Class 8 Geography (WBBSE)

Chapter 9

উত্তর আমেরিকা 


পাঠ্যপুত্রকে প্রদত্ত অনুশীলনীর প্রশ্নোত্তর

পাঠ্যপুস্তকের পৃষ্ঠা নং 79

প্রশ্ন 1: পৃথিবীর মানচিত্রে কোথায় কোথায় যোজক দেখা যায় তা খুঁজে তালিকা তৈরি করো।


প্রশ্ন 2: উত্তর আমেরিকাকে নবীন বিশ্ব বলার কারণ কী?


পাঠ্যপুস্তকের পৃষ্ঠা নং-84


প্রশ্ন 1 : শীতকালে উত্তর আমেরিকার উত্তরের নদীগুলি নৌপরিবহণযোগ্য নয় কেন?


পাঠ্যপুস্তকের পৃষ্ঠা নং 85


প্রশ্ন 1: মানচিত্র দেখে এই মহাদেশের সমভাবাপন্ন ও চরম প্রকৃতির জলবায়ুযুক্ত শহরগুলির নামের তালিকা তৈরি করো।


প্রশ্ন 2: উত্তর আমেরিকা মহাদেশের জলবায়ুর ওপর অক্ষাংশের প্রভাব নিয়ে বন্ধুদের সঙ্গে আলোচনা করো।


প্রশ্ন 3: সমুদ্রস্রোত কোথাও শীতল আবার কোথাও উষু হয় কেন? 


প্রশ্ন 4: রকি পর্বতের পূর্বচালে বসন্তের শুরুতে শুষ্ক আবহাওয়া সৃষ্টি হয় কেন?


প্রশ্ন 5: ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও মিসিসিপি-মিসৌরি নদীর জল বরফে পরিণত হয়ে যায় কেন?


পাঠ্যপুস্তকের পৃষ্ঠা নং 89


প্রশ্ন 1: হ্রদ অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে খনিজ সম্পদের অবদান কী?


প্রশ্ন 2: হ্রদ অঞ্চল পৃথিবীর অন্যতম শিল্পোন্নত অঞ্চলে পরিণত হয়েছে কীভাবে?


প্রশ্ন 3: হ্রদ অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে পরিবহণ ব্যবস্থার ভূমিকা লেখো।


পাঠ্যপুস্তকের পৃষ্ঠা নং 90


প্রশ্ন 1: ভারতে কোথায় এরকম পশুপালন ও তা থেকে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সহাবস্থান ঘটেছে, তা জানার চেষ্টা করো।


পাঠ্যপুস্তকের পৃষ্ঠা নং 91


প্রশ্ন 1: কানাডীয় শিল্ড অঞ্চলে অসংখ্য হ্রদ দেখা যায় কেন?


পাঠ্যপুস্তকের পৃষ্ঠা নং 93


বামদিকের সঙ্গে ডানদিকের মেলাও:


