Lesson 7 পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ


    👉Paid Answer (For Membership User)


A. সঠিক উত্তরটি নির্বাচন করো :

 

1. গত 100 বছরে পৃথিবীর গড় তাপমাত্রা বেড়েছে-

 

(a) 1º সেলসিয়াস

 

(b) 2º সেলসিয়াস

 

(c) 3° সেলসিয়াস

 

(d) 4° সেলসিয়াস

 

2. কোনো অঞ্চলের আবহাওয়া ও জলবায়ু নীচের যে বিষয়টির ওপর নির্ভরশীল নয়। তা হল-

 

(a) তাপমাত্রা

 

(b) বায়ুপ্রবাহ

 

(c) আর্দ্রতা

 

(d) ভূমিক্ষয়   

 

 3. পলাশফুল যে কালে ফোটে-

 

(a) বর্ষাকালে

 

(b) গ্রীষ্মকালে

 

(c) শীতকালে

 

(d) বসন্তকালে।  

 

4. NASA এর গবেষণা অনুযায়ী গত এক শতাব্দীর উন্নতম বছর-

 

(a) 2004 সাল

 

(b) 2005 সাল  

 

(c) 2006 সাল

 

(d) 2007 সাল

 

5. ইলিশমাছ ডিম পাড়ে-

 

(a) শীতকালে

 

(b) বসন্তকালে

 

(c) গ্রীষ্মকালে

 

(d) বর্ষাকালে  

 

6. উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টি থেকে বিধ্বংসী বন্যা হয়েছিল-

 

(a) 2010 সালে

 

(b) 2011 সালে

 

(c) 2013 সালে  

 

(d) 2009 সালে

 

7. আমাদের দেশে বেশি গরম পড়ে-

 

(a) জ্যৈষ্ঠ মাসে  

 

(b) কার্তিক মাসে

 

(c) মাঘ মাসে

 

(d) ফাল্গুন মাসে

 

৪. কাশ্মীরের অমরনাথ গুহায় বরফের স্তূপের দৈর্ঘ্য ছোটো হয়ে যাওয়ার কারণ-

 

(a) হিমবাহের বরফ গলন

 

(b) পৃথিবীর উষ্ণতা বৃদ্ধিজনিত জলবায়ুর পরিবর্তন  

 

(c) তুষার ঝড়

 

(d) বন্যা

 

9. বায়ুদূষণ সৃষ্টিকারী যানবাহনের ধোঁয়ায় উপস্থিত প্রধান গ্যাসটি হল-

 

(a) কার্বন-ডাই-অক্সাইড  

 

(b) নাইট্রোজেন-ডাই-অক্সাইড

 

(c) সালফার-ডাই-অক্সাইড

 

(d) কার্বন-মনোক্সাইড

 

10. রাজস্থানে বন্যা আর উত্তর পূর্ব ভারতে খরা হয়েছিল-

 

(a) 1993 সালে

 

(b) 2011 সালে

 

(c) 2005 সালে  

 

(d) 2007 সালে

 

11. কোন্টি বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী-

 

(a) CO2

 

(b) মিথেন

 

(c) ক্লোরোফ্লুরোকার্বন

 

(d) সবকটি।  

 

12. বায়ুমণ্ডলে জলীয়বাষ্প; কার্বন ডাইঅক্সাইড না থাকলে পৃথিবী পৃষ্ঠের গড় উয়তা কমে যেত-

 

(a) -18°C  

 

(b) -20°C

 

(c) -0°C

 

(d) -40°C

 

13. ধোঁয়ার মধ্যে থাকে না, এমন গ্যাস হল-

 

(a) কার্বন-ডাই-অক্সাইড

 

(b) নাইট্রাস অক্সাইড

 

(c) অক্সিজেন  

 

(d) মিথেন

 

14. একটি গ্রিনহাউস গ্যাস হল-

 

(a) অক্সিজেন

 

(b) হাইড্রোজেন

 

(c) নাইট্রোজেন

 

(d) মিথেন

 

15. গঙ্গা নদীর উৎস-

 

(a) যমুনত্রী

 

(b) জেমু

 

(c) গঙ্গোত্রী  

 

(d) সিয়াচেন হিমবাহ

 

16. হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেনি-

 

(a) গঙ্গা

 

(b) দামোদর

 

(c) ব্রহ্মপুত্র  

 

(d) যমুনা

 

17. সালে 4 বার মরশুমি নিম্নচাপ হয়, যা স্বাভাবিকের -- থেকে দ্বিগুণ।  

 

