২৮। 

রাস্তায় ক্রিকেট খেলা

    👉Paid Answer (For Membership User)

    👉Download Books PDF

১. বন্ধনীতে দেওয়া একাধিক উত্তরের মধ্যে ঠিক উত্তরটি বেছে নিয়ে নীচের বাক্যঞ্জলি আবার লেখো:

১.১ বর্ষাকালে এমনই ছিল (মেয়ারো/ব্রাজিল/ত্রিনিদাদ)।

উত্তর: বর্ষাকালে এমনই ছিল মেয়ারো।

১.২ নেবুর পাতায় করমচা/হে বৃষ্টি (ইতালীতে/লন্ডনে/স্পেনে) যা।

উত্তর: নেবুর পাতায় করমচা/হে বৃষ্টি স্পেনে যা।

১.৩ (ধুত্তোর/নিকুচি/ভাল্লাগেনা) মনে মনে বললাম।

উত্তর: নিকুচি মনে মনে বললাম।

১.৪ ভেতরে ভেতরে (গুমোট/দুর্যোগপূর্ণ/হিংস্র) আবহাওয়াকে আমি ভয় পেতাম।

উত্তর: ভেতরে ভেতরে হিংস্র আবহাওয়াকে আমি ভয় পেতাম।

১.৫ অ্যামি ডাকে (হেড/টেল)।

উত্তর: অ্যামি ডাকে টেল।

২. কার্য-কারণ সম্পর্ক অনুযায়ী পাশাপাশি বাক্য লেখো:

২.১ বর্ষাকালে রাস্তায় ক্রিকেট খেলার সুযোগ মিলত অল্পই। (কার্য)

উত্তর: গল্পকথক সেলো, অ্যামি আর ভার্ন যখনই খেলতে যেত, বৃষ্টি এসে তাদের তাড়া করে ফের উঠোনে ঢুকিয়ে দিত। (কারণ)

২.২ ওরা চেঁচাতে লাগল, "নেবুর পাতায় করমচা/হে বৃষ্টি, স্পেনে যা।” (কার্য)

উত্তর: ঝমঝমিয়ে বৃষ্টি নামলে অ্যামি, ভার্ন ও সেলোর রাস্তার ক্রিকেট খেলা বন্ধ হয়ে যেত। বৃষ্টিতে খেলার আনন্দ মাটি হয়ে যাওয়ায় তারা বিষণ্ণ মনে ছড়া কাটতে লাগল।

২.৩ ভেতরে-ভেতরে হিংস্র আবহাওয়াকে আমি ভয় পেতাম। (কার্য)

উত্তর: বৃষ্টির সঙ্গে সঙ্গে বাজ আর বিদ্যুৎ, সমুদ্রের উপকূলে আছড়ে পড়া, ঝোড়ো হাওয়া আর বৃষ্টি থেমে যাওয়ার পরে সবকিছু সবার মতো হয়ে থাকা।

২.৪ লজ্জিত হয়ে মাটির দিকে তাকাই। (কার্য)

উত্তর: দীর্ঘবিচ্ছেদের পরে সোলো, ভার্ন আর অ্যামির বাড়ির দিকে যায়। তারাও তাকে সাদরে আহ্বান করে। এর ফলে সেলোর মধ্যে খুশির ভাব আর একসময়ে ভার্ন-এর ব্যাট ফেলে দেওয়ার জন্য অনুশোচনা হয়।

২.৫ খোশমেজাজে বলে, "নে সেলো, তুইই আগে ব্যাট কর।" (কার্য)

উত্তর: অনেকদিন পরে সেলো ভার্নদের বাড়ির সামনে আসায় তাকে দেখে ভার্নরা খুব খুশি হয়। তার চোখ দিয়ে কৃতজ্ঞতায় আনন্দ-অশ্রু ঝরে পড়ে।

২.৬ ওর চোখের কোণে জল চিকচিক করে, দেখতে পাই। (কার্য)

উত্তর: ভার্ন-এর সঙ্গে টস করা নিয়ে ঝামেলা হওয়ায় ক্ষুব্ধ সেলো ভার্নের ব্যাট আর বল বাড়ির পিছনে ঝোপের মধ্যে ছুঁটে ফেলে। ভার্ন কষ্ট পায়। চোখ দুটো সজল হয়ে ওঠে।

৩. নীচের বাক্যাংশগুলো কোন্ বিশেষ অর্থ প্রকাশ করছে লেখো:

