Class 8 Geography (WBBSE)
Chapter 3
শিলা
পাঠ্যপুস্তকে প্রদত্ত অনুশীলনীর প্রশ্নোত্তর
প্রশ্ন 1: পাললিক শিলায় কেলাস গঠন হয় না কেন?
প্রশ্ন 2: আগ্নেয় শিলাতে জীবাশ্ম দেখা যায় না কেন?
প্রশ্ন 3: কোন ধরনের শিলা থেকে খনিজ পদার্থ সংগ্রহ করতে সুবিধা হয় এবং কেন?
পাঠ্যপুস্তকের পৃষ্ঠা নং 26
প্রশ্ন 1: কোনো জায়গায় বেড়াতে গেলে সেখান থেকে কিছু ছোটো বড়ো পাথর খুঁজে নিয়ে এসো। নিজেদের মধ্যে আলোচনা করে পাথরগুলো চিনে নিতে চেষ্টা করো, প্রয়োজনে শিক্ষক-শিক্ষিকার সাহায্য নাও।
প্রশ্ন 2: তোমার চারপাশে কোনো বিশেষ দ্রষ্টব্য স্থান বা স্থাপত্যকার্য থাকলে তা কোন্ কোন্ শিলায় তৈরি জানার চেষ্টা করো।
প্রশ্ন 3: রেললাইনের মাঝে থাকা শিলার নাম কী? কেন এই ধরনের শিলা এখানে রাখা হয়?
প্রশ্ন 4: গ্রানাইট শিলা চিকচিক করে কেন?
প্রশ্ন 5: তোমার কাছে কোনো শিলা বা খনিজ থাকলে একটু উত্তপ্ত করে দেখো-কোন্ শিলা তাড়াতাড়ি গরম হয় আর কোন্ শিলা বেশিক্ষণ গরম থাকে?
প্রশ্ন 6 : পেনসিলের শিষ কোন্ শিলা দিয়ে তৈরি এবং এই শিলার ধরনের?
প্রশ্ন 7 : আমি দেখতে চকচকে, সাদা বা কালো রঙের। আমি নরম সহজেই পাতের মতো বেঁকে যাই। গ্রানাইট শিলার এক মূল খনিজ উপাদান আমি। বলতে পারো আমি কে?
পাঠ্যপুস্তকের পৃষ্ঠা নং 27
প্রশ্ন 1: ছোটোনাগপুর মালভূমি ছাড়া ভারতের আরেকটি মালভূমি নাম করো যা বিশেষভাবে খনিজ সম্পদ দ্বারা সমৃদ্ধ।
প্রশ্ন 2: ঠিক ঠিক মিলিয়ে ফেলো (পাঠ্যবই পৃষ্ঠা নং- 27-৫ তালিকাটি দ্যাখো)
প্রশ্ন 3: আমি মসৃণ, দেখতে খুব সুন্দর। নানা রঙে আমায় পাওয়া যায়। আমি ঘরবাড়ির মেঝে তৈরির কাজে লাগি। বিখ্যায় ভিক্টোরিয়া মেমোরিয়াল-এর মতো স্থাপত্য শিল্পে আমার ব্যবহার আছে।
প্রশ্ন 4: আমি খুব শক্ত, সূক্ষ্ম দানার কালো ধূসর রঙের শিলা। রাস্তাঘা নির্মাণে আমার ব্যবহার হয়ে থাকে। আমার মধ্যে দিয়ে জল সহজেই প্রবেশ করতে পারে।
পাঠ্যপুস্তকের পৃষ্ঠা নং 29
সহজে চিনে নাও
প্রশ্ন 1: তোমার বাড়ি, স্কুল, আশেপাশের অঞ্চল থেকে শিল জোগাড় করো। প্রয়োজনে জল ও ব্রাশের সাহায্যে ভালে করে পরিষ্কার করে নাও। এরপর শিলাগলো চেনার চেষ্ট করো। যেমন-
প্রশ্ন 2: ওপরের লেখাগুলো থেকে যা যা বৈশিষ্ট্য পেলে সেগুলো নিয়ে একটা অনুচ্ছেদ লিখে ফেলো। বন্ধুরা মিলে একে ওপরের লেখাগুলো দেখো। দেখবে তোমরা নিজেরাই হয়ে উঠেছ এক একজন শিলা বিশারদ।
প্রশ্ন 3 : শব্দছক সমাধান: (পাঠ্যবই পৃষ্ঠা নং 29-এর শব্দছকটি দ্যাখো)
এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
• বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর (MCQ):
