Chapter 11 

ওশিয়ানিয়া 
----------------

[MCQs]

1. ওশিয়ানিয়ার ক্ষুদ্রতম দেশ হল-

(a) নাউরু 

(b) ভানুয়াতু

(c) ফিজি 

(d) টোঙ্গা

উত্তর: (a) নাউরু

2. ফিজি হল একটি-

(a) মহাদেশীয় দ্বীপ

(b) মহাসাগরীয় দ্বীপ

(c) আগ্নেয় দ্বীপ

(d) প্রবাল দ্বীপ

উত্তর: (c) আগ্নেয় দ্বীপ

3. পৃথিবীর বৃহত্তম দ্বীপ রাষ্ট্রটি হল-

(a) অস্ট্রেলিয়া

(b) আর্জেন্টিনা

(c) নিউজিল্যান্ড

(d) তাসমেনিয়া

উত্তর: (a) অস্ট্রেলিয়া

4. অস্ট্রেলিয়ার মাঝ বরাবর প্রসারিত হয়েছে-

(a) মূলমধ্যরেখা

(b) নিরক্ষরেখা

(c) কর্কটক্রান্তি রেখা

(d) মকরক্রান্তি রেখা

উত্তর: (d) মকরক্রান্তি রেখা

5. পৃথিবীর সর্বোচ্চ জীবন্ত আগ্নেয়গিরি হল-

(a) ভিসুভিয়াস

(b) ফুজিয়ামা

(c) মৌনালোয়া

(d) ব্যারেন

উত্তর: (c) মৌনালোয়া

6. পৃথিবীর গভীরতম সামুদ্রিক খাত হল-

(a) মুন্ডা খাত

(b) মারিয়ানা খাত

(c) টোঙ্গাখাত

(d) রোমান্স খাত

উত্তর: (b) মারিয়ানা খাত

7. মারে ডার্লিং অববাহিকাটি হল একটি আদর্শ-

(a) পার্বত্যভূমি

(b) মালভূমি

(c) নিম্নভূমি

(d) নিম্ন সমতলভূমি

উত্তর: (d) নিম্ন সমতলভূমি

৪. মারে ডার্লিং অববাহিকার 'রূপার শহর'টি হল-

(a) ওয়েন্ট ওয়ার্থ

(b) অ্যাডিলেড

(c) মিলডুরা

(d) ব্রোকেন হিল

উত্তর: (d) ব্রোকেন হিল

9. মিলডুরা অঞ্চলটি যে ফলটি উৎপাদনের জন্য বিখ্যাত তা হল-

(a) আঙুর

(b) আপেল

(c) পিচ

(d) কমলালেবু

উত্তর: (a) আঙুর

10. - নিউজিল্যান্ডের উত্তর দ্বীপের বৃহত্তম হ্রদ- 

(a) হুপো

(b) টেয়ান

(c) তাউপো

(d) ডাল

উত্তরঃ c) তাউপো

11. ক্যান্টারবেরি সমভূমিটি অবস্থিত-

(a) নিউজিল্যান্ডে

(b) অস্ট্রেলিয়াতে

(c) তাসমানিয়াতে

(d) সবকটি দেশেই

উত্তর: (a) নিউজিল্যান্ডে

11. গ্রেট বেরিয়ার রিফ-

(a) প্রশান্ত

(b) ভারত

(c) কুমেরু

(d) সুমেরু মহাসাগবে

উত্তর: (a) প্রশান্ত মহাসাগরে দেখা যায়

Short Answer Question  

প্রশ্ন-1 নিউজিল্যান্ডের জলবায়ু সম্পর্কে আলোকপাত করো