(a) 2004

 

(b) 2005  

 

(c) 2007

 

(d) 2010

 

18. হিমবাহগুলি হল-

 

(a) লবণাক্ত জলের ভান্ডার  

 

(b) মিষ্টি জলের ভান্ডার

 

(c) দূষিত জলের ভান্ডার

 

(d) কোনোটিই নয়

 

19. প্রবালপ্রাচীরের প্রধান উপাদানটি হল-

 

(a) CaCO3

 

(b) MgSO4

 

(c) NaHCO 3  

 

(d) NaCl

 

 

20. পৃথিবীর প্রবালপ্রাচীর ও প্রবাল দ্বীপগুলির বিপন্ন হওয়ার কারণ হল-

 

(a) মাটি দূষণ

 

(b) জলদূষণ

 

(c) বিশ্ব উষ্ণায়ন  

 

(d) শব্দদূষণ

 

21. প্রবাল বা কোরাল হল- পর্বভুক্ত প্রাণী-

 

(a) নিডারিয়া  

 

(b) পরিফেরা

 

(c) নিমাটোডা

 

(d) অ্যানিলিডা

 

22. সমুদ্রের প্রবালপ্রাচীরে বাস করে-

 

(a) 25% প্রাণী  

 

(b) 0.1% প্রাণী

 

(c) 20% প্রাণী

 

(d) 0.2% প্রাণী

 

23. প্রবালপ্রাচীর পৃথিবীর সমুদ্রতলের যে অংশ দখল করে রেখেছে?

 

(a) 25%  

 

(b) 30%

 

(c) 50%

 

(d) 18%

 

শূন্যস্থান পূরণ করো:

 

1. পৃথিবীতে উত্তরোত্তর তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ঘটনাকে _________ বলে। 

উত্তর :  বিশ্ব উষ্ণায়ন

 

2. পরিবেশে তাপমাত্রা বৃদ্ধি করে এমন একটি গ্যাস হল _______ 

উত্তর : CO₂

 

3. আবহাওয়ার দীর্ঘসময়ের গড় অবস্থা হল _____

উত্তর : জলবায়ু

 

4.  ______ হল প্রতিমুহূর্তে পরিবর্তনশীল বায়ুমণ্ডলীয় অবস্থা

উত্তর : আবহাওয়া

 

5. বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের স্বাভাবিক মাত্রা হল _______ শতাংশ। 

উত্তর :  0.03

 

6. পৃথিবীর বায়ুমণ্ডলে সমস্ত গ্যাসীয় পদার্থ ছাড়াও থাকে ______

উত্তর : জলীয় বাষ্প

 

7. হিমবাহ _____  শতাংশ সূর্যরশ্মি শোষণ করে।

উত্তর :  20

 

৪. বিশ্ব উয়ায়নের ফলে পৃথিবীর গড় ______ বৃদ্ধি 

 পাচ্ছে।  

উত্তর : তাপমাত্রা

 

9. প্রতি 100 বছরে পৃথিবীর গড় তাপমাত্রা _____ °C  

  বেড়েছে।    

উত্তর : 1

 

10. পৃথিবীর গড় উয়তা বেড়ে গিয়ে হিমবাহগুলি গলে যাওয়ার ফলে সমুদ্রের জলতল _____ যেতে পারে। 

উত্তর : বেড়ে

 

11. যমুনা নদীর উৎস হল _____ হিমবাহ। 

উত্তর : যমুনোত্রী

 

12. বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ও ______ না থাকলে পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা -18°C এ নেমে যেত।  

উত্তর :  কার্বন ডাইঅক্সাইড

 

13. পৃথিবীর প্রায় ____  শতাংশ হিমবাহের অবস্থান উত্তর

 ও দক্ষিণ মেরুতে। 

উত্তর : 99

 

 14. ______  হিমবাহ থেকে ব্রহ্মপুত্র নদ সৃষ্টি হয়েছে।  

উত্তর :মানস সরোবরের চেমায়ুং, দুং

 

দু-একটি শব্দে বা বাক্যে উত্তর দাও :  

 

1. 1993 সাল থেকে আজ পর্যন্ত সমুদ্রের জলতলের উচ্চতা কত ইঞ্চি বেড়েছে?

উত্তর: 0.1 ইঞ্চি।

 

2. SPM এর পুরো কথাটি কী?

উত্তর: Suspended Particulate Matter |

 

বাইরের দেশ থেকে পরিযায়ী পাখিরা কখন এদেশে আসে?  

