১. অনধিক দুটি বাক্যে নিম্নলিখিত
প্রশ্নগুলির উত্তর দাও:
১.১ কোন্ সম্রাট 'অশোকস্তম্ভ'কে দিল্লি নিয়ে এসেছিলেন?
উত্তর: সম্রাট ফিরোজ তুঘলক 'অশোকস্তম্ভ'কে দিল্লি নিয়ে এসেছিলেন।
১.২ কুতুবমিনার নামটি কার নামানুসারে রাখা হয়েছে এবং কেন?
উত্তর: কুতুবমিনার নামটি কুতুবউদ্দিন আইবকের
নামানুসারে রাখা হয়েছে।
কুতুবউদ্দিন আইবক এই মিনারের প্রতিষ্ঠাতা বলে তার নামানুসারে এই নামকরণ করা
হয়েছে।
১.৩ কুতুবের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য আর কে মিনার গড়তে
চেষ্টা করেছিলেন?
উত্তর: আলাউদ্দিন খিলজি কুতুবের সঙ্গে পাল্লা
দেওয়ার জন্য মিনার গড়তে চেষ্টা করেছিলেন।
১.৪ মিনারেট বা মিনারিকা কী? মিনারের সঙ্গে এর পার্থক্য কোথায়?**
উত্তর: মিনারেট বা মিনারিকা হল মিনারের চেয়ে
আকৃতিতে অনেক ছোটো চূড়া।
উভয়ের পার্থক্য নির্ণয়ে বলা যায় যে মিনার তার নিজস্ব মহিমা ও ক্ষমতার উপর
নির্ভর করে দাঁড়িয়ে থাকে। আর মসজিদ সমাধি কিংবা অন্য কোনো ইমারতের অভ্য হিসেবে
মিনারেট বা মিনারিকা
গড়ে তোলা হয়।
১.৫ আহমদাবাদ শহরটি কোন্ রাজার
নামানুসারে হয়েছে? এই শহরটি কোন্ রাজ্যের রাজধানী?
উত্তর: রাজা আহমেদের নামানুসারে আহমদাবাদ
শহরটির নামকরণ করা হয়েছে।
2. কয়েকটি বাক্যে উত্তর
দাও:
১. 'কুতুব মিনার পৃথিবীর
সর্বশ্রেষ্ঠ মিনার'- এই উদ্ধৃতিটির আলোকে মিনারটির পাঁচটি
বিশিষ্টতা উল্লেখ করো।
উত্তর: কুতুব মিনারের পাঁচটি
বৈশিষ্ট্য হলো-১. কুতুব মিনার পাঁচতলার মিনার। ২. প্রথম তলাতে আছে 'বাঁশি' ও 'কোণ'এর পরপর সাজানো নকশা। ৩. তৃতীয় তলাতে আছে শুধু কোণ। ৪. হিন্দু-মুসলমান
স্থাপত্য ভাবনার সমন্বয় ঘটেছে কুতুব মিনারের গঠনকার্যে। ৫. কুতুব মিনারের গায়ে
অদ্ভুত কারুকার্য দেখা যায়। সমস্ত মিনারটিকে কোমরবন্ধের মতো ঘিরে রয়েছে সারি সারি
লতা-পাতা, ফুলের মালা ও চক্রের নকশা।
২. মিনারটির গঠনে হিন্দু-মুসলিম সাংস্কৃতিক মিলনের চেহারাটি
কীভাবে ধরা পড়েছে তা লেখো।***
উত্তর: কুতুব মিনারের গঠনকার্যে
হিন্দু-মুসলিম সংস্কৃতি মিলে মিশে একাকার হয়ে গেছে। সমস্ত মিনারটিকে কোমরবন্ধের
মতো ঘিরে রয়েছে
সারি সারি লতা-পাতা, ফুলের মালা,
চক্রের নকশা। এগুলো জাতে হিন্দু এবং এর সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে এক
সারি অন্তর, অন্তর আরবি লেখার সার-সেগুলো জাতে মুসলমান।
সমগ্র মিনারটির পরিকল্পনা করেছে মুসলমান, আর যাবতীয় কারুশিল্প করেছে হিন্দু। ভারতবর্ষে মুসলমানদের সর্বপ্রথম
সৃষ্টিকার্যে হিন্দু-মুসলমান মিলে গিয়ে যে অদ্ভুত সাফল্য দেখিয়েছিল তা অসাধারণ।
পরবর্তীকালেও এই মিলন অটুট ছিল।
৩. কুতুবমিনারের শ্রেষ্ঠত্বের কথা বলতে গিয়ে লেখক আর কোন্
কোন্ স্থাপত্যকীর্তির প্রসঙ্গ এনেছেন?
