Chapter 9

এশিয়া মহাদেশ

-------------------

Short Answer Question

▶ প্রশ্ন-1 ওব, ইনিসি, ও লেনা কোন্ দিক থেকে কোন্ দিকে প্রবাহিয় হয়েছে?

উত্তর: দক্ষিণ দিক থেকে উত্তর দিকে প্রবাহিত হয়েছে।

• প্রশ্ন-2 উত্তর দিকে প্রবাহিত নদীগুলির মধ্যে কোন্ নদীর দৈর্ঘা সবথেকে বেশি?

উত্তর: ইনিসি নদী (5540 কিমি)।

• প্রশ্ন-3 এশিয়ার উত্তরবাহিনী নদীগুলিতে প্রায়ই বন্যা হয় কেন?

উত্তর: এশিয়ার উত্তরবাহিনী নদীগুলির মধ্যে ওব, ইনিসিও লেনা-এই তিনটি প্রধান। এই নদীগুলিতে বছরে দুবার বা প্রায়ই বন্যা হয়। তার কারণগুলি হলো- নদীগুলি নাতিশীতোয় অঞ্চল - থেকে নির্গত হয়ে হিমমণ্ডলে পড়েছে। নদীগুলির উৎস দিকের

    অংশ বছরে 3-4 মাস বরফাবৃত থাকে। কিন্তু মোহানা অঞ্চল 8-9 মাস বরফাবৃত থাকে। ফলে বসন্তকালে নদীর উচ্চপ্রবাহের অঞ্চলে বরফ গলে গেলেও নিম্নপ্রবাহে মোহানা অঞ্চল তখনও বরফাঢাকা থাকে। ফলে উচ্চপ্রবাহের বরফগলা জল মোহানা দিয়ে সুমেরু মহাসাগরে মেশার অঞ্চলে প্রবাহিত হওয়ার আগেই বাধা পেয়ে জল উপচে বন্যা সৃষ্টি করে। ⅱ অন্যদিকে, শরৎকালে মোহানা অঞ্চলের জল বরফে পরিণত হলেও তখন উৎস অঞ্চলের বৃষ্টির জল মোহানা অঞ্চলে বাধাপ্রাপ্ত হয়ে বন্যার সৃষ্টি করে। উত্তর মহাসাগর সংলগ্ন মোহানা অঞ্চলগুলি অধিকাংশ সময় বরফে ঢাকা থাকে বলে, এই নদীগুলিকে 'শীতল অঞ্চলের নদী' ও বলা হয়। এই নদীগুলি নৌ-চলাচল ও ব্যাবসাবাণিজ্যের ক্ষেত্রে উপযুক্ত নয়।


প্রশ্ন-4 এশিয়া মহাদেশটি 10 deg দক্ষিণ অক্ষরেখা থেকে 82 deg উত্তর অক্ষরেখার মধ্যে অবস্থিত। তাহলে এশিয়ার দক্ষিণ থেকে উত্তরে কী ধরনের জলবায়ু দেখা যাবে?

উত্তর: দক্ষিণ প্রান্ত থেকে 10 deg উত্তর অক্ষরেখা পর্যন্ত নিরক্ষীয় জলবায়ু, 10 deg - 23 1/2 deg উত্তর অক্ষরেখা পর্যন্ত ক্রান্তীয় জলবায়ু, 23 1/2 ^ 0 - 45° উত্তর অক্ষরেখা পর্যন্ত উদ্বু নাতিশীতোয় জলবায়ু এবং 66 1/2 ^ 0. 82 deg উত্তর অক্ষরেখা পর্যন্ত তুন্দ্রা তথা হিমশীতল জলবায়ু দেখা যাবে।

• প্রশ্ন-5 এশিয়া মহাদেশের মধ্যভাগের উঁচু পার্বত্য অঞ্চলের গড় উচ্চতা 4000 মিটারেরও বেশি। তাহলে সেখানে তাপমাত্রা কীরকম হতে পারে?

উত্তর: অধিক উচ্চতার জন্য সেখানকার তাপমাত্রা হিমাঙ্কের নীচে অবস্থান করে। কারণ প্রতি 1000 মিটার উচ্চতায় গড়ে 6.5°C করে তাপমাত্রা কমে যায়।

• প্রশ্ন- 6 এশিয়ার মধ্যভাগের বেশিরভাগ অঞ্চলেরই সমুদ্র থেকে দূরত্ব বেশি। তাহলে ওই অঞ্চলের জলবায়ু কেমন হতে পারে?

উত্তর: সমুদ্র থেকে অধিক দূরত্বের কারণে সমুদ্রবায়ু না পৌছাঁনোয় বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে বা বাতাস শুষ্ক থাকে। এখানে চরমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে। অর্থাৎ শীতকালে প্রচন্ড ঠান্ডা আর গরমকালে প্রচণ্ড গরম হয়।

বলতে পারো............

• প্রশ্ন-1 কিহিন শিল্পাঞ্চল বা টোকিয়ো-ইয়াকোহামা শিল্পাঞ্চল জাপানের শ্রেষ্ঠ তথা পৃথিবীর এক অন্যতম শ্রেষ্ঠ শিল্পাঞ্চল হিসাবে গড়ে ওঠার কারণগুলি কী?

