Lesson 6 পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া


    👉Paid Answer (For Membership User)


1. খাদ্যসঞ্চয় করে এমন একটি পাতার নাম লেখো।

উত্তর:ঘৃতকুমারী।

 

2. কোন্ গাছের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে

উত্তর: ফণিমনসা।

 

3. একবীজপত্রী উদ্ভিদের পাতার শিরাবিন্যাস কীরূপ হয়

উত্তর: সমান্তরাল শিরাবিন্যাস।

 

4. অতিরিক্ত বাষ্পমোচনে বাধা সৃষ্টি করে এমন একটি পাতার নাম লেখো

উত্তর: ক্যাকটাস জাতীয় গাছের পাতা অথবা ফণিমনসার পাতা।

 

5. দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতায় কী ধরনের শিরাবিন্যাস দেখা যায়

উত্তর: জালিকাকার শিরাবিন্যাস।

 

6. পাতার প্রসারিত অংশকে কী বলে

উত্তর: পত্রফলক।

 

7. দুটি গাছের নাম লেখো, যে গাছের পাতাকে মানুষ জীবিকা অর্জনের জন্য ব্যবহার করে থাকে

উত্তর: নারকেল গাছ ও শালগাছের পাতা।

 

৪. কোন গাছের পাতা চামড়ার মতো পুরু

উত্তর: অশ্বত্থ গাছের পাতা।

 

9. তেঁতুল গাছের ফলক ও আমপাতার ফলকের মূল পার্থক্য কী? 

উত্তর: তেঁতুলগাছের পাতার ফলক খণ্ডিত অন্য দিকে আম গাছের পাতার ফলক অখণ্ডিত।

 

10. কলা পাতায় কি ধরনের শিরাবিন্যাস দেখা যায়

উত্তর: সমান্তরাল শিরাবিন্যাস।

 

11. একটি অবৃন্তক পত্রের উদাহরণ দাও!

উত্তর: শিয়ালকাঁটা গাছের পাতা।

 

12. খণ্ডিত ফলক যুক্ত দুটি পাতার নাম লেখো।

উত্তর: তেঁতুল, নিম।

 

13. গাছের পাতা কোন গ্যাস বাতাস থেকে শোষণ করে এবং কোন গ্যাস বাতাসে ছাড়ে

উত্তর: সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় গাছের পাতা কার্বন ডাইঅক্সাইড (CO₂) শোষণ করে ও বাতাসে অক্সিজেন (০₂) ছেড়ে দেয়।

 

14. কলসপত্রী জাতীয় পতঙ্গভুক উদ্ভিদের রূপান্তরিত পাতা কী বিশেষ কাজ করে

উত্তর: কলসপত্রীর পাতা পতঙ্গদের দেহ থেকে নাইট্রোজেনঘটিত উপাদান সংগ্রহ করে নাইট্রোজেনের চাহিদা পূরণ করে।

 

15. দুটি রসালো পাতার উদাহরণ দাও! 

উত্তর: ঘৃতকুমারী ও পাথরকুচি।

 

16. একটি যৌগিক পত্রের উদাহরণ দাও।

উত্তর: নিমপাতা।

 

17. এককপত্র ও যৌগিক পত্র নির্বাচন করো-আকন্দ, গোলাপ, ছাতিম, শিউলি।

উত্তর:  এককপত্র: আকন্দ, শিউলি যৌগিক পত্র: গোলাপ, ছাতিম।

 

18. কোন গাছের পাতার শিরা বাড়ির ধুলো-ময়লা পরিষ্কার করতে কাজে লাগে?

উত্তর: নারকেল গাছের পাতা।

 

19. পাথরকুচির পাতার বিশেষত্ব কী?

উত্তর: পাথরকুচি পাতায় মূল দেখা যায় যা বংশবিস্তারে সাহায্য করে।

 

20. রাত্রিকালে প্রস্ফুটিত একটি ফুলের নাম লেখো।

উত্তর: রজনীগন্ধা।

 

21. ফুলের কোন অংশগুলি গাছের বংশবৃদ্ধিতে সরাসরি অংশগ্রহণ করে?