1. বিজ্ঞানের যে শাখায় শিলা ও তার বৈশিষ্ট্য নিয়ে আলোকপাত করে, তাকে বলে-
(a) জিয়োলজি
(b) জুলজি
(c) পেট্রোলজি
(d) মিনরেলজি
উত্তর: (c) পেট্রোলজি।
2. শিলা একটি-
(a) মৌলিক পদার্থ
(b) যৌগিক পদার্থ
(c) মিশ্র পদার্থ
(d) কোনোটিই নয়।
উত্তর: (b) যৌগিক পদার্থ।
3. হর্নব্লেল্ড একটি-
(a) জৈব পদার্থ
(b) খনিজ পদার্থ
(c) শিলা
(d) মাটি
উত্তর: (b) খনিজ পদার্থ।
4. গ্রানাইট এক প্রকার-
(a) পাললিক শিলা
(b) রূপান্তরিত শিলা
(c) জৈব শিলা
(d) আগ্নেয় শিলা
উত্তর: (d) আগ্নেয় শিলা।
5. নিঃসারী আগ্নেয় শিলার দানাগুলি-
(a) খুব বড়ো
(b) বড়ো
(c) খুব ছোটো
(d) মাঝারি
উত্তর: (c) খুব ছোটো।
6. একটি মাত্র মৌলিক পদার্থ দ্বারা গঠিত একটি শিলা হল-
(a) ব্যাসল্ট
(b) গ্রানাইট
(c) খড়িমাটি
(d) সোনা
উত্তর: (d) সোনা।
7. একটি উপপাতালিক শিলা হল-
(a) ডোলেরাইট
(b) ডলোমাইট
(c) অবসিডিয়ান
(d) গ্যাব্রো
উত্তর: (a) ডোলেরাইট।
৪. একটি পাতালিক শিলা হল-
(a) ডোলেরাইট
(b) ডলোমাইট
(c) চুনাপাথর
(d) গ্রানাইট
উত্তর: (d) গ্রানাইট।
9. অম্লধর্মী শিলায় সিলিকার পরিমাণ-
(a) 45%-এর কম
(b) 46%
(c) 55%
(d) 65% এর বেশি
উত্তর: (d) 65% এর বেশি।
10. ব্যাসল্ট শিলা গঠিত অঞ্চলের ভূমিরূপ সাধারণত-
(a) চ্যাপ্টা
(b) গোলাকার
(c) শঙ্কু আকৃতির
(d) আকৃতিবিহীন হয়
উত্তর: (a) চ্যাপ্টা হয়।
11. মাধ্যমিক শিলা হল-
(a) আগ্নেয় শিলা
(b) পাললিক শিলা
(c) রূপান্তরিত শিলা
(d) ম্যাগমা
উত্তর: (b) পাললিক শিলা।
12. সিমেন্ট তৈরির কাজে লাগে-
(a) ব্যাসল্ট
(b) গ্রানাইট
(c) চুনাপাথর
(d) কোয়ার্টজাইট।
উত্তর: (c) চুনাপাথর।
13. জয়সলমীরের সোনার কেল্লা তৈরি হয়েছে-
(a) চুনাপাথর দ্বারা
(b) বেলেপাথর দ্বারা
(c) কাদাপাথর দ্বারা
(d) ব্যাসল্ট দ্বারা।
উত্তর: (b) বেলেপাথর দ্বারা।
14. মাটি সৃষ্টির হার সবচেয়ে দ্রুত-
(a) উদ্বু-আর্দ্র জলবায়ুতে
(b) উয়-মরু জলবায়ুতে
(c) তৈগা জলবায়ুতে
(d) চিরতুষারাবৃত জলবায়ুতে।
উত্তর: (a) উয়-আর্দ্র জলবায়ুতে।
15. বেলেপাথর রূপান্তরিত হয়ে তৈরি হয় এমন একটি শিলা হল-
(a) কোয়ার্টজাইট
(b) মার্বেল
(c) স্লেট
(d) অ্যাম্ফিবোলাইট।
উত্তর: (a) কোয়ার্টজাইট।
B. দু-এক কথায় উত্তর দাও:
1. পৃথিবীতে সর্বপ্রথম কোন্ শিলার সৃষ্টি হয়েছে?
2. কোন্ শিলার কেলাসের গঠন ভালো দেখা যায়?
3. বিশ্ববিখ্যাত তাজমহল কোন্ শিলা দ্বারা তৈরি হয়েছে?
4. চুনাপাথরের গুহার মেঝেতে দণ্ডায়মান ভূমিরূপকে কী বলে?
5. কোন্ খনিজ পদার্থ বিদ্যুৎ-এর কুপরিবাহী?
6. সর্বনিম্ন কাঠিন্যযুক্ত খনিজ কোন্টি?
7. ব্যাসল্ট শিলা থেকে কোন্ মৃত্তিকার সৃষ্টি হয়?
