Lesson 3 পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া
👉Paid Answer (For Membership User)
MCQs
1. রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে-
(a) অণু
(b) পরমাণু
(c) পরমাণু
বা অণু
(d) উভয়ই
2. N₂ + H₂→ NH, বিক্রিয়াটি-
(a) বিয়োজন
বিক্রিয়া
(b) প্রত্যক্ষসংযোগ
বিক্রিয়া
(c) বিনিময়
বিক্রিয়া
(d) প্রতিস্থাপন
বিক্রিয়া।
3. CaCO, উত্তাপ, CaO + CO₂ রাসায়নিক বিক্রিয়াটি হল-
(a) প্রত্যক্ষসংযোগ
বিক্রিয়া
(b) বিনিময়
বিক্রিয়া
(c) প্রতিস্থাপন
বিক্রিয়া
(d) বিয়োজন
বিক্রিয়া
4. কাপড় কাচার সোডা ও মিউরিয়েটিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন হয়-
(a) জল
(b) অক্সিজেন
(c) কার্বন
ডাইঅক্সাইড
(d) কোনোটিই
নয়।
5. Pb(NO₃)₂→ PbO + NO₂ + O₂ এই বিক্রিয়াটি কী ধরনের বিক্রিয়া?
(a) প্রতিস্থাপন
বিক্রিয়া
(b) প্রত্যক্ষসংযোগ
বিক্রিয়া
(c) বিয়োজন
বিক্রিয়া
(d) বিনিময়
বিক্রিয়া।
6. Mg + H₂SO₄ → MgSO₄ + H₂ এই বিক্রিয়াটি হল-
(a) প্রত্যক্ষসংযোগ
বিক্রিয়া
(b) বিয়োজক
বিক্রিয়া
(c) প্রতিস্থাপন
বিক্রিয়া
(d) বিনিময়
বিক্রিয়া।
7. Pb + CuCl₂ → PbCl₂ + Cu -এই বিক্রিয়াটি হল-
(a) প্রত্যক্ষসংযোগ
বিক্রিয়া
(b) বিয়োজক
বিক্রিয়া
(c) প্রতিস্থাপন
বিক্রিয়া
(d) বিনিময় বিক্রিয়া।
8. HgCl₂ + Cu → CuCl₂ + Hg এই বিক্রিয়াটি হল-
(a) প্রত্যক্ষসংযোগ
বিক্রিয়া
(b) বিনিময়
বিক্রিয়া
(c) প্রতিস্থাপন
বিক্রিয়া
(d) বিয়োজন
বিক্রিয়া
9. -KCIO-KCI +- O₂ এই বিক্রিয়াটির সমতাবিধানে সঠিক সংখ্যাগুলি যথাক্রমে হল-
(a) 3, 2, 2
(b) 2, 2, 3
(c) 2, 3, 1
(d) 2, 3, 2
10. Fe+CuSO→ Fe SO, + Cu রাসায়নিক বিক্রিয়াটি হল-
(a) বিয়োজন
বিক্রিয়
(b) বিনিময়
বিক্রিয়া
(c) প্রতিস্থাপন
বিক্রিয়া
(d) প্রত্যক্ষসংযোগ
বিক্রিয়া।
উত্তর: 1. (b) 2. (b) 3. (d) 4. (c) 5. (c) 6. (c) 7. (c) 8. (c) 9. (b) 10. (c)
Very Short Question Answer
1. পরমাণুর সবচেয়ে হালকা কণা কোণটি?
উত্তর: ইলেকট্রন।
2. পরমাণুবাদ কোন্ বিজ্ঞানীর প্রস্তাবনা?
উত্তর: বিজ্ঞানী জন ডালটন-এর
3. পরমাণুতে প্রোটনসংখ্যার তুলনায় ইলেকট্রন সংখ্যা বেশি হলে কী ধরনের আয়ন উৎপন্ন
হবে।
উত্তর: অ্যানায়ন।
4. নিকেলের চিহ্ন কী?
উত্তর: Nil
5. পরমাণুর নিউক্লিয়াস কোন্ চার্জযুক্ত হয়?
উত্তর: ধনাত্মক চার্জযুক্ত।
6. পরমাণুর সর্বাপেক্ষা ভারী কণাটির নাম কী?
উত্তর: নিউট্রন।
7. একটি প্রোটনের ভর একটি নিউট্রনের ভরের কত অংশ?
