কী করে বুঝব
হাতেকলমে-র উত্তরপত্র
১. নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
১.১ আশাপূর্ণা দেবীর লেখা দুটি উপন্যাসের নাম লেখো।
উত্তর: একালের প্রতিষ্ঠিত সুলেখিকা আশাপূর্ণা দেবীর লেখা দুটি উপন্যাস হল-
১. প্রথম প্রতিশ্রুতি
২. সুবর্ণলতা
১.২ আশাপূর্ণা দেবী তাঁর সাহিত্যকৃতির জন্য কোন্ কোন্ বিশেষ পুরস্কার লাভ করেন?
উত্তর : আশাপূর্ণা দেবী তাঁর সাহিত্যকৃতির জন্য রবীন্দ্র পুরস্কার, সাহিত্য আকাদেমি পুরস্কার, লীলা পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার, একাধিক বিশ্ববিদ্যালয়ের ডি. লিট এবং নানা সরকারি খেতাবে ভূষিত হয়েছেন।
২. একটি বাক্যে উত্তর দাও :
২.১ বুকু কোথায় বসে খেলা করছিল?
উত্তর: আশাপূর্ণা দেবীর 'কী করে বুঝব' গল্পে ছ'বছরের বালক বুকু বাড়ির বাইরের রোয়াকে বসে খেলা করছিল।
২.২ রিকশা থেকে কারা নামলেন?
উত্তর: একালের প্রখ্যাত লেখিকা আশাপূর্ণা দেবীর 'কী করে বুঝব' গল্পে রিকশা থেকে দুটি বেজায় মোটাসোটা ভদ্রমহিলা আর বুকুর বয়সেরই এক ছেলে নেমেছিল।
২.৩ ডাম্বল আলমারি ভেঙে কার বই নামিয়েছিল?
উত্তর : আশাপূর্ণা দেবীর 'কী করে বুঝব' গল্পে ডাম্বল আলমারি ভেঙে বুকুর সেজোকাকার বই নামিয়েছিল।
২.৪ বুকুর মা-র কী কেনা ছিল?
উত্তর: আশাপূর্ণা দেবীর লেখা 'কী করে বুঝব' গল্পে বুকুর মা-র সিনেমার টিকিট কেনা ছিল।
২.৫ বুকু আর বুকুর সেজো খুড়িমা অতিথিদের জন্যে কী কী খাবার নিয়ে আসে?
উত্তর: আশাপূর্ণা দেবীর লেখা 'কী করে বুঝব' গল্পে বুকু আর বুকুর সেজো খুড়িমা অতিথিদের জন্যে চা, শিঙাড়া, নিমকি, বড়ো বড়ো রাজভোগ, ভালো ভালো সন্দেশ নিয়ে আসেন।
২.৬ বুকু কোন্ স্কুলে ভরতি হয়েছিল?
উত্তর: আশাপূর্ণা দেবীর লেখা 'কী করে বুঝব' গল্পে বুকু 'আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান'-এ ভরতি হয়েছিল।
৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :
৩.১ বুকু খেলতে খেলতে তাকিয়ে অবাক হয়ে যায় কেন?
উত্তর: আশাপূর্ণা দেবীর 'কী করে বুঝব' গল্পে বুকু বাড়ির বাইরে রোয়াকে বসে খেলতে খেলতে দেখতে পেল একটা রিকশাগাড়ি তাদের বাড়ির সামনে এসে থামল। আর রিকশা থেকে দুটি বেজায় মোটাসোটা ভদ্রমহিলা আর তারই বয়সি কিন্তু মোটাসোটা একটি ছেলে নামল। রিকশাগাড়ির সামান্য পরিসরের মধ্যে কীভাবে এরা তিনজন বসেছিলেন- এটা ভেবে বুকু অবাক হয়ে যায়।
৩.২ 'সিঁড়ি ভেঙে আর উঠতে পারব না বাবা'- কারা এ কথা বলেছেন ? তাঁরা সিঁড়ি ভেঙে উঠতে পারবেন না কেন?
উত্তর:
৩.৩ 'ও কী! কান্ড করেছ তুমি'-কে, কী কাণ্ড করেছে?
উত্তর:
৩.৪ বুকু অবাক হয়ে ফ্যালফেলিয়ে মায়ের মুখের দিকে তাকিয়েছিল কেন?
উত্তর:
৩.৫ 'ছেলের কথা শুনেই বুকুর মা-র মাথায় বজ্রাঘাত'- ছেলের কথা শুনে বুকুর মা-র মাথায় বজ্রাঘাত হল কেন?
উত্তর:
৩.৬ ডাম্বলকে ইস্কুলে ভরতি করা হয়নি কেন?