বামদিক

ডানদিক

1. বাফেলো

A. বৃহত্তম মোটরগাড়ি নির্মাণকেন্দ্র

2. শিকাগো

B. লৌহ-ইস্পাত শিল্পের রাজধানী

3. গ্যারি

C. ডেয়ারি শিল্পের প্রধানকেন্দ্র

4. ডেট্রয়েট

D. বৃহত্তম ময়দা শিল্পকেন্দ্র

5. উইসকনসিন

E. পৃথিবীর কসাইখানা


A. বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ):


1. উত্তর আমেরিকা পৃথিবীর-


(a) দ্বিতীয়


(b) তৃতীয়


(c) চতুর্থ


(d) পঞ্চম বৃহত্তম মহাদেশ।


উত্তর: (b) তৃতীয়।


2. উত্তর আমেরিকা মহাদেশটি আবিষ্কৃত হয়-


(a) 1301 সালে


(b) 1401 সালে


(c) 1501 সালে


(d) 1601 সালে


উত্তর: (c) 1501 সালে।


3. সেন্ট লরেন্স নদীটির উৎপত্তিস্থল হল-


(a) সুপিরিয়র হ্রদ


(b) মিচিগান হ্রদ


(c) অন্টারিও হ্রদ


(d) হুরন হ্রদ।


উত্তর: (c) অন্টারিও হ্রদ।


4. উত্তর আমেরিকা মহাদেশের নাতিশীতোয় তৃণভূমির নাম-


(a) প্রেইরি


(b) পম্পাস


(c) সাভানা


(d) স্তেপ


উত্তর: (a) প্রেইরি।


5. পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ-


(a) সুপিরিয়র


(b) মিচিগান


(c) অন্টারিও


(d) হুরন হ্রদ


উত্তর: (a) সুপিরিয়র।


6. উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের জলবায়ু হল-


(a) সমভাবাপন্ন


(b) চরমভাবাপন্ন


(c) উয় ও আর্দ্র প্রকৃতির


(d) শীতল ও নাতিশীতোয় প্রকৃতির


উত্তর: (d) শীতল ও নাতিশীতোয় প্রকৃতির।


7. বিশ্বের 'রবার রাজধানী' বলা হয়-


(a) ডেট্রয়েটকে


(b) বাফেলোকে


(c) অ্যাক্রনকে


(d) শিকাগোকে।


উত্তর: (c) অ্যাক্রনকে।


৪. কানাডিয়ান শিল্ড অঞ্চলটির আকৃতির ইংরেজি যে অক্ষরের মতো সেটি হল-


(a) 1


(b) V


(c) U


(d) S


উত্তর: (b) V


9. কানাডার রাজধানীর নাম-


(a) সাডবেরি


(b) টরেন্টো


(c) পোর্ট আর্থার


(d) অটোয়া


উত্তর: (d) অটোয়া।


10. পৃথিবীর বৃহত্তম নিকেল খনিটি হল-


(a) হলিঞ্জার


(b) সাডবেরি


(c) শেরিডন


(d) নোরান্ডা


উত্তর: (b) সাডবেরি


11. পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদন কেন্দ্র-


(a) বাফেলো


(b) অ্যাক্রন


(c) ডেট্রায়েট


(d) ওয়াওমিং


উত্তর: (b) বাফেলো।


B. দু-এক কথায় উত্তর দাও:


1. কার নামানুসারে আমেরিকা মহাদেশের নামকরণ করা হয়েছে?


2. উত্তর আমেরিকা মহাদেশের স্বাধীন দেশের সংখ্যা কয়টি? 


3. অ্যাপালেশিয়ান পর্বতমালা কোন্ শ্রেণির পর্বত?


4. মিসিসিপি নদীর প্রধান উপনদীটির নাম কী?


5. হ্রদ অঞ্চলের গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা কত?


6. হ্রদ অঞ্চলে কোন্ জাতীয় বনভূমি জন্মায়?


7. কাকে পৃথিবীর 'Windy City' বলে?


অথবা, 'পৃথিবীর কসাইখানা' বলা হয় কাকে?


৪. কানাডিয়ান শিল্ডের অপর নাম কী?


9. কানাডিয়ান শিল্ডের বৃহত্তম শহরটির নাম কী?


10. কানাডিয়ান শিল্পের অধিকাংশ নদী কোথায় গিয়ে মিশেছে?


11. কোন্ দুটি হ্রদের মাঝে পৃথিবীর বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত সৃষ্টি হয়েছে?


12. এশিয়া ও উত্তর আমেরিকা কীসের দ্বারা বিচ্ছিন্ন? (পর্ষদ নমুনা)


13. অ্যাপালেশিয়ান পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোন্টি?


C. শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও:


1. 'কর্ডিলেরা' শব্দের আক্ষরিক অর্থ হল                   


2. সেন্ট লরেন্স নদীর একটি উপনদী হল                 


3.                    অঞ্চলকে 'পৃথিবীর রুটির ঝুড়ি' বলা হয়।

4. মৃত্যু উপত্যকা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায়                 মিটার নীচু।


5. 'নায়াগ্রা' শব্দের অর্থ হল                 


6. ইরি ও অন্টারিও হ্রদের মাঝে                  খাল আছে।


7.                    -এ পৃথিবীর বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ শিল্পকেন্দ্র গড়ে উঠেছে।


৪. কানাডিয়ান শিল্ডের প্রধান শিল্প হল                   শিল্প।


9. কানাডিয়ান শিল্ডের একটি প্রধান উপজাতি হল                   


10. কানাডিয়ান শিল্ড অঞ্চলটি মূলত                  ও নিস শিলা দ্বারা গঠিত।


11. কানাডার বিস্তীর্ণ জায়গা জুড়ে আছে                    বনভূমি।


D. শুদ্ধ বা অশুদ্ধ লেখো:


1. উত্তর আমেরিকা মহাদেশের উপর দিয়ে নিরক্ষরেখা প্রসারিত হয়েছে।


2. ক্যালিফোর্নিয়ার উপকূলে নাতিশীতোয় জলবায়ু পরিলক্ষিত হয়।


3. রকি হল একটি নবীন ভঙ্গিল পর্বতমালা।


4. প্রেইরি কথাটির আক্ষরিক অর্থ হল 'বিস্তীর্ণ তৃণভূমি'।


5. মিচিগান ও ইরি হ্রদের মাঝখানে নায়াগ্রা জলপ্রপাত অবস্থিত।


6. পঞ্চহ্রদ অঞ্চলের গড় উচ্চতা প্রায় 350 মিটার।


7. পেনসিলভেনিয়া লৌহ আকরিক উত্তোলনের জন্য সুবিখ্যাত।


৪. চার্চিল নদীটি হাডসন উপসাগরে পতিত হয়েছে।


9. লার্চ একটি সরলবর্গীয় বৃক্ষ।


10. কানাডার ভ্যাঙ্কুভার কাগজ শিল্পের জন্য পৃথিবীবিখ্যাত।


11. টেনেসি নদীর ওপর বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা গড়ে উঠেছে। (আলিপুরদুয়ার নিউটাউন গার্লস হাইস্কুল, উ.মা.)


E. বামদিকের সঙ্গে ডানদিক মেলাও:


বামদিক

ডানদিক

1. প্রাচীন ভূখণ্ড

A. হ্রদ অঞ্চল

2. মেক্সিকো

B. নায়াগ্রা জলপ্রপাত

3. পৃথিবীর বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র

C. স্বর্ণখনি

4. গ্র্যান্ডক্যানিয়ন

D. ক্যামেরা

5. সেন্ট লরেন্স নদী

E. অতিরিক্ত লবণতা

6. টেনেসি নদী

F. কানাডার শিল্ড অঞ্চল

7. টিমিনস

G. কম খরচে/বিনা খরচে জলপথে পরিবহণ

8. সরলবর্গীয় গাছের হালকা কাঠ

H. সিয়েরা মাদ্রে

9. মৃত্যু উপত্যকা

l. নদী উপত্যকা পরিকল্পনা

10. রচেস্টার

J. কলোরাডো নদী


E. বেমানান শব্দটি চিহ্নিত করো:


1. উইনিপেগ, গ্রেট বিয়ার, রেনডিয়ার, ইরি।


2. কাসকেড, সেলকার্ক, অ্যাপালেশিয়ান, সেন্ট ইলিয়াস।


3. মিসিসিপি-মিসৌরি, রিওগ্রান্ডি, আলবামা, সেন্টলরেন্স।


4. মিচিগান, গ্রেট বিয়ার, হুরন, ইরি।


5. ভুলুথ, ডেট্রয়েট, শেরিডন, ক্লিভল্যান্ড।


G. ভুল সংশোধন করে লেখো:


1. আমেরিকা যুক্তরাষ্ট্রে 6 টি সময় অঞ্চল (Time Zone) আছে।


2. অন্টারিও হ্রদের তীরে শিকাগো শহরটি অবস্থিত।


3. কির্কল্যান্ড থেকে প্রচুর পরিমাণে নিকেল উত্তোলিত হয়। 


4. ডুলুথ পৃথিবীর বৃহত্তম ময়দা শিল্পকেন্দ্র।


5. বগ আয়রন বা টাইটানিয়াম হল একটি উচ্চমানের লৌহ আকরিক।


H. আমি কে?


1. আমি প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছি। আমি কে?


