতল নাতিশীতোয় জলবায়ু অঞ্চলে সর্বাধিক জনবসতি লক্ষ করা যায়। সামুদ্রিক প্রভাবের জন্য এই অঞ্চলে শীত ও গ্রীষ্মের মধ্যে উদ্বুতার পার্থক্য অনেক কম অর্থাৎ জলবায়ু সমভাবাপন্ন। পশ্চিমা বায়ুর প্রভাবে সারাবছর বৃষ্টিপাত হলেও, শীতকালে বৃষ্টিপাত বেশি হয়। এই জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাতের ব্যাপক বৈষম্য (50-500 সেমি) লক্ষ করা যায়। গ্রীষ্মকালে 15°-20° সে. এবং শীতকালে 5° সে. তাপমাত্রা থাকে। ইউরোপ মহাদেশের উত্তর-পশ্চিমাংশে এই জলবায়ু অধ্যুষিত দেশগুলি হলো-ব্রিটিশ যুক্তরাজ্য, ফ্রান্স, পোর্তুগাল, স্পেন, নেদারল্যান্ড, বেলজিয়াম, জার্মানির পশ্চিমাংশ প্রভৃতি।


ii) অন্যদিকে, ইউরোপ মহাদেশের উত্তরাংশে তুন্দ্রা জলবায়ু অঞ্চলে সবচেয়ে কম জনবসতি লক্ষ করা যায়। ইউরোপ মহাদেশের 66½°-75° অক্ষাংশের মধ্যবর্তী দেশসমূহ, যেমন-নরওয়ে,


সুইডেন, ফিনল্যান্ড, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, ডেনমার্ক, এস্তোনিয়া, অংশসমূহ এই এবং ইউরোপ মহাদেশের দীর্ঘস্থায়ী (9-10 মাস) এবং চরমভাবাপন্ন। শীতকালীন তাপমাত্রা -35° থেকে – 45° সে. থাকে। সারাবছরই আবহাওয়া প্রায় শীতল এবং হিমাঙ্কের নীচে (0°C) থাকে। সারাবছরই বৃষ্টিপাতের পরিবর্তে তুষারপাত ঘটে এবং তুষারঝড় প্রবাহিত হয়। স্বল্পস্থায়ী গ্রীষ্মকালীন (2-3 মাস) তাপমাত্রা 10° সে. থাকে। এইরূপ প্রতিকূল জলবায়ুর জন্য তুন্দ্রা জলবায়ু অঞ্চলে খুব কম জনবসতি গড়ে ওঠে। শীতকাল

পাঠ্যপুস্তকের পৃষ্ঠা নং-132

• প্রশ্ন-5 সমগ্র লন্ডন অববাহিকার চাল কোন্ দিক থেকে কোন্ দিকে? 


উত্তর: সমগ্র লন্ডন অববাহিকার প্রায় মাঝখান দিয়ে টেমস নদী ঢাল পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে।

পাঠ্যপুস্তকের পৃষ্ঠা নং-134

• প্রশ্ন-6 পোল্ডারভূমি কী?


উত্তর: উত্তর-পশ্চিম ইউরোপের উত্তর-সাগরের তীরে ছোট্ট দেশ নেদারল্যান্ড (পূর্ব নাম হল্যান্ড) অবস্থিত। নেদারল্যান্ড কথার অর্থ 'নীচু ভূমি।' অগভীর জলাভূমি বা সমুদ্রগর্ভ থেকে উদ্ধার করা ভূমিকে "পোল্ডারভূমি' বলা হয়। নেদারল্যান্ডের উত্তর-পশ্চিম দিকে অবস্থিত জুইডার জী উপসাগরের অগভীর অংশে কংক্রিটের বাঁধ নির্মাণ করে বাঁধের ভিতরে জলনিকাশি চক্রখাল থাকে। সমুদ্রের কাদাজল পাম্পের (হাওয়াকল চালিত) সাহায্যে ভরাট করা হয়। জল থিতিয়ে পড়লে পাম্পের সাহায্যে খাল দিয়ে সমুদ্রে ফেলে যে বিশাল নিম্ন সমতলভূমি উদ্ধার করা হয়েছে, তাকে নেদারল্যান্ডে ডাচ ভাষায় পোল্ডারভূমি (Polder Lands) বলে।

পাঠ্যপুস্তকের পৃষ্ঠা নং-135

▶ প্রশ্ন-7 পোল্ডার ভূমি কীভাবে তৈরি করা হয়? চিত্রসহ আলোচনা করো। (অনুরূপ প্রশ্ন: পোল্ডারভূমি কীভাবে তৈরি হয় তা


বর্ণনা করো।


(রায়গঞ্জ গার্লস হাই স্কুল, উ: মা:)