উত্তর: সামগ্রিকভাবে নিউজিল্যান্ড সামুদ্রিক প্রভাবাধীন সমভাবাপন্ন নাতিশীতোয় জলবায়ুর অন্তর্গত। নিউজিল্যান্ডের ব্রিটিশ জলবায়ু বিরাজ করে। নিউজিল্যান্ডে সারাবছর আর্দ্র পশ্চিমাবায়ু (উত্তর-পশ্চিম) প্রবাহিত হওয়ায় সারাবছর বৃষ্টিপাত হয়। বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 200 সেমি। উয় ও আর্দ্র উত্তর-পশ্চিম পশ্চিমাবায়ু দক্ষিণ আল্পস পর্বতের পশ্চিম ঢালে বাধাপ্রাপ্ত হয়ে প্রচুর শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত ঘটায়। দক্ষিণ আল্পস পর্বতের অভ্যন্তর ভাগের মালভূমি এবং পূর্বের বিস্তীর্ণ সমভূমি অঞ্চলে অপেক্ষাকৃত কম বৃষ্টিপাত হয়। গ্রীষ্মকাল হালকা উয় (15°C) সে. ও শীতকালে বেশ শীতল (5°C)।

প্রশ্ন-2 'গ্রেট অস্ট্রেলিয়ান বাইট' বলতে কী বোঝো?

উত্তর: অস্ট্রেলিয়ার দক্ষিণে ধনুকের মতো আকৃতিবিশিষ্ট সমুদ্রোপকূলকে বাইট (Bight) বলা হয়। গ্রেট অস্ট্রেলিয়ান বাইট উপসাগরের তিনদিক স্থলভাগ দিয়ে ঘেরা এবং একদিক কুমেরু মহাসাগরের দিকে উন্মুক্ত আছে। এই উপকূলভাগ কিছুটা চওড়া। 

প্রশ্ন-3 গ্রেট ডিভাইডিং রেঞ্জ সম্পর্কে কী জানো?

উত্তর: অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিখ্যাত পর্বতশ্রেণি হল গ্রেট ডিভাইডিং রেঞ্জ- (i) প্রকৃতি: এটি পৃথিবীর একটি প্রাচীন ভঙ্গিল পর্বতমালা। (ii) অবস্থান: অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল (iii) বিস্তার: উত্তরে নিউইয়র্ক অন্তরীপ থেকে দক্ষিণে তাসমানিয়া দ্বীপ। (iv) দৈর্ঘ্য: উত্তর থেকে দক্ষিণে মোট দৈর্ঘ্য প্রায় 3200 কিমি। (v) গড় উচ্চতা: 1000-1500 মিটার। (vi) সর্বোচ্চ শৃঙ্গ: মাউন্ট কোসিয়াস্কো (অস্ট্রেলিয়ার উচ্চতম শৃঙ্গ 2230 মিটার)। (vii) পরিচিতি: গ্রেট ডিভাইডিং রেঞ্জ বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচিত। যেমন-ডার্লিং ডাউনস্, নিউ ইংল্যান্ড রেঞ্জ; ব্লু-রেঞ্জ, লিভার পুল রেঞ্জ অস্ট্রেলিয়ান আল্পস। (viii) বিভাজন: গ্রেট ডিভাইডিং রেঞ্জের দক্ষিণাংশ বাজ প্রণালী দ্বারা বিচ্ছিন্ন আছে। (ix) বর্তমান অবস্থা: প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের ফলে বর্তমানে এই প্রাচীন ভঙ্গিল পর্বতমালাটি উচ্চতা হারিয়ে ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বতে পরিণত হয়েছে

প্রশ্ন-4 'মালি' কী?

উত্তর:  অস্ট্রেলিয়ার পূর্বপ্রান্তে অবস্থিত অ্যাডিলেড শহরের পশ্চিমপ্রান্তে বিস্তৃত অংশে স্বল্প বৃষ্টিপাত ও অধিক তাপমাত্রাযুক্ত অঞ্চলে বৃহৎ কাণ্ডযুক্ত বৃক্ষের মাঝে মাঝে বিশেষ শ্রেণির ঝোপঝাড় জাতীয় উদ্ভিদকেই স্থানীয় ভাষায় মালি বলে।

প্রশ্ন-5 'পলিনেশিয়া' কাকে বলে?

