Lesson 3 

An April Day

 

1. What pleasure do you think is there in closely observing nature? (খুব কাছ থেকে প্রকৃতিকে পর্যবেক্ষণ করার মধ্যে কি আনন্দ আছে বলে তুমি মনে করো?)

Ans:

2. How would you feel on a warm sunny day, walking through a green wood? (একটি উয় রৌদ্রোজ্জ্বল দিনে সবুজ অরণ্যের মধ্যে দিয়ে হাঁটতে তোমার কেমন লাগবে?)

Ans: 

A. Short Answer Type Questions:

Answer the following questions: (প্রশ্নগুলির উত্তর দাও:)

1. Write the full name of the poet. (কবির পুরো নাম লেখো।)

Ans: The full name of the poet is Henry Wadsworth Longfellow. (কবির পুরো নাম হল হেনরি ওয়াডসওয়ার্থ লংফেলো।)

2. What does the warm sun bring? (উয় সূর্য কী আনে?)

Ans: The warm sun brings seedtime and harvest. (উয় সূর্য বীজবপনের সময় এবং ফসল কাটার সূচনা করে।)

3. When do the seed-time and harvest begin? (কখন বীজবপন এবং ফসল কাটার সূচনা হয়?)

Ans: The seed-time and harvest begin in the spring time when the sun is warm. (বীজবপন এবং ফসল কাটার সময় শুরু হয় বসন্তকালে যখন সূর্য উয় থাকে।)

4. Why do you think the poet "loves the season well?" (কেন কবি 'এই ঋতুকে ভারী পছন্দ করেন' বলে তোমার মনে হয়?)

Ans: The poet. "loves the season well" because forest glades are teeming with bright forms and dark and many-folded clouds do not foretell the coming - on of storms. (কবি 'এই ঋতুকে ভারী পছন্দ করেন' কারণ বনভূমির মধ্যে অবস্থিত ছোটো ছোটো তৃণভূমিগুলি উজ্জ্বল বর্ণ ধারণ করে এবং কালো ও স্তরীভূত মেঘেরা আসন্ন ঝড়ের পূর্বাভাস দেয় না।)

5. What does the sapling draw? (চারাগাছ কী সংগ্রহ করে?)

Ans: The sapling draws its sustenance from soil. (চারাগাছ তার বেঁচে থাকার রসদ সংগ্রহ করে।)

6. From where does the sapling collect its source of life? (চারাগাছ কোথা থেকে তার বেঁচে থাকার রসদ সংগ্রহ করে?)

Ans: The sapling collects its source of life from the earth's loosened mould. (চারাগাছ আলগা মাটি থেকে তার বেঁচে থাকার রসদ সংগ্রহ করে।)


ACTIVITY

7. Why is it sweet to visit the wood during springtime? (কেন বসন্তকালে বনভূমি পরিদর্শন করাটা মধুর?)

Ans:

8. What does winter's cold do to the tree? (শীতের ঠান্ডা গাছগুলিকে কী করে?)

Ans: Winter's cold deeply affects the heart of the tree and makes the tree droop. (শীতের ঠান্ডা গাছগুলিকে গভীরভাবে ক্ষতি করে এবং এদেরকে ন্যুব্জ করে দেয়।)

9. What time of the day do you think it is happened "the green slope throws its shadows in the hollows of the hills"? (দিনের কোন্ সময় 'সবুজ ঢালু জমি তার ছায়া ফেলে পাহাড়ের ফাঁকা জায়গায়' বলে তুমি মনে করো?)

Ans: "The green slope throws its shadows in the hollows of the hills" during sunset. (সূর্যাস্তের সময় "সবুজ ঢালু জমি তার ছায়া ফেলে পাহাড়ের ফাঁকা জায়গায়।)

10. Why do you think the poem is titled "An April Day"? Suggest an alternative title. (কেন কবিতাটির শিরোনাম 'অ্যান এপ্রিল ডে' বলে তুমি মনে করো? কবিতাটির একটি বিকল্প নামকরণ করো।)

Ans: The poet basically describes all the beautiful things that can be seen during one day in April. The poet celebrates the beauty of nature in spring such as the flowers, forests, saplings, the morning, the evening etc. He also expresses his ever lasting love for this-time of year. So I think that the poem is titled" An April Day." The alternative title is 'A Day in April".