উত্তর:
৩.৭ 'কে জানে পাগলা-টাগলা হয়ে যাবে নাকি'-কার সম্পর্কে এই মন্তব্য করা হয়েছে? এমন সন্দেহের কারণ কী?
উত্তর:
৩.৮ 'দুজনে মিলে চেঁচান, 'বল, বল কেন ওসব বললি?' -বুকু কেন ওসব বলেছিল?
উত্তর:
৪. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় উত্তর দাও:
৪.১ গল্পে বুকুর আচরণ তাঁর মাকে অতিথিদের সামনে অস্বস্তিতে ফেলেছিল। বুকুর এই আচরণ কি তুমি সমর্থন করো? বুকু কেন অমন আচরণ অতিথিদের সামনে করেছিল?
উত্তর:
৪.২ বাড়িতে অতিথি এলে তাঁদের সঙ্গে কেমন আচরণ করা উচিত সে সম্পর্কে বন্ধুকে একটি চিঠি লেখো।
উত্তর :
৪.৩। 'কী করে বুঝব, আসলে কী করতে হবে'- গল্পে বুকু এই কথা বলেছিল। -আসলে কী করা উচিত বলে তোমার মনে হয়?
উত্তর :
৪.৪ গল্পে দুটি ছোটো ছেলের কথা পড়লে-বুকু আর ডাম্বল। দুজনের প্রকৃতিগত মিল বা অমিল নিজের ভাষায় লেখো।
উত্তর:
৪.৫ গল্পটি পড়ে বুকুর প্রতি তোমার সমানুভূতির কথা ব্যক্ত করে একটি অনুচ্ছেদ রচনা করো।
উত্তর:
৫. একই অর্থযুক্ত শব্দ গল্প থেকে খুঁজে নিয়ে লেখো: সংবাদ, পুস্তক, সন্তুষ্ট কোমল, আপ্যায়ন।
উত্তর:
সংবাদ- খবর,
কোমল- মোলায়েম,
পুস্তক- বই,
সন্তুষ্ট- প্রসন্ন,
আপ্যায়ন- অভ্যর্থনা।
৬. নীচের শব্দগুলি সন্ধি বিচ্ছেদ করো: ইত্যবসরে, বজ্রাঘাত, ব্যাকুল, নিশ্চয়, রান্না, দুরন্ত, সন্দেশ
উত্তর:
১. ইত্যবসরে : ইতি + অবসরে
২. বজ্রাঘাত : বজ্র + আঘাত
৩. ব্যাকুল : বি + আকুল
৪. নিশ্চয়ঃ নিঃ + চয়
8. রান্না : রাঁধ + না
৫. দুরন্ত : দুঃ + অন্ত
৬. সন্দেহ : সম্ + দেহ
৭. নীচের শব্দগুলির কোল্টি বিশেষ্য এবং কোল্টিন্ট বিশেষণ খুঁজে নিয়ে লেখো। এরপরর বিশেষ্যগুলির বিশেষণের রূপ এবং বিশেষণগুলির বিশেষ্যের রূপ লেখো: মন, শিক্ষা, অবস্থা, গম্ভীর, শাসন, শয়তান, লাল, সর্বনেশে, ঘর, সুন্দর, মুখ, কথা, হ্যাংলা।
উত্তর:
১. মন: বিশেষ্য মানসিক: বিশেষণ
২. শিক্ষা: বিশেষ্য শিক্ষিত: বিশেষণ
৩. অবস্থা: বিশেষ্য অবস্থিত: বিশেষণ
৪. গম্ভীর: বিশেষণ গাম্ভীর্য: বিশেষ্য
৫. শাসন: বিশেষ্য শাসিত: বিশেষণ
৬. শয়তান: বিশেষণ শয়তানি বিশেষ্য
৭. লাল: বিশেষণ লালিমা: বিশেষ্য
৮. সর্বনেশে বিশেষণ সর্বনাশ: বিশেষ্য
৯. ঘর: বিশেষ্য ঘরোয়া: বিশেষণ
১০. সুন্দর: বিশেষণ সৌন্দর্য: বিশেষ্য
১১. দুরন্ত : বিশেষণ দুরন্তপনা: বিশেষ্য
১২. মুখ: বিশেষ্য মৌখিক: বিশেষণ
১৩. কথা: বিশেষ্য কথ্য: বিশেষণ
১৪. হ্যাংলা: বিশেষণ হ্যাংলামো: বিশেষ্য
৮. নীচের প্রতিটি উপসর্গ দিয়ে পাঁচটি করে নতুন শব্দ তৈরি করে লেখো: অ, বি, বে, আ, প্র, অব।
উত্তর:
অ : অসময়, অচেনা, অজানা, অফুরন্ত, অজেয়।
বি : বিবাদ, বিমুখ, বিদেশ, বিপুল, বিক্ষোভ।
বে : বেকায়দা, বেনিয়ম, বেধড়ক, বেহায়া, বেহাল।
আ : আহার, আরাম, আদায়, আপন, আগমন।
প্র : প্রচার, প্রকাশ, প্রসাদ, প্রবাদ, প্রকৃষ্ট।
অব: অবদান, অবধান, অবসর, অবসর, অবনত।
৯. সমোচ্চারিত/প্রায় সমোচ্চারিত ভিন্নার্থক শব্দগুলির অর্থ লিখে আলাদা আলাদা বাক্যরচনা করো:
উত্তর:
আসা: আগমন- তোমার আসা নিয়ে আমি আশায় আছি।
আশা : আকাঙ্ক্ষা- আমি আশা করি তুমি ভুল বুঝবে না।
মার: প্রহার- মার দিয়ে শেষে হার স্বীকার করতে হল।
মাড়: মণ্ড- শাড়িতে প্রচণ্ড মাড় থাকায় পরা গেল না।
সোনা : স্বর্ণ- সোনার গহনা পরে বনগাঁ লোকালে ওঠা বিপদ।
শোনা: শ্রবণ- আমার কথা কি শোনার প্রয়োজন নেই?