উত্তর: পুংকেশর চক্র ও গর্ভকেশর চক্র।

 

22. চা পাতার কোন অংশ আমরা খাই?

উত্তর: পরিবর্তিত বৃতি।

 

23. ফুলের পাপড়ির রং মানুষ কি কি কাজে ব্যবহার করে?

উত্তর:  জামাকাপড়ে রং করতে, আবির প্রস্তুতিতে।

 

24. ক্লীব পুষ্পের উদাহরণ দাও।

উত্তর: সূর্যমুখী ফুলের প্রান্তপুষ্পিকা।

 

25. জবাফুলের কটি পুংকেশর থাকে?

উত্তরঃ অসংখ্য।

 

26. ফুলের চারটি স্তবকের নাম কী?

উত্তর: (1) বৃতি (2) দল মন্ডল (3) পুংকেশর চক্র (4) গর্ভকেশর

 

27. একটি অসম্পূর্ণ ফুলের উদাহরণ দাও!

উত্তর: কুমড়ো ফুল।

 

28. ফুলের পুংস্তবকের কয়টি অংশ ও কী কী?

উত্তর: পুংস্তবকের দুটি অংশ-পুংদণ্ড ও পরাগধানী।

 

29. দলমণ্ডলের প্রতিটি পৃথক অংশকে কী বলা হয়

উত্তর:  দলাংশ।

 

30. ফুলের কোন্ অংশ ফলে ও কোন্ অংশটি বীজে রূপান্তরিত হয়

উত্তর: ফুলের স্ত্রী স্তবকের গর্ভাশয় অংশটি ফলে ও ডিম্বক গুলি বীজে পরিণত হয়।

 

31. ফুলের কোন অংশ পুষ্পপত্র গুলি ধারণ করে?

উত্তর: পুষ্পাক্ষ।

 

32. ফুলের গর্ভকেশর কী কী অংশ নিয়ে গঠিত

উত্তর: গর্ভমুণ্ড, গর্ভদণ্ড ও গর্ভাশয়।

 

33. নিষেক কাকে বলে?

উত্তর: পুঃস্তবক ও স্ত্রীস্তবকের মিলনকে নিষেক বলে।

 

34. উদ্ভিদের কোন্ অংশে পর্ব থাকে না?

উত্তর: মূল।

 

35. খাদ্যসঞ্চয়কারী দুটি মূলের নাম লেখো। 

উত্তর:বিট, গাজর।

 

36. কোন্ মূল বাতাস থেকে জলীয় বাষ্প গ্রহণ করে

উত্তর: অর্কিড জাতীয় উদ্ভিদ।

 

37. মটর গাছের মূলে যে অণুজীব বাস করে, তার নাম লো। 

উত্তর: রাইজোবিয়াম।

 

38.কোন্ উদ্ভিদে পর্বমূল দেখা যায়?

উত্তর:  বাঁশগাছে পর্বমূল দেখা যায়।

 

39. পাইন গাছের মূলে বসবাসকারী ছত্রাকটির নাম কি?

উত্তর: মাইকোরাইজা।

 

40. ঠেসমূল দেখা যায় কোন্ গাছের?

উত্তর:  কেয়া গাছে।

 

41. পাথরকুচি পাতার মূল কী কাজে সাহায্য করে?

উত্তর: বংশবিস্তার করতে সাহায্য করে।

 

42. বেলের শাখাকণ্টক কী ধরনের রূপান্তরিত কাণ্ড?

উত্তর: রূপান্তরিত বায়বীয় কাণ্ড।

 

43. কেয়া গাছের কান্ডের নীচের দিকের মূলের কাজ কী?

উত্তর: ঠেসমূল কেয়া গাছকে ঠেস দিয়ে সোজা দাঁড়িয়ে থাকতে সাহায্য করে।

 

44. বিটপ কাকে বলে

উত্তর: মাটির ওপরে, অভিকর্ষ প্রতিকূলবর্তী গাছের অংশকে বিটপ বলা হয়, যা কান্ড, শাখাপ্রশাখা, ফুল, ফল, পাতা, বীজ ধারণ করে।

 

45. জবাগাছ কী জাতীয় উদ্ভিদ

উত্তর: গুল্মজাতীয়।

 

46. একটি রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ডের নাম লেখো। 

উত্তর: কচুরিপানা।

 

47. একটি বৃহৎ মৃদগত কাণ্ডের নাম লেখো। 

উত্তর: ওল।

 

48. পর্ণকাণ্ড কোন্ উদ্ভিদে দেখা যায়

উত্তর: ক্যাকটাস জাতীয় গাছ/ফণিমনসা ।

 

49. একটি চিরহরিৎ বৃক্ষজাতীয় উদ্ভিদের নাম লেখো! 