(কবি মূলত একটা এপ্রিলের দিনের যেসব সুন্দর জিনিস দেখা যায় তার বর্ণনা দিয়েছেন। কবি প্রাকৃতিক সৌন্দর্যকে উদ্যাপন করেছেন, ফুল, বনভূমি, চারাগাছ, সকাল, সন্ধ্যা ইত্যাদির মধ্য দিয়ে। তিনি তার ভালোবাসা প্রকাশ করেছেন বছরের এই নির্দিষ্ট সময়টার প্রতি। তাই আমার মনে হয় কবিতাটির নামকরণ 'অ্যান এপ্রিল ডে' করা হয়েছে। বিকল্প নামকরণটি হল 'আ ডে ইন এপ্রিল'

11. Where do the birds glance quick? (কোথায় পাখিদেরকে এক পলকের জন্যে দেখা যায়?)

Ans: The birds glance quick in the bright sun. (পাখিদেরকে উজ্জ্বল সূর্যালোকে এক পলকের জন্যে দেখা যায়।)

12. Where does the softly warbled song come from? (কম্পিত স্বরের মৃদু গান কোথা থেকে ভেসে আসে?)

Ans: The softly warbled song comes from the pleasant woods. (মনোরম বনভূমি থেকে কম্পিত স্বরের মৃদুগান ভেসে আসে।)

13. Who fills the silver woods? (কে রুপোলি বনভূমিকে ভরিয়ে তোলে?)

Ans: The bright sunset fills the silver woods with light. (উজ্জ্বল সূর্যাস্ত রুপোলি বনভূমিকে আলোয় ভরিয়ে দেয়।)

14. Who throws its shadows and where? (কে, কোথায় তার ছায়া ফেলে?)

Ans: The green slope throws its shadows in the hollows of the hill. (সবুজ ঢালু জমি তার ছায়া ফেলে পাহাড়ের ফাঁকা জায়গায়।)

15. What happens when the bright sunset fills the silver wood with light? (যখন উজ্জ্বল সূর্যাস্ত রুপোলি বনভূমিকে আলোয় ভরিয়ে দেয় তখন কী হয়?)

Ans: When the bright sunset fills the silver wood with light, the green slope throws its shadows in the hollows of the hill and the upland glows widely. (যখন উজ্জ্বল সূর্যাস্ত বনভূমিকে আলোকিত করে তখন সবুজ ঢালু জমি তার ছায়া ফেলে পাহাড়ের ফাঁকা জায়গায় এবং বিস্তৃত উচ্চভূমিকে আলোকিত করে।) 

B. Multiple Choice Questions:

•Tick the correct alternative: (সঠিক বিকল্পটিতে টিক দাও:) 

1. (i) When the warm sun has returned again, it is nice to - (যখন উয় সূর্য ফিরে আসে তখন ভালো লাগে)

(a) sing out loud (চিৎকার করে গান গাওয়া)✓

(b) visit the still wood (শান্ত জঙ্গল ঘুরে দেখা)

(c) sail down the river (নদীতে ভেসে বেড়ানো)

(ii) The sapling draws its sustenance from-(একটি চারা গাছ তার রসদ পায়)

(a) the blue sky (নীল আকাশ)

(b rainwater (বৃষ্টির জল)

(c) earth's loosened mould (নরম আলগা মাটি)

(iii) The birds- (পাখিরা)

(a) glance quick in the bright sun

(b) sit on the branches of the trees (গাছের ডালে বসে)

(c) peck at the grains from the ground (জমি থেকে খুটে খুটে শস্য খাওয়া)

(iv) The green slope throws its shadows upon- (সবুজ ঢালু জমি তার ছায়া ফেলে)

(a) the mountain (পাহাড়ে)

(b) the hollows of the hills (পাহাড়ের ফাঁকা জায়গা)

(c) the sand dunes (বালিয়াড়ি)

Extra for Practice:

2.(i) The woods are-

(a) pleasant

(b) cold 

(c) dark

(ii) Spring is the season when-

(a) Flowers bloom in the forest 

(b) Animals roam in the forest 

(c) Dark clouds appear in the sky

(iii) In this season, the person who visits the place is-

(a) storm 

(b) the poet

(c) vagabond

(iv) The warm sun brings-

(a) seed-time and harvest

(b) storm 

(c) rain

(v) Seed-time is brought by-

(a) the first flower of the plain 

(b) dark and many-folded clouds 

(c) warm sun

(vi) Visiting the wood is-

(a) terrible 

(b) sweet

(c) useless

(vii) Return of the warm sun indicates-

(a) it is time to visit the wood

(b) it is time for the first flower to bloom 

(c) it is time for the clouds to bring storms

(viii) The first flower springs in the-

(a) wood 

(b) valley 

(c) garden

(ix) Bright forms could be seen in the-

(a) many-folded clouds

(b) storms

(c) forest glades

(x) Forest glades are teeming with

(a) many folded clouds

(b) bright forms

(c) drooping tree

(xi) The word 'teeming' means

(a) present in large numbers

(b) present little number

(c) flourishes

C. Sentence Completion Type Questions: 

Complete the following sentences with information from the text: (পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে নীচের বাক্যগুলি পূর্ণ করো:)

1. (a) Spring is the season of                .

Ans: Seed-time and harvest.

(b) The coming-on of storms is foretold by                .

Ans: Dark and many - folded clouds.

(c) The birds move along                .

 Ans: The forest openings.

(d) The bright sunset fills the              .

 Ans: Silver woods with lights.

2. (i) It is sweet to visit the still wood where             .

 Ans: Springs the first flower of the plain.

(ii) The poet loves the season well when                  .

 Ans: Forest glades are teeming with bright forms.

(iii) Dark and many - folded clouds do not foretell                 .

 Ans: The coming-on of storms.

(iv) The sapling draws its sustenance from                 .

 Ans: The earth's loosened mould.

(v) The heart of the sapling is stricken with               .

 Ans: Winter's cold

(vi) The softly warbled song               .

 Ans: Comes from the pleasant wood.

(vii) Birds having coloured wings fly                .

 Ans: Comes from the pleasant wood.

(viii) The green slope throws                   .

 Ans: Its shadows in the hollows of the hill.


GRAMMAR

Fill in the blanks with the correct verb forms from those given in brackets: (বন্ধনীর মধ্যে প্রদত্ত verb -এর সঠিক রূপ দিয়ে শূন্যস্থান পূরণ করো:)

(i) He               here for the last two years. (worked, is working, has been working)

Ans: Has been working,

(ii) The baby               been crying, had cried) all morning. (cries, has

 Ans: Has been crying

(iii) It               for a long time before we went to school. (had been raining, rained, rains)

 Ans: Had been raining,

(iv) The passengers of the train             when the accident occurred. (slept, had been sleeping, sleep)

 Ans: Had been sleeping

 

Fill in the blanks with either the Future Continuous tense or Future Perfect tense of the verbs given in brackets: (বন্ধনীর মধ্যে প্রদত্ত verb গুলিকে হয় Future Continuous tense অথবা Future Perfect tense দিয়ে শূন্যস্থান পূরণ করো:) Future Continuous → shall/ will + be + base from (Simple Present) + ing. e.g will be raining Future Perfect shall/will+have +Past Participle (3rd form) e.g shall have read

(i) I suppose it             when we start. (rain)

 Ans: Will be raining

(ii) He           us next week. (meet)

 Ans: Will be meeting,

(iii) She           Jamshedpur by then. (reach)

 Ans: Will have reached

(iv) This book is not fat, I                it by lunch  time. (read) 

 Ans: Shall have read

• Make meaningful sentences of your own with the following words: (নীচের শব্দগুলি দিয়ে অর্থপূর্ণ বাক্য গঠন করো:)

(a) harvest:                   .

Ans: The rain ruined the harvest. (বৃষ্টি ফসল নষ্ট করে দিয়েছিল।)

(b) teeming:                .

Ans: It's mid August as I write this and the rain is teeming down outside my window. (আগস্টের মাঝামাঝি আমি যখন এটা লিখছি তখন আমার জানালার বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে।)

(c) thrives:                 .

Ans: All television programmes, from talk shows to cartoons thrive on ratings. (সমস্ত ধরনের দূরদর্শনের অনুষ্ঠানআলোচনা থেকে রঙ্গচিত্র সবটাই বৃদ্ধি পায় রেটিং-এর ওপর নির্ভর করে।)

(d) glance:                   .

Ans: A glance at her phone made her roll her eyes. (তার ফোনের দিকে এক পলক তাকাতেই সে চোখ পাকিয়ে উঠল।)



উত্তর পেতে সদস্যপদ প্রয়োজন

Paid Answer Link (Membership User)