LESSON 13
GHOSTS ON THE VERANDAH
[বারান্দায় ভূত]
-Ruskin Bond (রাসকিন
-------------------------------------------------------------------------------------------------------------------------
ACTIVITY-1
Complete the following chart with information from the text : [কমপ্লিট দ্য ফলোইং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট।]-পাঠের তথ্য দ্বারা নীচের তালিকাটা পূরণ করো:
Answers.
ACTIVITY-2
Answer the following questions: [আনসার দ্য ফলোইং কোয়েশ্চেনস।]-নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
(a) What attracts a Jinn? [কী জিনকে আকর্ষণ করে?]
Ans. Long hair and pretty black eyes attract a Jinn. (লম্বা চুল এবং সুন্দর কালো চোখ জিনকে আকর্ষণ করে।)
(b) List the activities of an annoyed Munjia. [বিরক্ত মুনজিয়ার কার্যাবলি লেখো।
Ans. Munjia is a mischievous ghost who lives in lonely peepul trees. An annoyed Munjia rushes out from his tree and upsets tongas, bullock-carts, buses and cycles.
(মুনজিয়া হল এক ভয়ংকর ভূত যে নির্জন পিপুল গাছে বসবাস করে। এক বিরক্ত মুনজিয়া তার গাছ থেকে নেমে আসে এবং এক্কাগাড়ি, গোরুরগাড়ি, বাস ও সাইকেলকে উলটে ফেলে দেয়।)
(c) Why must one be careful while yawning under a peepul tree at night? [রাত্রিবেলা পিপুল গাছের নীচে হাই তোলার সময়ে কারোর সতর্ক থাকা আবশ্যিক কেন?]
Ans. One must be careful while yawing under a peepul tree at night because the mischievous ghost Munjia lives in that tree. Unless we yawn with covering mouth or snap our fingers in front of mouth, Munjia will jump down our throat and completely ruin digestion. (কারোর রাত্রিবেলা পিপুল গাছের নীচে হাই তোলার সময়ে সতর্ক থাকা আবশ্যিক কারণ সেই গাছে এক ভয়ংকর ভূত মুনজিয়া বাস করে। যদি আমরা মুখে ঢাকা না দিয়ে কিংবা মুখের সামনে হাত না রেখে হাই তুলি, তাহলে মুনজিয়া আমাদের কণ্ঠনালিতে প্রবেশ করে আমাদের পরিপাক ক্রিয়াকে ব্যাহত করবে।)
(d) How did the boy in the class show that he was a Jinn? [শ্রেণিকক্ষে ছেলেটি কীভাবে নিজেকে জিন দেখালো?]
Ans. The teacher in the class asked the boy to fetch a book from the cupboard which stood at the end of the room. The boy did not move from his seat and stretched out his hands four yards. Then he took the book from cupboard and handed it to his teacher. The incident proved that the boy was a Jinn. (শ্রেণিকক্ষের শিক্ষক ছেলেটিকে ঘরের শেষ প্রান্তের আলমারি থেকে বই আনতে বললেন। ছেলেটি নিজের জায়গা ছেড়ে উঠল না এবং তার হাতটিকে প্রায় ৪ গজ প্রসারিত করল। তারপর আলমারি থেকে বইটি নিয়ে শিক্ষককে দিল। এই ঘটনা প্রমাণ করে যে ছেলেটি জিন।)
ACTIVITY-3
Answer the following questions: [আনসার দ্য ফলোইং কোয়েশ্চেনস-প্রশ্নগুলির উত্তর দাও:
(a) Why did Anil and Mulia appear 'pale and anxious'? [অনলি ও মুলিয়াকে কেন বিবর্ণ ও উদ্বিগ্ন দেখাচ্ছিল?]
Ans. Anil and Mulia appeared 'pale and anxious' be- cause they had succeeded in frightening themselves as result of Anil's mother's stories. (অনিলের মায়ের গল্পের প্রভাবে অনিল ও মুলিয়াও নিজেদের ভয় দেখাতে সক্ষম হয়েছে। তাই অনিল ও মুলিয়াকে বিবর্ণ ও উদ্বিগ্ন দেখাচ্ছিল।)
(b) What did Anil's mother think when she saw the room empty? [ঘরটি ফাঁকা দেখে অনিলের মা কী চিন্তা করেছিল?]
Ans. Seeing the room empty, Anil's mother thought that the ghosts took away Kamal and author. (ঘরটি ফাঁকা দেখে অনিলের মা ভেবেছিলেন যে ভূতেরা কমল ও লেখককে নিয়ে গেছে।)
(c) What was the effect of Kamal's singing on the author? [লেখকের ওপর কমলের গানের কী প্রভাব ছিল?]
Ans. Kamal attempted to raise his and author's spirits by singing softly, but it had no effect on the author. It only made the atmosphere more unnatural. (নরম সুরে গান গেয়ে কমল লেখক ও নিজের আত্মাকে জাগাবার চেষ্টা করেছিল কিন্তু ইহা লেখকের ওপর কোনো প্রভাব ফেলেনি। এই ঘটনা পরিস্থিতিকে আরও অস্বাভাবিক করে তুলেছিল।)
(d) Do you think Anil's mother believed in ghosts? Give a reason for your answer. [তুমি কী মনে করো যে অনিলের মা ভূতে বিশ্বাস করেন? তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও]
Ans. Yes, I think Anil's mother believed strongly in ghosts. I think so because Anil's mother was frightened to see the room empty. She thought that ghosts took away Kamal and the author. (হ্যাঁ, আমি মনে করি অনিলের মা ভূতে গভীরভাবে বিশ্বাস করেন। আমি এরূপ মনে করি কারণ অনিলের মা ফাঁকা ঘর দেখে ভীত হয়েছিলেন। তিনি ভেবেছিলেন যে ভূতেরা কমল ও লেখককে নিয়ে গিয়েছে।)
0 Comments