Lesson 8 পরিবেশ ও জনস্বাস্থ্য
👉Paid Answer (For Membership User)
A. সঠিক উত্তরটি নির্বাচন করো:
1. আর্সেনিকযুক্ত জল দীর্ঘদিন পান করলে দেখা যায়-
(a) পেশির খিঁচুনি
(b) দাঁতে ছোপ ছোপ দাগ
(c) হাতের ওপরের তালুতে খসখসে উঁচু উঁচু ছোপ ✔
(d) অস্থিসন্ধিতে যন্ত্রণা
2. মিনামাটা রোগটির জন্য দায়ী হল-
(a) ক্যাডমিয়াম
(b) পারদ ✔
(c) সিসা
(d) আর্সেনিক
3. পিঠ ধনুকের মতো বেঁকে যাওয়ার কারণ-
(a) পারদ
(b) আর্সেনিক
(c) ফ্লুয়োরাইড ✔
(d) জিংক।
4. আর্সেনিক দূষণজনিত রোগ হল-
(a) মিনামাটা
(b) ব্ল্যাকফুট ✔
(c) আন্ত্রিক
(d) ডিসলেক্সিয়া।
5. মিনামাটা রোগ প্রথম ধরা পড়ে যে দেশে তার নাম-
(a) ভারত
(b) চিন
(c) জাপান ✔
(d) বাংলাদেশ
6. কয়লাখনিতে কর্মরত শ্রমিকের সংশ্লিষ্ট রোগ হল-
(a) বধিরতা
(b) হিট্যাম্প
(c) দৃষ্টিশক্তি হ্রাস ✔
(d) অনিদ্রা
7. খনির বদ্ধ বাতাসের মধ্যে যে গ্যাস থাকলে শ্রমিকদের মৃত্যুর সম্ভাবনা থাকে তা হল-
(a) হাইড্রোজেন
(b) অক্সিজেন
(c) কার্বন- মনোক্সাইড ✔
(d) নাইট্রোজেন
৪. বার বার এক্সরশ্মি ব্যবহারে-
(a) কোশে ক্রিয়া অস্বাভাবিক হয়
(b) কোশ ধ্বংস হয়
(c) ক্যানসার হতে পারে
(d) সবকটি ✔
9. প্রাচীন মিশরীয়রা পোড়া মাটির বাসনপত্র অলংকৃত করতে কোন্ ধাতুর যৌগ ব্যবহার করত?
(a) লোহা
(b) তামা ✔
(c) জিংক
(d) অ্যালুমিনিয়ামU
10. থার্মোমিটারে কোন্ ধাতব পদার্থটির ব্যবহার করা হয়-
(a) পারদ ✔
(b) সোডিয়াম
(c) ক্লোরাইড
(d) আয়োডিন
11. বীরভূম, বাঁকুড়া ও মালদহ জেলায় মাটির নীচে ভিত্তি শিলায়-
(a) ক্লোরিন
(b) ব্রোমিন
(c) ফ্লুয়োরিন ✔
(d) আয়োডিন-এর খনিজ পদার্থ আছে
12. দেয়ালের রং, খেলনা গাড়ির ব্যাটারি তৈরি করতে কোন্ ধাতু বা ধাতুর যৌগ ব্যবহার করা হয়-
(a) লোহা
(b) সোডিয়াম
(c) সিসা ✔
(d) তামা
13. কলকারখানা থেকে যে রোগ সংক্রামিত হয় তা হল-
(a) ডায়ারিয়া
(b) হেপাটাইটিস
(c) ফাইলেরিয়া
(d) ক্যানসার। ✔
14. প্রসাধনী সামগ্রী, সুতিবস্ত্র ইত্যাদি রং করতে ব্যবহার করা হয়-
(a) জল
(b) সোডিয়াম ক্লোরাইড
(c) সংশ্লেষিত জৈবরস্তুক ✔
(d) আলকাতরা
15. মধুমেহ নিয়ন্ত্রণ করা যায় বা এড়ানো যায়-
(a) কায়িক পরিশ্রম কমিয়ে
(b) কায়িক পরিশ্রম বাড়িয়ে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে
(c) সঠিক খাদ্যাভ্যাস-কায়িক পরিশ্রম বাড়িয়ে ✔
(d) কোনোটিই নয়
16. আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা শনাক্তকরণ ও তার থেকে মুক্তির উপায় বাতলে দেন-
(a) মনোবিদ ✔
(c) ইউরোলজিস্ট
(b) মনোচিকিৎসক
(d) কার্ডিয়োলজিস্ট
17. নীচের কোন্টি হল মানসিক অসুস্থতার লক্ষণ?
