Chapter --28
ভয় কি মরণে
------------------
👉Online MCQs Test
👉Download Books PDF
👉Paid Answer (For Membership User)
Short Question Answer
1. "ভয় কি মরণে"- কবি একথা বলেছেন কেন?
উত্তর : স্বাধীনতা আন্দোলন করতে গেলে মৃত্যুকে ভয় পেলে চলবে না। যত বিপর্যয় আসুক না কেন এগিয়ে যেতে হবে। তাই কবি একথা বলেছেন।
2. "মাতঙ্গী মেতেছে আজ"-মাতঙ্গী বলতে কাকে বোঝানো হয়েছে?
উত্তর : 'মাতঙ্গী' কথার সাধারণ অর্থ হলো-হস্তিনী। কিন্তু চারণকবি মুকুন্দদাস এখানে 'মাতঙ্গী' বলতে দশ মহাবিদ্যার একটি রূপকে স্মরণ করেছেন।
3. "ভূত পিশাচ নাচে"-একথা বলার কারণ কী?
উত্তর : দেবী দুর্গা যেমন অসুর বধ করার জন্যে ভয়ংকরী মূর্তি ধারণ করেছিলেন; এখানে তেমন মূর্তি কল্পনা করা হয়েছে। অর্থাৎ স্বয়ং দেশজননী যেন মহাবিদ্যার রূপে উপস্থিত হয়েছেন।
4. "হও রে আগুয়ান।”- কাদের এগিয়ে আসার কথা বলা হয়েছে?
উত্তর : হিন্দু-মুসলমান নির্বিশেষে সমস্ত পরাধীন মানুষকে এগিয়ে আসার কথা বলা হয়েছে।
5. "আর কি দানব থাকিবে বঙ্গে।”- কবি কাদের দানব বলেছেন?
উত্তর: অত্যাচারী ইংরেজদের কবি মুকুন্দদাস 'দানব' বলে চিহ্নিত করেছেন।