৩৩।
পটলবাবু ফিল্মস্টার
👉Paid Answer (For Membership User)
👉Download Books PDF
১. বন্ধনীতে দেওয়া একাধিক উত্তরের মধ্যে ঠিক উত্তরটি বেছে নিয়ে নীচের বাক্যগুলি আবার লেখো:
১. পটলবাবু অভিনয়ের সময়ে সংলাপ হিসেবে বলেছিলেন (ওঃ/উঃ/আঃ) শব্দটি।
উত্তর: পটলবাবু অভিনয়ের সংলাপ হিসেবে বলেছিলেন আঃ শব্দটি।
২ অভিনয়ের সময় পটলবাবুর হাতে ছিল (আনন্দবাজার পত্রিকা/যুগান্তর/স্টেটসম্যান)।
উত্তর: অভিনয়ের সময় পটলবাবুর হাতে ছিল যুগান্তর।
৩ অভিনয়ের সময় পটলবাবুর নাকের নীচে সেঁটে দেওয়া হয়েছিল (ঝুপো দেওয়া/বাটারফ্লাই) গোঁফ।
উত্তর: অভিনয়ের সময় পটলবাবুর নাকের নীচে সেঁটে দেওয়া হয়েছিল বাটার ফ্লাই গোঁফ।
৪ (বরেন দত্ত/বরেন মল্লিক/বরেন চৌধুরী)-র পরিচালিত চলচ্চিত্রে অভিনয় করতে গিয়েছিলেন পটলবাবু।
উত্তর: বরেন মল্লিক-এর পরিচালিত চলচ্চিত্রে অভিনয় করতে গিয়েছিলেন পটলবাবু।
৫ করালীবাবুর বাড়িতে (কীর্তন/শ্যামাসংগীত/কথকতা) হয় (শনিবার বিকেলে/রবিবার সকালে/রবিবার বিকেলে)।
উত্তর: করালীবাবুর বাড়িতে শ্যামা সংগীত হয়, রবিবারে সকালে।
২. নীচের শব্দগুলিতে যে ইংরেজি শব্দগুলি আছে, তার বদলে বাংলা শব্দ বসিয়ে বাক্যগুলি আবার নতুন করে লেখো:
১. বুঝতে পারছেন, ব্যাপারটা কতটা ইম্পর্ট্যান্ট?
উত্তর: বুঝতে পারছেন ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ।
২. এই, দাদুকে ডায়ালোগ লিখে দে।
উত্তর: এই দাদুকে কথোপকথন লিখে দে।
৩. একজন অন্যমনস্ক, বদমেজাজি পেডেস্ট্রিয়ান…
উত্তর: একজন অন্যমনস্ক, বদমেজাজি পথচারী...।
৪. তাহলে একটু ওদিকে সরে গিয়ে ওয়েট করুন।
উত্তর: তাহলে একটু ওদিকে সরে গিয়ে অপেক্ষা করুন।
৫. আজ তো ট্যাগোরস বার্থ ডে।
উত্তর: আজ তো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন।
৬. সাইলেন্স! রোদ বেরিয়েছে।
উত্তর: চুপ। রোদ বেরিয়েছে।
৭. থিয়েটার এর চেয়ে শতগুণে ভালো...
উত্তর: রক্ষঞ্চ এর চেয়ে শতগুণে ভালো।...
৮. আপনি তো বেশ পাংচুয়াল দেখছি।
উত্তর: আপনি তো বেশ সময়নিষ্ঠ দেখছি।
৬. নীচের বিশেষণগুলির পরে উপযুক্ত বিশেষ্য বসিয়ে বাক্য রচনা করো।
৩. নীচের বাক্যগুলি থেকে সংখ্যাবাচক শব্দ, অনির্দেশক সংখ্যাবাচক শব্দ আর পূরণবাচক শব্দগুলি খুঁজে বার করে লেখো:
১. নিশিকান্ত ঘোষ মশাই নেপাল ভাজ্যি লেনে পটলবাবুর তিনখানা বাড়ি পরেই থাকেন।
উত্তর: তিনখানা।
২. বছর ত্রিশেক বয়স, লম্বা দোহারা চেহারা।
উত্তর: বছর ত্রিশেক।
৩. বাহান্ন বছর বয়সে ফিল্মে অভিনয় করার প্রস্তাব আসতে পারে এটা... অনুমান করা কঠিন বৈকি!