উত্তর: 'পলিনেশিয়া' শব্দের আক্ষরিক অর্থ 'বহু দ্বীপপুঞ্জ'আন্তর্জাতিক তারিখরেখার (180°) পূর্ব পাশে উত্তরে হাওয়াই দ্বীপপুঞ্জ থেকে আরম্ভ করে দক্ষিণ পূর্বের ইস্টার দ্বীপ পর্যন্ত বিস্তৃত পলিনেশিয়ার উল্লেখযোগ্য দ্বীপ ও দ্বীপপুঞ্জগুলি হল হাওয়াই, কুফ, সামোয়া, পিটকেয়ার্ণ, ফিনিক্স, টোঙ্গা প্রভৃতি

প্রশ্ন-6 মাইক্রোনেশিয়া বলতে কী বোঝো

উত্তর: 'মাইক্রোনেশিয়া' শব্দের আক্ষরিক অর্থ হল 'ক্ষুদ্র দ্বীপসমূহ'। নিরক্ষরেখার উত্তরে প্রশান্ত মহাসাগরের মধ্য ও পশ্চিমাংশে কয়েক হাজার ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ নিয়ে মাইক্রোনেশিয়া গঠিত হয়েছে। মাইক্রোনেশিয়ার উল্লেখযোগ্য হল-মারিয়ানা, মার্শাল, নাউরু, গুয়াম, কিরিবাটি প্রভৃতি। উল্লেখ্য, পৃথিবীর গভীরতম সমুদ্রখাত 'মারিয়ানা ট্রেঞ্চ' এই অঞ্চলেই অবস্থান করছে।

প্রশ্ন-7 অস্ট্রালেশিয়া বলতে কী বোঝো?

উত্তর: 'অস্ট্রাল' অর্থে দক্ষিণ এবং এশিয়া অর্থে দেশ। অস্ট্রালেশিয়া কথার আক্ষরিক অর্থ হল 'দক্ষিণের দেশ'ওশিয়ানিয়া মহাদেশের অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও তাসমেনিয়াকে একত্রে অস্ট্রালেশিয়া বলে। সমগ্র ওশিয়ানিয়া মহাদেশের প্রায় 90 শতাংশ স্থলভাগ অস্ট্রালেশিয়া দখল করে আছে। 

Long Answer Question

প্রশ্ন-1 মারে ডার্লিং অববাহিকায় পশুপালন ও পশুনির্ভর শিল্পোৎপাদনে সমৃদ্ধির কারণ আলোচনা করো

উত্তর : মারে-ডার্লিং অববাহিকা পশুপালন, ডেয়ারি শিল্প ও পশুনির্ভর শিল্পোৎপাদনে অস্ট্রেলিয়া তথা পৃথিবীর অন্যতম সমৃদ্ধ অঞ্চলে পরিণত হয়েছে। অস্ট্রেলিয়া অতি উন্নত মানের পশম উৎপাদন ও রপ্তানিতে সমগ্র বিশ্বে প্রথম স্থান অধিকার করে। অস্ট্রেলিয়া পৃথিবীতে সর্বাধিক মেষ প্রতিপালন করে। অস্ট্রেলিয়া গোমাংস (পৃথিবীতে পঞ্চম স্থান) ও দুগ্ধজাত দ্রব্য (ঘি, মাখন, চিজ, পনির, গুঁড়ো দুধ, আইসক্রিম, কেক, ক্ষীর, ক্যাডবেরি, মালাই, ক্রিম প্রভৃতি) উৎপাদনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মারে-ডার্লিং অববাহিকার ও পশুনির্ভর শিল্পোৎপাদনের অভাবনীয় উন্নতির কারণগুলি হল-

(1) নাতিশীতোষু জলবায়ু: মারে-ডার্লিং অববাহিকার নাতিশীতোয় জলবায়ু গ্রীষ্ম ও শীতকালের গড় তাপমাত্রা যথাক্রমে 25°C সে. ও 10°65 | উন্নতমানের পশমপ্রদায়ী মেষ, মাংস ও দুগ্ধপ্রদায়ী গবাদিপশু প্রতিপালন করা সহজতর হয়েছে

(2) বিস্তীর্ণ তৃণভূমি: এখানকার নিম্ন সমতলভূমিতে বিস্তীর্ণ ডাউনস্ তৃণভূমিতে অসংখ্য বৃহদায়তন পশুচারণক্ষেত্র গড়ে উঠেছে

