Chapter--31
ভালোবাসা কি বৃথ্য যায়
-------------------------
👉Online MCQs Test
👉Download Books PDF
👉Paid Answer (For Membership User)
Short Question Answer
1."দুজন ইংরেজ এদেশের লোককে অকপটে ভালোবাসিতেন।"-এরা কারা?
উত্তর: উদ্ধৃত উক্তিতে যে দুজনের কথা বলা হয়েছে, তাঁরা হলেন-ডেভিড হেয়ার ও ড্রিঙ্ক ওয়াটার বিটন বা বেথুন সাহেব।
২."সেই নামেই সকলে ইঁহাকে জানে।"- কোন্ নামের কথা বলা হয়েছে?
উত্তর: 'বেথুন' নামের কথা বলা হয়েছে। বাঙালিরা বিটন শব্দের বিকৃত উচ্চারণ করতেন বেথুন। এখানে সেই নামটি শেষ পর্যন্ত অমরত্ব পায়।
3."তাহারা তো প্রাতঃস্মরণীয় লোক হন নাই?"-এখানে কাদের কথা বলা হয়েছে?
উত্তর: হেয়ার সাহেবের পূর্বেও অনেক ঘড়িওয়ালা সাহেব এদেশে এসেছিলেন, কিন্তু তাঁরা কেউ এদেশের মানুষের পাশে দাঁড়াননি।
4.হেয়ার সাহেবের একজন বন্ধুর নাম লেখো।
উত্তর: হেয়ার সাহেবের একজন বন্ধু হলেন রাজা রামমোহন রায়।
5.
"আপনার যাইবার প্রয়োজন নাই।”-কে, কাকে একথা বলেছে?
উত্তর: চন্দ্রশেখর হেয়ার সাহেবকে একথা বলেছে।
6.
"আপনি আমাদের জ্ঞানদাতা পিতা।"-এই উক্তিটি কার?
উত্তর: উদ্ধৃত উক্তিটি করেছেন দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়।
7.
মেয়েদের শিক্ষার জন্যে কোন্ ইংরেজ সর্বাধিক ভাবিত ছিলেন?
উত্তর: মেয়েদের শিক্ষার জন্যে তৎকালীন গভর্নর জেনারেলের আইনমন্ত্রী
বেথুন সাহেব সর্বাধিক ভাবিত ছিলেন।
Paid Answer Link (Membership User)
EDITING BY--Liza Mahanta