উত্তর: শীতকালে অর্থাৎ ডিসেম্বর-জানুয়ারি মাসে।

 

4. পৃথিবীর ছেড়ে দেওয়া তাপশক্তিকে ধরে রাখতে সাহায্য করে কে?  

উত্তর: নানা গ্যাসীয় পদার্থ যা একত্রে গ্রিনহাউস গ্যাস নামে পরিচিত।

 

5. আক্ষরিক অর্থে বরফের নদী কাকে বলে?  

উ: হিমবাহকে।

 

6. কোন্ হিমবাহ থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে?  

  গঙ্গানদীর উৎস কী?  

উত্তর: গঙ্গোত্রী হিমবাহ।

 

7. বাদাবনে জন্মায় এমন উদ্ভিদের নাম লেখো। 

উত্তর: সুন্দরী।

 

৪. পৃথিবীর মিষ্টিজলের বৃহত্তম ভাণ্ডার কী

উত্তর: হিমবাহ।

 

9. হিমবাহ সূর্যরশ্মির কত শতাংশ প্রতিফলিত ও কত শতাংশ শোষণ করে?

উত্তর: ৪০% প্রতিফলিত ও 20% শোষণ করে।

 

10. উত্তরমেরু সংলগ্ন আলাস্কা উপকূলে থাকা বরফের স্তর গত 30 বছরে শতকরা কতটা হ্রাস পেয়েছে?  

উত্তরঃ 40% হ্রাস পেয়েছে।

 

11. সুন্দরী, গরান প্রভৃতি যে অরণ্যে জন্মায় তাকে কী বলে?

উত্তরঃ ম্যানগ্রোভ অরণ্য বলে।

 

12. পৃথিবীর কোন্ অঞ্চলে সাধারণত প্রবালদ্বীপ দেখা যায়?  

উত্তর: ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলে।

 

13. দূষিত জল পান করার ফলে যকৃতে কী ধরনের রোগের সৃষ্টি হয়?

উত্তর : হেপাটাইটিস।

 

14. মাছি দ্বারা সংক্রামিত রোগগুলি কী?  

উত্তর: ডায়ারিয়া ও কলেরা।

 

15.একটি জৈবভঙ্গুর বর্জ্য পদার্থের উদাহরণ দাও।

উত্তর: সবজির খোসা।

 

16. মাটির নীচে থাকা কোন দুটি খনিজ থেকে মানুষের বিভিন্ন অসুখ হয়?

উত্তর: আর্সেনিক ও ফ্লুরিন।

 

সত্য অথবা মিথ্যা নির্ণয় করো:

 

1. ওজোনস্তর ধ্বংসকারী প্রধান গ্যাসটি হল কার্বন ডাইঅক্সাইড। 

উত্তর:  মিথ্যা

 

2. হিমবাহ পৃথিবীতে আসা ৪০% সূর্যরশ্মিকে প্রতিফলিত করে।

উত্তর: সত্য

 

3. 2005 সালে উত্তর পূর্ব ভারতের তুলনায় রাজস্থানে বেশি বৃষ্টিপাত হয়।  

উত্তর:  সত্য

 

4. উত্তরমেরু সংলগ্ন আলাস্কা উপকূলের বরফের স্তর গত 50 বছরে 30% গলে গিয়েছে।

উত্তর:  মিথ্যা 

 

5. যমুনোত্রী হিমবাহ থেকে যমুনা নদী সৃষ্টি হয়েছে।  

উত্তর:  সত্য

 

6. পৃথিবী পৃষ্ঠের ওপর চাদর তৈরি করতে CO₂, CH₂ ও জলীয়বাষ্পের ভূমিকা অনেকখানি।  

উত্তর: মিথ্যা

 

7. হিমবাহের 70 শতাংশ সূর্যরশ্মি প্রতিফলিত করে আর 30 শতাংশ শোষণ করে।   

উত্তর: মিথ্যা

 

8. 2007 সালের জুন মাসের শেষে অমরনাথের জমা বরফস্তূপের উচ্চতা হয়েছিল ফুট।  

উত্তর:

 

9. প্রবাল বা কোরাল সামুদ্রিক অমেরুদন্ডী প্রাণী।

উত্তর:  সত্য

 

10. বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর প্রবালদ্বীপ ও প্রবালপ্রাচীরগুলি বিপন্ন হয়ে পড়েছে।  

উত্তর: সত্য

 

11. সমুদ্র জলতল বেড়ে গেলে ভারত ও বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের বিস্তীর্ণ উপকূলীয় অঞ্চলের জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়বে।