৪. আগ্নেয় শিলার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
9. গ্রানাইট শিলার দানার ব্যাস কত?
10. কয়লা কোন্ ধরনের শিলা?
11. একটি সংঘাত পাললিক শিলার উদাহরণ দাও।
12. কাদাপাথর কোন্ শিলায় রূপান্তরিত হয়?
13. মৃত্তিকা সৃষ্টির পূর্ব অবস্থার নাম কী?
14. গ্রানাইট শিলা থেকে সৃষ্ট মৃত্তিকার নাম কী?
15. কোন্ কোন্ খনিজ দ্বারা গ্রানাইট শিলা গঠিত?
16. মাটির মধ্যে বায়বীয় উপাদানের পরিমাণ কত?
17. শিলার কাঠিন্য পরিমাপক স্কেলটির নাম কী?
C. শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও: (প্রশ্নমান-1)
1. ব্যাসল্ট শিলার দানাগুলির ব্যাস মিমি. এর কম।
2. চক, সৈন্ধব লবণ এক প্রকার শিলা।
3. সবচেয়ে কঠিন খনিজটি হল ।
4. স্থলভাগে সৃষ্ট একটি পলিগঠিত স্তর হল ।
5. মাটিতে সম্পূর্ণভাবে বিশ্লিষ্ট জীবের দেহাবশেষকে বলে।
6. শ্বেত বা স্বচ্ছ রুবি অভ্রকে বলে।
7. একমাত্র শিলায় জীবাশ্ম দেখা যায়।
৪. ব্যাসল্ট শিলার রাসায়নিক ধর্ম হল
9. অ্যাম্ফিবোলাইট হল এর পরিবর্তিত রূপ।
10. তিনপ্রকার শিলার চক্রাকারে সম্পূর্ণ আবর্তন প্রক্রিয়াকে বলে।
11. মাটিতে কাদা ও বালির ভাগ সমান থাকে।
12. মাটিতে দুটি দানার মধ্যে বেশি ফাঁক থাকে।
13. রাস্তাঘাট নির্মাণে শিলা ব্যবহৃত হয়।
14. কৃষ্ণমৃত্তিকার অপর নাম মৃত্তিকা।
15. মাটির জলধারণ ক্ষমতা সর্বাপেক্ষা বেশি।
16. বলয়ের আকারে থাকা খনিজের উপস্থিতি সমন্বিত নিকে বলে।
D. শুদ্ধ বা অশুদ্ধ লেখো।
1. খনিজ হল এক বা একাধিক অজৈব মৌলিক পদার্থের যৌগ।
2. সমসত্ত্ব মিশ্রণে উপাদানগুলো শিলার সব জায়গায় বিভিন্ন অনুপাতে থাকে।
3. প্রবেশ্যতা বেশি হলে জলধারণ ক্ষমতা বৃদ্ধি পায়।
4. অবসিডিয়ান এক ধরনের নিঃসারী শিলা।
5. ব্যাসল্টের তুলনায় গ্রানাইটের দানা স্থূল হয়।
6. কেলাসের গঠন মিছরির দানার মতো দেখতে হয়।
7. সমুদ্র তলদেশ ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত (পান্নালাল ইনস্টিটিউশন)
৪. কাদাপাথর দিয়ে স্থাপত্য শিল্প নির্মাণ করা হয়।
9. রূপান্তরিত শিলায় স্তরায়ণ তল দেখা যায়।
11. হিরে হল কার্বনের এক রূপভেদ।
12. জিপসামযুক্ত ভূমি নরম ও হালকা হলুদ রঙের হয়।
13. রেগুর মৃত্তিকায় লোহা ও অ্যালুমিনিয়াম অধিক থাকে।
14. মাটির উপাদানগুলির মধ্যে 5% খনিজ পদার্থ থাকে।
15. রাজস্থানের জয়সলমীরে অবস্থিত' সোনার কেল্লা' চুনাপাথর নির্মাণের উপযুক্ত একটি মজবুত পাথর।
E. বামদিকের সঙ্গে ডানদিক মেলাও:
F. বেমানান শব্দটি চিহ্নিত করো:.
1. ব্যাসল্ট, পরফাইরি, রায়োলাইট, অ্যান্ডিসাইট
2. রায়োলাইট, ডোলেরাইট, অ্যান্ডিসাইট, ব্যাসল্ট
3. গ্রাফাইট, হর্নব্লেন্ড, নিস্, অ্যাম্ফিবোলাইট
4. চুনাপাথর, খড়িমাটি, জিপসাম, ওপেল
5. গ্রিট, কংগ্লোমারেট, ব্রেকসিয়া, চক
G. ভুল সংশোধন করো লেখো।
1. ব্রেকসিয়া একটি অসংঘাত শিলা।
2. গ্রানাইট রূপান্তরিত হয়ে অ্যাম্ফিবোলাইট শিলায় পরিণত হয়।
3. প্রবল চাপজনিত ভূআন্দোলনের ফলে লিমোনাইট শিলার উৎপত্তি হয়।
4. কয়লা একটি রূপান্তরিত শিলা।
5. হিউমাস থাকায় মৃত্তিকার রং লাল হয়।
H. আমি কে?
1. আমি একপ্রকার শিলা আমার স্তরের মধ্যে পেট্রোলিয়াম থাকে। আমি কে?
