অধ্যায় ২২
জাতের বজ্জাতি
👉Paid Answer (For Membership User)
👉Download Books PDF
১. সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:
১.১ বেকুবরা কোথায় জাতির জান আছে বলে মনে করে?
উত্তর: হুঁকোর জল আর ভাতের হাঁড়িতে জাতির জান আছে বলে বেকুবরা মনে করে।
১.২ মানুষের বদলে আজ শুধু কী আছে?
উত্তর: মানুষের বদলে আছে শুধু জাত-শেয়ালের হুক্কাহুয়া।
১.৩. ধর্ম কার মতো সহনশীল?
উত্তর: কবি নজরুল ইসলাম 'জাতের বজ্জাতি' কবিতায় লিখেছেন-ধর্ম বর্মের মতো সহনশীল।
২. শূন্যস্থান পূরণ কর :
২.১ জাতের নামে বজ্জাতি সব-খেলছে জুয়া।
উত্তর: জাত জালিয়াৎ।
২.২ এখন দেখিস-
উত্তর: ভারতজোড়া
২.৩ পচে আছিস বাসি-
উত্তর: মড়া
২.৪ - আর ভাবলি এতেই জাতির জান।
উত্তর : হুঁকোর জল, ভাতের হাঁড়ি।
২.৫ জানিস নাকি- সেব- সম সহনশীল।
উত্তর : ধর্ম, বর্ম।
২.৬ যাক না সে জাত- রইবে মানুষ নাই-।
উত্তর : জাহান্নমে, পরোয়া।
Editing By:- Lipi Medhi
Paid Answer ( For Membership User )
উপরের প্রশ্নগুলোর উত্তর পেতে সদস্যপদ প্রয়োজন।