উত্তর: আম।

 

50. শাখা আকর্ষ ও শাখাকণ্টক কোন্ গাছে দেখা যায়?

উত্তর: শাখা আকর্ষ দেখা যায়-কুমড়ো গাছে, শাখাকণ্টক দেখা যায়- বেলগাছে।

 

51. তুমি যে কাগজে লেখো, তা কী থেকে তৈরি

উত্তর: বাঁশগাছের কান্ড থেকে কাগজ প্রস্তুত হয়।

 

52. কোন্ উদ্ভিদ থেকে পালিশ তৈরির সামগ্রী পাওয়া যায়?

উত্তর: পাইন গাছের শাখাপ্রশাখা ও কান্ডের আঠা থেকে।

 

53. মটরবীজকে অসস্যল বীজ বলা হয় কেন?

উত্তর: মটরবীজে সস্য সঞ্চিত থাকে না, তাই মটরকে অসস্যল বীজ বলা হয়।

 

54. ভ্রূণাক্ষের ওপরের ও নীচের প্রান্ত দুটিকে কী বলে?

উক্স: ভূণাক্ষের ওপরের প্রান্তটিকে ভূণমুকুল, ও নীচের প্রান্তটিকে ভূণমূল বলে।

 

55. কোন্ বীজের ফলত্বক ও বীজত্বক সংযুক্ত?

উন্ন: ভুট্টাবীজের।

 

56. ভুট্টাবীজের ভূণের অংশ দুটির নাম কী?

উত্তর: বীজপত্র (স্কুটেলাম) ও ভ্রুণাক্ষ।

 

57. কোলিওরাইজা কাকে বলে?

উ: ভুট্টাবীজের ভূণমূলের আবরণ অর্থাৎ ভ্রুণামূলাবরণীকেই কোলিওরাইজা বলা হয়।

 

58. বীজের পর্বসন্ধির অংশকে কী বলে?

উত্তর: বীজপত্রাবকাণ্ড।

 

90. ভুট্টাবীজের অন্তর্বীজ অংশটির ওপর চাপ দিলে কটি ভাগে ভাগ হয় ও তার নাম কী?

উত্তা: দুটি ভাগে ভাগ করা যায়। যথা-সস্য ও ভ্রুণ।

True And False 

1. সব সম্পূর্ণ ফুলই উভলিঙ্গ।

 

2. চতুর্ফলক যুক্ত পাতা হল শুশনি। 

 

3. ঘৃতকুমারী পাতা পতঙ্গ খায়, তার দেহ থেকে N₂ যুক্ত খাদ্য সংগ্রহের জন্য।

 

4. জবাফুলের গর্ভদন্ডের মধ্যে ছোট ছোট দানার মতো অংশগুলিকে ডিম্বক বলে।

 

5. ফণীমনসার পত্রকণ্টক আরোহণে সাহায্য করে।

 

6. পরাগরেণু ও ডিম্বক মিলিত হলে নিষেক সম্পন্ন হয়।

 

7. কৃষ্ণচূড়ার পাতা এককপত্রের উদাহরণ।

 

৪. যৌগিক পত্রের কক্ষে মুকুল থাকে।

 

উত্তর:  1 (সত্য) 2 (সত্য) ও (মিথ্যা) [তথ্যসূত্র: কলসপত্রীর পাতা] 4 (মিথ্যা) [তথ্যসূত্র: গর্ভাশয়ের মধ্যে] 5 (মিথ্যা) [তথ্যসূত্র: মটরের পত্রাকর্ষ) 6 (সত্য) 7 (মিথ্যা) [তথ্যসূত্র: যৌগিক পত্র) ৪ (সত্য)

 

Editing By:- Lipi Medhi