LESSON 11


THE AXE [কুঠার]

Resipuram Krishnaswami Narayan 

(রেশিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ)



Answers.


1. Velan was very happy in the big house.   True

ভেলান সেই - বড়ো বাড়িতে খুব সুখে ছিল।


Supporting statement : Velan was perfectly contented and happy.


 2. The other people of the big house were not so happy.  False

(বাড়ির অন্যান্য লোকেরা খুব সুখী ছিল না।)


Supporting statement: As far as he could see, the people in the big house too seemed to be equally at peace with life. 


3. No tenant remained in the house for more than a few months. True

(কোনো ভাড়াটে কয়েকমাসের বেশি থাকতে পারতো না)


Supporting statement: No one remained for more than a few month.


4. People started avoiding the house. True

(লোকজন সেই বাড়িটিকে এড়িয়ে চলতে শুরু করে।)


Supporting statement: It came to be known as the "Ghost House," and people avoided it.



Answer the following questions: [আনসার দ্য ফলোইং কোয়েশ্চেনস।]-

নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও।


(1) Who was Velan? (ভেলান কে?)


Ans. Velan was the old gardener and servant of the house. (ভেলান ছিল বাড়ির প্রাচীন মালি এবং ভৃত্য।)


(2) Did the tenants have any regard for the garden? (ভাড়াটেদের বাগানের বিষয়ে কি কোনো নজর ছিল?)


Ans. No, the tenants had no regard for the garden. (না, ভাড়াটেদের বাগানের বিষয়ে কোনো নজর ছিল না।)


(3) Did the owners of the house visit the house frequently? (বাড়ির মালিকরা কি প্রায়ই বাড়িতে আসতো?)


Ans. No, the owners would pay rare visit to the house. (না, বাড়ির মালিকরা কদাচিৎ সেই বাড়িতে আসতো।)


(4) How did the house acquire the reputation of a 'Ghost house'? (বাড়িটি কীভাবে 'ভূতুরে বাড়ি' বলে পরিচিতি লাভ করল?)


Ans. The house remained deserted except the old gardener Velan. Years and years passed without any change. Thus the house acquired the reputation of a 'Ghost House'. (বাড়িটি শুধুমাত্র বৃদ্ধ মালি ভেলান ছাড়া জনশূন্য হয়ে পড়েছিল। বছরের পর বছর কেটে গেল কোনো পরিবর্তন ছাড়াই। এভাবেই বাড়িটি 'ভূতুড়ে বাড়ি' বলে পরিচিতি লাভ করল।)



Answer the following questions: [আনসার দ্য ফলোইং কোয়েশ্চেনস্।] -নীচের প্রশ্নগুলির উত্তর দাও।


(1) Who bought the house? (কে বাড়িটি কিনেছিল?)


Ans. A company bought the house. (একটি সংস্থা বাড়িটি কিনেছিল।)


(2) Did they need a garden? (তাদের কি একটা বাগানের প্রয়োজন ছিল?)


Ans. They did not need a garden. (না, তাদের বাগানের প্রয়োজন ছিল না।)


(3) What was the order of the company? (সংস্থার নির্দেশ কী ছিল?)


Ans. The company ordered the tree-cutters to cut the trees of the garden. (সংস্থা বৃক্ষচ্ছেদনকারীদের নির্দেশ দিয়েছিল বাগানের গাছ কাটতে।)


(4) What was Velan's request to the tree. cutters? (ভেলান বৃক্ষচ্ছেদনকারীদের কী অনুরোধ করেছিল?)


Ans. Velan requested the tree-cutters to wait till he was gone far, far away. (ভেলান বৃক্ষচ্ছেদনকারীদের অপেক্ষা করতে বলেছিল যতক্ষণ না পর্যন্ত সে দূরে, বহুদূরে চলে যায়।)