উত্তর: কিহিন শিল্পাঞ্চল বা টোকিয়ো-ইয়োকোহামা শিল্পাঞ্চল জাপানের হনসু দ্বীপের দক্ষিণ দিকে কোয়ান্টো সমভূমিতে অবস্থিত। জাপানের মোট আয়তনের প্রায় 80-85 শতাংশ ভূমিই পাহাড়-পর্বত ও মালভূমি অধ্যুষিত। তবু এটি জাপানের সবচেয়ে বড়ো ও সর্বশ্রেষ্ঠ শিল্পাঞ্চল। জাপানের মোট শিল্প উৎপাদনের শতকরা প্রায় 25% এই অঞ্চলের শিল্প কলকারখানাগুলি থেকে উৎপন্ন হয়। জাপানের রাজধানী তথা পৃথিবীর বৃহত্তম শহর টোকিয়ো এবং সর্ববৃহৎ বন্দর ইয়োকোহামাকে কেন্দ্র করে প্রায় 40 টি শিল্প শহর নিয়ে এই শিল্পাঞ্চল গড়ে উঠেছে।

প্রধান প্রধান শিল্প: এই শিল্পাঞ্চলের বিভিন্ন শিল্পগুলির মধ্যে অন্যতম হল লৌহ-ইস্পাত শিল্প, পশম ও কার্পাস বজ্রবয়ন শিল্প, কাগজ খাদ্য প্রক্রিয়াকরণ মোটর গাড়ি, বিমান নির্মাণ, ইলেকট্রনিক্স,তথ্যপ্রযুক্তি শিশু ইত্যাদি।

শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণ:

① বন্দরের সুবিধা: জাপানের শিল্পাঞ্চলগুলির মূল বৈশিষ্ট্য হলো শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল বিদেশ থেকে আমদানি করা ও শিল্পে উৎপাদিত দ্রব্য বিদেশে রপ্তানি করা। এখানে জাপানের বৃহত্তম বন্দর ইয়োকোহামা, টোকিয়ো এবং আরো বেশ কয়েকটি বন্দর থাকায় আমদানি ও রপ্তানি বাণিজ্য খুবই সুবিধাজনক হয়েছে।

ii)শক্তিসম্পদের প্রাচুর্য: এই শিল্পাঞ্চলের কাছাকাছি জোবান ও ইশিকারি কয়লাখনি থেকে পর্যাপ্ত কয়লা পাওয়া যায়। হনসু পার্বত্য অঞ্চলের খরস্রোতা নদী থেকে উৎপন্ন প্রচুর ও সুলভ জলবিদ্যুৎ টোকিও-ইয়াকোহামা শিল্পাঞ্চলের শক্তি সম্পদের চাহিদা অনেকটাই পূরণ করেছে। এ ছাড়াও টোকাই মুরার আণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পর্যাপ্ত পরিমাণে বিদ্যুতের সরবরাহ পাওয়া যায়।

(iii) উন্নত পরিবহণ ব্যবস্থা: সমগ্র শিল্পাঞ্চলটি দেশের অন্যান্য অংশের সঙ্গে অতি উন্নত সড়ক ও রেল পরিবহণের সঙ্গে যুক্ত আছে, যা এই শিল্পাঞ্চলের বিকাশের ক্ষেত্রে সহায়ক হয়েছে।

(iv) সমতল ভূভাগ: কিহিন শিল্পাঞ্চলটি জাপানের বৃহত্তম সমভূমি কোয়ান্টো সমভূমিতে অবস্থিত। ফলে কলকারখানা গড়ে তোলার জন্য প্রয়োজনীয় জমির অভাব হয় না।

(v) উন্নত প্রযুক্তিবিদ্যা: জাপান নিত্যনতুন অতি উন্নত প্রযুক্তিবিদ্যার

সাহায্যে তাদের শিল্পের প্রয়োজনীয় নিত্যনতুন যন্ত্রপাতি নিজেরাই তৈরি করে নেয়।

✓✓ স্থানীয় রেশম: কোয়ান্টো সমভূমিতে অবস্থিত এই অঞ্চলটি

জাপানের উল্লেখযোগ্য রেশম উৎপাদক অঞ্চল। তাই অতি প্রাচীনকাল থেকেই এই শিল্পাঞ্চলে রেশম বয়ন বা সিল্ক শিল্পের প্রসার ঘটেছে।

জল: কোয়ান্টো সমভূমির উপর দিয়ে প্রবাহিত নদীসমূহ এখানকার শিল্পের প্রয়োজনীয় জলের চাহিদা পূরণ করে।

সুলভ শ্রমিক: কোয়োন্টো সমভূমি অঞ্চল জাপানের সর্বাধিক ঘন বসতিপূর্ণ অঞ্চল হওয়ায় এই শিল্পাঞ্চলের জন্য প্রয়োজনীয় সুলভ ও দক্ষ শ্রমিকের কোনো অভাব হয় না।

সরকারি আনুকূল্য: জাপান সরকারের উদার শিল্পনীতি,সমস্তরকম প্রশাসনিক সুযোগসুবিধা এবং মূলধনের পর্যাপ্ত জোগান থাকায় এই শিল্পাঞ্চলের অভাবনীয় উন্নতি ঘটেছে।

☑ অনুকূল জলবায়ু সমগ্র কোয়ান্টো সমভূমির জলবায়ু খুবই মনোরম ও আরামদায়ক অর্থাৎ নাতিশীতোয় প্রকৃতির। এইরূপ জলবায়ু শিল্পে নিযুক্ত শ্রমিকদের কর্মদক্ষতা বাড়াতে সাহায্য করেছে।

