Chapter--23 

স্বাদেশিকতা

---------------------


    👉Online MCQs Test

    👉Download Books PDF

    👉Paid Answer (For Membership User)

Very Short Question Answer

1. জ্যোতিদার উদ্যোগে আমাদের একটি সভা হইয়াছিল।

উত্তর: আমাদের।

2. ইহাতেই সকলের রোমহর্ষণ হইত।

উত্তর: ইহাতেই, সকলের।

3. সেখানে তাহার গতি অত্যন্ত অদ্ভুত এবং পরিণাম অভাবনীয়

উত্তর: তাহার।

4. সমস্ত অনুষ্ঠান রহস্যে আবৃত ছিল।

উত্তর: ছিল।

5. ইহাতে সকলের রোমহর্ষণ হইত।

উত্তর: হইত।

6. আজ আমরা হাসিতেছি।

উত্তর: হাসিতেছি।

7. একটা গভীর শ্রদ্ধা আছে।

উত্তর: আছে।

8. অর্বাচীনও এই সভার সভ্য ছিল।

উত্তর: ছিল।

9. সেই ধাক্কাটা সামলাইবার চেষ্টা করিয়াছি।

উত্তর: পুরাঘটিত বর্তমান।

10. তিনি ভ্রুক্ষেপ মাত্র করিতেন না।

উত্তর: নিত্যবৃত্ত অতীত।

11. একটা গভীর শ্রদ্ধা আছে।

উত্তর: সামান্য বর্তমান

12. অহরহ উৎসাহে যেন আমরা উড়িয়া চলিতাম।

উত্তর: সামান্য অতীত।

13. তিনি এমন একটা আপস করিবার চেষ্টা করিলেন।

উত্তর: সামান্য অতীত।

14. এমন লোক নিশ্চয়ই বিরল। 

উত্তর: এমন লোক বেশি নেই।

15. বেশি-কিছুই প্রয়োজন ছিল না। 

উত্তর: বেশি-কিছুই কি প্রয়োজন ছিল? 

16. ওটার প্রতি মানুষের একটা গভীর শ্রদ্ধা আছে।

উত্তর: ওটার প্রতি মানুষের যা আছে, তা হলো একটা গভীর শ্রথা 

17. তাহা কঠোর ট্রাজেডিতে পরিণত হইতে পারিত। 

উত্তর: তাহা কঠোর ট্রাজেডিতে পরিণত না হইয়া পারিত না 

18. পায়জামাও প্রসন্ন হইল না। 

উত্তর: পায়জামাও অপ্রসন্ন হইল।

19. "ওটার প্রতি মানুষের একটা গভীর শ্রদ্ধা আছে।"-'ওটা' বলতে কী বোঝানো হয়েছে? 

উত্তর: 'ওটা' বলতে বীরত্বের প্রসঙ্গ বোঝানো হয়েছে।


Short Question Answer

1. "জ্যোতিদাদার উদ্যোগে আমাদের একটি সভা হয়েছিল।” -'জ্যোতিদাদা' কে?

উত্তর : উদ্ধৃত প্রশ্নে 'জ্যোতিদাদা' হলেন-রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা ও দেবেন্দ্রনাথ ঠাকুরের পঞ্চম পুত্র জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। ইনি হলেন একই সঙ্গে একজন নাট্যকার, সুরকার, সম্পাদক ও চিত্রশিল্পী।

2. জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে যে সভা হয়েছিল সেই সভার সভাপতি কে ছিলেন?

উত্তর: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে যে সভা হয়েছিল সেই সভার সভাপতি ছিলেন রাজনারায়ণ বসু।

3. "ইহাতেই সকলের রোমহর্ষণ হইত।"-'ইহাতেই' বলতে কী বোঝানো হয়েছে?

উত্তর: 'ইহাতেই' বলতে বোঝানো হয়েছে বুদ্ধ দ্বারের অন্ধকার ঘরের মধ্যে বসে ঋকমন্ত্রে দীক্ষিত হয়ে চুপিচুপি কথা বলা। অর্থাৎ স্বাদেশিকের সভা অনুষ্ঠিত হত রহস্যে আবৃত হয়ে।

4. "এই সভায় আমাদের প্রধান কাজ"-'প্রধান কাজ'টি কী?

উত্তর: এখানে প্রধান কাজ বলতে রবীন্দ্রনাথ ঠাকুর বুঝিয়েছেন-স্বদেশি আন্দোলনের উত্তেজনার আগুন পোহানো।

5. "সেই ধাক্কাটা সামলাইবার চেষ্টা করিয়াছি?"- কীভাবে সামলানোর চেষ্টা করা হয়েছে? 

উত্তর: সভা করে, বাক্যালাপ করে, গান গেয়ে সেই ধাক্কাটা সামলানোর চেষ্টা করা হয়েছে।

6. "তাহা কঠোর ট্র্যাজেডিতে পরিণত হইতে পারিত।"- 'ট্র্যাজেডি' কথার অর্থ কী?

উত্তর: ট্র্যাজেডি কথার অর্থ হল গুরুগম্ভীর ঘটনার আদ্য-মধ্য- অন্ত্য সম্বলিত কোনো কাহিনি। অ্যারিস্টটল ট্র্যাজেডিকে বলেছেন, 'of an action that is serious)'

7. "নানা প্রকারের নমুনা উপস্থিত করিতে আরম্ভ করিলেন।"- কীসের নমুনার কথা বলা হয়েছে?

উত্তর: সর্বজনীন পরিচ্ছদ কেমন হতে পারে সে বিষয়ে নানা প্রকারের নমুনা উপস্থিত করতে আরম্ভ করেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর।

8. "এরূপ সর্বজনীন পোশাকের নমুনা"-সর্বজনীন পোশাকের নমুনাটি কেমন?

উত্তর: পায়জামার উপর একখণ্ড কাপড় পাট করে একটা স্বতন্ত্র কৃত্রিম মালকোঁচা জুড়ে দিয়েছিলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। সোলার টুপির সঙ্গে পাগড়ির সঙ্গে মিশেল করে এমন একটি পদার্থ তৈরি করেছিলেন, যা উৎসাহী লোকজন শিরোভূষণ করেছিলেন। এখানে সেই বিষয়ের কথা বলা হয়েছে।

9. "সকলেই অবাক হইয়া তাকাইত।"-কাকে দেখে সবাই অবাক হয়ে তাকাত?

উত্তর: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরকে দেখে সবাই অবাক হয়ে তাকাত।



EDITING BY--Liza Mahanta