(a) ডিপ্রেশন ✔
(c) যক্ষ্মা
(b) ব্ল্যাকফুট
(d) কলেরা
18. মনোযোগহীনতার একটি লক্ষণ হল-
(a) খিদে খুব বেড়ে যাওয়া
(b) আত্মীয়-পরিজনদের থেকে নিজেকে গুটিয়ে নেওয়া
(c) ক্লাসে স্থিরভাবে বসতে না পারা ✔
(d) ডান-বাম চিনতে না পারা।
19. UNICEF (United Nations International
Children's Emergency Fund] গঠিত হয়-
(a) ৪ ডিসেম্বর, 1943 খ্রিস্টাব্দে
(b) 9 ডিসেম্বর 1944 খ্রিস্টাব্দে
(c) 10 ডিসেম্বর, 1945 খ্রিস্টাব্দে
(d) 11 ডিসেম্বর, 1946 খ্রিস্টাব্দে। ✔
20. মন ও বুদ্ধির বিকাশ ব্যাহত হওয়া-
(a) জন্মগত ত্রুটি ✔
(b) অটিজম
(c) ডিসলেক্সিয়া
(d) অবসাদ
21. অক্ষর চিনতে বা লিখতে এবং বানান মনে রাখতে অসুবিধা হওয়া কোন্ মানসিক সমস্যার লক্ষণ?
(a) অটিজম
(c) ডাউনসিনড্রোম ✔
(b) ডিসলেক্সিয়া
(d) ডিপ্রেশন
22. মানসিক অবসাদ ও ডিপ্রেশনের একটি লক্ষণ হল-
(a) পড়াশোনায় পিছিয়ে পড়া
(b) ক্রমাগত উদ্বেগে ভোগা
(c) সমাজে মানিয়ে চলতে না পারা
(d) মন খারাপ করে একা একা বসে থাকা ✔
দু-একটি শব্দে বা বাক্যে উত্তর দাও
1. ফ্লুয়োরোসেন্ট বাল্ব তৈরি করতে কোন্ ধাতুর বাষ্প ব্যবহার করা হয়?
উত্তর: পারদ।
2. ফ্লুয়োরোসেন্ট বালব কী নামে অধিক পরিচিত?
উত্তর: CFL (কমপ্যাক্ট ফ্লুয়োরোসেন্ট ল্যাম্প)।
3. জ্বর মাপার জন্য কোন্ যন্ত্র ব্যবহার করি?
উ: থার্মোমিটার।
4. থার্মোমিটার বা ফ্লুয়োরোসেন্ট বাল্ব-এ যে তরল ধাতুটি ব্যবহার করা হয় তার নাম কী?
উঃ পারদ।
5. আর্সেনিক দূষণের ফলে দেহের কোন্ কোন্ অংশ ক্ষতিগ্রস্ত হয়? অথবা আর্সেনিকঘটিত জল দীর্ঘদিন পান করলে কী কী সমস্যা দেখা যায়?
উত্তর: মানুষের ত্বক, স্নায়ুতন্ত্র এবং রক্তবাহ ক্ষতিগ্রস্ত হয়।
6. UNICEF-এর পুরো নাম লেখো।
উত্তর: ইউনাইটেড নেশানস ইন্টারন্যাশনাল চিলড্রেনস এমারজেন্সি ফান্ড।
7. WHO-এর হেডকোয়াটারস্ কোথায় অবস্থিত?
উত্তর: সুইটজারল্যান্ডের জেনিভা শহরে অবস্থিত।
8. WHO-এর পুরো নাম লেখো।
উত্তর: ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন।
9. UNICEF বর্তমানে কী বিষয়ে কাজ করে?
উত্তর: উন্নয়নশীল দেশগুলিতে মা ও শিশুর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে গবেষণা ও সেইবিষয়ে কাজ করে চলছে।
10. দুটি তেজস্ক্রিয় পদার্থের নাম লেখো।
উত্তর: ইউরেনিয়াম ও প্লুটোনিয়াম।
11. 'বানান করে পড়তে অসুবিধা' হওয়া কী প্রকার সমস্যা?
উত্তর: ডিসলেক্সিয়া।
12. রক্তে গ্লুকোজের মাত্রা ও ফ্যাটের মাত্রা বৃদ্ধি কোন্ রোগের সম্ভাবনা বৃদ্ধি করে?
