Lesson 6 

The Sea

Let's share: More for Practice

1. With which water body can you associate the following visual images? (কোন্ জলভাগের সঙ্গে নীচের দৃশ্যপটগুলি মেলাতে পারো?)

Sandy shores (বালুকাময় উপকূল); * salty water (লবণাক্ত জল); * foam (ফেনা); * waves (ঢেউ)

Ans: I can associate the following visual images with the 'sea'. (আমি এই দৃশ্যপটগুলি মেলাতে পারি 'সমুদ্রের' সঙ্গে

2. We often make comparisons to express an idea more vividly, such as red as a rose, brave as a lion etc.

If you are asked to compare the sea to an animal, to which animal would you compare it? Why? (আমরা কোনো ধারণাকে স্পষ্টভাবে বোঝানোর জন্যে প্রায়ই তুলনা করে থাকি, যেমন- গোলাপের মতো লাল, সিংহের মতো সাহসী, ইত্যাদি

যদি তোমাকে সমুদ্রের সঙ্গে কোনো প্রাণীর তুলনা করতে বলা হয়, তাহলে কোন্ প্রাণীর সঙ্গে তুমি তুলনা করবে? কেন?)

Ans: 

A. Short Answer Type Questions :

• Answer the following questions: (প্রশ্নগুলির উত্তর দাও:)

1. Who composed the poem 'The Sea'? ('The Sea' কবিতাটি কে রচনা করেছিলেন?)

Ans: James Reeves composed the poem 'The Sea'. (জেমস রিভস 'The Sea' কবিতাটি রচনা করেছিলেন।)

2. Why does the poet compare the sea to a hungry, giant dog? (কবি কেন সমুদ্রকে ক্ষুধার্ত, দৈত্যাকার কুকুরের সঙ্গে তুলনা করেছেন?)

Ans: 

3. Where does the sea roll on and when? (সমুদ্র কোথায় গড়াগড়ি দেয় এবং কখন?)

Ans: The sea rolls on the beach all day. (সমুদ্র সারাদিন ধরে তীরে গড়াগড়ি দেয়।)

4. What does the sea do all day? (সমুদ্র সারাদিন ধরে কী করে?)

Ans: The sea rolls on the beach all day. (সমুদ্র সারাদিন ধরে তীরে গড়াগড়ি দেয়।)

5. What does the shaggy jaws mean? (স্যাগি জ্যস বলতে কী বোঝায়?)

Ans: Shaggy jaws means the rough jaws of the sea. (স্যাগি জ্যস বলতে সমুদ্রের বুক্ষ চোয়ালকে বোঝায়।)

6. What does the sea-dog lick? (সমুদ্র-কুকুর কী চাটে?)

Ans: The sea-dog licks his greasy paws. (সমুদ্র কুকুর তার তৈলাক্ত থাবা চাটে।)

7. What does the sea bite? (সমুদ্র কী কামড়ায়?)

Ans: The sea bites the rumbling, tumbling stones. (সমুদ্র গড়াগড়ি খাওয়া পাথরগুলোকে কামড়ায়।)

8. What does the sea do with his clashing teeth? (সমুদ্র তার ঝনঝনে দাঁত দিয়ে কী করে?)

Ans: The sea gnaws the rumbling stones hour upon hour with his clashing teeth. (সমুদ্র তার ঝনঝনে দাঁত দিয়ে গড়াগড়ি খাওয়া পাথরগুলোকে ঘণ্টার পর ঘণ্টা কামড়ায়।)

9. What does the phrase 'greasy paws' mean? ('তৈলাক্ত থাবা' বলতে কী বোঝায়?)

Ans: The phrase 'greasy paws' refers to the oily paws of the sea-dog. ('তৈলাক্ত থাবা' বলতে সমুদ্র-কুকুরের তৈলাক্ত থাবাকে বোঝানো হয়েছে।)

10. Why does the sea become quiet at a certain time of the year? (বছরের একটা নির্দিষ্ট সময়ে সমুদ্র শান্ত হয়ে যায় কেন?)

Ans: 

11. When does the moon rock? (চাঁদ কখন টলমল করে?)

Ans: The moon rocks in the stormy cloud when the night wind roars. (রাতের বাতাস যখন গর্জন করে তখন ঝোড়ো মেঘের মধ্যে চাঁদ টলমল করে।)

12. When do the quiet days come? (কখন শান্ত দিন আসে?)

Ans: The quiet days come during the months of May and June. (মে এবং জুন মাসে শান্ত দিন আসে।

13. What does the sea look like? (সমুদ্রকে কেমন দেখতে?)

Ans: The sea is like a grey, giant hungry dog. (সমুদ্র একটা ধূসর বর্ণের দৈত্যাকার ক্ষুধার্ত কুকুরের মতো।)

14. Who rocks in the stormy cloud? (ঝোড়ো মেঘের মধ্যে কে টলমল করে?)

Ans: The moon rocks in the stormy cloud. (ঝোড়ো মেঘের মধ্যে চাঁদ টলমল করে।)

15. Where does the sea shake over his wet sides like a dog? (সমুদ্র কোথায় তার ভিজে শরীর কুকুরের মতো ঝেড়ে দেয়?)

Ans: The sea shakes off his wet sides like a dog over the cliffs. (সমুদ্র তার ভিজে শরীর খাড়া পাহাড়ের ওপর ঝেড়ে দেয়।)

16. How do the grasses on the dune behave in May or June? (মে অথবা জুন মাসে বালিয়াড়ির উপরের ঘাসেরা কেমন আচরণ করে?)

Ans: In May or June the grasses on the dune do not play their reedy tune. (মে অথবা জুন মাসে বালিয়াড়ির উপরের ঘাসেরা তাদের তীক্ষ্ণ সুর বাজায় না।)

17. When do not the grasses on the dune play their reedy tune? (বালিয়াড়ির উপরের ঘাসেরা কখন তাদের তীক্ষ্ণ সুর বাজায় না?)