চাহিদা বা বাজার: কিহিন শিল্পাঞ্চল বা টোকিয়ো-ইয়োকোহামা

শিল্পাঞ্চলের উৎপাদিত পণ্যদ্রব্যাদির যেমন ব্যাপক স্থানীয় চাহিদা আছে, তেমনি বিশ্বব্যাপীও প্রচুর চাহিদা আছে। ফলে এই শিল্পাঞ্চল জাপান তথা পৃথিবীর অন্যতম সর্বশ্রেষ্ঠ শিল্পাঞ্চলে পরিণত হয়েছে। উল্লেখ্য এই কিহিনি শিল্পাঞ্চলটি প্রধানত জাপানের রাজধানী টোকিয়ো শহরকে কেন্দ্র করে বিকাশলাভ করলেও অগভীর উপসাগরের জন্য টোকিয়ো বন্দরে বড়ো বড়ো সামুদ্রিক পণ্যবাহী জাহাজ ঢুকতে পারে না। সেজন্য সমুদ্রোপকূলে অবস্থিত ইয়োকোহামা বন্দরের সাহায্যে এই শিল্পাঞ্চলের আমদানি ও রপ্তানি বাণিজ্য পরিচালনা করা হয়।

▶ প্রশ্ন-2 একটি শিল্পাঞ্চলে কী কী সমস্যা হতে পারে?

উত্তর: একটি শিল্পাঞ্চলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। সেগুলি হলো- বায়ুদূষণ, জলদূষণ, মাটিদূষণ অর্থাৎ পরিবেশ দূষণ। জলনিকাশি সমস্যা। (iii) শিল্পস্থাপনের জন্য পর্যাপ্ত জমির অভাব। শ্রমিক ও কর্মচারীদের বাসস্থানের সমস্যা। শিল্পাঞ্চল } থেকে নির্গত বর্জ্য ফেলার সমস্যা। ⅵ জমির অস্বাভাবিক মূল্য বৃদ্ধি। কাঁচামালের অভাব। (vii) শিল্পাঞ্চল থেকে বিষাক্ত গ্যাস লিক বা নির্গমনের সমস্যা। যেমন-ভূপাল গ্যাস দুর্ঘটনা (2-3 ডিসেম্বর, 1984 খ্রিস্টাব্দ) এবং এছাড়া শ্রমিক মালিক বিরোধ, জলসংকট, সীমাবদ্ধ পরিবহণ, জনবহুলতার সমস্যা, আধুনিক যন্ত্রপাতির অভাব, পর্যাপ্ত মূলধনের অভাব, ব্যাঙ্ক, বিমা কোম্পানির জটিল ঋণদান ও সরকারি উদাসীনতা সমস্যা হতে পারে।

প্রশ্ন-3 শিল্পাঞ্চলের সমস্যা সমাধান কীভাবে করা যেতে পারে?

উত্তর: একটি শিল্পাঞ্চলের নানান ধরনের সমস্যা সমাধানের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। যেমন-কলকারখানা থেকে নির্গত ধোঁয়াসহ কঠিন পদার্থ স্ক্রাবার যন্ত্রের সাহায্যে নির্মল করে বায়ুতে ছেড়ে দিতে হবে। ii জমির সমস্যা থাকলে, দেশের অনাবাদী পতিত জমি, সেগুলিকে সংস্কার করে সেখানে শিল্প প্রতিষ্ঠা করতে হবে। (iii) দূষিত জলকে বিভিন্ন পর্যায়ে দূষণমুক্ত করে নদীতে বা সমুদ্রে নিক্ষেপ করতে হবে। আধুনিক যন্ত্রপাতি ও মেশিনের ব্যবহার বাড়াতে হবে। iv) পুঁজিপতিদের শিল্পক্ষেত্রে বিনিয়োগ করতে উৎসাহ ও নিরাপত্তা দিতে হবে। শ্রমিকদের উপযুক্ত মজুরি ও সুবিধামতো বাসস্থানের জায়গায় গৃহ নির্মাণ করে ব্যবস্থা করে শ্রমিক অসন্তোষ নিরসন করতে হবে। (vii) অভঙ্গুর বা পুনঃনবীকরণ নয় দ্রব্য যেমন- এমন প্লাস্টিক নিষিদ্ধ করা একান্ত প্রয়োজন। (viii) কারিগরী শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থার মাধ্যমে শ্রমিকদের দক্ষ করে তুলতে হবে। ⅳx শিল্পক্ষেত্রে মুনাফা বৃদ্ধির আমদানি ও রপ্তানির ওপর যথাক্রমে শুল্ক, হ্রাস ও বৃদ্ধি করতে হবে। শিল্পকেন্দ্রের উৎপাদিত দ্রব্য কাচামাল হিসাবে ব্যবহার করতে অনুসারী শিল্প গড়ে তুলতে হবে। xⅰ) জৈব বর্জ্যকে জৈব সারে পরিণত করা। (xii) সমাধান করতে সুবিধামতো জায়গায় গৃহনির্মাণ করতে হবে। (xii) কলকারখানা, বন্দর প্রভৃতি ক্ষেত্রে স্বয়ংক্রিয় মেশিন এবং কম্পিউটার ব্যবহার বাড়াতে হবে। সর্বোপরি একটি শিল্পাঞ্চলের সমস্তরকম সমস্যা সমাধানের জন্য সরকারি উদ্যোগ, পৃষ্ঠপোষকতা, সহযোগিতা, অনুকূল সরকারি আইন প্রভৃতি বিশেষ কার্যকরী ভূমিকা গ্রহণ করে।

বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ):

1. এশিয়া ও আফ্রিকা মহাদেশকে পৃথক করে রেখেছে-

(i) ভূমধ্যসাগর,

(ii) লোহিত সাগর,

(iii) কাস্পিয়ান সাগর,

(iv) আরব সাগর।

উত্তর: লোহিত সাগর।

2. এশিয়া মহাদেশের একটি যুগ্ম নদী হল-

(i)  মিসিসিপি-মিসৌরি, 

(ii)  মারে-ডার্লিং,

(iii) টাইগ্রিস-ইউফ্রেটিস,

(iv)  ইনিসি-সিকিয়াং নদী।

উত্তর: টাইগ্রিস-ইউফ্রেটিস।

3. আর্মেনীয় গ্রন্থি থেকে পশ্চিম দিকে বিস্তৃত হয়েছে-

(i)  সুলেমান পর্বত,

(ii) তিয়েনসান পর্বত,

(iii) পন্টিক পর্বত,

(iv)  আলতাই পর্বত।

উত্তর: পন্টিক পর্বত।

4. সাইবেরীয় জলবায়ুতে জন্মায়- 

(i) পাইন, ফার, ডগলাস,

(ii)  স্পুস, হেমলক, সিডার,

(iii)  লার্চ, বার্চ, উইলো,

(iv) সবগুলি গাছ।

উত্তর: সবগুলি গাছ।

5. স্বর্ণরেণুর নদী বলা হয়-

(i) সিকিয়াংকে,

(ii)  ইনিসিকে,

(iii) ইয়াংসি-কিয়াংকে,

(iv)  হোয়াংহোকে।

উত্তর: ইয়াংসি-কিয়াংকে।

6. চি. নের 'ধানের গোলা' বলা হয়-

(i) হেনান,

(ii) হুনান, 

(iii) সেজুয়ান, 

(iv) সাংহাই প্রদেশকে।

উত্তর: ৪ হুনান।

7. চিনের শ্রেষ্ঠ বন্দর ও বৃহত্তম শহরটি হলো-

(i) ম্যাকাও,

(ii) হংকং,

(iii) ওয়েনঝাউ, 

(iv) সাংহাই।

উত্তর: সাংহাই।

৪. কান্টো সমভূমি হনসু দ্বীপের কোন্ দিকে অবস্থিত?

(i) উত্তরাংশে, 

(ii) দক্ষিণাংশে, 

(iii) পশ্চিমাংশে

(iv) পূর্বাংশে,

উত্তর: পূর্বাংশে।

9. শিল্প দূষণ প্রতিরোধ করতে সক্ষম হয়েছে জাপানের কোন্ শহর?

(i) টোকিয়ো,

(ii)  ইয়াকোহামা, 

(iii) কাওয়াসাকি, 

(iv) চিবা।

উত্তর: ৪ ইয়োকোহামা।

10. বিশ্ব বাজারে তেলের দাম নির্ধারণ করে-

(i) AOPEC,

(ii) SAARC, 

(iii) WHO,

(iv) UNICEF |

উত্তর: A OPEC|

11. পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম- 

(i) সেলভা, 

(ii) তৈগা, 

(iii) স্তেপ, 

(iv) ভেল্ড।

উত্তর: সেলভা।

দু-এক কথায় উত্তর দাও:

1. এশিয়া মহাদেশের মধ্যভাগের উঁচু পার্বত্য অঞ্চলের গড় উচ্চতা কত?

 উত্তর: 4000 মিটার।

2. লেনা নদী কোন্ সাগরে মিশেছে?

উত্তর: লাপ্টেভিক সাগর।

3. ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কোন্ বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হয়?

উত্তর: পশ্চিমা বায়ু।

4. নিরক্ষীয় চিরহরিৎ অরণ্যের কয়েকটি বৃক্ষের নাম লেখো।

উত্তর: মেহগনি, রোজউড, আয়রন, উড, রবার, এবনি, সিঙ্কোনা।

5. কোন্ জলবায়ু অঞ্চলে মস, লাইকেন, শৈবাল জন্মায়?

উত্তর: তুন্দ্রা জলবায়ু।

6. কোন্ নদীকে 'চিনের দুঃখ' বলা হয়?

উত্তর: হোয়াং হো।

7. কোন্ শহরকে 'চিনের ম্যাঞ্চেস্টার' বলা হয়?

উত্তর: সাংহাই।

৪. কোন উপসাগরকে কেন্দ্র করে কান্টো সমভূমি গড়ে উঠেছে?

উত্তর: টোকিয়ো।

9. দক্ষিণ-পশ্চিম এশিয়ার জলবায়ু কোন্ প্রকৃতির?

