Chapter 3

  প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে
--------------------------------------------

১. নীচের প্রশ্নগুলির উত্তর দাও :


১.১ 'আরো আরো আরো দাও প্রাণ'- কে কার কাছে এই প্রার্থনা করেছেন?


উত্তর: কবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর জীবনদেবতা তথা প্রভুর কাছে এই প্রার্থনা করেছেন।


১.২ 'নয়নে প্রভু, ঢালো'- কবি কী ঢালার কথা বলেছেন?


উত্তর: কবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর নয়নে জ্যোতির্ময় আলো ঢালার কথা বলেছেন।


১.৩ 'দাও মোরে আরও চেতনা'- এই প্রার্থনার কারণ কী?


উত্তর: কবি রবীন্দ্রনাথ ঠাকুর পরম করুণাময় ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন, ঈশ্বর যেন তাঁকে নব নব চেতনায় উদ্দীপ্ত করেন। তিনি যেন কবিকে বিশ্বময় ব্যাপ্ত করে দেন।


১.৪ 'আরো প্রেমে আরো প্রেমে'- এ কথার তাৎপর্য কী?


উত্তর: কবি রবীন্দ্রনাথ এই প্রেম বলতে ব্যক্তিগত কোনো প্রেমের কথা বলেননি। তিনি বিশ্বময় ব্যাপ্ত প্রেমের কথা বলেছেন। ঈশ্বর যেন তাঁকে মানবপ্রেমের আলোয় উজ্জীবিত করেন।


১.৫ 'প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে' গানটিতে পরম করুণাময় প্রভুর কাছে কবি কী প্রার্থনা জানিয়েছেন?


উত্তর: রবীন্দ্রনাথের পূজাপর্যায়ের একাধিক গানে ঈশ্বরের কাছে সর্বস্ব সমর্পণের ইঙ্গিত আছে। 'প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে' গানটিতে কবি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন। তিনি যেন কবির তৃষ্ণা দূর করে তাঁর প্রাণের মধ্যে আনন্দের সুর জাগিয়ে দেন। কবি মনে করেন ঈশ্বর চাইলে সমস্ত প্রতিকূলতা থেকে তাকে মুক্ত করে আলোর পথ দেখাবেন। তাই তিনি বলেছেন, 'মোরে করো ত্রাণ মোরে করো ত্রাণ'। কবি তাঁর আমিত্ব ভুলে যেতে চান। বিশ্বময় প্রেমের বাণী প্রচার করতে চান।


👉Online MCQs Test
👉Download Books PDF
👉Paid Answer (For Membership User)
উত্তর পেতে সদস্যপদ প্রয়োজন


Editing By:- Lipi Medhi