অধ্যায় ১৪


কার দৌঁড় কদ্দুর


হা তে ক ল মে


    👉Paid Answer (For Membership User)

    👉Download Books PDF


১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:


১.১ উপনিষদে উক্ত 'চরৈবেতি' শব্দের অর্থ (যাত্রা থামাও/ এগিয়ে যাও/দাঁড়িও না)


উত্তর: উপনিষদে উক্ত 'চরৈবেতি' শব্দের অর্থ এগিয়ে যাও।


১.২ পৃথিবী যে নিজের কক্ষপথে সূর্যের চারিদিকে ঘোরে তা প্রথম বলেন (গ্যালিলিও/কোপারনিকাস/সক্রেটিস)


উত্তর: পৃথিবী নিজের কক্ষপথে সূর্যের চারিদিকে ঘোরে তা প্রথম বলেন কোপারনিকাস।


১.৩ ভাস্কো-ডা-গামা ছিলেন (মার্কিন/পোর্তুগিজ/গ্রিক)


উত্তর: ভাস্কো-ডা-গামা ছিলেন পোর্তুগিজ।


১.৪ যে বৈজ্ঞানিক কারণে 'আপেল দৌড়ায় মাটির দিকে', সেটি হলো (মাধ্যাকর্ষণ/ প্লবতা/সন্তরণ-নিয়ম)


উত্তর: যে বৈজ্ঞানিক কারণে 'আপেল দৌড়ায় মাটির দিকে' সেটি হলো মাধ্যাকর্ষণ।

১.৫ আইনস্টাইন ছিলেন (সপ্তদশ/অষ্টাদশ/ঊনবিংশ) শতাব্দীর মানুষ।


উত্তর: আইনস্টাইন ছিলেন ঊনবিংশ শতাব্দীর মানুষ।


২. শূন্যস্থান পূরণ করো:


২.১ এফিড উড়বার সময় প্রতি সেকেন্ড বার ডানা নাড়ায়।


উত্তর: এফিড উড়বার সময় প্রতি সেকেন্ডে চারশো বার-ডানা নাড়ায়।


২.২ গমন শক্তিকে বিচার করতে হয় সবসময়ে করে। হিসাব


উত্তর: গমন শক্তিতে বিচার করতে হয় সবসময়ে দৈহিক ওজনের পরিমাপ হিসেব করে।


২.৩ গোবি মরুভূমিতে নামক একটি হরিণ আছে।


উত্তর: গোবি মরুভূমিতে গ্যাজেলি নামক এক হরিণ আছে।


২.৪ টারনস প্রতি বছরে এগারো হাজার মাইল একবার উড়ে আসে আবার পরে ফিরে যায়।


উত্তর: মেরুপ্রদেশের টারনস প্রতি বছর এগারো হাজার মাইল একবার উড়ে আসে আবার পরে ফিরে যায়।


২.৫ ATP-র পুরো কথাটি হলো_____


উত্তর: ATP-র পুরো কথাটি হলো অ্যাডিনোসিন ট্রাই ফসফেট।


৩ : অতিসংক্ষিপ্ত আকারে নীচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দা  


৩.১ অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় এমন দুটি প্রাণীর নাম লেখো।


উত্তর: অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায় এমন দুটি প্রাণীর নাম অ্যামিবা ও প্যারামোসিয়াম।


৩.২ 'শামুক চলে যাওয়ার সময় রেখে যায় জলীয় চিহ্ন"-সেটি আসলে কী?


উত্তর: সেটি আসলে শামুকের দেহ থেকে নিঃসৃত একপ্রকার তরল।


৩.৩ "আমাদের নিজেদের শরীরের মধ্যে একরকম ভবঘুরে সেল আছে।"-সেলটিকে 'ভবঘুরে' বলা হয়েছে কেন?