(3) উৎকৃষ্ট তৃণ: ডাউনস্ তৃণভূমিতে উৎকৃষ্ট মানের নরম স্টেপ জাতীয় তৃণ (হে, ক্লেভার, আলফা আলফা, মিচেল) জন্মায়, যা পশুদের উপযুক্ত খাদ্য

(4) উন্নত প্রজাতির পশু: মারে ডার্লিং অববাহিকার উন্নত প্রজাতির মেষ (মেরিনো, লিংকন, মার্স) ও দুগ্ধপ্রদায়ী গবাদি পশু (জার্সি, আয়ারশায়ার প্রভৃতি) পালন করা হয়, যা থেকে প্রচুর পরিমাণে পশম, মাংস, দধ সংগ্রহ করা হয়

(5) মৃত্তিকা: মারে-ডার্লিং ও তার উপনদীসমূহ দ্বারা বাহিত নবীন ঊর্বর পলি মৃত্তিকায় উন্নতমানের তৃণ জন্মায়

(6) কৃষিজ ফসলের চাহিদা কম: ডাউনস্ তৃণভূমিতে জনসংখ্যার স্বল্পতায় খাদ্যশস্য ও শাকসবজির চাহিদা অনেক কম। সেজন্য এখানে কৃষিকাজের পরিবর্তে যত্নসহকারে তৃণচাষ করা হয়

(7) আর্টেজীয় কূপ: নদী অববাহিকা থেকে অপেক্ষাকৃত দূরবর্তী স্থানের শুষ্কপ্রায় তৃণভূমিকে সতেজ রাখার জন্য এবং পশুদের পর্যাপ্ত বিশুদ্ধ পানীয় জল সরবাহের জন্য আর্টেজীয় কূপ ব্যবহৃত হয়

(৪) জলসেচ: মারে নদীর উপর নির্মিত হিউম জলাধার এবং মারামবিজি নদীর উপর বুরিনড্যাক জলাধার (অস্ট্রেলিয়ার বৃহত্তম জলাধার) থেকে পশুপালনের জন্য পর্যাপ্ত জল সরবরাহ করা হয়

(9) কম বৃষ্টিপাত: এখানকার বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 50-70 সেমি হওয়ায় পশমগুলি ভিজে নষ্ট হয় না এবং বছরের প্রায় সব ঋতুতেই পশম সংগ্রহ করতে সুবিধা হয়। কম বৃষ্টিপাত তৃণ জন্মানোর উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে

(10) সুবিধা: অস্ট্রেলিয়ার অভ্যন্তরীণ বাজার ও বিদেশের বাজারে অববাহিকার ডাউনস্ তৃণভূমি থেকে উৎপাদিত পশুজাত দ্রব্যাদি (পশম, মাংস, দুধ ও দুগ্ধজাত দ্রব্য, চর্ম, হাড়ের গুঁড়ো প্রভৃতি) বিপুল চাহিদা আছে। অ্যাডিলেড, মেলবোর্ন, ওয়েস্টওয়ার্থ, মিলডুরা, ক্যানবেরা, সিডনি প্রভৃতি। এইসব শহর ও বাণিজ্যকেন্দ্রের মাধ্যমে অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য (আমদানি ও রপ্তানি) পরিচালিত হয়। দ্বীপীয় অবস্থানের কারণে বিভিন্ন বন্দরের মাধ্যমে জলপথের বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাণিজ্যিক যোগাযোগ স্থাপনে সুবিধা হয়েছে

প্রশ্ন-2 অস্ট্রেলিয়ার ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য সম্বন্ধে লেখো

উত্তর: অস্ট্রেলিয়া ওশিয়ানিয়ার 87% স্থান অধিকার করে আছে। ভূপ্রাকৃতিক গঠন বৈচিত্র্য ও বন্ধুরতা অনুযায়ী অস্ট্রেলিয়াকে চার ভাগে ভাগ করা যায়। সেগুলি হল-