উত্তর: ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ।
13. বিসূচিকার 'সূচিকা' কথাটির অর্থ লেখো।
উত্তর: 'ছুঁচ ফোটানোর মতো অনুভূতি।
14. যক্ষ্মা রোগ সৃষ্টিকারী জীবাণুটির বিজ্ঞানসম্মত নাম লেখো।
উত্তর: মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস।
15. কোন্ রোগের প্রতিরোধের জন্য OPV টীকা প্রয়োগ করা হয়?
উত্তর: পোলিয়ো রোগ প্রতিরোধের জন্য।
16. OPV এর পুরো নাম কী?
উত্তর: ওরাল পোলিয়ো ভ্যাকসিন (Oral Polio Vaccine)।
17. BCG এর পুরো নাম কী?
উত্তর: ব্যাসিলাস ক্যালমেট গুয়েরিন।
18. কোন প্রাণীর দ্বারা টাইফয়েড (Typhoid) রোগের জীবা ছড়ায়?
উত্তর: সাধারণ মাছি।
19. Plasmodium vivax কোন্ রোগের জীবাণু?
উত্তর: ম্যালেরিয়া রোগের জীবাণু।
20. 1600 সালে পেরুর কোন ব্যক্তি ম্যালেরিয়া জ্বর সারানোর ওষুধ আবিষ্কার করেন?
উত্তরঃ পাদরি জুয়ান লোপেজ।
21. ম্যালেরিয়ার সঙ্গে মানুষের প্রথম পরিচয় হয় কোন দেশে?
উত্তর: আফ্রিকা।
22. মশার কোন্ অঙ্গ প্রাণীর চামড়া ভেদ করতে পারে?
উত্তর: প্রোবোসিস বা চোষকঅঙ্গ।
23. প্রোটোজোয়া ঘটিত একটি রোগের নাম লেখো।
উত্তর: ম্যালেরিয়া।
24. দিনের বেলা বাইরে বের হয় কোন্ মশা?
উত্তর: এডিস মশা।
25. নোংরা জলে ডিম পাড়ে কোন্ ধরনের মশা?
উত্তর: কিউলেক্স।
26. মশার লার্ভা খায় এমন দুটি মাছের নাম লেখো।
উত্তর: তেচোখা ও গাপ্পি।
27. ম্যালেরিয়া শব্দটির অর্থ কী?
উত্তর: ম্যালেরিয়া শব্দের অর্থ দূষিত বায়ু, Malus অর্থ-খারাপ, aria- অর্থ-বায়ু।
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:
1. রান্না ঘরে শাকসবজি; পেঁয়াজ, ফল এবং মাংস থাকলে কোন খাবারে আগে পচন ধরবে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: রান্না ঘরে শাকসবজি, পেঁয়াজ, ফল এবং মাংস থাকলে সবার আগে মাংসে পচন ধরবে।
রান্নাঘরের একই তাপমাত্রায় পেঁয়াজ, শাকসবজি, ফল এবং মাংস রাখলে মাংসের সবচেয়ে দ্রুত পচন ঘটে তার কারণ-ঘরের তাপমাত্রায় বাতাসের জলীয় বাষ্পে অসংখ্য ব্যাকটেরিয়া থাকে, এই সকল ব্যাকটেরিয়া প্রোটিন জাতীয় খাদ্যের প্রতি আকৃষ্ট হয় বেশি এবং দ্রুত সংক্রমণ ঘটায়। তুলনায় কমপ্রোটিনযুক্ত খাবারে সংক্রমণের সম্ভাবনা কম থাকায়, অন্যান্য খাদ্যদ্রব্যের তুলনায় মাংস দ্রুত পচতে শুরু করে।
2. উদাহরণসহ ব্যাকটেরিয়ার কয়েকটি উপকারী ভূমিকা আলোচনা করো।
অথবা, ব্যাকটেরিয়া উপকারও করে-ব্যাখ্যা করো।
উত্তর: ব্যাকটেরিয়ার উপকারিতা: (i) দই ও বিভিন্ন দুগ্ধজাত খাবার তৈরীতে ল্যাকটোব্যাসিলাস ব্যাকটেরিয়া সহায়তা করে। (ii) স্ট্রেপটো মাইসেস ব্যাকটেরিয়ার কয়েকটি প্রজাতি থেকে জীবনদায়ী নানান ওষুধ পাওয়া যায় (iii) গবাদি পশুর পাকস্থলীতে কিছু ব্যাকটেরিয়া বাস করে, যারা সেলুলোজ জাতীয় খাদ্য পরিপাক করতে সাহায্য করে। (iv) মানুষের শরীরের অন্ত্রে বাস করে কিছু উপকারী ব্যাকটেরিয়া যারা ভিটানি B₁₂ তৈরি করতে সাহায্য করে।