উত্তর:  সত্য

 

12. প্রবাল নিজের দেহের বাইরে ক্যালশিয়াম কার্বনেটের একটি বহিঃকঙ্কাল তৈরি করে। 

উত্তর: সত্য

 

A. সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:

 

1. জীববৈচিত্র্য কাকে বলে

 

উত্তর: স্থলভূমি, সমুদ্র বা অন্য জলাভূমি বা অন্য কোনো বাস্তুতন্ত্রের অঙ্গহিসেবে উপস্থিত বিভিন্ন জীবের মধ্যে প্রজাতিগত, আন্তঃপ্রজাতিগত বা বাস্তুতন্ত্রগত দিক থেকে যে বিভিন্নতা প্রকাশ পায় তাকে জীববৈচিত্র্য বা বায়োডাইভারসিটি (Biodiversity) বলে।

 

2. বায়োডাইভারসিটি হটস্পট বলতে কী বোঝো?

অথবা, জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অঞ্চল কাকে বলে?

 

উত্তর: পৃথিবীর যেসব অঞ্চলে প্রজাতির আঞ্চলিক সীমাবদ্ধতা বা বৈচিত্র্য বিদ্যমান বা উভয়েই বেশি এবং জীবগুলি বিভিন্ন কারণে বিপদগ্রস্ত ওই অঞ্চলগুলিকে জীববৈচিত্র্য হটস্পট বা জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অঞ্চল বলে। যেমন- পশ্চিমবঙ্গের ডুয়ার্স অঞ্চলের বনভূমি।

 

3. ভারতের বায়োডাইভারসিটি হটস্পটগুলির নাম লেখো। 

অথবা, ভারতের ভৌগোলিক সীমানার মধ্যে আছে এমন দুটি বায়োডাইভারসিটি হটস্পটের নাম লেখো! ভারতবর্ষে অবস্থিত জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলির (Biodiversity Hotspot) নাম ও বিস্তার লেখো। 

 

উত্তর: ভারতবর্ষের সীমানার মধ্যে অন্তর্গত এমন চারটি গুরুত্বপূর্ণ বায়োডাইভারসিটি হটস্পট হল-

 

(i) পূর্বহিমালয়: (Eastern Himalayas): সিকিম ও দার্জিলিং, ডুয়ার্স, তরাই অঞ্চল।

(ii) পশ্চিমঘাট পর্বতমালা এবং শ্রীলঙ্কা (Western Ghat and Srilanka): ভারতবর্ষের পশ্চিমউপকূল বরাবর ঘন অরণ্যে ঢাকা পাহাড়ি অঞ্চল।

(iii) ইন্দোবার্মা : (Indo Burma) উত্তর-পূর্ব ভারতের রাজ্যসমূহ (যেমন: মেঘালয়, অরুণাচল প্রদেশ)।

(iv) সুন্দাল্যান্ড (Sunda land): ভারতের আন্দামান নিকোবর অঞ্চল।

 

4. পৃথিবীর চারটি জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অঞ্চলের নাম লেখো।  

 

উত্তর: পৃথিবীর চারটি উল্লেখযোগ্য জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অঞ্চল হল-

(i) ব্রাজিল

(ii) ইন্দোনেশিয়া

(iii) মাদাগাস্কার

(iv) ইকুয়েডর

5. ভারতবর্ষকে অতিবৈচিত্র্যের দেশ বা মেগাডাইভারসিটি নেশন (Megadversity Nation) বলা হয় কেন

 

উত্তর: ভারতবর্ষকে মেগাডাইভারসিটি নেশন বলার কারণ হল এদেশে বিভিন্ন জীবের সমাবেশ লক্ষ করা যায়। জীববৈচিত্র্যের আধিক্যের কারণে ভারতবর্ষকে অতিবৈচিত্র্যের দেশ বা মেগাডাইভারসিটি নেশন বলা হয়।

 

6. বন্য জন্তুদের বাসস্থান কীভাবে হারিয়ে যাচ্ছে

 

উত্তর: বন্যপ্রাণীর বাসস্থান হারানোর সম্ভাব্য কারণগুলি হল-

(i) প্রাণীদের আবাসস্থল ধ্বংস: প্রাকৃতিক বিপর্যয় (যথা-ঝড়, বন্যা) অথবা বনাঞ্চল ধ্বংস করার ফলে প্রাণীদের আবাসস্থল হারিয়ে যাচ্ছে।

(ii) চিত্তবিনোদন বা ভোগবিলাসের সামগ্রী তৈরির তাগিদে অরণ্য নিধন: শৌখিন আসবাবপত্র অথবা ঘর-বাড়ির সরঞ্জাম তৈরিতে জঙ্গলের গাছ কেটে ফেলা হচ্ছে। ফলে বন্যজন্তুদের বাসস্থানের অবলুপ্তি ঘটছে।

 

7. জীববৈচিত্র্য হ্রাসের কারণগুলি আলোচনা করো! 