উত্তর: প্রোটন ও নিউট্রনের ভর প্রায় সমান।
৪. বোরন ও জিংক মৌল দুটির চিহ্ন লেখো।
উত্তর: বোরন = B, জিংক = Zn।
9. পরমাণুর অন্তর্গত নিস্তড়িৎ কণার নাম কী?
উত্তর: নিউট্রন।
10. একটি ত্রিপরমাণুক মৌলিক অণুর নাম লেখো।
উত্তর: ওজোন (০₂)।
11. ও চিহ্ন দিয়ে পরমাণুর কোন্ কোন্ কণাকে সূচিত করা হয়?
উত্তর: চিহ্ন দ্বারা পরমাণুর প্রোটন, চিহ্ন
দ্বারা পরমাণুর ইলেকট্রন।
12. একটি পঞ্চযোজী মৌলের নাম লেখো।
উত্তর: ফসফরাস।
13. সব ধাতুর চিহ্ন ও সংকেত একই হয় কেন?
উত্তরঃ ধাতুর অণু এক পরমাণুক বলে চিহ্ন ও সংকেত সমান
হয়।
14. জায়মান হাইড্রোজেনের চিহ্ন লেখো।
উত্তর: [H]
15. প্রোটনের তড়িৎ আধানের প্রকৃতি কী?
উত্তর: ধণাত্মক।
16. ইলেকট্রন কীরূপ কণা?
উত্তর: ঋণাত্মক কণা।
17. একটি শূন্যযোজী মৌলের নাম লেখো।
উত্তর: হিলিয়াম (He)
18. যে পথে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের চারিদিকে থাকে তাকে কী বলে?
উত্তর: কক্ষপথ বা orbit.
19. ফেরাস যৌগে আয়রনের যোজ্যতা কত?
উত্তর: 2.
20. কোনো মৌলের পরমাণুতে প্রোটনসংখ্যা m এবং নিউট্রন সংখ্যা n হলে মৌলটির পরমাণুর ভরসংখ্যা কত?
উত্তর: পরমাণুর ভরসংখ্যা = (প্রোটন
সংখ্যা নিউট্রন সংখ্যা) = (m+n).
21. K₂Cr₂O,-এর ক্যাটায়ন ও অ্যানায়ন কী কী?
উত্তর: ক্যাটায়ন K+, অ্যানায়ন - Cr₂O
22. হিলিয়াম পরমাণুর প্রোটনসংখ্যা = 2, নিউট্রনসংখ্যা = 2, এর ইলেকট্রনসংখ্যা ও ভরসংখ্যা কত?
উত্তর: [: প্রোটন সংখ্যা = ইলেকট্রন সংখ্যা] অর্থাৎ
ইলেকট্রন সংখ্যা = 2, ভরসংখ্যা = (প্রোটন সংখ্যা নিউট্রনসংখ্যা) = (2+2) = 4.
23. পরমাণু কয়টি ও কী কী কণা দিয়ে গঠিত?
উত্তর: পরমাণু তিনটি কণা দিয়ে গঠিত ইথার প্রোটন, ইলেকট্রন
ও নিউট্রন।
24. CaCl₂-এর ক্যালশিয়ামের যোজ্যতা কত?
উত্তর: 2।
25. Na,ZnO, যৌগে উপস্থিত মূলকের নাম ও যোজ্যতা লেখো।
উত্তর: জিংকেট (ZnO), যোজ্যতা = 2।
26. ম্যাগনেশিয়াম ক্লোরাইডের ক্যাটায়ন ও অ্যানায়নের নাম উল্লেখ করো।
উত্তর: ক্যাটায়ন = Mg+ (ম্যাগনেশিয়াম), অ্যানায়ন= CI-
(ক্লোরাইড)।
27. NaxCl যৌগটিতে X-এর মান কত?
উত্তরঃ 1।
28. পরমাণু ও আয়নে কোন্ মৌলিক কণাটির সংখ্যার পার্থক্য হয়?