উত্তর: 'পোল্ডার' শব্দের অর্থ হল সমুদ্র থেকে উদ্ধারকৃত জমি। অগভীর সমুদ্র থেকে পোল্ডারভূমি তৈরি করা হয়। সেই পাঁচটি পর্যায় হলো-(i) প্রথম পর্যায়ে সমুদ্রের অগভীর অংশকে মজবুত ও চওড়া কংক্রিটের বাঁধ দিয়ে ঘিরে ফেলা হয়। এরপর ভিতরে একটি জলনিকাশী চক্রখাল এমনভাবে কাটা হয়, যাতে ঘেরা এলাকার জল পাম্প করে ওই খালের মাধ্যমে সমুদ্রে গিয়ে পড়ে। (ii) দ্বিতীয় পর্যায়ে বাঁধ দিয়ে ঘেরা অংশের জলাভূমিটিকে পাম্পের সাহায্যে একাধিকবার কাদাজল এনে ভরাট করা হয়। (iii) তৃতীয় পর্যায়ে কাদা থিতিয়ে গেলে ওপরের নোনা জল পাম্প করে চক্রখালের মাধ্যমে সমুদ্রে ফেলা - হয়। বৃষ্টির জল ধৌত প্রক্রিয়ায় জমিকে লবণমুক্ত করে। (iv) চতুর্থ পর্যায়ে খাল শুকিয়ে গেলে মাটির লোনাভাব কমানোর জন্য জমিকে 4-5 বছর ফেলে রাখা হয়। এরপর আলফা আলফা, হে ক্লোভার প্রভৃতি পশুখাদ্যের চাষ ও পশুপালন করা হয়। (v) পঞ্চম তথা শেষ পর্যায়ে জমির কৃষির উপযুক্ত হলে বিট, ওট, বাঁধাকপি, ফুলকপি, সূর্যমুখী, টিউলিপ প্রভৃতি শস্য ও ফুলের চাষ করা হয়। এইভাবে সমুদ্র থেকে উদ্ধার করা জমি 10-15 বছরের মধ্যে সম্পূর্ণ ব্যবহার উপযোগী হয়ে ওঠে।



বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ):


1. ইউরোপ ও এশিয়া মহাদেশের সীমানায় অবস্থিত-


(i) জুরা পর্বত,


(ii) আল্পস পর্বত,


(iii) পিরেনিজ পর্বত,


(iv) ইউরাল পর্বত।


উত্তর: ইউরাল পর্বত।


2. শিল্প বিপ্লব প্রথম হয়েছিল-


(i) এশিয়া,


(ii) আফ্রিকা,


(iii)  ইউরোপ,


(iv) উত্তর আমেরিকা মহাদেশে।


উত্তর:  ইউরোপ।


3. আয়তনে ইউরোপ পৃথিবীর কততম মহাদেশ-


(i) চতুর্থ, 


(ii) পঞ্চম,


(iii) ষষ্ঠ, 


(iv) সপ্তম।


উত্তর: ষষ্ঠ।


4. আল্পস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ-


(i) ম-ব্লাঁ, 


(ii) এলবুর্জ,


(iii) গ্লিটারটিন্ড, 


(iv) ম্যাটারহর্ন।


উত্তর: ম-রাঁ।


5. ফ্রান্সের ভোজ ও জার্মানির ব্ল্যাক ফরেস্ট হলো-


(i)  ভঙ্গিল পর্বত,


(ii) স্তূপ পর্বত,


(iii) সঞ্জয়জাত পর্বত,


(iv) ক্ষয়জাত পর্বত।


উত্তর: ৪ স্তূপ পর্বত।


6. ডোভারফেল পর্বত অবস্থিত-


(i) লন্ডন-এ, 


(ii) নরওয়েতে, 


(iii) সুইডেন, 


(iv) ডেনমার্কে।


উত্তর: ৪ নরওয়েতে।


(হাওড়া জেলা স্কুল)


7. পোল্যান্ডের দীর্ঘতম নদীর নাম-


(i) পো, 


(ii) রাইন, 


(iii) ভিসচুলা, 


(iv) নীপার।


উত্তর: ভিসচুলা।


৪. রূঢ় অঞ্চলের প্রধান নদী-


(i) ভলগা,


(ii) দানিয়ুব, 


(iii) পো,


(iv) রাইন।


উত্তর: রাইন।


9. 'রূঢ় অঞ্চলের রানি' বলা হয়-


(i) ডুইসবার্গ, 


(ii) ডর্টমন্ড, 


(iii) এসেন, 


(iv) ডুসেলডর্ফ।


উত্তর: এসেন।


10. নেদারল্যান্ড-এ সারাবছর বৃষ্টি হয়-


(i) আয়ন বায়ু,


(ii) মৌসুমি বায়ু,


(iii) পশ্চিমা বায়ু,


(iv) মেরু বায়ুর প্রভাবে।


উত্তর: পশ্চিমা বায়ু।


11. টেমস্ নদীর তীরে অবস্থিত শহরটি হল- 


(i)  লন্ডন, 


(ii) আমস্টারডাম, 


(iii) রোম, 


(iv) প্যারিস।


উত্তর: লন্ডন।


12. ককেশাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল- (দমদম কিশোর ভারতী হাইস্কুল)


(i) এলবুর্জ, 


(ii) মঁ ব্লা, 


(iii) ম্যাটারহর্ন, 


(iv) মটিরোজা


উত্তর:  এলবুর্জ।


B. দু-এক কথায় উত্তর দাও:


1. ইউরোপের দক্ষিণের সর্বশেষ সীমা কোন্টি?