3. পাস্তুরাইজেশান (Pasteurzation) কাকে বলে? কোন বিজ্ঞানী এই পদ্ধতি প্রথম আবিষ্কার করেন? পাস্তুরাইজেশনের উপকারিতা লেখো।
উত্তর: • পাস্তুরাইজেশান: এই পদ্ধতিতে উচ্চ তাপমাত্রায় তরল খাদ্যের জীবাণু নাশ করে খাদ্যকে নির্দিষ্ট সময়ের জন্য সংরক্ষণ করা হয়।
• পাস্তুরাইজেশনের আবিষ্কারক: বিজ্ঞানী লুই পাস্তুর।
• পাস্তুরাইজেশনের উপকারিতা: (i) উত্তাপ প্রয়োগের মাধ্যমে খাদ্যবস্তু জীবাণুকে নাশ করা যায় (ii) খাদ্যের পচন রোধ করা সম্ভব দীর্ঘ সময়ের জন্য।
4. দুধের পাস্তুরাইজেশন কীভাবে করা হয়?
উত্তর: দুধকে 15-40 সেকেন্ডের জন্য 72°-75° সেন্টিগ্রেড বা 2 সেকেন্ডের জন্য 138° সেন্টিগ্রেড তাপমাত্রায় গরম করা হয়। দুধ ওই নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছোনোর পর প্রায় সঙ্গে সঙ্গেই দুধের তাপমাত্রা 3° সেন্টিগ্রেডের নীচে নামিয়ে আনা হয়। এভাবেই পাস্তুরাইজেশান প্রক্রিয়া সম্পন্ন হয়।
5. গোরু ও শুয়োরের দেহে কী কী পরজীবী থাকে? এরা কী কী রোগ ছড়ায়? অথবা, সংক্রামিত গোরুর, শুয়োরের মাংস খেলে মানুষের দেহে যে যে রোগ লক্ষণ দেখা যেতে পারে, তা লেখো।
উত্তর: গোরুর দেহে পরজীবী রূপে বাস করে, ফিতাকৃমি-টিনিয়া সাজিন্যাটা (Taenia Saginata)। শুয়োরের দেহে যে পরজীবীগুলি বাস করে সেগুলি হল-ফিতাকৃমি-টিনিয়া সোলিয়াম (Taenia solium) সংক্রামিত গোরুর মাংস খেয়ে যে রোগের লক্ষণ দেখা যায়: পেটে ব্যথা, ডায়ারিয়া, গা বমি ভাব, খাবারে অনীহা। সংক্রামিত শুয়োরের মাংস খেয়ে যে রোগের লক্ষণ দেখা যায়: মাথায় যন্ত্রণা, মাথা ঘোরা এমনকি কাঁপুনি দিয়ে জ্বরও হতে পারে।
6. স্যালমোনেলোসিস ও ক্যাম্পাইলো ব্যাকটেরিওসিস রোগগুলির জীবাণুর প্রকৃতি ও রোগগুলি কীভাবে সংক্রমিত হয় লেখো।
উত্তর: স্যালমোনেলোসিস: এটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। কাঁচা খাদ্য দ্রব্য সঠিকরূপে রান্না না করা হলে মাংস, পোলট্রি জাত খাবার থেকে এবং বর্জ্যবস্তুর সাহায্যে সালমোনেলোসিস রোগ সংক্রামিত হয়।
ক্যাম্পাইলো ব্যাকটেরিওসিস: এটি ব্যাকটেরিয়াঘটিত রোগ। সঠিক তাপমাত্রায় রান্না না করা খাদ্যবস্তু থেকে, পোলট্রিজাত দ্রব্য এবং পাস্তুরাইজ না করা দুধ থেকে কাম্পাইলোব্যাকটেরিওসিস সংক্রমিত হয়।
7. ছত্রাকের উপকারী ভূমিকা সম্পর্কে লেখো।
উত্তর: ছত্রাকের উপকারিতা: (i) পাঁউরুটি, চিজ, অ্যালকোহল জাতীয় পানীয় তৈরীতে ছত্রাকের সাহায্যে নেওয়া হয়ে থাকে। (ii) পেনিসিলিয়াম জাতীয় ছত্রাকের সাহায্যে অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি হয়। (iii) ইস্ট জাতীয় ছত্রাক দ্বারা বেকারি শিল্পে পাঁউরুটি তৈরি করতে সাহায্য করে।
৪. বটুলিজম (Botulism) কাকে বলে? এটি কীভাবে মানুষের ক্ষতি করে?