উত্তর: বাহান্ন বছর।
৪. পটলবাবুর ন'বছরের সাধের চাকরিটি কপূরের মতো উবে গেল।
উত্তর: ন'বছরের।
৫. তারপর এই দশটা বছর... কী-না করেছেন পটলবাবু।
উত্তর: দশটা বছর।
৬. সেইটের সামনে ঠিক সাড়ে-আটটায় পৌঁছে যাবেন।
উত্তর: সাড়ে-আটটায়।
৭....পটলবাবু দশ আনা বিরক্তির সঙ্গে তিন আনা বিস্ময় ও তিন আনা যন্ত্রণা মিশিয়ে 'আঃ' শব্দটা উচ্চারণ করে... চলতে আরম্ভ করলেন।
উত্তর: দশ আনা, তিনি আনা, তিন আনা।
৯. নীচের বিশেষ্যগুলিকে বিশেষণে পদান্তরিত করে লেখো।
উত্তর: উৎকণ্ঠা - উৎকণ্ঠিত, প্রয়োগ - প্রয়োগযোগ্যতা, উচ্চারণ - উচ্চারিত,
বিরক্তি - বিরক্ত, দন্ত - দাম্ভিক, ঔদ্ধত্য - ঔদ্ধত্যতা, অনুভব - অনুভাবিত,
পরিবেশন -পরিবেশিত।
১০. নীচের শব্দগুলি দিয়ে নতুন বাক্য রচনা করো।
উত্তর:
১১. নীচের বিশেষণগুলিকে বিশেষ্যে বদলে লেখো।
গভীর, বিকৃত, নির্জন, সার্থক, সংযত, নির্বিবাদী, তীব্র, উচিত
উত্তর: গভীর - গভীরতা, বিকৃত - বিকার, নির্জন - নির্জনতা, সার্থক - সার্থকতা,
সংযম - সংযমী, নীতিবাদী - নীতিবাদ। তীব্র - তীব্রতা, উচিত - ঔচিত্য।
৪. নিম্ন রেখাঙ্কিত অংশের কারকবিভক্তি নির্ণয় করো:
১. নরেশ ভিড় ঠেলে এসে বলল, আপনি এই ছায়াটায় দাঁড়ায় একটু।
উত্তর: অধিকরণকারকে 'শূন্য' বিভক্তি।
২. এবার পটলবাবু লোকটিতে দেখতে পেলেন।
উত্তর: কর্তৃকারকে 'এ' বিভক্তি।
৩. নরেশ একভাঁড় চা নিয়ে পটলবাবুর দিকে এগিয়ে এলো।
উত্তর: কর্তৃকারকে 'শূন্য' বিভক্তি।
৪. শশাঙ্ক তার হাতের খাতা থেকে একটা সাদা পাতা ছিঁড়ে কলম দিয়ে তাতে কী জানি লিখে কাগজটা পটলবাবুকে দিল।
উত্তর: অপাদানকারকে 'এ' বিভক্তি।
৫. একটি বাক্যে উত্তর দাও:
১. পটলবাবুর কাছে যেদিন ফিল্মে অভিনয়ের প্রস্তাব আসে, সেদিন ছুটির দিন ছিল কেন?
উত্তর: সেদিন টেগোরস বার্থডে ছিল।
২. বাজারে গিয়ে কেন গৃহিণীর ফরমাশ গুলিয়ে গেল পটলবাবুর।
উত্তর: পটলবাবুর কাছে অভিনয়ের প্রস্তাব এসেছিল তাই
৩. থিয়েটারে পটলবাবুর প্রথম পার্ট কী ছিল?
উত্তর: মৃত সৈনিকের পার্ট ছিল।
৪. উনিশশো চৌত্রিশ সালে পটলবাবু কলকাতায় বসবাস করতে এলেন কেন?
উত্তর: হাডসন অ্যান্ড কিম্বালি কোম্পানিতে আর একটু বেশি মাইনের চাকরি আর নেপাল ভট্টাচার্জ্যি একটা লেনে বাড়ি পেয়ে তিনি কলকাতায় বসবাস করতে এলেন।
৫. পাড়ায় থিয়েটারের দল গড়া আর হলো না কেন পটলবাবুর?
উত্তর: যুদ্ধের ফলে আপিসে এলো ছাঁটাই। তাই পাড়ায় থিয়েটারের দল গড়া হল না।
৬. পটলবাবু তাঁর সময়নিষ্ঠতার প্রমাণ দেওয়ার জন্য কোন্ উদাহরণ দিতে ভালোবাসতেন?
উত্তর: তিনি ন বছর হাডসন কিম্বার্লিতে চাকরি করতেন, সেই উদাহরণ দিতেন।
৭. "পটলবাবুর লজ্জায় মাথা হেঁট হয়ে গেল"-পটলবাবু এমন লজ্জা পেলেন কেন?