উত্তর: চরমভাবাপন্ন।

10. এশিয়ার উন্নতম স্থান কোন্টি? (রাণী বিনোদ মঞ্জুরী গভঃ গার্লস হাইস্কুল)

উত্তর: তিরাতজভি, ইজরায়েল।

11. এশিয়া ও ইউরোপের মাঝে কোন্ পর্বত অবস্থান করছে? (পর্ষদ নমুনা)

উত্তর: ইউরাল পর্বত।

12. এশিয়ার দীর্ঘতম নদী কোন্ট (পর্ষদ নমুনা)

উত্তর: ইয়াংসি কিয়াং।

C.শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও:

1. টাইগ্রিস-ইউফ্রেটিস নদী উপত্যকায় হয়েছিল। সভ্যতার উদ্ভব

উত্তর: মেসোপটেমিয়া।

2. টরাস ও পন্টিক পর্বতমালার মধ্যে আছে। - মালভূমি।

উত্তর: আনাতোলিয়া।

3. - সরোবর থেকে সিন্ধু নদ-এর উৎপত্তি হয়েছে।

উত্তর: মানস।

4. এশিয়া মহাদেশ ও উত্তর আমেরিকা মহাদেশের মধ্যে প্রণালী আছে।

উত্তর: বেরিং।

5. সেজুয়ান কথাটির অর্থ হলো

উত্তর: চার নদী।

6. আমুর নদী -সাগরে পতিত হয়েছে।

উত্তর: ওখটস্ক।

7. কান্টো সমভূমি -টি অঞ্চলে নিয়ে গঠিত হয়েছে।

উত্তর: 7।

৪. টোকিয়ো-ইয়াকোহামা শিল্পাঞ্চলের প্রধান শিল্প হলো -1

উত্তর: লৌহ-ইস্পাত শিল্প।

9. ইরাকের প্রধান তেল উৎপাদক অঞ্চল হলো 1

উত্তর: কিরকুক।

10. বিশ্বের বৃহত্তম খনিজ তেল উত্তোলনকারী দেশ হলো-। 

উত্তর: সৌদি আরব।

D.শুদ্ধ বা অশুদ্ধ লেখো:

1. এলবুর্জ পর্বতশ্রেণি পামীর গ্রন্থি থেকে বিস্তৃত হয়েছে।

উত্তর: অশুদ্ধ (আর্মেনীয়)

2. তিব্বত মালভূমিকে 'পৃথিবীর ছাদ' বলা হয়।

উত্তর: অশুদ্ধ (পামীর)

3. হিমালয় পর্বতটি আর্মেনীয় পর্বতগ্রন্থি থেকে নির্গত হয়েছে।

(মেমারি ভি. এম. ইনস্টিটিউশন, মেন)

উত্তর: অশুদ্ধ (পামীর)

4. ইন্দোনেশিয়ায় ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়।

উত্তর: অশুদ্ধ (নিরক্ষীয়)

5. ইনিসি নদীর দৈর্ঘ্য 5540 কিমি।

উত্তর: শুদ্ধ

6. মেনাম নদী শান মালভূমি থেকে উৎপত্তি লাভ করেছে।

উত্তর: শুদ্ধ

7. ইয়াংসি কিয়াং নদীর মধ্য-অববাহিকাকে 'চিনের শস্যভান্ডার' বলা হয়।

উত্তর: শুদ্ধ

৪. কুয়েতের একটি তৈল খনির নাম হলো মসজিদ-ই-সুলেমান।

উত্তর: অশুদ্ধ (আলজারা)

9. ইরাকের রাজধানীর নাম হলো বাগদাদ।

উত্তর: শুদ্ধ

10. পশম বস্ত্র উৎপাদনে জাপান পৃথিবীতে দ্বিতীয় স্থান অধিকার করে।

উত্তর: শুদ্ধ

11. টোকিয়ো জাপানের বৃহত্তম বহিবন্দর।

উত্তর: অশুদ্ধ (ইয়োকোহামা) বামদিক ডানদিক

প্রশ্নমান-।

1. ওব, ইনিসি, ইরাবতী, লেনা।

উত্তর: ইরাবতী।

2. রোজউড, কোকো, সিঙ্কোনা, ল্যাভেন্ডার।

উত্তর: ল্যাভেন্ডার।

3. চিবা, সাংহাই, নানকিং, চুং কিং।

উত্তর: চিবা।

4. ঘাওয়ার, ধাহরান, আইনডার, সাফানিয়া।

উত্তর: সাফানিয়া।

5. আখাজারি, বারগান, গাচসারন, লালি।

উত্তর: বারগান।

এক কথায় উত্তর দাও:

1. ওব নদী কুয়েনলুন পর্বত থেকে উৎপন্ন হয়েছে।

উত্তর: ওর নদী আলতাই পর্বত থেকে উৎপন্ন হয়েছে।

2. শাল ও সেগুন হলো নিরক্ষীয় চিরহরিৎ বৃক্ষের উদাহরণ।

উত্তর: শাল ও সেগুন হলো পর্ণমোচী বৃক্ষের উদাহরণ।

3. চিনের ইয়াংসি নদীর অববাহিকায় প্রচুর বনজ সম্পদ পাওয়া যায়।

উত্তর: চিনের ইয়াং সি নদীর অববাহিকা প্রচুর খনিজ সম্পদ পাওয়া যায়।

4. জাপানের বৃহত্তম দ্বীপটির নাম হলো কিউসু।

উত্তর: জাপানের বৃহত্তম দ্বীপটির নাম হলো হনসু।

5. ইরাকের উল্লেখযোগ্য তৈল খনিটির নাম হলো মসজিদ-ই-সুলেমান।

উত্তর: ইরানের উল্লেখযোগ্য তৈল খনিটির নাম হলো মসজিদ- ই-সুলেমান।

1. আমি এশিয়া ও ইউরোপ মহাদেশকে পৃথক করে রেখেছি। আমি কে?

উত্তর: ইউরাল পর্বত উরাল নদী।

2. আমি এশিয়া মহাদেশের ভারতের অন্তর্গত একটি আন্তর্জাতিক নদী। আমি কে?