উত্তর: বটুলিজম: টিনবন্দি খাবারে ক্লসট্রিডিয়াম বটুলিনাম (Clostridium botulinum) নামক ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটলে খাদ্য টকগন্ধ যুক্ত ও পচনশীল হয়। একে বটুলিজম বলা হয়। বটুলিজমের ক্ষতিকারক প্রভাব: এই ধরনের বিষাক্ত খাবার গ্রহণ করলে, মানুষের বমিভাব, ডায়ারিয়া প্রভৃতি লক্ষণ দেখা যায়। এবং খাদ্য হজমে গন্ডগোল দেখা যায়।
9. খাবারে জীবাণুর সংক্রমণ বা পরজীবী রোগের হাত থেকে বাঁচতে কী কী করা যেতে পারে?
উত্তর: খাবারে জীবাণু সংক্রমণ বা পরজীবী রোগের হাত থেকে বাঁচাতে নিম্নলিখিত উপায় অবলম্বন করা যায়-
(i) কম তাপ মাত্রায় হিমঘরে খাদ্যসংরক্ষণ করে রাখলে খাদ্য দীর্ঘদিন পর্যন্ত গ্রহণযোগ্য থাকে। (ii) উচ্চ উত্তাপ প্রয়োগের দ্বারা খাদ্যস্থ জীবাণুকে নাশ করা যায়। (iii) টিনের কৌটোতে বা কাচের শিশিতে খাদ্যসংরক্ষণ করে রাখা যায়। (iv) বাড়ির রেফ্রিজারেটরে কাঁচা সবজি, মাংস মাছ, দুধ কিছুদিনের জন্য রেখে সংরক্ষণ করা যায়।
10. জীবাণু সংক্রমণের ফলে খাদ্য বিষক্রিয়ার কয়েকটি লক্ষণ লেখো।
উত্তর: জীবাণু সংক্রমণের বিষক্রিয়ার লক্ষণ:
(1) গা গোলানো, বমি ভাব (ii) পেটের যন্ত্রণা (iii) বারে বারে পাতলা মলত্যাগ (রক্ত যুক্ত অথবা রক্তহীন) (iv) দুর্বলতা (v) পেশি দৌর্বল্য।
11. খাবারের বিষক্রিয়া থেকে অসুস্থ হয়ে পড়েছে বুঝলে কী করবে?
উত্তর: (i) ডাক্তারের সাথে যোগাযোগের চেষ্টা করা হবে। (ii) বমিভাব, ডায়ারিয়ার মতো লক্ষণ দেখা দিলে ORS (Oral Rehydration Solution) দিয়ে সাময়িক অবস্থাকে সুস্থিত করার চেষ্টা করবো।
12. অ্যালার্জি (Allergy) কী? অ্যালার্জেন (Allergen) কী? দুটি অ্যালার্জেন-এর উদাহরণ দাও।
উত্তর: অ্যালার্জি: বিভিন্ন খাবারে থাকা প্রোটিন বা অন্য কোনো উপাদানের বিরুদ্ধে শরীরের ইমিউনতন্ত্র নানারকম প্রতিক্রিয়া দেখায়, দেহে যে অনৈচ্ছিক এবং অস্বাভাবিক প্রতিক্রিয়া সৃষ্টি হয় তাকে অ্যালার্জি বলে।
অ্যালার্জেন: যে সকল পদার্থ দেহে অ্যালার্জি সৃষ্টি করে তাকে অ্যালাজেন বলা হয়। অ্যালাজেনের প্রভাবে হাতে-পায়ে চাকা চাকা দাগ, চুলকানির মতো উপসর্গ দেখা দেয়।
অ্যালাজেনের উদাহরণ: চিংড়ি, বেগুন অথবা ফুলের রেণু, ধূলিকণা।
13. ভেজালবস্তু থেকে শারীরিক কী কী ক্ষতির সম্ভবনা থাকে?