মাস: সময় নির্দেশক- মাসাধিক হয়ে গেল তোমার খবর পাইনি।
মাষ: শস্য বিশেষ- মাষকলাই চাষ করে এতটা লাভ হয়েছে।
হাড়: অস্থি- খেলতে গিয়ে আমার পায়ের হাড়ে চিড় ধরেছে।
হার: গলায় পরার গয়না- হার মানা হার পরাবো তোমার গলে।
জ্বালা: যন্ত্রণা অর্থে- পুড়ে গিয়ে হাতটা জ্বালা করছে।
জালা: মাটির বড়ো পাত্র- এক জালা জল তোলা আছে।
১০. এই গল্পে অজস্র শব্দদ্বৈত ব্যবহৃত হয়েছে/শব্দগুলি গল্প থেকে খুঁজে নিয়ে লেখো: (দুটি শব্দ খুঁজে দেওয়া হলো) খুকখুক, তোড়জোড়।
উত্তর: হালকা-হালকা, ড্যাবড্যাব, গমগম, হইহই, গাদাগাদা, কাঁদোকাঁদো, ঝঝন, ভালো ভালো, বেছে বেছে, ফ্যাল ফ্যাল, শুধু শুধু, পিছন পিছন।
১১. নীচের বাক্যগুলি থেকে সংখ্যাবাচক/পূরণবাচক শব্দ খুঁজে নিয়ে বার করো:
১১.১ মা তো সেই তিনতলার ছাতে।
উত্তর: তিনতলার।
১১.২ দুই বোনের দুই দু-গুণে চারটি চোখ কপালে উঠে গেছে।
উত্তর: দুই, চার।
১১.৩ সাত বছরের ছেলের ইস্কুলের মাইলে সাত টাকা।
উত্তর: সাত।
১১.৪ নিজেই তো দুপুরবেলা একশো বার করে বললে- সবসময় সত্যি কথা বলবি।
উত্তর: একশো।
১২. নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো :
১২.১. বুকু ছুটে ওপরে চলে যায়। (জটিল বাক্যে)
উত্তর: বুকু ছুটে যেখানে যায় তা হল ওপরে।
১২.২. ছেনুমাসি আর অন্যটির নাম বেণুমাসি। (সরল বাক্য)
উত্তর: দুজনের নাম হল ছেনুমাসি আর বেণুমাসি।
১২.৩. যত বড়ো হচ্ছে তত যেন যা-তা হয়ে যাচ্ছে। (যৌগিক বাক্যে)
উত্তর: বড়ো হচ্ছে এবং যেন যা-তা হয়ে যাচ্ছে।
১২.৪. ছেলের কথা শুনেই বুকুর মা-র মাথায় বজ্রাঘাত। (জটিল বাক্যে)
উত্তর: যেই ছেলের কথা শুনলো অমনি বুকুর মা-র মাথায় বজ্রাঘাত।
১৩. পাকা, মাথা- এই শব্দগুলির প্রত্যেকটিকে দুটি আলাদা অর্থে ব্যবহার করে বাক্য লেখো।
উত্তর :
পাকা : পক্ক- পাকা আমের গন্ধে চারিদিক ভরে আছে
পাকা: দক্ষ- তিনি বিজ্ঞানে ভীষণ পাকা। সকাল থেকে মাথা ধরেছে।
মাথা : অঙ্গবিশেষ- মাথা : প্রধান- সমীরবাবু আমাদের গ্রামের মাথা।
উত্তর পেতে সদস্যপদ প্রয়োজন
Paid Answer Link (Membership User)
0 Comments