উত্তর: পটলবাবুকে অভিনয় করার কথা বলা হয়েছে তাই লজ্জা পেলেন।
৮. "গগন পাকড়াশি আজ তাঁকে দেখলে সত্যিই খুশি হতেন।”-তিনি খুশি হতেন কেন?
উত্তর: তিনি খুশি হতেন কারণ-এতদিন অকেজো হয়ে থেকেও তাঁর শিল্পীমন ভোঁতা হয়ে যায়নি।
সং যো জি ত প্র শ্ন
৬. একটি বাক্যে উত্তর দাও:
১. পটলবাবু কে?
উত্তর: পটলবাবু হলেন বাহান্ন বছরের এক অভিনেতা। অভিনয় তাঁর জীবনের শ্রেষ্ঠ সম্পদ।
২. নিশিকান্তবাবু কে?
উত্তর: নিশিকান্তবাবুর পুরো নাম নিশিকান্ত ঘোষ। তিনি পটলবাবুর প্রতিবেশী।
৩. নরেশ দত্ত কে?
উত্তর: নরেশ দত্ত হলেন নিশিকান্তবাবুর শ্যালক। তিনি ফিল্মে কাজ করেন।
৪. পটলবাবু কোথায় থাকেন?
উত্তর: পটলবাবু থাকেন নেপাল ভাজ্যি লেনে।
৫. নিশিকান্তবাবুর ছোটো শ্যালকের নাম কী?
উত্তর: নিশিকান্তবাবুর ছোটো শ্যালকের নাম নরেশ দত্ত।
৬. নরেশ দত্ত দেখতে কেমন?
উত্তর: নরেশ দত্ত লম্বা দোহারা চেহারার মানুষ ছিলেন।
৭. পটলবাবুর নাট্যগুরু কে ছিলেন?
উত্তর: পটলবাবুর নাট্যগুরু ছিলেন গগন পাকড়াশী।
৮. পটলবাবুর কথা অনুসারে পরিচালক তাঁকে কোন্ কাগজ দিয়েছিলেন?
উত্তর: পটলবাবুর কথা অনুযায়ী পরিচালক তাঁকে 'যুগান্তর' পত্রিকাটি দিয়েছিলেন।
৯. সিনেমায় পটলবাবুর স্পিকিং পার্টটি কী ছিল?
উত্তর: সিনেমায় পটলবাবুর স্পিকিং পার্টটি ছিল 'আঃ' বলা।
১০. চঞ্চলকুমার কে ছিলেন?
উত্তর: পটলবাবু যে ফিল্মে অভিনয় করেছিলেন তার নায়ক ছিলেন চঞ্চলকুমার।
১১. থিয়েটারে পটলবাবুর প্রথম পার্ট কী ছিল?
উত্তর: থিয়েটারে পটলবাবুর প্রথম পার্ট ছিল একজন মৃত সৈনিকের।
১২. পটলবাবু কত বছর বয়সে ফিল্মে অভিনয়ের সুযোগ পান?
উত্তর: পটলবাবু বাহান্ন বছর বয়সে ফিল্মে অভিনয়ের সুযোগ পান।
১৩. 'আমার টক করে তোমার কথা মনে পড়ে গেল'-উক্তিটির বক্তা কে?
উত্তর: আলোচ্য উক্তিটির বস্তা হলেন নিশিকান্ত ঘোষ।
১৪. নিশিকান্ত ঘোষ কোথায় থাকেন?
উত্তর: নিশিকান্ত ঘোষ নেপাল ভট্টাজ্যি লেনে পটলবাবুর তিনখানি বাড়ির পরেই থাকেন।
১৫. 'বেশ আমুদে লোক'-কাকে আমুদে লোক বলা হয়েছে?
উত্তর: নিশিকান্ত ঘোষকে আমুদে লোক বলা হয়েছে।
১৬. 'এই ধরনের একটা খবর পটলবাবু আশাই করেননি'- কোন্ খবরের কথা বলা হয়েছে?
উত্তর: আলোচ্য উক্তিটিতে ফিল্মের বছর পঞ্চাশ বয়সের একটি চরিত্রে অভিনয়ের কথা এখানে বলা হয়েছে। পটলবাবু আশাই করেননি এমন সুযোগ উপস্থিত হবে।
১৭. 'তুমি তো অভিনয়-টভিনয় করেছ এককালে'-কে কাকে একথা বলেছেন?
উত্তর: পটলবাবুকে উদ্দেশ্য করে নিশিকান্ত ঘোষ একথা বলেছেন।
১৮. অভিনয়ের জন্য কোন্ পার্টটি পটলবাবুকে দেওয়া হয়েছিল?
