Chapter 9
১. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :
১.১ 'বাইরে ঘোর কুয়াশা'-কোন্ জায়গার কথা বলা হয়েছে?
উত্তর:
১.২ 'ভিতরে উদ্বিগ্ন যাত্রীদের ভিড়'-এই
উদ্বিগ্নতার কারণ কী?
উত্তর: বিশ শতকের প্রখ্যাত লেখক পূর্ণেন্দু পত্রী প্রণীত 'আলাপ' নামাঙ্কিত রচনায় দেখি পালাম বিমানবন্দরের বাইরে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল ব্যাহত হয়েছিল। ফলে নির্ধারিত সময়সূচি অনুসারে বিমান ছাড়া সম্ভব হচ্ছিল না। ঘোর কুয়াশাচ্ছন্ন সেই অনিশ্চিত আবহাওয়ার কারণে যাত্রীরা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন।
১.৩ 'একজন কলকাতা ফিরছেন রাজস্থান থেকে'- 'একজন'
ব্যক্তিটি কে ছিলেন?
উত্তর: জনপ্রিয় কবি ও ঔপন্যাসিক পূর্ণেন্দু পত্রী প্রণীত 'আলাপ' নামাঙ্কিত রচনায় 'একজন' বলতে এখানে সত্যজিৎ রায়ের কথা বলা হয়েছে।
১.৪। 'কানে এল দুই শিল্পীর কথোপকথন'-শিল্পী
দু'জন কে ছিলেন?
উত্তর: সর্বজন পরিচিত ঔপন্যাসিক ও চিত্রপরিচালক পূর্ণেন্দু পত্রী প্রণীত 'আলাপ' নামাঙ্কিত রচনায় এখানে শিল্পী দুজন ছিলেন বিলায়েৎ খাঁ ও সত্যজিৎ রায়।
১.৫ 'দুজনেই খুব খুশি।'-দুজন বলতে কাদের কথা বলা হয়েছে?
উত্তর: প্রখ্যাত প্রচ্ছদশিল্পী ও সুলেখক পূর্ণেন্দু পত্রী প্রণীত 'আলাপ' নামাঙ্কিত রচনায় এখানে দুজন বলতে চিত্রপরিচালক সত্যজিৎ রায় ও ওস্তাদ বিলায়েৎ খাঁয়ের কথা বলা হয়েছে।
১.৬ 'দুজনেই কলকাতার যাত্রী।'-দুজনের কলকাতায় আসার কারণ কী ছিল?
উত্তর: প্রখ্যাত প্রচ্ছদশিল্পী ও সুলেখক পূর্ণেন্দু পত্রী প্রণীত 'আলাপ' নামাঙ্কিত রচনায় সত্যজিৎ রায় রাজস্থান থেকে কলকাতায় ফিরছিলেন পরবর্তী ছবির লোকেশন দেখে এবং ওস্তাদ বিলায়েৎ খাঁ সাহেব কলকাতায় আসছিলেন ওস্তাদ আলি খাঁ সংগীত সম্মেলন অনুষ্ঠানে যোগদান করতে।
১.৭ 'দর্শক মন্ত্রমুগ্ধ হয়ে শুনবে।'- কোথাকার দর্শক মন্ত্রমুগ্ধ হয়ে কী শুনবে?'
অথবা
১.৮ 'আজকাল বিদেশি শ্রোতারা অনেক বেশি সচেতন।'- একথা বলার কারণ কী?
উত্তর: প্রখ্যাত প্রচ্ছদশিল্পী ও সুলেখক পূর্ণেন্দু পত্রী প্রণীত 'আলাপ' নামাঙ্কিত রচনায় সত্যজিৎ রায়ের প্রশ্নের জবাবে ওস্তাদ বিলায়েৎ খাঁ সাহেব জানান জার্মানি বা ফ্রান্সের দর্শক একঘণ্টা পনেরো থেকে দেড় ঘণ্টা পর্যন্ত আলাপ মন দিয়ে শুনেছেন। এমনকি সেই আলাপ আরও কুড়ি মিনিট বাড়িয়ে দিলেও সেই দর্শক মন্ত্রমুগ্ধ হয়ে শুনবেন। এর কারণ বিলায়েৎ খাঁ-এর মনে হয়েছে বিদেশি শ্রোতারা অনেক বেশি রাগ-সংগীত সম্পর্কে সচেতন।
১.৯ 'কী রকম সব প্রশ্ন করে জানেন।'-কারা
কী ধরনের প্রশ্ন করেছিলেন?
উত্তর: সর্বজন পরিচিত ঔপন্যাসিক ও চিত্রপরিচালক পূর্ণেন্দু পত্রী প্রণীত 'আলাপ' নামাঙ্কিত রচনায় সত্যজিৎ রায়ের প্রশ্নের উত্তরে ওস্তাদ বিলায়েৎ খাঁ জানিয়েছেন বিদেশে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাগ, তাল, বোল, মীড় সম্পর্কে নানাধরনের প্রশ্ন জানতে চাইছেন। অর্থাৎ তারা উচ্চমার্গের রাগ সম্পর্কে অনেক বেশি সচেতন।
১.১০ 'আপনি দিল্লিতে বাজান না কেন?'-কে
কাকে এই প্রশ্ন করেছিলেন? তার জবাবে বক্তা কী জানিয়েছিলেন?