উত্তর: সিন্ধুনদ/ব্রহ্মপুত্র নদ ও গঙ্গানদী।

3. আমি লাল রঙের বেলেপাথর দিয়ে তৈরি। আমার নাম রেড বেসিন। আমার অপর নাম কী?

উত্তর: সেজুয়ান অববাহিকা।

4. আমার শিল্প কলকারখানাগুলো সরিয়ে চিবা ও ইবারাকি শহরে নিয়ে যাবে। আমি কে?

উত্তর: টোকিয়ো।

5. জেবেল দুখান তৈলখনিটি আমার দেশে অবস্থিত। আমি কোন্ দেশের বাসিন্দা?

উত্তর: কাতার।

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

• প্রশ্ন-1 এশিয়া মহাদেশকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন?

উত্তর: এশিয়া মহাদেশের ভূপ্রকৃতি, জলবায়ু, নদনদী, স্বাভাবিক উদ্ভিদ, জীবজন্তু এবং অধিবাসীদের জাতি, ধর্ম, বর্ণ, শিক্ষা, সংস্কৃতি, জীবনযাত্রা-প্রণালীসহ (খাদ্যাভ্যাস, পোশাক-পরিচ্ছদ, বাসগৃহ, খাদ্যসংগ্রহ, কৃষি, শিল্প, ব্যাবসা-বাণিজ্য, পরিবহণ, কর্মক্ষেত্র প্রভৃতি) সব বিষয়ে ব্যাপক বৈচিত্র্য লক্ষ করা যায়। এছাড়া বিশ্বের সর্বোচ্চ পর্বতমালা, সবেচ্চি মালভূমি, বৃষ্টিবহুলতম স্থান, ইত্যাদিও এই মহাদেশে আছে। সেজন্য এশিয়া মহাদেশকে পৃথিবীর সবচেয়ে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয়।

• প্রশ্ন-2 'ইউরেশিয়া মহাদেশ' নামকরণের কারণ কী?

উত্তর: ইউরোপ এশিয়া ইউরেশিয়া ইউরোপ মহাদেশটি এশিয়ার উত্তর-পশ্চিম দিকে অবস্থিত। ভূখণ্ডের বিচারে ইউরোপ এশিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন কোনো মহাদেশ নয়, অর্থাৎ এই দুটি মহাদেশ একই ভূখণ্ডের অন্তর্গত। এছাড়াও উভয় মহাদেশের মধ্যে বিভিন্ন প্রাকৃতিক ও অপ্রাকৃতিক বিষয়ের অনেক মিল দেখা যায়। তাই এদের একসঙ্গে ইউরেশিয়া মহাদেশ বলে।

• প্রশ্ন-3 পামীর গ্রন্থিকে 'পৃথিবীর ছাদ' বলা হয় কেন?

(শিলিগুড়ি বয়েজ হাইস্কুল)

উত্তর: মধ্য এশিয়ার তাজাকিস্তানে পৃথিবীর সর্বোচ্চ মালভূমি 'পামীর মালভূমি' অবস্থিত। এই মালভূমির গড় উচ্চতা 4878 মিটার। এশিয়ার প্রধান প্রধান পর্বতশ্রেণিগুলি বিভিন্ন দিক থেকে প্রসারিত হয়ে এই মালভূমিতে মিলিত হয়েছে বলে এই মালভূমিকে 'পামীর গ্রন্থি' ও (Pamir knot) বলা হয়। অধিক উঁচুতে অবস্থিত হওয়ার জন্য এই মালভূমিকে 'পৃথিবীর ছাদ' (Roof of the world) বলা হয়।

• প্রশ্ন-4 আর্মেনীয় পর্বতগ্রন্থি থেকে নির্গত পর্বতশ্রেণিগুলির নাম লেখো।

উত্তর: আর্মেনীয় পর্বতগ্রন্থি থেকে নির্গত পর্বতশ্রেণিগুলি হলো- (i) এলবুর্জ পর্বত, (ii) জাগ্রোস পর্বত, (iii) পন্টিক পর্বত, (iv) টরাস পর্বত।

• প্রশ্ন-5 এশিয়ার ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ ও তাদের বৈশিষ্ট্য লেখো।

উত্তর: এশিয়ার ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদগুলি হলো-(i) সরলবর্গীয় উদ্ভিদ (পাইন ফার, সিডার, সাইপ্রাস প্রভৃতি)।

(ii) চিরহরিৎ উদ্ভিদ (কর্ক, ওক, জারা, কারি, ইউক্যালিপটাস, জলপাই, বার্চ, তুঁত প্রভৃতি) এবং (iii) গুল্ম জাতীয় উদ্ভিদ (লরেল, ল্যাভেন্ডার, ওলিরান্ডার, রোজমেরি প্রভৃতি)। এছাড়া প্রচুর ফলের গাছ আছে, যেমন জলপাই, আঙুর এবং লেবু।

বৈশিষ্ট্য: এইসব উদ্ভিদগুলির শিকড় দীর্ঘ, ফল রসালো, পাতা পুরু ও পাতায় মোমের প্রলেপ থাকে। কাণ্ড পুরু ছাল দিয়ে ঢাকা থাকে। পাতাগুলো সূঁচালো হয়। শুষ্ক গ্রীষ্মকালের উদ্দেশ্যে জল সংরক্ষণের জন্য গাছের পাতা ও ছাল পুরু হয়।

• প্রশ্ন-6 সেজুয়ান অববাহিকা বা রেড বেসিন কাকে বলে?

