LESSON 9

J.C. BOSE :

A BEAUTIFUL MIND

[জে. সি. বোস : এক অসাধারণ মন]

-J. C. Bose (জগদীশচন্দ্র বসু)


ACTIVITY-1


Answer the following questions: [আনসার দ্য ফলোইং কোশ্চেনস] নীচের প্রশ্নগুলির উত্তর দাও।


(a) 'Bose had invented several sensitive instruments.'-Name a sensitive instrument invented by J. C. Bose. What is its use? ('বসু আবিষ্কার করেছিলেন কিছু সূক্ষ্ম যন্ত্রাদি'- জে. সি. বোসের আবিষ্কৃত একটি সূক্ষ্ম যন্ত্রের নাম লেখো। তার ব্যবহার কীরূপ?)


Ans. 'Bose had invented several sensitive instruments.'-


A sensitive instrument invented by J. C. Bose is- Crescograph. Crescograph is used to measure the growth rate of the plants. ('বসু আবিষ্কার করেছিলেন কিছু সূক্ষ্ম যন্ত্রাদি'-জে. সি. বোসের আবিষ্কৃত একটি সূক্ষ্ম যন্ত্রের নাম হল ক্রেসকোগ্রাফ। ক্রেসকোগ্রাফ যন্ত্র যা উদ্ভিদের বৃদ্ধির হার পরিমাপ করতে ব্যবহৃত হয়।)


(b) What did Bose prove by his experiments on plants? (উদ্ভিদের উপর নানারকম পরীক্ষা করে বসু কী প্রমাণ করেছিলেন?)


Ans. Through his experiments, Bose showed that plants behave in the same manner as human beings. He proved that plants are sensitive to heat, cold, light, noise and other external stimuli just like human beings. (নানারকম পরীক্ষা করে বসু দেখিয়েছিলেন যে উদ্ভিদরা মানুষের মতোই ব্যবহার করে। তিনি প্রমাণ করেছিলেন যে উদ্ভিদরা তাপ, ঠান্ডা, আলো, শব্দ ও বহিঃপ্রকৃতির উদ্দীপকের প্রতিক্রিয়াশীল, ঠিক মানুষদের মতো।)


(c) Do you think Bose was uninterested about securing patency right? Why? (তুমি কি মনে কর বসু সঠিক সরকারি অধিকার নিশ্চিত করতে আগ্রহী ছিলেন না?)


Ans. Yes, Bose was uninterested about securing patency right. He did not look for commercial benefits for his Inventions. He wanted to allow others to advance along the lines of his research. So, he was uninterested about wecuring palency right. (হ্যাঁ, বসু সঠিক সরকারি অধিকার নিশ্চিত করতে আগ্রহী ছিলেন না। তিনি তাঁর আবিষ্কারের পশ্চাতে কোনো বাণিজ্যিক লাভ দেখেননি। তিনি চেয়েছিলেন সবাই তাঁর গবেষণার পথ এরে অগ্রসর হোক। তাই তিনি সঠিক সরকারি অধিকার নিশ্চিত করতে আগ্রহী ছিলেন না।)


(d) What were the various awards and honours conferred on Bose? (বসুকে কী কী পুরস্কার ও সম্মান অর্পণ করা হয়েছিল?)


Ans. Bose was conferred 'Knighthood' by British Govemment in 1917. He was also conferred many other awards like 'Fellow of the Royal Society, 'Companion of the order of the Indian Empire' etc. (বসুকে ১৯১৭ সালে ব্রিটিশ সরকার 'নাইটহুড' উপাধি দিয়েছিল। এছাড়া তাঁকে দেওয়া হয়েছিল বিভিন্ন উপাধি ও সম্মান যেমন-'ফেলো অফ দ্য রয়াল সোসাইটি', 'কমপ্যানিয়ন অফ দ্য অর্ডার অফ দ্য ইন্ডিয়ান এমপায়ার' ইত্যাদি।)