উত্তর: সেলটিকে 'ভবঘুরে' বলা হয়েছে কারণ সেলটির যখন যেখানে প্রয়োজন হয় তখন সেখানে পৌঁছে যায়।


৩.৪ "নানা জাতের খরগোশের মধ্যে গতির তারতম্য দেখা যায়"-কয়েকটি খরগোশের জাতির নাম লেখো।


উত্তর: কয়েকটি খরগোশ জাতির নাম হলো বেলজিয়াম খরগোশ, ইতালিয়ান খরগোশ।


৩.৫ কোনো কোনো পতঙ্গ উড়বার সময় তাদের ডানা প্রচণ্ড জোরে নাড়ে-তোমার চেনা কয়েকটি পতঙ্গের নাম লেখো। তাদের ছবি সংগ্রহ করে খাতায় লাগাও।


উত্তর: কয়েকটি পতঙ্গ হল মশা, মাছি, মৌমাছি ইত্যাদি। ছবি নিজে লাগাও।


৩.৬ "কত সামুদ্রিক জীব গা ভাসিয়ে মাইলের পর মাইল পাড়ি দেয় তার হিসাব আমরা রাখি না।"- কয়েকটি সামুদ্রিক জীবের নাম লেখো


উত্তর: কয়েকটি সামুদ্রিক জীব হলো হাঙর, তিমি, অক্টোপাস ইত্যাদি।

৩.৭ "রক্ষে এই যে..."- লেখক কোন্ বিষয়টিকে সৌভাগ্য বলে মনে করেছেন এবং কেন?


উত্তর: লেখক অ্যামিবার না থামার কারণটাকে সৌভাগ্য বলে মনে করেছেন। কারণ না থামার জন্য প্রোটোপ্লাজমের মরণ আজ অবধি থেমে যায়নি।


৩.৮ প্যারামোসিয়াম কীভাবে চলাফেরা করে?


উত্তর: প্যারামোসিয়াম তার ছোটো ছোটো চুলের মতো পা দিয়ে জলে দাঁড় টানা নৌকার মতো আগাতে বা পিছোতে পারে।


৩.৯ প্যারামোসিয়াম ছাড়া দুটি এককোশী জীবের নাম লেখো? উত্তর: প্যারামোসিয়াম ছাড়া দুটি এককোশী জীবের নাম হল অ্যামিবা ও হাইড্রা।


উত্তর: প্যারামোসিয়াম ছাড়া দুটি এককোশী জীবের নাম হল অ্যামিবা ও হাইড্রা।


৩.১০ 'তার চলাফেরার ভঙ্গিটি ভারি মজার'-কার চলার ভঙ্গির কথা বলা হয়েছে? তা মজার কীভাবে?


উত্তর: এখানে অ্যামিবার চলার ভঙ্গির কথা বলা হয়েছে। • সে সামনের দিকে তার শরীরের একটি অংশকে এগিয়ে দেয় তারপর তার শরীরের প্রোটোপ্লাজমকে তার মধ্যে ঢুকিয়ে দেয়। অত্যন্ত ধীর গতিতে সে একটু একটু করে এগিয়ে চলে। তাই অ্যামিবার চলাফেরার ভঙ্গিটি ভারি মজার।


৩.১১ গমনে সক্ষম গাছ ও গমনে অক্ষম প্রাণীর নাম লেখো।


উত্তর: গমনে সক্ষম গাছ ক্ল্যামাইডোমোনাস ও গমনে অক্ষম প্রাণী হলো প্রবাল।


৩.১২ কয়েকটি 'হক্' জাতীয় পাখির নাম লেখ।


উত্তর: কয়েকটি 'হক্' জাতীয় পাখি হল বাজ, ইগল, চিল, প্যাঁচা ইত্যাদি।


৩.১৩ আফ্রিকার কী জাতীয় পাখি ওড়া ছেড়ে হাঁটায় পারদর্শী হয়ে উঠেছে?


উত্তর: আফ্রিকার 'ইন' জাতীয় পাখি ওড়া ছেড়ে হাঁটায় পারদর্শী হয়ে উঠেছে।


৩.১৪ ক্রমবিকাশের পথ পরিক্রমায় ঘোড়ার আঙুলের কি পরিবর্তন ঘটেছে?


উত্তর: ঘোড়ার পায়ের আঙুলে খুর হয়েছে। ধীরে ধীরে ঘোড়ার আঙুলগুলি অদৃশ্য হয়ে যায়। শুধু মাঝের আঙুলটি থেকে যায়। একে আমরা বলি খুর।


৩.১৫ পাঠ্যাংশে রয়েছে এমন একটি নিশাচর প্রাণীর নাম লেখো।


উত্তর: পাঠ্যাংশে রয়েছে এমন একটি নিশাচর প্রাণীর নাম হলো চিতাবাঘ।



Paid Answer ( For Membership User)

উপরের প্রশ্নগুলোর উত্তর পেতে সদস্যপদ প্রয়োজন।

Editing By:- Lipi Medhi