উত্তর: প্রথমাংশ: জনপ্রিয় কবি ও ঔপন্যাসিক পূর্ণেন্দু পত্রী প্রণীত 'আলাপ' নামাঙ্কিত রচনায় জনৈক দিল্লি প্রবাসী বাঙালি ওস্তাদ বিলায়েৎ খাঁ-র কাছে এই প্রশ্ন করেছিলেন।
দ্বিতীয়াংশ: এই প্রশ্নের জবাবে মুখে অদ্ভুত এক প্রসন্ন হাসি এনে বিলায়েৎ খাঁ জানিয়েছিলেন দিল্লিতে বাজনা শোনার সমঝদার লোকের অভাব রয়েছে।
১.১১ 'কলকাতা থেকে ডাক এলেই ছুটে যাই।'-কে
কেন কলকাতা থেকে ডাক এলেই ছুটে যান?
উত্তর: জনপ্রিয় কবি ও ঔপন্যাসিক পূর্ণেন্দু পত্রী প্রণীত 'আলাপ' নামাঙ্কিত রচনায় ওস্তাদ বিলায়েৎ খাঁ জানিয়েছেন উনি কলকাতা থেকে ডাক এলেই ছুটে যান। কেননা, কলকাতার মানুষজন গান-বাজনার সত্যিকারের সমঝদার।
১.১২ 'একবার কী হয়েছিল বলি।'-বক্তা কোন্ অভিজ্ঞতার কথা বলেছেন?
উত্তর: বিশ শতকের প্রখ্যাত লেখক পূর্ণেন্দু পত্রী প্রণীত 'আলাপ' নামাঙ্কিত রচনায়
ওস্তাদ বিলায়েৎ খাঁ জানিয়েছেন মোরাদাবাদের একজন নামকরা শিল্পী কলকাতায় এসেছিলেন।
তিনি অনুষ্ঠানের দিন হঠাৎ মন্তব্য করেছিলেন,
'কলকাতার আদমিরা বে-রস'। তার এই মন্তব্যে ব্যথিত বিলায়েৎ খাঁ মঞ্চে জ্ঞানপ্রকাশ
ঘোষকে ডেকে নেন। কেননা, তিনি প্রমাণ করতে চেয়েছিলেন এখানকার 'ক্ষুদ্র শিল্পী'ও দেশ-বিদেশের নামজাদা শিল্পীদের থেকে কোনো অংশে কম নন। ঘোষ সাহেবের আধঘণ্টার
বাজনা শুনে অত্যন্ত লজ্জিত হয়েছিলেন মোরাদাবাদের সেই অহংকারী শিল্পী।
২. নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করো:
২.১ বাইরে ঘোর কুয়াশা। ভিতরে উদ্বিগ্ন যাত্রীদের ভিড়। (সরল
বাক্যে)
উত্তর: বাইরে ঘোর কুয়াশার কারণে ভিতরে উদ্বিগ্ন যাত্রীদের ভিড়।
২.২ যিনি রাজস্থান থেকে ফিরছেন তিনি প্রশ্ন করলেন।
উত্তর: রাজস্থান থেকে ফিরে আসা ব্যক্তি প্রশ্ন করলেন।
২.৩ আজকাল বিদেশি শ্রোতারা অনেক বেশি সচেতন। (জটিল বাক্যে)
উত্তর: যারা বিদেশি শ্রোতা তাঁরা আজকাল অনেক বেশি সচেতন।
২.৪ আলাপ গড়াতে গড়াতে চলে গেল রাজস্থানে। (যৌগিক বাক্য়ে)
উত্তর: আলাপ গড়াতে লাগল এবং রাজস্থানে চলে গেল।
২.৫ এই আলাপ আরও কুড়ি মিনিট বাড়িয়ে দিলেও দর্শক মন্ত্রমুগ্ধ
হয়ে শুনেব। (জটিল বাক্যে)
উত্তর: যদি এই আলাপ আরও কুড়ি মিনিট বাড়িয়ে দেওয়া হয়, তবুও দর্শক মন্ত্রমুগ্ধ হয়ে শুনবে।
২.৬ তিনি কলকাতায় আসছেন সেতার বাজাতে। (যৌগিক বাক্যে)
উত্তর: তিনি কিন্তু কলকাতায় আসছেন সেতার বাজাতে।
২.৭ দুজনেই একমত যে ওখানকার প্রত্যেকটা সাধারণ মানুষও এক
একজন ওস্তাদ বাজিয়ে। (যৌগিক বাক্যে)
উত্তর: ওখানকার প্রত্যেক সাধারণ মানুষ ওস্তাদ বাজিয়ে এবং এ বিষয়ে দুজনেই একমত।
২.৮ ঘরোয়া একটা অনুষ্ঠানে ডেকেছি। (জটিল বাক্যে)
উত্তর: যে অনুষ্ঠানে ডেকেছি সেটি ছিল ঘরোয়া।
২.৯ কথাটা বুকে বাজল। (প্রশ্নবোধক বাক্যে)
উত্তর: কথাটা কী বুকে বাজেনি?
২.১০ তখনো কুয়াশা কাটেনি। (ইতিবাচক বাক্যে)
উত্তর: তখনো কুয়াশা ছিল।
উত্তর পেতে সদস্যপদ প্রয়োজন