Ans: The grasses on the dune do not play their reedy tune during the months of May or June. (বালিয়াড়ির উপরের ঘাসেরা মে অথবা জুন মাসে তাদের তীক্ষ্ণ সুর বাজায় না।)

18. How does the sea-dog lie on the sandy shores? (বালির তীরে সমুদ্র-কুকুর কীভাবে শুয়ে থাকে?)

Ans: The sea-dog lies on the sandy shores keeping his head between his paws. (সমুদ্র-কুকুর বালির তীরে দুই থাবার মধ্যে মাথা গুঁজে শুয়ে থাকে।)

19. What does the sea-dog do in the stormy night? (সমুদ্র-কুকুর ঝোড়ো রাতে কী করে?)

Ans: 

20. Where does the sea lie? (সমুদ্র কোথায় শুয়ে থাকে?) 

Ans: The sea lies on the sandy shores. (সমুদ্র বালুকাময় উপকূলে শুয়ে থাকে।)

B. Multiple Choice Questions :

Tick the correct alternatives : (সঠিক বিকল্পটিতে টিক দাও:)

1. Tick the correct alternatives: (সঠিক বিকল্পটিতে টিক দাও।):

(i) The sea is compared to a -

(a) lazy cat 

(b) active man 

(c) hungry dog✓

(ii) The sea rolls on the beach

(a) all day ✓

(b) all evening

(c) only at night

(iii) The sea, seen as a dog, has

(a) greasy paws✓

(b) sharp paws

(c) small paws

(iv) The sea remains quiet in the -

(a) beginning of the year

(b) middle of the year✓

(c) end of the year

More of Practice:

2. (i) The sea wants to eat

(a) bones 

(b) stones ✓

(c) phones

(ii) The sea-dog has

(a) shaggy teeth

(b) shaggy jaws✓

(c) clashing jaws

(iii) The sea licks -

(a) beach

(b) tongue

(c) paws✓

(iv) The stones are compared to

(a) bone✓

(b) paws

(c) teeth

(v) The sea is giant and

(a) green

(b) grey✓

(c) black

(vi) The paws of the sea-dog are

(a) dry

(b) sharp

(c) grease

(vii) The word 'shaggy' means

(a) rough✓

(b) clean

(c) fresh

(viii) The moon rocks in the

(a) dense cloud

(b) stormy cloud✓

(c) dark cloud

(ix) The sea howls and hollos

(a) softly

(b) loudly✓

(c) quietly

(x) On quiet days in May or June the sea snores

(a) terribly

(b) extremely

(c) hardly

C. Sentence Completion Type Questions :

• Complete the following sentences with information from the text: (পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে নীচের বাক্যগুলি পূর্ণ করো:) 

1.(a) The sea rolls on the beach with                 .

 Ans: His clashing teeth and shaggy jaws.

(b) At night when the wind roars, the sea                 .

 AnsBounds to his feet and snuffs and sniffs.

(c) In May or June even the grasses on the dune                .

 AnsPlay no more their reedy tune.

(d) On quiet days the sea, like a dog, lies on the sandy shores with                .

 AnsHis head between his paws.

More for Practice:

2.(i) The hungry sea-dog gnaws                    .

 AnsThe rumbling, tumbling stones.

(ii) The giant sea-dog moans                  .

 AnsLicking his greasy paws.

(iii) The moon rocks when                    .

 AnsThe night wind roars.

(iv) The moon rocks                     .

 AnsIn the stormy clouds.

(v) The giant sea shakes                    .

 AnsHis wet sides over the cliffs.

(vi) The sea dog bounds his feet and                       .

 AnsSnuffs and sniffs.

(vii) The hungry sea-dog howls for                .

 AnsBones.

(viii) The sea-dog howls and hollos                .

 AnsLong and loud.

(ix) The grasses on the dune do not play their reedy tune on                 .

 AnsQuiet days in May or June.

(x) The giant sea lies quietly without                  .

 AnsSnoring.

GRAMMAR

• Underline the infinitives in the following sentences: (নীচের বাক্যগুলিতে infinitive -গুলির তলায় দাগ দাও:)

(i) To lie is a sin.

  Ans To lie is a sin.

(ii) I am sorry to disturb you again. (iii) He wanted to retire from service.

  AnsI am sorry to disturb you again.

(iv) To err is human.

  AnsHe wanted to retire from service.

Make meaningful sentences of your own with the following words : (নীচের শব্দগুলি দিয়ে অর্থপূর্ণ বাক্য রচনা করো :)

(a) giant:

   AnsThe cave is the home of a legendary giant.

(b) moans:

   AnsPiteous, helpless animal moans lying on the roadside.

(c) dune :

   Ans: play no more their reedy tune.

(d) guiet :

   Ans The mass of men lead lives of quiet desperation

 

উত্তর পেতে সদস্যপদ প্রয়োজন

Paid Answer Link (Membership User)

Type - Boby Bora