২৪। ভানুসিংহের পত্রাবলি


সংযোজিত প্রশ্ন


 

    👉Paid Answer (For Membership User)

    👉Download Books PDF


1. কলকাতা শহর সম্পর্কে রবীন্দ্রনাথের মনোভাব কেমন ছিল?


উত্তর: কলকাতা শহর সম্পর্কে রবীন্দ্রনাথের সেই অর্থে কোনো আগ্রহ ছিল না। সবসময় তাঁর মনে হত ইট-কাঠ-পাথরের 'একটা মস্ত জন্তু' যেন তাকে গ্রাস করে ফেলেছে।


2. কোন্ জায়গার বৃষ্টি রবীন্দ্রনাথের খুব পছন্দ ছিল?


উত্তর: শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামত তখন কবির মন আনন্দে ভরে উঠত। অর্থাৎ শান্তিনিকেতনের বৃষ্টি রবীন্দ্রনাথের খুব পছন্দ ছিল।


3. কলকাতায় যে বৃষ্টি হত তা কেমন?


উত্তর: কলকাতা শহরে যে বৃষ্টি হতো তা দেখে রবীন্দ্রনাথের মন ভরত না। কেননা, কলকাতা শহরে বৃষ্টি প্রকাণ্ড সব বাড়ির ছাদে ঠোকর খেতে খেতে প্রায় মিলিয়ে যায়। ফলে সেই বৃষ্টির নৃত্যচপল সুর ও ছন্দ অনুভব করা যেত না।


4. কবি কোন্ নদীর উপর ভেসে চলতেন?


উত্তর: 'ভানুসিংহের পত্রাবলী'তে রবীন্দ্রনাথ জানিয়েছেন, তিনি উত্তরবঙ্গের আত্রাই নদীর ওপর ভেসে চলতেন।


5. "কিন্তু হয়তো হয়ে উঠবে না"- কী হয়ে উঠবে না বলে লেখক জানিয়েছেন?


উত্তর: 'ভানুসিংহের পত্রাবলী' নামাঙ্কিত গদ্যে রবীন্দ্রনাথ জানিয়েছেন, বর্ষা প্রকৃতির অপরূপ রূপ দেখে কবির মনে নানা গানের সুর এসে হাজির হতো। কিন্তু সে গান পুরোপুরি পূর্ণতা পেত না।


6 "বোটে করে ভেসে চলেছি"-কে কোথায় বোটে করে ভেসে চলেছেন?


উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর আত্রাই নামক এক নদীর উপর বোটে করে পল্লির বিভিন্ন প্রান্তরে ভেসে চলেছেন।


7. কার প্রতি রবীন্দ্রনাথের গভীর ভালোবাসা ছিল?


উত্তর: 'ভানুসিংহের পত্রাবলী' নামাঙ্কিত গদ্যে রবীন্দ্রনাথ জানিয়েছেন, নদী ও আকাশের প্রতি কবির গভীর শ্রদ্ধা ছিল।


8. কোথায় কবি অনেকদিন অতিবাহিত করেছেন?


উত্তর: 'ভানুসিংহের পত্রাবলী' নামাঙ্কিত গদ্যে রবীন্দ্রনাথ জানিয়েছেন, বোলপুরের শুকনো ডাঙায় তিনি অনেকদিন অতিবাহিত করেছেন।


9. কোথায় ফিরে আসার চিন্তায় রবীন্দ্রনাথের মন খারাপ হয়েছিল?


উত্তর: 'ভানুসিংহের পত্রাবলী' নামাঙ্কিত গদ্যে রবীন্দ্রনাথ জানিয়েছেন, রাতের গাড়িতে পুনরায় কলকাতায় ফিরে আসার চিন্তায় তাঁর মন বেদনাতুর হয়েছিল।


10. "আজ সকালেই সে পালাবে"- কার কথা বলা হয়েছে? 


উত্তর: 'ভানুসিংহের পত্রাবলী' নামাঙ্কিত গদ্যে রবীন্দ্রনাথ  জানিয়েছেন, দিনুবাবু অর্থাৎ দিনেন্দ্রনাথ ঠাকুর সকালেই পালাবেন।


 

Editing By:- Lipi Medhi