উত্তর: সেজুয়ান কথাটির অর্থ 'চার নদী'। ইয়াংসি কিয়াং নদীর উৎসস্থলের চারটি উপনদী হলো-উত্তর দিক থেকে মিন, টো, চিয়ালিং কিয়াং এবং দক্ষিণ দিক থেকে য়ু-নদী এখানে এসে মিলিত হয়েছে। সেজুয়ান অববাহিকা লাল রঙের বেলেপাথর ও শ্লেটপাথর দ্বারা ভরাটপ্রাপ্ত একটি হ্রদ সমভূমি। লাল রঙের বেলেপাথর ও মাটির জন্য এই অঞ্চলটিকে 'রেড বেসিন' বলা হয়।

• প্রশ্ন-7 চিনের ম্যাঞ্চেস্টার কাকে বলে ও কেন বলা হয়?

উত্তর: চিনের সাংহাই শহরকে চিনের ম্যাঞ্চেস্টার বলা হয়। কারণ, ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার হল পৃথিবীর বিখ্যাত বস্ত্রবয়ন শিল্পকেন্দ্র। ঠিক তেমনি প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত চিনের বৃহত্তম শহর সাংহাই বস্ত্রবয়ন শিল্পে উন্নত। তাই এই শহরকে চিনের ম্যাঞ্চেস্টার বলা হয়।

• প্রশ্ন-৪ কাল্টো সমভূমির আঞ্চলিক বিভাগ করো।

উত্তর: জাপানের বৃহত্তম দ্বীপ হনসু দ্বীপের পূর্বাংশে অবস্থিত কান্টো সমভূমির সাতটি আঞ্চলিক বিভাগ আছে। সেগুলি হলো-সাইতামা, গানমা, টোকিয়ো, তোচিগি, ইবারকি, চিবা, কানাগাওয়া।

• প্রশ্ন-9 টোকিয়ো-ইয়াকোহামা শিল্পাঞ্চলের প্রধান প্রধান শিল্পগুলির নাম লেখো।

উত্তর: টোকিয়ো-ইয়াকোহামা শিল্পাঞ্চলের প্রধান প্রধান শিল্পগুলি হলো-(i) জাহাজ নির্মাণ শিল্প, (ii) লৌহ ইস্পাত শিল্প, (iii) তৈল শোধনাগার শিল্প, (iv) পেট্রোকেমিক্যাল শিল্প, (v) ইঞ্জিনিয়ারিং যন্ত্রপাতি, নির্মাণ শিল্প, (vi) পশম ও কার্পাস বস্ত্রবয়ন শিল্প, (vii) সিমেন্ট শিল্প, (viii) কাচ শিল্প, (ix) কাগজ শিল্প, (x) খাদ্যপ্রক্রিয়াকরণ শিল্প, (xi) জৈব প্রযুক্তি শিল্প, (xii) বিমান নির্মাণ শিল্প, (xiii) তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিকস শিল্প প্রভৃতি।

• প্রশ্ন-10 মরুসাগরকে 'মৃতের সাগর' বলা হয় কেন?

উত্তর: এশিয়ার পশ্চিমাংশে অবস্থিত হ্রদ মরুসাগরে লবণতা অত্যন্ত বেশি, প্রায় 342 গ্রাম লবণ প্রতি হাজার গ্রাম জলে। এর ফলে এই হ্রদে জীবনের কোনো রূপ বিকশিত হয় না। মাছ আগাছা কিছুই হয় না মরুসাগরের জলে এমনকি কোনো পাখিও উড়ে আসে না এখানে। তাই মরুসাগরকে 'মৃতের সাগর' বলে।

• প্রশ্ন-11 OPEC কী? এর উদ্দেশ্যগুলি লেখো।

উত্তর: 1960 সালে 'OPEC' (Organisation of Petroleum Exporting Countries) নামক আন্তর্জাতিক তেল ব্যবসার নিয়ন্ত্রক সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। এর উদ্দেশ্যগুলি হলো-(i) আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য নির্ধারণ করা। (ii) বিশ্বে তেলের সরবরাহ অক্ষুণ্ণ রাখা। (iii) বাণিজ্যিক স্বার্থ সুরক্ষিত করা। (iv) খনিজ তেল-সংক্রান্ত নীতি নির্ধারণ করা। (v) কোন্ দেশ কত পরিমাণ তেলের সন্ধান করা।

▶ প্রশ্ন-12 এশিয়ার দক্ষিণদিকে প্রবাহিত দুটি নদীর নাম এবং তাদের উৎস উল্লেখ করো। (মহারাণী ইন্দিরা দেবী গার্লস হাইস্কুল)

উত্তর: এশিয়ার দুটি দক্ষিণে প্রবাহিত নদী হল- গঙ্গা ও মেকং। গঙ্গার উৎস গঙ্গোত্রী হিমবাহ মেকং এর উৎস কুয়েনলুন পর্বত।

3| সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্নোত্তর

• প্রশ্ন-1 এশিয়া মহাদেশকে সভ্যতার জন্মক্ষেত্র ও প্রাচ্য সংস্কৃতির ধারক ও বাহক বলা হয় কেন?

