Chapter--29

শিকল-পরার গান

--------------------

    👉Online MCQs Test

    👉Download Books PDF

    👉Paid Answer (For Membership User)


Short Question Answer

1. ভয়-দেখানো ভূতের মোরা করব সর্বনাশ। (জটিল বাক্যে) 

উত্তর: যারা ভয় দেখানো ভূত, তাদের আমরা সর্বনাশ করব।

2.মোরা ফাঁসি পরে আনব হাসি মৃত্যুজয়ের ফল। (যৌগিক বাক্যে) 

উত্তর: মোরা ফাঁসি পরব এবং মৃত্যুজয়ের ফলস্বরূপ হাসি আনব। 

3.তোদের বন্ধ কারায় আসা মোদের বন্দিতে নয়। (চলিত গদ্যে) 

উত্তর: আমরা বন্দি হতে তোদের বন্ধ কারায় আসিনি।

4.তোমরা বন্ধ ঘরের বন্ধনীতে করছ বিশ্বগ্রাস। 

উত্তর: তোমরা সর্বনাম, বন্ধ-বিশেষণ, ঘর-বিশেষ্য, বন্ধনী-বিশেষ্য, করছ-ক্রিয়া, বিশ্বগ্রাস-বিশেষ্য।

5.মোরা ফাঁসি প'রে আনব হাসি মৃত্যুঞ্জয়ের ফল। 

উত্তর: মোরা-সর্বনাম, ফাঁসি-বিশেষ্য, প'রে-ক্রিয়া, আনব-ক্রিয়া, হাসি-বিশেষ্য, মৃত্যুঞ্জয়-বিশেষ্য, ফল- বিশেষ্য। 

6. এবার আনব মাভৈঃ-বিজয়-মন্ত্র বলহীনের বল।

উত্তর: এবার-অব্যয়, আনব-ক্রিয়া, মাভৈঃ- বিশেষণ, বিজয়-মন্ত্র-বিশেষ্য, বলহীন-বিশেষণ, বল-বিশেষ্য

7. কবি কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন?

উত্তর : কাজী নজরুল ইসলাম পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার অন্তর্গত চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।

8. তিনি কী কী ধরনের গানের রচয়িতা?

উত্তর : কবি কাজী নজরুল ইসলাম রাগপ্রধান, ভক্তিগীতি, গজল, লোকগীতি, দেশাত্মবোধক, হাস্যকৌতুক, প্রেম-বিরহ পর্যায় প্রভৃতি নানা ধরনের গানের রচয়িতা। তবে তাঁর অধিকাংশ জনপ্রিয় গান দেশাত্মবোধক।

9.'শিকল-পরা ছল' বলতে কবি প্রকৃতপক্ষে কী বোঝাতে চেয়েছেন?

উত্তর : কবি কাজী নজরুল ইসলাম 'শিকল-পরা ছল' বলতে প্রকৃতপক্ষে পরাধীন ভারতবর্ষে মুক্তকামী মানুষের কারাবরণকে বোঝাতে চেয়েছেন। শিকল পরার ছলনার মধ্যে দিয়েই তারা মাতৃভূমির শৃঙ্খল-মোচন করতে চায়।

10."ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন-ভয়"- 'বাঁধন-ভয়' ক্ষয় করতে কারা কোথায় এসেছে?

উত্তর: কাজী নজরুল ইসলামের 'শিকল-পরার গান' কবিতায় পরাধীন ভারতবাসীরা বন্দি হওয়ার ভয় অর্থাৎ 'বাঁধন-ভয়' ক্ষয় করতে এসেছে।

11.'মুক্তি-পথের অগ্রদূতের চরণ-বন্দনা' কীভাবে রচিত হয়?

উত্তর: স্বাধীনতার লড়াইয়ে অংশগ্রহণকারী মানুষের শিকলের শব্দে মুক্তিপথের অগ্রদূতের চরণ-বন্দনা রচিত হয় বলে কবি নজরুল ইসলাম জানিয়েছেন।

12."মোদের অস্থি দিয়েই জ্বলবে দেশে আবার বজ্রানল।"- পঙ্ক্তিটিতে 'আবার' শব্দটি ব্যবহৃত হয়েছে কেন?

উত্তর: ভারতীয় পুরাণ ও মিথ থেকে জানা যায়, দধীচি মুনির অস্থি দিয়ে তৈরি হয়েছিল বজ্র। এই বজ্র দিয়ে শক্তিশালী দৈত্যরাজ বৃত্রাসুরকে বধ করা সম্ভব হয়েছিল। একইভাবে দেশবাসীর আত্মবলিদানের মধ্যে দিয়েই বহু আকাঙ্ক্ষিত স্বাধীনতা আসবে বলে মনে করেন কবি। 'আবার' শব্দটি ব্যবহারের মাধ্যমে পুনরায় সেই ঘটনারই পুনরাবৃত্তি হবে বলে কবি বিশ্বাস করেন। বলাবাহুল্য ইংরেজদের বৃত্রাসুরের সঙ্গে কবি তুলনা করেছেন।

13. "বাঁধন-ভয়কে করবো মোরা জয়"- কেন এই বাঁধন? কারা, কীভাবে এই 'বাঁধন-ভয়'কে জয় করবে

উত্তর: কেন এই বাঁধনঃ সাম্রাজ্যবাদী ব্রিটিশ রাজশক্তির শৃঙ্খলিত বাঁধন থেকে মুক্তির কথা বলেছেন কবি নজরুল ইসলাম। বন্দি মানুষের মুক্তির কথা 'শিকল পরার গান' কবিতায় ধ্বনিত হয়েছে। 

বাঁধন-ভয় জয় করার উপায়ঃ শৃঙ্খলমুক্ত হয়ে ইংরেজ রাজশক্তির বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর কথা বলা হয়েছে আলোচ্য এই কবিতায়। স্বাধীনতার জন্যে যাঁরা আন্দোলন করেছেন, তাঁরাই যে শেষপর্যন্ত সমস্ত বন্ধন-ভয় থেকে মুক্ত হয়ে দেশের জন্যে নিজেকে উৎসর্গ করবেন-এই বার্তা কবি এই কবিতায় দিয়েছেন। লাঞ্ছিত মানুষ একদিন জাগ্রত হবেন, তাঁরা অত্যাচারীর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, এই বার্তা এই কবিতায় ধ্বনিত হয়েছে। সুতরাং কবি নজরুল ইসলাম স্পষ্টই বলেছেন, বিপ্লবীকে কখনোই ভয় দেখিয়ে ঘরের মধ্যে বন্দি করা যাবে না। তাঁর অভিমত এমন- "তোমরা ভয় দেখিয়ে করছ শাসন, জয় দেখিয়ে নয়।"

Paid Answer Link (Membership User)

EDITING BY--Liza Mahanta