 

উত্তর: জীববৈচিত্র্য হ্রাসের কারণ:

 

জীববৈচিত্র্য হ্রাসের কারণগুলি হল-

(i) বাসস্থানের বিলুপ্তিঃ জনাধিক্য, শহর অঞ্চলের বিস্তৃতি, শিল্পের প্রসার প্রভৃতি কারণে জীবের বাসস্থান অঞ্চল কমে যাচ্ছে। ফলে জীবের বিলুপ্তি ঘটছে। যেমন: সাইবেরিয়ান বাঘের অস্তিত্ব সংকট দেখা দিচ্ছে।

(ii) অবৈধ শিকার : বন্যজন্তুর হাড়, চামড়া ইত্যাদি ওষুধ তৈরিতে ও অন্যান্য প্রসাধনী দ্রব্য তৈরিতে ব্যবহৃত হয়। ফলে নানা প্রাণী চোরাশিকারীদের হাতে প্রাণ হারায়।

(iii) পরিবেশে নতুন জীবের আগমন: বাইরে থেকে আসা নতুন প্রাণী অনেক সময় স্থানীয় প্রাণীদের সংখ্যা হ্রাসের কারণ হয়। যথা- আফ্রিকা থেকে তেলাপিয়া আর বিশাল মাগুর জলাভূমির মৌরলা, পুঁটির অস্তিত্ব বিপন্ন করেছে।

(iv) জলবায়ুর পরিবর্তন: বিশ্ব উন্নায়নের ফলে মেরু অঞ্চলের বরফ দ্রুত গলে যাচ্ছে। মহাসাগরের জলের অম্লত্ব ও তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে সমস্যায় পড়েছে সামুদ্রিক কোরাল।

(v) পরিবেশ দূষণ: বিভিন্ন রাসায়নিক পদার্থের অনিয়ন্ত্রিত ব্যবহার অনেক সময় ডেকে আনতে পারে জীবের বিনাশ। যেমন - চাষের জমিতে কীটনাশক ব্যবহারের ফলে হারিয়ে গেছে শস্যভুক্ত পাখি।

vi) অতিরিক্ত অর্থনৈতিক ব্যবহার: অর্থনৈতিক গুরুত্বসম্পন্ন ( জীবকে বেশিমাত্রায় কাজে লাগাতে প্রাণীগুলির অস্তিত্ব সংকটের মুখে।

 

৪. 'পরিবেশে নতুন জীবের আগমন'- কীভাবে জীববৈচিত্র্য হ্রাসের কারণ হতে পারে, তা ব্যাখ্যা করো। 

 অথবা, পরিবেশে নতুন জীবন আগমনের ফলে কীভাবে স্থানীয় জীবেরা ক্ষতিগ্রস্ত হয়?

 

উত্তর: বাইরে থেকে আসা নতুন প্রাণী অনেকসময় স্থানীয় প্রাণীদের সংখ্যা হ্রাসের কারণ হয়, তাদের অস্তিত্ব বিপন্ন হয়। যেমন-

(i) গ্রামবাংলার জলাভূমিতে আফ্রিকা থেকে তেলাপিয়া আর বিশাল মাগুর জাতের মাছ এনে ছেড়ে দেওয়ার ফলে মৌরলা, পুঁটি, খলসের মতো স্থানীয় মাছেদের অস্তিত্ব বিপন্ন।

(ii) গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে বাইরে থেকে আনা কুকুর, শুয়োর আর ছাগল কচ্ছপের ডিম খেতো, ফলে কচ্ছপের সংখ্যা কমে যায়।

 

9. জলবায়ুর পরিবর্তনে জীববৈচিত্র্য হ্রাসের তিনটি ঘটনার উদাহরণ দাও। 

 

উত্তর: জলবায়ুর পরিবর্তনে জীববৈচিত্র্য হ্রাসের তিনটি উদাহরণ:

(i) বিশ্ব উন্নায়নের ফলে মেরু অঞ্চলের বরফ গলে যাওয়ায় বিপন্ন হয়ে পড়েছে এম্পেরার পেঙ্গুইন, মেরুশিয়াল ইত্যাদি প্রাণী।

(ii) মহাসাগরের জলের অম্লত্ব ও তাপমাত্রা বেড়ে যাওয়ায় বিভিন্ন কোরাল বা প্রবাল সমস্যায় পড়েছে।

(iii) পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ায় অস্ট্রেলিয়ান ইউক্যালিপটাস গাছের পাতা খাদ্যগুণ হারাচ্ছে, ফলে এই পাতা ভক্ষণকারী অস্ট্রেলিয়ার কোয়ালা ভাল্লুকও অবলুপ্ত হয়ে যাচ্ছে।

 

10.মেরুভাল্লুকের অস্তিত্ব আজ বিপন্ন কেন?

হিমালয়ের কস্তুরীমৃগের অস্তিত্ব বর্তমানে বিপন্ন কেন?

 

উত্তর: বিশ্ব উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলের বরফ গলে গিয়ে মেরু ভাল্লুকের খাদ্য ও বাসস্থানের অভাব ঘটছে ফলে তাদের অস্তিত্ব বিপন্ন হচ্ছে। হিমালয়ের কস্তুরি মৃগ থেকে পাওয়া যায় মৃগনাভি। যা সুগন্ধি দ্রব্য প্রস্তুতিতে ব্যবহৃত হয়, এই সুগন্ধি দ্রব্যের চাহিদা মেটাতে গিয়ে ক্রমশ কস্তুরি মৃগের অস্তিত্ব বর্তমানে সংকটপূর্ণ হয়ে পড়ছে।

 

11. পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যেতে পারে এমন কয়েকটি প্রজাতির নাম লেখো। অথবা লুপ্তপ্রায় কয়েকটি জীবের নাম লেখো। (1) পরিবেশদূষণের জন্য পৃথিবী থেকে হারিয়ে যেতে পারে এমন দুটি জীবের নাম লেখো!

 

উত্তর: পৃথিবী থেকে লুপ্তপ্রায় কয়েকটি জীব হল:

(i) প্রাণী প্রজাতিঃ স্তন্যপায়ী প্রাণী যেমন- গঙ্গার শুশুক, বাঘ, একশৃঙ্গ গন্ডার, চিতা, শিম্পাঞ্জি, ওরাং-ওটাং, গরিলা।

(ii) উদ্ভিদপ্রজাতিঃ গিংকো বাইলোবা।।

 

12. সংরক্ষণ কাকে বলে? জীববৈচিত্র্য সংরক্ষণের উপায়গুলি লেখো।

 

উত্তর: সংরক্ষণ: কতকগুলি সুনির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে, বর্তমান প্রজন্মের সুস্থায়ী লাভ ও ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটানোর তাগিদে পৃথিবীর সকল উদ্ভিদ ও প্রাণী প্রজাতিকে বাঁচিয়ে রাখাকে সংরক্ষণ বলা হয়।

সংরক্ষণের উপায়ঃ পৃথিবীতে কোনো নির্দিষ্ট বিশ্বব্যাপী অনুসরণ যোগ্য পদ্ধতি নেই, যার সাহায্যে জীববৈচিত্র্য সংরক্ষণ করা সম্ভব, একটি পদ্ধতির পরিবর্তে একাধিক পদ্ধতি অনুসরণ করা যায়-

(i) বন্যপ্রাণী সংরক্ষণের জন্য দেশের বিভিন্ন স্থানে উপযুক্ত অঞ্চল বেছে নিয়ে অভয়ারণ্য, জাতীয় উদ্যান ও সংরক্ষিত বনভূমি স্থাপন করতে হবে।

(ii) অভয়ারণ্য বা সংরক্ষিত বনে পশুপাখির জীবনযাত্রা যাতে বিঘ্নিত না হয় তার জন্য সাধারণ মানুষের যাতায়াত নিষিদ্ধ করা দরকার।

(iii) সংরক্ষণযোগ্য প্রাণীর সংখ্যা যাতে হ্রাস না পায়, সেদিকে লক্ষ রাখতে হবে, এবং সঙ্গে সঙ্গে হ্রাসের কারণ অনুসন্ধান করতে হবে।

(iv) সংরক্ষিত অঞ্চলে বন্যপ্রাণী হত্যা বন্ধ করার জন্য কঠোর শাস্তির ব্যবস্থা রাখতে হবে।

 

 Editing By:- Lipi Medhi