Chapter 7
সবুজ জামা
----------------
১. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর
দাও :
১.১ বীরেন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর: বীরেন্দ্র চট্টোপাধ্যায় ১৯২০ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন।
১.২ তাঁর রচিত দুটি কাব্যগ্রন্থের নাম লেখো।
উত্তর: কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়
রচিত দুটি কাব্যগ্রন্থ হল 'গ্রহচ্যুত'
এবং 'মানুষের মুখ'।
২. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও :
২.১ তোতাইয়ের সবুজ জামা চাই কেন?
উত্তর: তোতাইয়ের সবুজ জামা চাই কারণ, সে সবুজ জামা গায়ে পরে গাছের
মতো সবুজ ও প্রাণবন্ত হয়ে প্রকৃতির মধ্যে মিশে থাকতে চায়।
২.২ সবুজ গাছেরা কোন্ পতঙ্গ পছন্দ করে?
উত্তর: বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের 'সবুজ জামা' কবিতানুসারে
সবুজ গাছেরা প্রজাপতি পছন্দ করে।
২.৩ সবুজ জামা আসলে কী?
উত্তর: বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের 'সবুজ জামা' কবিতায়
'সবুজ জামা'
আসলে প্রাণপ্রাচুর্যে ভরপুর সবুজ পাতার আভরণ, যা
বিশ্বপ্রকৃতির নবীন প্রাণের সংকেত বহন করে।
২.৪ 'এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা।' -এখানে কোন খেলার কথা বলা হয়েছে?
উত্তর: বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের 'সবুজ
জামা' কবিতায় তোতাই-এর ভাষায় গাছের দাঁড়িয়ে থাকাকে মানুষের দু'পায়ের
পরিবর্তে এক পায়ে দাঁড়িয়ে থাকার ক্রীড়ানৈপুণ্য হিসেবে তুলনা করা হয়েছে।
২.৫ তোতাই সবুজ জামা পরলে কী কী ঘটনা ঘটবে?
উত্তর: তোতাই সবুজ জামা পরলে তার ডালে প্রজাপতি বসবে, তার
কোলের ওপর টুপ করে নেমে আসবে একটা, দুটো, তিনটে লাল-নীল ফুল।
১. নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
১.১ গাছেরা কী ধরনের জামা পড়ে?
উত্তর: কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের 'সবুজ
জামা' নামাঙ্কিত কবিতায় দেখা যায় গাছেরা সবুজ রঙের জামা পরে।
১.২ তোতাইবাবুর পছন্দের রং কোন্টি?
উত্তর: কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের 'সবুজ
জামা' নামাঙ্কিত কবিতায় তোতাইবাবুর পছন্দের রং হল সবুজ।
১.৩ তোতাইবাবু কী চেয়েছিল?
উত্তর: কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের 'সবুজ
জামা' নামাঙ্কিত কবিতায় তোতাইবাবু সবুজ রঙের জামা চেয়েছিল।
১.৪ 'ইস্কুলে যাবি'-কে কাকে এই নির্দেশ দিয়েছিলেন?
উত্তর: কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের 'সবুজ
জামা' নামাঙ্কিত কবিতায় তোতাইবাবুর দাদু তোতাইবাবুকে এই নির্দেশ
দিয়েছিলেন।
১.৫ তোতাইবাবুকে কোথায় কী শিখতে বলা হয়েছে?
উত্তর: কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের 'সবুজ
জামা' নামাঙ্কিত কবিতায় তোতাইবাবুকে ইস্কুলে গিয়ে অ-আ-ক-খ শিখতে
বলা হয়েছে।
১.৬ গাছেরা কীভাবে দাঁড়িয়ে থাকে?
উত্তর: কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের 'সবুজ
জামা' নামাঙ্কিত কবিতায় গাছেরা একপায়ে দাঁড়িয়ে থাকে।
১.৭ তোতাইবাবু কী করতে চায় না?
উত্তর: কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের 'সবুজ
জামা' নামাঙ্কিত কবিতায় তোতাইবাবু স্কুলে গিয়ে অ-আ-ক-খ পড়তে চায়
না।
১.৮ 'ইস্কুলে যাবে না'-কে ইস্কুলে যাবে না?
উত্তর: কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের 'সবুজ
জামা' নামাঙ্কিত কবিতায় তোতাইবাবু ইস্কুলে যাবে না।
১.৯ তোতাইবাবু কাকে খেলা বলে মনে করে?
উত্তর: কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের 'সবুজ
জামা' কবিতায় তোতাইবাবু একপায়ে দাঁড়িয়ে থাকাকে খেলা বলে মনে করে।
১.১০ 'চশমা ছাড়া চোখে দেখে না'-কে চশমা ছাড়া চোখে দেখেন না?
উত্তর: কবি বীরেন্দ্র
চট্টোপাধ্যায়ের 'সবুজ জামা'
কবিতায় তোতাইবাবুর দাদু চশমা ছাড়া চোখে দেখেন
না।
১.১১ 'ডালে প্রজাপতি বসবে'-কখন প্রজাপতি বসবে?
উত্তর: কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের 'সবুজ
জামা' কবিতায় তোতাইবাবু যখন সবুজ জামা পড়বে, তখন
তার ডালে প্রজাপতি বসবে।
১.১২ 'কোলের ওপর নেমে আসবে'-কার কোলের ওপর কী নেমে আসবে?
উত্তর: কবি বীরেন্দ্র
চট্টোপাধ্যায়ের 'সবুজ জামা'
কবিতায় তোতাইবাবুর কোলের ওপর নেমে আসবে একটা, দুটো, তিনটে
লাল-নীল ফুল।