(e) Name some of his books and publications. (তাঁর কিছু বই ও প্রকাশনার নাম বলো।)


Ans. Some of J. C. Bose's books and publications are- Response in the living and the nonliving (1902), The Nervous Mechanism of plants (1926), Major Mechanism of plants (1928), Niruddesher Khoje (A science fiction, 1896) etc. (জে. সি. বোসের বইগুলির মধ্যে বিখ্যাত হল-'রেসপেন্স ইন দ্য লিভিং অ্যান্ড দ্য নন লিভিং' (১৯০২), 'দ্য নারভাস্ মেকানিসম্ অফ প্ল্যান্টস (১৯২৬)', 'মেজর মেকানিসম্ অফ প্ল্যান্টস (১৯২৮)', 'নিরুদ্দেশের খোঁজে' (১৮৯৬), ইত্যাদি।



ACTIVITY-2


Answer the following questions: [আনসার দ্য ফলোইং কোয়েশ্চেনস্]-নীচের প্রশ্নগুলির উত্তর দাও।


(a) Why did Jagadish Chandra Bose receive his early education in a vernacular school? (জগদীশ চন্দ্র বসু কেন স্বদেশি বিদ্যালয়ে প্রথম জীবনে শিক্ষাগ্রহণ করেছিলেন?)


Ans. Jagadish Chandra Bose received his early education in a vernacular School. His father believed that one must know one's mother tongue before learning any other language. (জগদীশচন্দ্র বসু স্বদেশি বিদ্যালয়ে প্রথম জীবনে শিক্ষাগ্রহণ করেছিলেন। তাঁর পিতা বিশ্বাস করতেন যে অন্যান্য ভাষা শেখার পূর্বে একজনের তার মাতৃভাষা শেখা উচিত।)


(b) What did Bose's mother do when he brought his friends home from school? (বসুর মা কী করতেন যখন বসু বিদ্যালয় থেকে বন্ধুদের নিয়ে বাড়ি ফিরত?)


Ans. Bose's mother welcomed and fed all the friends of Bose without discrimination when he brought his friends home from school. (যখন বসু ও তার বন্ধুরা বাড়ি ফিরত, তখন বসুর মা স্বাগতম জানিয়ে তাদের সকলকে বিনাদ্বিধায় খাইয়ে দিতেন।)


(c) Who was Lafont? How did he influence Bose? (লাফন্ট কে ছিলেন? তিনি কীভাবে বসুকে অনুপ্রাণিত করেছিলেন?)


Ans. Lafont was a Jesuit Father in St. Xavier's College. Lafont played a significant role in developing Bose's interest in natural science. Thus, Lafont influenced Bose. (লাফন্ট সেন্ট জেভিয়ার্স কলেজের এক জেসুইট সন্ত ছিলেন। লাফন্ট প্রকৃতিবিজ্ঞানে বসুর আগ্রহ বৃদ্ধির ক্ষেত্রে এক উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন। এইভাবে লাফন্ট বসুকে অনুপ্রাণিত করেছেন।)


(d) Why did Bose refuse to accept his salary? (বসু কেন তাঁর মাইনে নিতে অস্বীকার করেছিল?)


Ans. In Presidency College, Bose was offered lower salary than his European colleagues. Bose had a remarkable sense of self-pride and national pride. Therefore, as a sign of protest, he continued his teaching assignment for three years without accepting his salary. (প্রেসিডেন্সি কলেজে যোগদানের পর বসুকে তার ইউরোপীয় সহকর্মীদের থেকে কম মাইনে দেওয়া হত। বসুর ছিল এক অসাধারণ আত্মসম্মানবোধ এবং জাতীয়তাবোধ। তাই প্রতিবাদ হিসাবে তিনি মাইনে না নিয়েই তিন বছর ধরে তাঁর শিক্ষাদান কার্যক্রম চালিয়ে গিয়েছিলেন।)