উত্তর: স্পেনের তারিফা অন্তরীপ।


2. ল্যাডোগা হ্রদ ইউরোপের কোন্ দিকে অবস্থিত?


উত্তর: উত্তর দিকে।


3. ইটালির দীর্ঘতম নদীর নাম কী?


উত্তর: পো।


4. কোন্ নদীকে ইউরোপের ব্যস্ততম অভ্যন্তরীণ জলপথ বলা হয়?


উত্তর: রাইন।


5. ইউরোপের জলবায়ু কী প্রকৃতির?


উত্তর: মৃদু ও নাতিশীতোয় সমভাবাপন্ন জলবায়ু।


6. রূঢ় অঞ্চলের কোন্ শহরে লৌহ ইস্পাত, ইঞ্জিনিয়ারিং ও বৈদ্যুতিক শিল্প গড়ে উঠেছে?


উত্তর: ডর্টমুন্ড।


7. রূঢ় অঞ্চলের প্রধান কয়লাখনির নাম কী?


উত্তর: ওয়েস্টফালিয়া।


৪. লন্ডন বেসিনের কোন্ শহরে জাহাজ মেরামতি কারখানা আত্ম ছে?


উত্তর: চ্যাথাম।


9. ইউরোপ মহাদেশের সর্বাধিক ব্যস্ততম বিমানবন্দর কোন্টি?


উত্তর: হিথরো (লন্ডন)।


10. পোল্ডারভূমি একটি প্রাকৃতিক গ্যাস উত্তোলন কেন্দ্রের নাম লেখে TI


উত্তর: গ্রোনিনজেন প্রদেশ।


11. নেদারল্যান্ডের রাজধানীর নাম কী? (কন্টাই হাই স্কুল উঃ মাঃ)


উত্তর: আমস্টারডাম।


B. দু-এক কথায় উত্তর দাও:


1. ইউরোপের দক্ষিণের সর্বশেষ সীমা কোন্টি?


উত্তর: স্পেনের তারিফা অন্তরীপ।


2. ল্যাডোগা হ্রদ ইউরোপের কোন্ দিকে অবস্থিত?


(পর্ষদ নমুনা প্রশ্ন)


উত্তর: উত্তর দিকে।


3. ইটালির দীর্ঘতম নদীর নাম কী?


উত্তর: পো।


4. কোন্ নদীকে ইউরোপের ব্যস্ততম অভ্যন্তরীণ জলপথ বলা হয়?


উত্তর: রাইন।


5. ইউরোপের জলবায়ু কী প্রকৃতির?


উত্তর: মৃদু ও নাতিশীতোয় সমভাবাপন্ন জলবায়ু।


6. রূঢ় অঞ্চলের কোন্ শহরে লৌহ ইস্পাত, ইঞ্জিনিয়ারিং ও বৈদ্যুতিক শিল্প গড়ে উঠেছে?


উত্তর: ডর্টমুন্ড।


7. রূঢ় অঞ্চলের প্রধান কয়লাখনির নাম কী?


উত্তর: ওয়েস্টফালিয়া।


. লন্ডন বেসিনের কোন্ শহরে জাহাজ মেরামতি কারখানা আত্ম ছে?


উত্তর: চ্যাথাম।


9. ইউরোপ মহাদেশের সর্বাধিক ব্যস্ততম বিমানবন্দর কোন্টি?


উত্তর: হিথরো (লন্ডন)।


10. পোল্ডারভূমি একটি প্রাকৃতিক গ্যাস উত্তোলন কেন্দ্রের নাম লেখে TI


উত্তর: গ্রোনিনজেন প্রদেশ।


11. নেদারল্যান্ডের রাজধানীর নাম কী? (কন্টাই হাই স্কুল উঃ মাঃ)


উত্তর: আমস্টারডাম।


4. নরওয়েকে 'দক্ষ ধীবরের দেশ' বলা হয়।


উত্তর: অশুদ্ধ (আয়ার্ল্যান্ড)


5. নাতিশীতোয় পর্ণমোচী অরণ্যে ওক, ম্যাপল, অল্ডার, উইলো গাছ জন্মায়।


উত্তর: শুদ্ধ


6. ফ্রান্সের দীর্ঘতম নদীটি হলো লোয়ার নদী।


উত্তর: অশুদ্ধ (সিন)


7. বৃঢ় অঞ্চলের ভূপ্রকৃতি সামান্য ঢেউখেলানো।


উত্তর: শুদ্ধ


৪. রূঢ় অঞ্চলের প্রধান বন্দরটি হল ডুইসবার্গ।


উত্তর: শুদ্ধ (হামবুর্গ)


9. ব্রিটিশ দ্বীপপুঞ্জের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম বেন নেভিস।


উত্তর: শুদ্ধ


10. আমস্টারডামকে 'ইউরোপোর্ট' বলা হয়।


উত্তর: অশুদ্ধ (রটারডাম)



Editing By- Lipi Medhi