2. আমি রূপান্তরিত হয়ে স্লেট পাথরে পরিণত হই। আমি কে?
3. আমি শিলা গঠনের মূল উপাদান। আমি কে?
4. আমি প্রধানত নদীর দুই পাশের অববাহিকায় বিভিন্ন পাথর সঞ্চিত হয়ে তৈরি হওয়া মাটি। আমি কে?
5. আমি একপ্রকার মাটি, আমার জলধারণ ক্ষমতা সবচেয়ে বেশি। আমি কে?
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর:
প্রশ্ন 1: 'পেট্রোলজি' বলতে কী বোঝো?
প্রশ্ন 2: 'মিনারেলজি' বলতে কী বোঝো?
প্রশ্ন 3: শিলা কাকে বলে?
প্রশ্ন 4: খনিজ কাকে বলে?
প্রশ্ন 5: আগ্নেয় শিলা কাকে বলে?
প্রশ্ন 6: শিলার প্রবেশ্যতা ককে বলে?
প্রশ্ন 7: সংঘাত শিলা কাকে বলে?
প্রশ্ন ৪: অসংঘাত শিলা কাকে বলে?
প্রশ্ন 9: আঞ্চলিক রূপান্তর কাকে বলে?
প্রশ্ন 10: স্পর্শ ও স্থানীয় রূপান্তর কাকে বলে?
প্রশ্ন 11: কার্স্ট ভূমিরূপ কী?
প্রশ্ন 12: মোহ স্কেল কী?
প্রশ্ন 13: রাসায়নিক গঠন অনুসারে আগ্নেয় শিলার শ্রেণিবিভাগ করো।
প্রশ্ন 14: পাললিক শিলা কাকে বলে?
প্রশ্ন 15: স্তরায়ণ তল (Bedding Plane), বলতে কী বোঝো?
প্রশ্ন 16: রূপান্তরিত শিলা কাকে বলে?
অনুসরণে লেখা যায়: শিলা রূপান্তরিত হওয়ার কারণ কী কী?
প্রশ্ন 17: মাটির মধ্যে কী কী খনিজ পদার্থ থাকে?
প্রশ্ন 18 : রূপান্তরিত শিলার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। (তমলুক হ্যামিলটন হাইস্কুল)
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রশ্ন 1: আগ্নেয় শিলার বৈশিষ্ট্য বা বিশেষত্বগুলি লেখো।
প্রশ্ন 2: পাললিক শিলার প্রধান ব্যবহারগুলি লেখো।
প্রশ্ন 3: ব্যাসল্ট শিলার বৈশিষ্ট্য লেখো।
প্রশ্ন 4: যান্ত্রিক উপায়ে গঠিত পাললিক শিলার উদাহরণসহ সংক্ষিপ্ত পরিচয় দাও। অথবা, পাললিক।
প্রশ্ন 5: সংঘাত ও অসংঘাত পাললিক শিলার মধ্যে পার্থক্য নির্দেশ করো। অনুরূপ প্রশ্ন: অসংঘাত শিলা কাকে বলে? উদাহরণ দাও। (শ্যামপুর দ্বারকানাথ বিদ্যামন্দির) (উঃমা)
রচনাধর্মী প্রশ্নোত্তর:
প্রশ্ন 1: উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলার শ্রেণিবিভাগ করে আলোচনা করো। (অথবা, পাললিক ও উপপাতালিক শিলার সংজ্ঞা ও উদাহরণ দাও। আলিপুরদুয়ার ম্যাকউইলিয়াম হাইস্কুল উ:মা:)
প্রশ্ন 2: শিলাচক্র বলতে কী বোঝো? অথবা, চিত্রসহ শিলাচক্রের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও।
প্রশ্ন 3: মৃত্তিকা কীভাবে সৃষ্টি হয়?
উত্তর পেতে সদস্যপদ প্রয়োজন
1. উত্তরহীন প্রশ্ন ও উত্তর সেখানে দেখা যাবে
2 বিনামূল্যে উত্তর পান থেকে এটি প্রয়োগ করুন
0 Comments