উত্তর: ইলেকট্রন।
29. নাইট্রেট ও হাইড্রক্সাইড মূলকের নাম লেখো।
উত্তর: নাইট্রেট = NO;, হাইড্রক্সাইড
= OH-
30. FeCl, যৌগটির নাম কী?
উত্তর: ফেরাস ক্লোরাইড।
31. সোডিয়াম অ্যালুমিনেট ও ম্যাগনেশিয়াম নাইট্রেটের সংকেত লেখো।
উত্তর: NaAIO₂, Mg (NO3)2
32. অ্যালুমিনিয়াম-বাই-সালফেট ও অ্যালুমিনিয়াম নাইট্রাইড-এর সংকেত লেখো।
উত্তরঃ AI(HSO),
AINI
33. কাপড় কাচার সোডার সংকেত কী?
উত্তর: Na₂CO, 10H₂O
34. জিংক আয়নের চার্জ (+2)
ও ক্লোরাইড আয়নের চার্জ (-1) হলে, জিংক ক্লোরাইডের সংকেত লেখো।
উত্তর: ZnCl₂।
35. অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3, ক্লোরিনের যোজ্যতা = 1, অ্যালুমিনিয়াম ও ক্লোরিন দ্বারা গঠিত যৌগটির সংকেত কী হবে?
উত্তর: AICI।
36. অ্যামোনিয়াম ডাইক্রোমেট যৌগটির সংকেত দাও।
উত্তর: (NH₃)₂
Cr₂O,
37. একটি যৌগের অণুতে 3টি H পরমাণু, 1টি P পরমাণু ও 4 টি ০ পরমাণু বর্তমান। যৌগটির সংকেত কী?
উত্তর: H₃PO₄।
38. A মৌলের যোজ্যতা X এবং B মৌলের যোজ্যতা Y। A এবং
B দ্বারা গঠিত যৌগের সংকেত লেখো।
উত্তর: A,B,
39. খাদ্যলবণে উপস্থিত ক্যাটায়ন ও অ্যানায়নের নাম লেখো।
উত্তর: ক্যাটায়ন Na', অ্যানায়ন CI-1
40. Na,HPO, যৌগটির রাসায়নিক নাম লেখো।
উত্তর: ডাই সোডিয়াম হাইড্রোজেন
ফসফেট।
41. হাইড্রোক্রোনিয়াম আয়নের সংকেত লেখো।
উত্তর: H₂O
42. একটি ধাতু M-এর ফসফেটের সংকেত H,
(PO₂), ধাতুটির অক্সাইড এবং ক্লোরাইডের সংকেত লেখো।
উত্তর: অক্সাইডের সংকেত = HO, ক্লোরাইডের
সংকেত = MCI₂
43. অ্যামোনিয়াম (NH) এবং সালফেটে (SO), দ্বারা গঠিত যৌগের সংকেত লেখো। এবং যৌগটির একটি ব্যবহার লেখো।
উত্তর: সংকেত = (NH₃)₂ SO₄। যৌগটি রাসায়নিক সার হিসেবে কৃষিক্ষেত্রে ও শিল্পক্ষেত্রে
ব্যবহৃত হয়।
44. জিংক আয়নের চার্জ (+2)
ও ক্লোরাইড আয়নের চার্জ (-1) হলে জিংক্লোরাইডের সংকেত কী হবে?
উত্তর: ZnCl2.
45. শূন্যযোজী তিনটি মৌলের নাম লেখো।
উত্তর: হিলিয়াম, নিয়ন এবং আর্গন।
46. Na-পরমাণু একটি ইলেকট্রন ছেড়ে দিলে কী হবে?
উত্তর: Na-e→ Na
47. Na' আয়ন ইলেকট্রনের সংখ্যা কত?
উত্তর: 10.
48. একটি একক পরমাণু অ্যানায়নের সংকেত লেখো যার চার্জ (-1)?
উত্তর: CF-
True And False
1. অক্সিজেনের চিহ্ন ও সংকেত একই।
2. ক্লোরিনের চিহ্ন ও সংকেত একই।
3. হাইড্রোজেনের যোজ্যতা-1।
4. পটাশিয়াম সায়ানাইডের সংকেত PCN।
5. একটি ধাতু M-এর অক্সাইডের সংকেত MO
হলে, ধাতুটির যোজ্যতা 1 হবে।
6. আর্সেনিকের সংকেত As।
উত্তর: 1. (মিথ্যা) (তথ্যসূত্র: পৃথক
হবে] 2. (মিথ্যা) [তথ্যসূত্র পৃথক হবে] 3. (সত্য)
4. (মিথ্যা) [তথ্যসূত্র: KCN] 5. (মিথ্যা) [তথ্যসূত্র: 2] 6. (সত্য)