৩.১ বাতাস ছুটে এসে বদ মেজাজ ঝাপট মারত।

উত্তর: প্রচন্ড রাগ।

৩.২ জামাকাপড় জুবজুবে।

উত্তর: খুব ভিজে।

৩.৩ বৃষ্টির ভয়ানক হাতুড়ি পড়তে লাগল।

উত্তর: প্রচণ্ড শব্দ।

৩.৪ তার মুখ উদ্ভাসিত।

উত্তর: আনন্দ।

৩.৫ ভান ড্যাবড্যাব করে চায়।

উত্তর: অদ্ভুত দৃষ্টি।

৪. নীচের বিশেষ্যগুলি বিশেষণে আর বিশেষণগুলি বিশেষ্যে বদলে বাক্য রচনা করো।

উত্তর: গোমরা (বিশেষণ) - গম্ভীরতা (বিশেষ্য) - কথার মধ্যে গম্ভীরতা না থাকলে সেটি গুরুত্ব পায় না। 

হুজুগে (বিশেষণ) - হুজুগ (বিশেষ্য ) - বেশি হুজুগ করা ভালো নয়।

 চিৎকার (বিশেষ্য) - চেঁচানো (বিশেষণ) - চেঁচানো ছাত্রদের জ্বালায় শিক্ষক অস্থির। 

সাহসী (বিশেষণ) - সাহস (বিশেষ্য) - বেশি সাহস অনেক সময় বিপদের কারণ হয় 

 অভিনব (বিশেষণ) - অভিনবত্ব (বিশেষ্য) - শ্যামের কাজের মধ্যে বেশ অভিনবত্ব আছে।

৫. নীচের বাক্যগুলিতে কোন্ কোন্ শব্দে বচন কীভাবে নির্দেশিত হয়েছে তা লেখো:

৫.১ ওরা হাসছে।

উত্তর: ওরা-বহুবচন।

৫.২ ঝুলে পড়া মেঘগুলো ঘন কালো হয়ে উঠত।

উত্তর: মেঘগুলো-বহুবচন।

৫.৩ অ্যামি আমাদের উঠোনে।

উত্তর: অ্যামি-একবচন। আমাদের-বহুবচন।

৫.৪ এমন সময় কলজেটা যেন লাফ দিয়ে উঠল।

উত্তর: কলজেটা-একবচন।

৫.৫ পকেট থেকে একটা পেনি বার করে বলে 'টস কর'।

উত্তর: পেনি-একবচন।

৬. নিম্নরেখ অংশের কারক ও বিভক্তি নির্ণয় করো।

৬.১ সবে দৌড়ে ফিরেছি বৃষ্টি থেকে।

উত্তর: অধিকরণকারকে 'শূন্য' বিভক্তি।

৬.২ আর মুখ একেবারে ভেজা।

উত্তর: কর্মকারকে 'শূন্য' বিভক্তি।

৬.৩ আমি দাঁড়িয়ে রইলাম।

উত্তর: কর্তৃকারকে 'শূন্য' বিভক্তি।

৬.৪ আমি ছিটকে চলে গেলাম খাটের তলায়।

উত্তর: অধিকরণকারকে 'শূন্য' বিভক্তি।

৬.৫ ভার্ন রাস্তা থেকে চেঁচিয়ে ডাকে।

উত্তর: অধিকরণকারকে 'শূন্য' বিভক্তি।

৭. নীচের বাক্যগুলি থেকে উপযুক্ত প্রশ্ন তৈরি করো:

৭.১ রাস্তায় ক্রিকেট খেলতে ওদের যত আনন্দ, ঝমঝম বৃষ্টিতেও যেন তত।

উত্তর: রাস্তায় ক্রিকেট খেলার মতো আনন্দ ওরা আর কখন পায়?

৭.২ ভার্ন আলশের তলায় আশ্রয় নিয়েছিল।

উত্তর: ভার্ন কোথায় আশ্রয় নিয়েছিল?

৭.৩ আবার কী ভয়ংকর বজ্রপাতের শব্দে আকাশ কেঁপে উঠল।

উত্তর: আবার কীসের শব্দে আকাশ কেঁপে উঠল?

৭.৪ দৌড়ে যাই যেখানে ভার্নের ব্যাট আর বল রেখেছিলাম।

উত্তর: কীজন্যে দৌড়ে গিয়েছিলে?

৭.৫ আমি অনেকবার ঠিক করেছি সাহসী হব, কিন্তু যখনই বাজ পড়ত অমনি ছিটকে ঢুকতাম খাটের তলায়।

উত্তর: ছেলেটি কি হতে চেষ্টা করে?