উত্তর: ভেজাল খাদ্য গ্রহণ করলে দেহে নানান ক্ষতি সাধন হতে পারে, যেমন-প্যারালাইসিস, আরথ্রাইটিস, অন্ধত্ব, যকৃতের পীড়া, পেটের গণ্ডগোল, ক্যানসার প্রভৃতি।
(i) শিয়ালকাঁটা বীজের তেল 2-3 মাস ধরে গ্রহণ করলে ড্রপসি বা শোথরোগ দেখা দিতে পারে।
(ii) র্যানসিড তেল ভিটামিন A, D শোষণে বাধা দেয় এবং অন্ধত্ব ও রিকেট রোগ সৃষ্টি করে।
(iii) শাকসবজির কৃত্রিম রং ফুসফুস, যকৃত, জনন অঙ্গে ক্যানসার সৃষ্টি করে।
14. PFA Act কাকে বলে?
উত্তর: ভারত সরকার খাদ্যে ভেজাল মেশানো রোধ করার জন্য The Prevention of Food Adulteration Act সংক্ষেপে PFA আইন প্রচলন করেন। এটি 1954 সালে তৈরি হয়। যার বিধি অনুসারে না চললে অর্থাৎ খাবারে খারাপ কিছু মেশালে, নোংরা পচা খাবার দিলে খাদ্যবস্তুকে ভেজাল বলে গণ্য করা হয়। ফলে ভেজালকারীদের নির্দিষ্ট শাস্তিবিধানের ব্যবস্থা করে থাকে ভারত সরকার।
15. হাইপোথারমিয়া (Hypothermia) কী?
উত্তর: সমুদ্রজলে ভাসমান তেল, জলদূষণ ঘটায় এবং পাখির পালকে, ডানায় জড়িয়ে যাওয়ার ফলে পাখি ওড়ার ক্ষমতা হারায়। পালকের জলরোধী ক্ষমতা (Insulation) বিনষ্ট হয়। ফলে জলের সংস্পর্শে পাখিদের শারীরিক উষ্ণতা হ্রাস পায় এবং পাখিরা মারা যায়। এই অবস্থাকে হাইপোথারমিয়া (Hypothermia) বলে।
শূন্যস্থান পূরণ করো:
1. আঘাতপ্রাপ্ত রোগাক্রান্ত বিভিন্ন অঙ্গের ছবি তুলতে______ রশ্মি ব্যবহার করা হয়।
উত্তর: এক্স
2. এক লিটার জলে_____ মিলিগ্রাম বা তার বেশি মাত্রায়
আর্সেনিক থাকলে তা দূষিত।
উত্তর: 0-05
3. জাপানের মিনামাটা শহরে _______ সালে চিসো
কর্পোরেশন একটা কারখানা খোলে।
উত্তর: 1908
4._______ বলতে দৈহিক, মানসিক এবং সামাজিক সুস্থতাকে বোঝায়, কেবল নীরোগ অবস্থা নয়।
উত্তর: স্বাস্থ্য
5. ______ মানবসম্পদের স্বাস্থ্য নিয়ে গবেষণা করে।
উত্তর: WHO
6. দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্ত শিশুদের জরুরিকালীন খাদ্য এবং স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্যই____ সংস্থাটি গঠিত হয়।
উত্তর: UNICEF
সত্য অথবা মিথ্যা নির্ণয় করো:
1. 1 লিটার জলে 0.05 মিলিগ্রাম বা তার বেশি মাত্রায় আর্সেনিক থাকলে সেই জল খাওয়া উচিত নয়।
উত্তর: সত্য
2. পানীয় জলে বেশি ফ্লুরাইড থাকলে দাঁত ও হাড়ের নানান সমস্যা দেখা যায়।
উত্তর: সত্য
3. ফ্লুরাইডের প্রভাবে হাতের তালুতে খসখসে উঁচু উঁচু ছোপ দেখা যায়।
উত্তর: মিথ্যা
4. ডেন্টাল ফ্লুয়োরোসিস রোগটি ক্লোরিন দূষণ-এর সঙ্গে জড়িত।
উত্তর: মিথ্যা
5. মিনামাটা রোগে দেহ ধনুকের মতো বেঁকে যায়।
উত্তর: সত্য
6. জন্মগত ত্রুটিও মানসিক সমস্যার কারণ হতে পারে।
উত্তর: সত্য
7. ডান-বাম চিনতে না পারার কারণ হল অটিজম।
উত্তর: মিথ্যা
Editing By:- Lipi Medhi