Chapter 2


মম চিত্তে নিতি নৃত্যে 
-------------------

অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

 

১. নাচের সঙ্গে সবসময় কী বাজে?
উত্তর: নাচের সঙ্গে সবসময় মৃদঙ্গ বাজে।

২. হীরাপান্না কোথায় দোলে?
উত্তর: কবি জানিয়েছেন, হীরাপান্না ভালে (কপালে) দোলে।
 
৩. ছন্দে, তালে কী কাঁপে?
উত্তর: কবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন-ছন্দে, তালে ভালো-মন্দ কাঁপে।

 

৪. দিবা রাত্র কী কী নাচে?
উত্তর: কবি রবীন্দ্রনাথ ঠাকুর জানিয়েছেন-দিবা রাত্র মুক্তি ও বন্ধ নাচে।
 
Short Answer Question
 
১. 'মম চিত্তে নিতি নৃত্যে'-নিত্য চিত্তে কী হয়?
উত্তর: কবি রবীন্দ্রনাথ ঠাকুর জানিয়েছেন, 'মম চিত্তে নিতি নৃত্যে' সর্বদা তাতা থৈথৈ ছন্দে অঙ্গ দোলায়িত হয়।
 
৩. নাচের সঙ্গে কোন্ বাদ্যযন্ত্র বাজতে থাকে?
উত্তর: 'মম চিত্তে নিতি নৃত্যে' নামাঙ্কিত গানে নৃত্যের তালে তালে মৃদঙ্গ নামাঙ্কিত বাদ্যযন্ত্র বাজতে থাকে।
 
৪. 'মৃদঙ্গ' কী?
উত্তর: 'মৃদঙ্গ' হল এক ধরনের চামড়ার তৈরি বাদ্যযন্ত্র। একে বলা হয় পাখোয়াজ বা শ্রীখোল।

 

৫. 'মৃদঙ্গ' কীভাবে গঠিত হয়?
উত্তর: 'মৃদঙ্গ' কাঠের তৈরি, এর মুখে থাকে চামড়া। বেতের অংশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটি সুন্দরভাবে বাঁধা হয়।
 
১১. 'দিবা রাত্রি নাচে মুক্তি, নাচে বন্ধ' -এর মধ্যে দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন?
উত্তর: 'মম চিত্তে নিতি নৃত্যে' নামাঙ্কিত গানে রবীন্দ্রনাথ ঠাকুর জানিয়েছেন, মানুষের জীবনে মুক্তি যেমন আছে, বন্ধনও তেমন আছে। সংসার জীবনে মানুষ চায় বন্ধন থেকে মুক্ত হতে। কিন্তু পারে না। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, 'অসংখ্য বন্ধন মাঝে/লভিব মুক্তির স্বাদ'। অর্থাৎ মুক্তি আছে বলে বন্ধনও আছে; তাই উভয়ই সত্য।
 
১২. 'সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে'-কীসের পিছনে ছুটে চলার কথা কবি বলেছেন?
উত্তর : 'মম চিত্তে নিতি নৃত্যে' নামাঙ্কিত গানে রবীন্দ্রনাথ ঠাকুর জানিয়েছেন, দিবা নিশি মুক্তি আর বন্ধনের খেলা চলছে। মানুষ মুক্তি চায়, কিন্তু পায় না। রবীন্দ্রনাথ লিখেছিলেন, 'মুক্তি ওরে মুক্তি কোথায় পাবি?' মুক্তির সঙ্গেই বন্ধন যুক্ত রয়েছে। মানুষ এদের কাউকে অস্বীকার করতে পারে না।

 

১. সন্ধি বিচ্ছেদ করো: মৃদঙ্গ, তরঙ্গ, কান্না, সঙ্গে।
 
উত্তর: মৃদঙ্গ = মৃৎ + অঙ্গ, তরঙ্গ = তৃ + অঙ্গ, কান্না = + কাঁদ
 
+না, সঙ্গে = সম্ + গে। কাঁদ
 
 
৪. সমার্থক শব্দ লেখো:
 
সদা, আনন্দ, তরঙ্গ, পাছে, দিবা, রাত্রি।
 
উত্তর: সদা-সর্বদা, সবসময়, নিয়মিত; আনন্দ-খুশি, পুলকিত, মজা; তরঙ্গ-ঢেউ, স্রোত; পাছে-পিছনে, পশ্চাতে; দিবা-দিন, দিবস, অহ; রাত্রি-তমসা, নিশি, রাত।
 
৫. নিম্নলিখিত শব্দগুলির সমাস লেখো:
 
হাসিকান্না, হীরাপান্না, ভালোমন্দ, দিবারাত্রি।
 
উত্তর: হাসিকান্না-হাসি ও কান্না, দ্বন্দু সমাস। হীরাপান্না—-হীরা ও পান্না, দ্বন্দ্ব সমাস। ভালোমন্দভালো ও মন্দ, দ্বন্দ্ব সমাস। দিবারাত্রিদিবা ও রাত্রি, দ্বন্দু সমাস।
 
৭. পদান্তর করো : ছন্দ, জন্ম, মৃত্যু, মুক্তি, তরঙ্গ, মন্দ।
উত্তর: ছন্দ (বিশেষ্য)-ছন্দিত (বিশেষণ) জন্ম (বিশেষ্য)-জাত (বিশেষণ) মৃত্যু (বিশেষ্য)-মৃত (বিশেষণ) মুক্তি (বিশেষ্য)-মুক্ত (বিশেষণ) তরঙ্গ (বিশেষ্য)-তরঙ্গায়িত (বিশেষণ) মন্দ (বিশেষণ) -মান্দ্য (বিশেষ্য)
 

 👉Download Books PDF

Paid Answer (For Membership User)

 

Editing by- Lipi Medhi


উপরের প্রশ্নগুলোর উত্তর পেতে সদস্যপদ প্রয়োজন।