হাওয়ার গান
👉Online MCQs Test
👉Download Books PDF
👉Paid Answer (For Membership User)
হাতে কলমে-র উত্তরপত্র
১. নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
১.১ বুদ্ধদেব বসু রচিত দুটি কাব্যগ্রন্থের নাম লেখো।
উত্তর : কবি বুদ্ধদেব বসু প্রণীত দুটি কাব্যগ্রন্থ হল-
১. বন্দির বন্দনা : ১৯৩০ খ্রিস্টাব্দ।
২. কঙ্কাবতী : ১৯৩৭ খ্রিস্টাব্দ।
১.২. তিনি কোন্ পত্রিকায় সম্পাদনা করতেন?
উত্তর: কবি বুদ্ধদেব বসু 'কবিতা' পত্রিকা সম্পাদনা করতেন।
২. নীচের প্রশ্নগুলির একটি দুটি বাক্যে উত্তর দাও:
২.১ দুর্বার ইচ্ছায় হাওয়া কী কী ছুঁয়ে গেছে?
উত্তর: রবীন্দ্র-পরবর্তী কবি বুদ্ধদেব বসুর 'হাওয়ার গান' কবিতায় হাওয়ার 'দুর্বার ইচ্ছা' হল নিজস্ব একটি বাসস্থান পাওয়া। এই দুর্বার ইচ্ছায় তারা বারংবার 'পৃথিবীর সব জল, সব তীর ছুঁয়ে' গিয়েছে।
২.২ তার কথা হাওয়া কোথায় শুধায়?
উত্তর: কবি বুদ্ধদেব বসু প্রণীত 'হাওয়ার গান' কবিতায় কবি জানিয়েছেন, হাওয়াদের কোনো বাড়ি নেই। তাই 'তারা শুধু কেঁদে মরে বাইরে।' হাওয়া তার বাসস্থানের কথা জানার জন্যে জল-স্থল, নগর, বন্দর, অরণ্য, প্রান্তর, শূন্য তেপান্তর সর্বত্রই গিয়েছে। যদিও কেউ তার বাসস্থানের সন্ধান দিতে পারেনি।
২.৩ মাস্তুলে দীপ জ্বলে কেন?
উত্তর: কবি বুদ্ধদেব বসু 'হাওয়ার গান' কবিতায় মাস্তুলে দীপ জ্বলার প্রসঙ্গ এনেছেন। গভীর অন্ধকারের মধ্যে দিয়ে জাহাজকে দীর্ঘ পথ চলতে হয়। তাই মাস্তুলে দীপ জ্বালাতে হয়। না হলে অন্ধকারে পথ চলা অসম্ভব।
২.৪ পার্কের বেঞ্চিতে আর শার্সিতে কাদের উপস্থিতির চিহ্ন রয়েছে?
উত্তর: কবি বুদ্ধদেব বসুর 'হাওয়ার গান' কবিতায় পার্কের বেঞ্চিতে ঝরা পাতা এবং শার্সিতে কেঁপে ওঠা দেয়ালের পঞ্জরে হাওয়ার উপস্থিতির চিহ্ন রয়েছে।
২.৫ নিশ্বাস কেমন করে বয়ে গেছে?
উত্তর: কবি বুদ্ধদেব বসু প্রণীত 'হাওয়ার গান' কবিতায় স্থায়ী বাসস্থান না থাকার ব্যথায় হাওয়ার নিঃশ্বাস সারা দিন রাত বুক-চাপা কান্নায় উত্তাল ও অস্থিরভাবে বয়ে যায়।
৩. নীচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো:
৩.১ হাওয়ার চোখে ঘরের যে ছবি পাওয়া যায়, তা কবিতা অনুসরণে লেখো।
উত্তর:
৩.২ সমুদ্রের জাহাজের চলার বর্ণনা দাও।
উত্তর:
৩.৩. পৃথিবীর কোন্ কোন্ অংশে হাওয়া ঘুরে বেড়ায় লেখো।
উত্তর: বুদ্ধদেব বসু দেখেছেন 'হাওয়াদের বাড়ি নেই'। তাই 'তার শুধু কেঁদে মরে বাইরে'। বিরামহীন পথ চলায় হাওয়া পৃথিবীর সমস্ত স্থলভূমি, জলভূমি, নদী, সমুদ্রতীর, পাহাড়-পর্বত, বন্দর, নগর, অরণ্য, তেপান্তর সর্বত্র ঘুরে বেড়ায়। কিন্তু কোথাও সে ঘরের পথ দেখতে পায়নি। ঘুরে বেড়ানোই তার সার হয়েছে।
৪. নীচের প্রশ্নগুলির উত্তর বিশদে লেখো:
৪.১ হাওয়াদের কী নেই? হাওয়ারা কোথায় কীভাবে তার খোঁজ করে?
উত্তর:
৪.২ 'চিরকাল উত্তাল তাই রে'- কে চিরকাল উত্তাল? কেন সে চিরকাল উত্তাল হয়ে রইল?
উত্তর:
৪.৩ কবিতাটির নাম 'হাওয়ার গান' দেওয়ার ক্ষেত্রে কী কী যুক্তি কবির মনে এসেছিল বলে তোমার মনে হয়?
উত্তর:
৫. নীচের পঙ্ক্তিগুলির মধ্যে ক্রিয়াকে চিহ্নিত করো এবং অন্যান্য শব্দগুলির সঙ্গে তার সম্পর্ক দেখাও।
৫.১ ঘরে ঘরে জ্বলে স্বপ্নের মৃদু মোম
উত্তর: ক্রিয়া- জ্বলে যায় ঘরে ঘরে- অধিকরণ কারক মোম- কর্মকারক
৫.২ আধাঁরে জাহাজ চলে
উত্তর: ক্রিয়া- চলে জাহাজ- কর্তৃকারক আঁধার- অধিকরণ কারক
৫.৩ শার্সিতে কেঁপে-ওঠা দেয়ালের পঞ্জর
উত্তর: ক্রিয়া- কেঁপে ওঠে পঞ্জর- কর্তৃকারক শার্সিতে- অধিকরণ কারক
৫.৪ অকূল অন্ধকারে ফেটে পড়ে গর্জন
উত্তর: ক্রিয়া- ফেটে পড়ে অন্ধকারে- অধিকরণ কারক গর্জন- কর্তৃকারক
৬. 'বন্দর, বন্দর নগরের ঘন ভিড়'-পঙ্ক্তিটির প্রথমে একই শব্দ দু-বার ব্যবহার করা হয়েছে। এই রকম আরও চারটি পঙ্ক্তি উদ্ধৃত করো। কবিতার ক্ষেত্রে এই ধরনের শব্দ ব্যবহারের কৌশল অবলম্বনের কারণ কী?
উত্তর:
৭. ধ্বনি পরিবর্তনের দিক থেকে শূন্য অংশগুলি পূর্ণ করো:
উত্তর:
চন্দ্র > চন্ন > চাঁদ
রাত্রি > রাত্তির
পঞ্জর > পাঁজর
৮. 'হাওয়ার গান' কবিতায় ব্যবহৃত পাঁচটি ইংরেজি শব্দ লেখো। এই শব্দগুলির বদলে দেশি/বাংলা শব্দ ব্যবহার লকরে পঙ্ক্তিগুলি আবার লেখো।
উত্তর :
উত্তর পেতে সদস্যপদ প্রয়োজন
Paid Answer ink (Membership User)
0 Comments