বাজ পড়ার সময় কোথায় ঢুকতো?

৮. উদ্ধৃতি চিহ্ন পরিহার করে বাক্যগুলি নিজের ভাষায় লেখো:

৮.১ 'আমি দু-নম্বর ব্যাট', ভার্ন বলে।

উত্তর: ভার্ন বলে যে সে দু-নম্বরে ব্যাট করবে।

৮.২ সে বলে সেলো, ব্যাট আর বল কোথায়?

উত্তর: সে সেলোকে জিজ্ঞাসা করে ব্যাট ও বল কোথায়।

৮.৩ 'ভার্ন' সে চেঁচিয়ে ডাকে, 'এই ভার্ন, দ্যাখ, সেলো!'

উত্তর: সে ভার্নকে চেঁচিয়ে ডেকে সেলোকে দেখায়।

৯. কোল্টি কোন্ দেশের মুদ্রা উল্লেখ করো।

উত্তর: পেনি - ওয়েস্ট ইন্ডিজ

ডলার - আমেরিকা

পেসো - স্পেন

রুবল - রাশিয়া

টাকা - ভারত/বাংলাদেশ।

১০. নীচের বাক্যগুলির একটি বাক্যে উত্তর দাও:

১০.১ তোমার রাজ্যের কোন দিকে সমুদ্র রয়েছে?

উত্তর: আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে সমুদ্র আছে।

১০.২ খেলাধুলা নিয়ে লেখা তোমার পড়া বা শোনা একটি গল্পের নাম লেখো।

উত্তর: 'রেফারি নুটুকাকা'-লেখক বিমল কর।

১০.৩ ঘরের ভিতরের ও বাইরের দুটি খেলার নাম লেখো।

উত্তর: ঘরের ভিতরের খেলা-তাস, লুডো।
ঘরের বাইরের খেলা-ক্রিকেট, ফুটবল।

১০.৪ তোমার রাজ্যের একজন বিখ্যাত ক্রিকেট খেলোয়াড়ের নাম লেখো।

উত্তর: সৌরভ গাঙ্গুলি/ঋদ্ধিমান সাহা।

১০.৫ তোমার জানা ঋতু বিষয়ক যে-কোনো একটি ছড়ার প্রথম পত্তি লেখো।

উত্তর: কবি সুফিয়া কামালের 'হেমন্ত' কবিতা-'সবুজ পাতার খামের ভেতর।'


সংযোজিত প্রশ্ন

১. একটি বাক্যে উত্তর দাও:

১.১ "আমি কেঁদে ফেলি"-'আমি' বলতে কার কথা বলা হয়েছে?

 উত্তর: মাইকেল অ্যানটনি প্রণীত 'রাস্তায় ক্রিকেট খেলা' নামাঙ্কিত গদ্যে আমি 'আমি' বলতে গল্পকথক সেলোর কথা বলা হয়েছে।

১.২ "বৃষ্টির জন্য মনটা খারাপ"-বক্তা কে?

উত্তর: মাইকেল অ্যানটনি প্রণীত 'রাস্তায় ক্রিকেট খেলা' নামাঙ্কিত গদ্যে উদ্ধৃত উক্তিটির বস্তা হলো গল্পকথক সেলো।

১.৩ "তখন কেবল বৃষ্টি পড়ে"-কখন কেবল বৃষ্টি পড়ে?

 উত্তর: মাইকেল অ্যানটনি প্রণীত 'রাস্তায় ক্রিকেট খেলা' নামাঙ্কিত গদ্যে সেলো জানিয়েছে সে যখনই ব্যাট করে তখন প্রবল বৃষ্টি পড়ে।

১.৪ "আমি ভয় পেতাম"-বক্তা ভয় পেত কেন?

উত্তর: মাইকেল অ্যানটনি প্রণীত 'রাস্তায় ক্রিকেট খেলা' নামাঙ্কিত গদ্যে সেলো জানিয়েছে হিংস্র আবহাওয়াকে সে ভয় পেত।

১.৫ "রাস্তা থেকে চেঁচিয়ে ডাকে”-কে রাস্তা থেকে কাকে চেঁচিয়ে ডাকে?

উত্তর: মাইকেল অ্যানটনি প্রণীত 'রাস্তায় ক্রিকেট খেলা' নামাঙ্কিত গদ্যে ভার্ন রাস্তা থেকে সেলোকে চেঁচিয়ে ডাকে।





উপরের প্রশ্নগুলোর উত্তর পেতে সদস্যপদ প্রয়োজন।

Editing By:- Lipi Medhi