উত্তর: জিশু খ্রিস্টের জন্মের প্রায় 3500-5000 বছর আগে এশিয়ার বড়ো বড়ো নদীগুলির উর্বর উপত্যকায় অনেকগুলি নদীমাতৃক সভ্যতার জন্ম হয়েছিল। যেমন-সিন্ধুনদের তীরে ভারত ও পাকিস্তানে সিন্ধু সভ্যতার (হরপ্পা ও মহেঞ্জোদারো সভ্যতা), ইরাক ও তুরস্কের টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর উপত্যকায় মেসোপটেমিয়া ও সুমেরু সভ্যতা, চিনের হোয়াংহো নদীর উপত্যকায় চিন সভ্যতার উদ্ভব হয়েছিল। সভ্যতার উদ্ভব ও বিকাশের দিক থেকে বিচার করলে এশিয়া মহাদেশকে সভ্যতার জন্মক্ষেত্র ও প্রাচ্য সংস্কৃতির ধারক ও বাহক বলা যায়।

• প্রশ্ন-2 এশিয়া মহাদেশকে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুযায়ী কয় ভাগে ভাগ করা যায় ও কী কী?

উত্তর: এশিয়া মহাদেশের ভূপ্রাকৃতিক গঠন ও পার্থক্য অনুসারে এই মহাদেশকে 7 টি প্রধান ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা যায়। সেগুলি হলো- উত্তরের সুবিশাল সমভূমি অঞ্চল। ⅱ) উত্তর-পূর্বের উচ্চভূমি। (iii) মধ্যভাগের সুউচ্চ পার্বত্য অঞ্চল ও পর্বতবেষ্টিত মালভূমি অঞ্চল। (iv) দক্ষিণ অংশের প্রাচীন মালভূমি অঞ্চল। দক্ষিণ ও পূর্বের নদী অববাহিকার সমভূমি অঞ্চল। ⅵ) সমুদ্র উপকূলবর্তী সমভূমি অঞ্চল এবং (vi) উপকূলের দ্বীপ ও দ্বীপপুঞ্জসমূহ।

▶ প্রশ্ন-3 'চিনের শস্যভাণ্ডার' বলতে কী বোঝো?

উত্তর: ইয়াংসি কিয়াং নদীর মধ্য অববাহিকা হলো চিনের অন্যতম কৃষিসমৃদ্ধ অঞ্চল। এই অঞ্চলটি ইচাং থেকে হুনান পর্যন্ত বিস্তৃত। সমগ্র অঞ্চলটি বিস্তীর্ণ সমভূমি, উর্বর পলিমৃত্তিকা, অনুকূল জলবায়ু, উন্নত জলসেচ ব্যবস্থার অভাবনীয় উন্নতি লক্ষ করা যায়। এখানে প্রচুর পরিমাণে ধান চাষ হয়। এছাড়া গম, আখ, কার্পাস, ডাল, তামাক, তৈলবীজ, পাট, চা, রেশম, সোয়াবিন প্রভৃতি প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। চিনের মোট ধান উৎপাদনের 70% এবং অন্যান্য শস্য উৎপাদনের প্রায় 50% এই অববাহিকা থেকে উৎপন্ন হয়। প্রচুর পরিমাণে শস্য উৎপাদন হয় বলে চিনের ইয়াংসি কিয়াং নদীর মধ্য অববাহিকা অঞ্চলকে 'চিনের শস্যভাণ্ডার' বলা হয়।

• প্রশ্ন-4 ইয়োকোহামা শিল্প শহরকে আদর্শ 'পরিবেশ বান্ধব শহর' হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে কেন?

উত্তর: 2008 সালে জাপান সরকার ইয়োকোহামা শিল্প শহরকে 'আদর্শ পরিবেশ বান্ধব শহর' হিসেবে স্বীকৃতি দিয়েছে। কারণ এখ ানে-(i) শিল্পের পাশাপাশি কৃষিকাজকে সমানভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। (ii) শিল্পের কারণে জলদূষণ, মৃত্তিকাদূষণ ও বায়ুদূষণ কমাতে সক্ষম হয়েছে। (iii) বর্জ্য পদার্থের সঠিক ব্যবস্থাপনা এবং পুনর্ব্যবহার করা হচ্ছে। (iv) পতিত জমি পুনরুদ্ধার এবং জমির পুনর্বিন্যাসের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। (v) সমগ্র পৃথিবীতে নগর পরিকল্পনার ব্যাপারে নতুন পথ দেখিয়েছে।

▶ প্রশ্ন-5 OPEC-এর সদস্যভুক্ত দেশগুলির নাম লেখো।

উত্তর: 1960 সালে 'OPEC' (Organisationof Petrolium Exporting Countries) নামক আন্তর্জাতিক তেল ব্যাবসার নিয়ন্ত্রক সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে এর সদর দপ্তর অবস্থিত। OPEC-এর সদস্যভুক্ত দেশগুলি হলো-(i) সৌদি আরব, (ii) কুয়েত, (iii) ইরান, (iv) সংযুক্ত আরব আমিরশাহি, (v) কাতার, (vi) লিবিয়া, (vii) নাইজেরিয়া, (viii) আলজিরিয়া, (ix) অ্যাঙ্গোলা, (x) ইরাক, (xi) ভেনেজুয়েলা, (xii) ইকুয়েডর। (xiii) গ্যাবন (xiv) নিরক্ষীয় গায়ানা (xv) কঙ্গো প্রজাতন্ত্র।


 👉Paid Answer (For Membership User)

👉Download Books PDF

Editing By- Rita Moni Bora