(1) পূর্বদিকের পার্বত্যভূমি: অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল বরাবর উত্তরে ইয়র্ক অন্তরীপ থেকে দক্ষিণে তাসমেনিয়া দ্বীপ পর্যন্ত গ্রেট ডিভাইডিং রেঞ্জ নামে প্রাচীন ভঙ্গিল পর্বতমালা বিস্তৃত আছে। এর দৈর্ঘ্য 3200 কিমি এবং গড় উচ্চতা 1000-1500 মিটার। পর্বতশ্রেণিটি উত্তরের তুলনায় দক্ষিণে অপেক্ষাকৃত বেশি উঁচু। গ্রেট ডিভাইডিং রেঞ্জ অস্ট্রেলিয়ার বিভিন্ন অংশে বিভিন্ন নামে পরিচিত। যেমন-ম্যাকফার্সন রেঞ্জ, ডার্লিং ডাউনস্, ক্লার্করেঞ্জ; নিউ ইংল্যান্ড রেঞ্জ, ব্লু রেঞ্জ, লিভারপুল রেঞ্জ অস্ট্রেলিয়ান আল্পস নামে পরিচিত। গ্রেট ডিভাইডিং রেঞ্জের দক্ষিণাংশ বাজ প্রণালী দ্বারা তাসমানিয়া থেকে বিচ্ছিন্ন আছে। অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ নিউ ইংল্যান্ড রেঞ্জের মাউন্ট কোসিয়াস্কো (2230 মি.)

(2) পশ্চিমে মালভূমি: অস্ট্রেলিয়ার পশ্চিমদিকের অধিকাংশ ভূমি খুবই প্রাচীন, ক্ষয়প্রাপ্ত, বালুকাময় এবং তরঙ্গায়িত। পশ্চিম অস্ট্রেলিয়ায় এই মালভূমির গড় উচ্চতা 200-500 মিটার। এই মালভূমির শিলাগুলির সঙ্গে ভারতের দাক্ষিণাত্য মালভূমির শিলার মতো প্রাচীন। পূর্ব পশ্চিমে কয়েকটি অনুচ্চ পাহাড় দেখা যায়। এই মালভূমির মধ্যভাগে মরুভূমি, লবণাক্ত হ্রদ বা প্লায়া ও মরুদ্যান আছে। মরুভূমির মধ্যে গ্রেট স্যান্ডি, গিবসন, ভিক্টোরিয়া উল্লেখযোগ্য

(3) মধ্যভাগের সমভূমি: অস্ট্রেলিয়ার উত্তর দিকে কার্পেন্টারিয়া উপসাগর থেকে দক্ষিণে স্পেনসার ও ভিনসেন্ট উপসাগর এবং পূর্বে ডিভাইডিং রেঞ্জ থেকে পশ্চিমে মালভূমির মধ্যবর্তী স্থান সমতলভূমি। এই মধ্যভাগের সমভূমির গড় উচ্চতা 180 মিটার। সেলুইন এবং গ্রে নামে উচ্চভূমিদ্বয় সমভূমিটিকে তিনটি ভাগে বিভক্ত করেছে। সেগুলি হল-(১) উত্তরে কার্পেন্টারিয়া নিম্নভূমি, (২) মধ্যভাগের আয়ার হ্রদ অববাহিকা, (৩) দক্ষিণে মারে ডার্লিং অববাহিকা বা রিভোরিনা সমভূমি। এখানে লবণাক্ত আয়ার হ্রদ কার্পেন্টেরিয়া নিম্নভূমি অঞ্চলে গামলা আকৃতির শিলাস্তরে কূপ খনন করলে জল পাম্পের সাহায্য ছাড়া বেরিয়ে আসে, যাকে আটেজীয় কূপ বলে

(4) উপকূলীয় সমভূমি: অস্ট্রেলিয়ার উত্তর-পূর্ব উপকূলের নিকটবর্তী প্রশান্ত মহাসাগরের মধ্যে পৃথিবীর দীর্ঘতম (2000 কিমি) প্রবাল প্রাচীর 'গ্রেট বেরিয়ার রিফ' অবস্থিত। অস্ট্রেলিয়ার চারপাশে অবস্থিত উপকূলীয় সমভূমি খুবই সংকীর্ণ। তবে উত্তরে কার্পেন্টারিয়া উপসাগর ও দক্ষিণে গ্রেট অস্ট্রেলিয়ান রাইটের মধ্যে উপকূল অপেক্ষা চওড়া