উত্তর: একজন অন্যমনস্ক পথচারী বা পেডেস্ট্রিয়ানের পার্ট দেওয়া হয়েছিল পটলবাবুকে।
১৯. পটলবাবু কখন কলকাতায় চলে আসেন?
উত্তর: ১৯৩৪ সালে কলকাতার হাডসন অ্যান্ড কিম্বার্লি কোম্পানিতে বেশি মাইনের চাকরি পেয়ে পটলবাবু কলকাতায় চলে আসেন।
২০. অভিনয়ের শুটিং কোথায় হয়েছিল?
উত্তর: অভিনয়ের শুটিং হয়েছিল মিশন রো আর বেন্টিঙ্ক স্ট্রিটের মোড়ের ফ্যারাডে হাউসের সামনে।
২১. মেকাপের সময় পটলবাবুকে কেমন গোঁফ দেওয়া হয়েছিল?
উত্তর: মেকাপের সময় পটলবাবুকে বাটারফ্লাই গোঁফ দেওয়া হয়েছিল।
২২. পটলবাবুর অভিনীত সিনেমার পরিচালক কে ছিলেন?
উত্তর: পটলবাবুর অভিনীত সিনেমার পরিচালক ছিলেন বরেন মল্লিক।
২৩. পটলবাবু একসময় কোথায় কোথায় অভিনয় করেছিলেন?
উত্তর: পটলবাবু একসময় যাত্রা, থিয়েটার, পুজো-পার্বণ, পাড়ার ক্লাবের অনুষ্ঠান ইত্যাদি জায়গায় অভিনয় করেছিলেন।
২৪. থিয়েটারে অসাধারণ অভিনয়ের জন্যে কে পটলবাবুর সঙ্গে হ্যান্ডশেক করেছিলেন?
উত্তর: থিয়েটারে অসাধারণ অভিনয় করার জন্যে ওয়াটস সাহেব পটলবাবুর সঙ্গে হ্যান্ডশেক করেছিলেন।
২৫. কে সত্তর বছর বয়সে চাণক্যের ভূমিকায় অভিনয় করেছিলেন?
উত্তর: নাট্যাচার্য শিশির ভাদুড়ি সত্তর বছর বয়সে চাণক্যের ভূমিকায় অভিনয় করেছিলেন।
২৬. নরেশ দত্ত পটলবাবুকে শুটিং করার দিন কী বলে সম্বোধন করেছিলেন?
উত্তর: নরেশ দত্ত পটলবাবুকে 'অতুলবাবু' বলে সম্বোধন করেছিলেন।
২৭. পটলবাবুর সংলাপটি কী ছিল?
উত্তর: পটলবাবুর সংলাপটি ছিল 'আঃ'-এই শব্দটি।
২৮. পটলবাবুকে কে সংলাপ লিখে দিয়েছিলেন?
উত্তর: পটলবাবুকে সংলাপ লিখে দিয়েছিলেন শশাঙ্ক।
২৯. পরিচালকের কটি ছবি পরপর হিট করেছিল?
উত্তর: পরিচালকের পরপর তিনটি ছবি হিট করেছিল?
৩০. 'এবার শট নেওয়া হবে'-বক্তা কে?
উত্তর: উক্তিটির বক্তা হলেন নরেশ দত্ত।
৭. স্থূলাক্ষর পদগুলির কারক-বিভক্তি নির্ণয় করো:
১. পটলবাবু থলে নিয়ে বেরিয়ে এসে বললেন।
উত্তর: কর্তৃকারক, 'শূন্য' বিভক্তি।
২. সে ফিল্মে কাজ করে।
উত্তর: অধিকরণকারক, 'এ' বিভক্তি।
৩. পটলবাবু বায়োস্কোপ খুবই কম দেখেন।
উত্তর: কর্মকারক, 'শূন্য' বিভক্তি।
৪. একটা খবর পটলবাবু আশাই করেননি।
উত্তর: কর্মকারক, 'শূন্য' বিভক্তি।
৫. তাঁর নামে টিকিট বিক্রি হয়েছে বেশি।
উত্তর: কর্মকারক, 'শূন্য' বিভক্তি
৬. তিনি থাকতেন কাঁচরাপাড়ায়।
উত্তর: অধিকরণকারক, 'য়' বিভক্তি।
৭. থামের কাছটা থেকে এদিকে হেটে আসতে শুরু করবেন।
উত্তর: অপাদানকারক, 'থেকে' অনুসর্গ।
উপরের প্রশ্নগুলোর উত্তর পেতে সদস্যপদ প্রয়োজন।
Editing By:- Lipi Medhi