LESSON 7


MOWGLI AMONG THE WOLVES


[নেকড়েদের মাঝে মোগলি]


Rudyard Kipling (রুডিয়ার্ড কিপলিং)

------------------------------------------------------------------------------------------------------------------------



Let's share : [লেস্ শেয়ার: ]-এসো অংশ গ্রহণ করি :


(a) Have you ever been to forest? (তুমি কখনও জঙ্গলে গেছো?)


(b) What animals do you find there? (তুমি সেখানে কী কী প্রাণী দেখেছো?)


(c) Which animals are carnivorous? (কোন্ প্রাণীগুলি মাংসাশী?)


(d) Which animals are herbivorous? (কোন্ প্রাণীগুলি শাকাশী?)


Do it yourselves (নিজেরা করো)



Answers


Let's read.


Unit-I


"It was seven o' clock in this world."


 


Let's Do: [লেটস্ ডু। -এসো করি:


ACTIVITY-1


Choose the correct answer from the given alternatives: [চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভন্ অলটারনেটিভস]-প্রদত্ত বিকল্প উত্তরগুলি থেকে সঠিক উত্তরটি লেখো:


Answers


(a) Father wolf woke up at-


(i) six o'clock


(ii) seven o'clock (✔) 


(iii) eight o'clock


(b) Tabaqui was the name of a-


(i) jackal  (✔)


(ii) wolf


(iii) tiger


c) Hydrophobia is a disease that makes an animal- 


(i) look for water


(ii) look for food


(iii) go mad. (✔)


(d) On that night the tiger had hunted a-


(i) man (✔)


(ii) bullock


(iii) buck



ACTIVITY-2


Identify which of the following statements are 'True' and which are 'False'. Give a supporting statement for each of your answer: [আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু' অ্যান্ড হুইচ আর 'ফলস'। গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ্ ইয়োর আনসারস।] -প্রদত্ত বিবৃতিগুলোর মধ্যে কোনগুলো 'সত্য' এবং কোনগুলো 'মিথ্যা' বলো। তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও:


Answers.


(a) Father wolf woke up early in the morning. [False] 


Supporting statement: Father wolf woke up from his day's rest.


(b) Indian wolves do not like jackals for their mischievous nature. [True]


Supporting statement: The wolves of India despise Tabaqui because he runs about making mischief, and telling tales, and eating rags and pieces of leather from the village rubbish heaps.


(c) Tabaqui did not find any food at the wolve's den. [False]


Supporting statement: He is cuttled to the back of the cave, where he found the bone of a buck with some meat on it.


(d) The wolf family was not at all pleased to hear the compliments, [True]


Supporting statement: It pleased him to see Mother and Father wolf look uncomfortable.


 (e) Sher Khan lived in the forest area twenty miles away from the wolves. [True]


Supporting statement: Sher Khan was the tiger who lived near the Waingunga River, twenty miles, away.



ACTIVITY-3


Answer the following questions by referring to the text: [আনসার দ্য ফলোইং কোয়েশ্চনস বাই রেফারিং টু দ্য টেক্সট।]-পাঠ্যাংশ থেকে নীচের প্রশ্নগুলোর উত্তর দাও:


(a) How did father wolf come out of sleepiness? (নেকড়ে পিতা কীভাবে তার ঝিমুনিভাব কাটিয়েছিল?)


Ans. Father wolf woke up from his day's rest at seven o'clock in the evening. He scratched himself and yawned, Then he spread out his paws to get rid of the sleepy feelings in their tips. (নেকড়ে পিতা সন্ধ্যা ৭ টার সময় দিনের বিশ্রাম শেষ করে জেগে ওঠে। সে নিজেকে আঁচড়ে, হাই তুলে স্বাভাবিক করে তোলে। তারপর সে তার থাবাগুলিকে প্রসারিত করে সেগুলির আগায় লেগে থাকা আলসেমি ঝেড়ে ফেলতে সচেষ্ট হয়।)


(b) Why are the animals scared of the jackal? (জন্তুরা কেন শিয়ালের ভয়ে ভীত হয়?)


Ans. The jackal, Tabaqui, more than anyone else in the jungle is apt to go mad. And then he runs through the forest biting everything in his way. So the animals are scared of him. (তবাকি নামে শিয়ালটি অন্যান্য পশুদের থেকে ভিন্নভাবে উন্মাদের মতো আচরণ করে এবং তারপর সে জঙ্গলের মধ্যে ছুটে বেড়ায় এবং যা পায় তাই কামড়ায়। তাই জন্তুরা শিয়ালের ভয়ে ভীত হয়।)


(c) What was the 'law of the jungle'? ('জঙ্গলের আইন' কী ছিল?) 


Ans. An animal could not change his quarter without due warning. It was the 'law of the jungle'. (একটি পশু কোনোরকম আগাম সতর্কবার্তা ছাড়া তার এলাকা পরিবর্তন করতে পারবেনা। এটিই ছিল জঙ্গলের নিয়ম।)