ভুল সংশোধন করে লেখো: 

1. মিলডুরা অঞ্চলে প্রচুর পরিমাণে আপেলের চাষ হয়

উত্তর: মিলডুরা অঞ্চলে প্রচুর পরিমাণে আঙুরের চাষ হয়

2. এবেল তাসমান ছিলেন একজন পোর্তুগিজ নাবিক

উত্তর:  এবেল তাসমান ছিলেন একজন ডাচ নাবিক।

3. জারা ও কারি পর্ণমোচী বৃক্ষ

উত্তর: জারা ও কারি চিরহরিৎ বৃক্ষ

4. কোয়ালা একপ্রকার ছোট্ট পাখি

উত্তর:  কোয়ালা একপ্রকার ছোট্ট ভালুক।

শুদ্ধ বা অশুদ্ধ লেখো:

1. ব্রোকেনহিল শহরকে 'রূপোর শহর' বলা হয়

উত্তর: শুদ্ধ

2. ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের পশুখামারগুলির শ্রমিকদের 'জ্যাকোস' বলা হয়

উত্তর: অশুদ্ধ

3. নিউজিল্যান্ডের প্রধান ও দীর্ঘতম নদীটি হল ওয়াইটাকি

উত্তর: শুদ্ধ

4. মাইক্রোনেশিয়া ও পলিনেশিয়াতে সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে

উত্তর: অশুদ্ধ

 5. 'পলিনেশিয়া' কথার অর্থ হল 'ক্ষুদ্র দ্বীপসমূহ'

উত্তর:  অশুদ্ধ।

6. সেন্ট ক্লেয়ার হল অস্ট্রেলিয়ার বৃহত্তম মিষ্টি জলের হ্রদ

উত্তর: শুদ্ধ।

 শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও:

 1. পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা খাত                 মহাসাগরে অবস্থিত

 উত্তর: প্রশান্ত

2. ডার্লিং নদীর দৈর্ঘ্য                প্রায় কিমি

উত্তর:  1163।

3. নিউজিল্যন্ডের সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট                   |

উত্তর: কুক

4. ওশিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট                  |

উত্তর: উইলহেলম

5. মেলানেশিয়া কথার অর্থ                  দেশ

উত্তর: কালো।

6. ক্যাপ্টেন               ওশিয়ানিয়া মহাদেশটি আবিষ্কার করেন।-

উত্তর: কুক

দু-এক কথায় উত্তর দাও:

1. মারামবিজি কার উপনদী?

উত্তর: মারে

2. অস্ট্রেলিয়ার কোথায় ভূমধ্যসাগরীয় উদ্ভিদ দেখা যায়?

উত্তর: অ্যাডিলেড

 3. কাকে 'দক্ষিণের সুইটজারল্যান্ড' বলা হয়?

উত্তর: নিউজিল্যান্ড

4. কোন্ খনিজ পদার্থ উত্তোলনে অস্ট্রেলিয়া পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে?

উত্তর: বক্সাইট।

5. অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

উত্তর: মাউন্ট কোসিয়াস্কো

6. মেলানেশিয়ার সবচেয়ে বড়ো দ্বীপ কোন্টি?

উত্তর: পাপুয়া নিউগিনি 

7. কত সালে ফিজি দ্বীপপুঞ্জটি আবিষ্কৃত হয়?

উত্তর: 1644 সালে।

উত্তর পেতে সদস্যপদ প্রয়োজন

   

👉Download Books PDF


Paid Answer Link (Membership User)


Editing By-Lipi Medhi


1. উত্তরহীন প্রশ্ন ও উত্তর সেখানে দেখা যাবে

2 বিনামূল্যে উত্তর পান থেকে এটি প্রয়োগ করুন 

3. এটি পণ্য কোড (Product Code) ব্যবহার করুন :  DAM000061