উত্তর: কুতুবমিনারের শ্রেষ্ঠত্বের
কথা বলতে গিয়ে লেখক অশোকস্তম্ভ, তাজমহল, দিল্লির সেক্রেটারিয়েট, রাজভবন এবং কলকাতার
ভিক্টোরিয়া মেমোরিয়ালের প্রসঙ্গ এনেছেন।
৪. আলাউদ্দিন খিলজী চেষ্টা করেও কুতুব মিনারের চেয়ে মহত্তর
স্থাপত্য গড়তে পারেননি কেন?
উত্তর: একমাত্র আলাউদ্দিন খিলজিই
কুতুবমিনারের সমতুল্য আর একটি মিনার তৈরির দুঃসাহস দেখিয়েছিলেন। কুতুবের দুগুণ ঘের
দিয়ে তিনি আর একটি মিনার গড়তে আরম্ভ করেন। তাঁর বাসনা ছিল মিনারটি কুতুবের দ্বিগুণ
উঁচু হবে। কিন্তু ইমারত মাত্রেরই একটি অপটিমাম সাইজ আছে-অর্থাৎ যার চেয়ে বড়ো হলে
ইমারত খারাপ দেখায়, ছোটো হলেও খারাপ দেখায়। সমস্ত শিল্পের
ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য। তাছাড়া মিনার সম্পূর্ণ হওয়ার আগেই তিনি মারা যান। এর
ফলে আলাউদ্দিনের স্বপ্ন অপূর্ণই থেকে যায়।
সংযোজিত প্রশ্ন
একটি বাক্যে উত্তর দাও:
১. পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার কোন্টি?
উত্তর: পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার
হল-কুতুবমিনার।
২. কুতুবমিনারের কয়টি তলা?
উত্তর: কুতুবমিনারের পাঁচটি তলা।
৩. সমস্ত মিনারটি কী দিয়ে ঘেরা।
উত্তর: সমস্ত মিনারটি সারি সারি
লতা-পাতা, ফুলের মালা, চক্রের
নকশা দিয়ে ঘেরা।
৪. মিনারটি কীভাবে ভেঙে পড়েছিল?
উত্তর: মিনারটি বজ্রাঘাতে ভেঙে
পড়েছিল।
৫. মিনারটি কারা মেরামত করেছিলেন?
উত্তর: মিনারটি ফিরোজ তুঘলক এবং
সিকন্দর লোদি মেরামত করে দিয়েছিলেন।
৬. মিনারের খোদাইয়ের কাজ কারা করেছিলেন?
উত্তর: মিনারের খোদাইয়ের কাজ
হিন্দু শিল্পীরা করেছিলেন।
৭. কুতুবের সঙ্গে পাল্লা দিতে চেয়েছিলেন কোন্ রাজা?
উত্তর: আলাউদ্দিন খিলজি কুতুবের
সঙ্গে পাল্লা দিতে চেয়েছিলেন।
৮. মিনার কাকে বলে?***
উত্তর: সৈয়দ মুজতবা আলি লিখেছেন, 'আপন মহিমায় নিজস্ব ক্ষমতায় যে স্তম্ভ দাঁড়ায় তার নাম মিনার'।
৯. মিনারিকা কাকে বলে?***
উত্তর: মসজিদ, সমাধি কিংবা অন্যকোনো ইমারতের অঙ্গ হিসাবে যে মিনার কখনও থাকে, কখনও থাকে না, তার নাম মিনারেট- মিনারিকা।
১০. ভুবনবিখ্যাত একটি মিনারিকার নাম লেখো।
উত্তর: তাজের মিনারিকা
ভুবনবিখ্যাত।
১১. আমেদাবাদের নাম কার নাম অনুসারে?
উত্তর: রাজা আহমেদের নাম অনুসারে
আমেদাবাগ নামটি হয়েছে।
১২. আমেদাবাদে বিখ্যাত মিনারিকা কোন্টি?
উত্তর: বেগম রানি সিপ্রির মসজিদ
আমেদাবাদের বিখ্যাত একটি মিনারিকা।
Editing By:- Lipi Medhi
খোকনের প্রথম ছবি বনফুল