2. আমি পৃথিবীর বৃহত্তম পার্বত্য উপত্যকা হিমবাহ। আমি কে?


3. আমি পৃথিবীর বৃহত্তম বরফাবৃত দ্বীপ আমি কে?


4. আমি উত্তর আমেরিকা মহাদেশের পূর্ব উপকূলের বৃহত্তম মগ্নচড়া ও মৎস্যচারণ ক্ষেত্র। আমি কে?


5. আমি পৃথিবীর গভীরতম গিরিখাত। আমি কে?


■ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:


প্রশ্ন 1: 'কর্ডিলেরা' বলতে কী বোঝো?


প্রশ্ন 2: প্রপাতরেখা সম্পর্কে কী জানো?


প্রশ্ন 3: যোজক (Canal) ও প্রণালী (Strait) কাকে বলে?


প্রশ্ন 4: গ্র্যান্ড ক্যানিয়ন (Grand Canion) কী?


প্রশ্ন 5: হিমপ্রাচীর কী?


প্রশ্ন 6: মৃত্যু উপত্যকা (Death Valley) সম্পর্কে কী জানো? অথবা, উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়ার দক্ষিণ-পূর্ব অংশের উপত্যকা 'মৃত্যু উপত্যকা' নামে পরিচিত কেন?


প্রশ্ন 7: গিসার (Geyser) কী?


প্রশ্ন ৪ : কানাডিয়ান শিল্ড কী? 


প্রশ্ন 9: তুন্দ্রা জলবায়ুর বৈশিষ্ট্য লেখো।


প্রশ্ন 10: 'সরলবর্গীয় বনভূমি' বলতে কী বোঝো?


প্রশ্ন 11: উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিমের পার্বত্য অঞ্চল বা কর্ডিলেরার সংক্ষিপ্ত পরিচয় দাও।


প্রশ্ন 12: আটলান্টিক মহাসাগরে পতিত উত্তরে আমেরিকা মহাদেশের নদনদীগুলির পরিচয় দাও।


প্রশ্ন 13: উত্তর আমেরিকা মহাদেশের হ্রদসমূহের সংক্ষিপ্ত বর্ণনা দাও। 


প্রশ্ন 14: কানাডিয়ান শিল্ড অঞ্চলের ভূপ্রকৃতি অথবা নদনদীর সংক্ষিপ্ত বিবরণ দাও।


প্রশ্ন 15: হ্রদ অঞ্চলের কৃষিকাজ অথবা পশুপালন সম্পর্কে কী জানো? 


প্রশ্ন 16: উত্তর আমেরিকার কোন্ অঞ্চলকে 'পৃথিবীর রুটির ঝুড়ি' বলা হয় এবং কেন?


প্রশ্ন 17: 'কানাডায় কাষ্ঠ শিল্পের একটি বিশেষ সুবিধা হল কাঠ পরিবহণ ব্যয় কম'- কেন?


প্রশ্ন 18: Fall বলতে কী বোঝো? (বারাসাত পি.সি.এস. গভঃ হাইস্কুল) 


রচনাধর্মী প্রশ্নোত্তর:


প্রশ্ন : কানাডিয়ান শিল্ড অঞ্চলের খনিজ সম্পদের বর্ণনা দাও।


প্রশ্ন-2 কানাডিয়ান শিল্ড অঞ্চলের প্রধান প্রধান শিল্প ও শিল্পকেন্দ্রগুলির পরিচয় দাও।


প্রশ্ন-3 হ্রদ অঞ্চলের প্রধান প্রধান শিল্প ও শিল্পকেন্দ্রগুলির পরিচয় দাও।





উত্তর পেতে সদস্যপদ প্রয়োজন




















1. উত্তরহীন প্রশ্ন ও উত্তর সেখানে দেখা যাবে

2 বিনামূল্যে উত্তর পান থেকে এটি প্রয়োগ করুন 

3. এটি পণ্য কোড (Product Code) ব্যবহার করুন :  DAM000061