Chapter 5 

মেঘ-বৃষ্টি

---------------- 


   MCQs

 👉Download Books PDF

1. অধিক উচ্চতার মেঘ-

(a) সিরাস

(b) অল্টো কিউমুলাস

(c) স্ট্র্যাটোকিউমুলাস

(d) নিম্বোস্ট্যাটাস

উত্তর: (a) সিরাস।

2. ম্যাকারেল আকাশ সৃষ্টিকারী মেঘ-

(a) সিরাস

(b) নিম্বোস্ট্যাটাস

(c) সিরো কিউমুলাস

(d) অল্টো কিউমুলাস

উত্তর: (c) সিরো কিউমুলাস।

3. সাধারণত মেঘের জলকণার ব্যাস-

(a) 0.02 মিমি.

(b) .5 মিমি.

(c) 1.2 মিমি.

(d) 0.25 মিমি.

উত্তর: (a) 0.02 মিমি.।

4. যে উন্নতা/তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয়, তাকে বলা হয়-

(a) ঘনীভবন

(b) বাষ্পীভবন

(c) মিস্ট

(d) শিশিরাঙ্ক

উত্তর: (d) শিশিরাঙ্ক।

5. শীতকালে স্ট্যাটাস মেঘ থেকে হয়-

(a) তুষারপাত

(b) শিলাবৃষ্টি

(c) গুঁড়িগুড়ি বৃষ্টি

(d) মুষলধারে বৃষ্টি

উত্তর: (c) গুঁড়িগুড়ি বৃষ্টি।

6. কিউমুলোনিম্বাস মেঘের তলদেশের রং-

(a) সাদা

(b) কালো

(c) নীল

(d) সবুজ

উত্তর: (b) কালো।

7. সিরোকিউমুলাস মেঘের অবস্থান হল-

(a) বেশি উচ্চতায়

(b) মাঝারি উচ্চতায়

(c) নিম্ন উচ্চতায়

(d) উল্লম্বভাবে

উত্তর: (a) বেশি উচ্চতায়।

৪. নিরক্ষীয় অঞ্চলের বৃষ্টিপাতের প্রকৃতি হল-

(a) পরিচলন বৃষ্টি

(b) শৈলোৎক্ষেপ বৃষ্টি

(c) ঘূর্ণবৃষ্টি

(d) সীমান্তবৃষ্টি

উত্তর: (a) পরিচলন বৃষ্টি।

9. আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক দেখা যায়-

(a) সকালবেলায়

(b) দুপুরবেলায়

(c) সন্ধ্যাবেলায়

(d) ভোরবেলায়

উত্তর: (d) ভোরবেলায়।

10. পশ্চিমবঙ্গের আকাশে দুর্গাপূজার সময় সাধারণত দেখা যায়-

(a) সিরোকিউমুলাস মেঘ

(b) অল্টোস্ট্যাটাস মেঘ

(c) নিম্বোস্ট্যাটাস মেঘ

(d) কিউমুলোনিম্বাস মেঘ

উত্তর: (a) সিরোকিউমুলাস মেঘ।

11. পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে-

(a) সিরোকিউমুলাস মেঘ

(b) কিউমুলোনিম্বাস মেঘ

(c) নিম্বো্যাটাস মেঘ

(d) অল্টোস্ট্যাটাস মেঘ

উত্তর: (a) সিরোকিউমুলাস মেঘ

12. কোন্ মেঘ জমলে পর্বতারোহী ও বিমানচালকদের পক্ষে খুব অসুবিধা হয়?

(a) কিউমুলাস

(b) স্ট্যাটাস

(c) সিরাস

(d) বাম্পি ক্লাউড

উত্তর: (b) স্ট্যাটাস


Short Answer Question 

প্রশ্ন: .1 মেঘমুক্ত রাত্রি অপেক্ষা মেঘাচ্ছন্ন রাত্রি বেশি গরম কেন? 

উত্তর: মেঘমুক্ত রাতে পৃথিবী থেকে বিকিরিত হওয়া তাপ আবার মহাশূন্যে ফিরে যেতে পারে। কিন্তু আকাশে মেঘ থাকলে সেই মেঘে বিকরিত তাপের কিছু অংশ সেই মেঘে ধাক্কা খায় এবং তারপর আবার ভূপৃষ্ঠের দিকে ফিরে আসে অর্থাৎ মেঘাচ্ছন্ন রাত্রির সম্পূর্ণ তাপ পৃথিবী থেকে বেরিয়ে যেতে পারে না। ফলে আবহাওয়া গরম হয়। একারণেই মেঘমুক্ত রাত্রি অপেক্ষা মেঘাচ্ছন্ন রাত্রি বেশি গরম।

প্রশ্ন: 2. বৃষ্টিচ্ছায় অঞ্চল বলতে কী বোঝায়? উদাহরণ দাও। 

উত্তর: জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বতের প্রতিবাত ঢালে বাধা পেয়ে বৃষ্টিপাত ঘটায়। কিন্তু এই বায়ু যখন অনুবাত ঢাল বরাবর নীচে নামার সময় ক্রমশ উয় ও শুষ্ক হতে থাকে। তাই এই বায়ুতে আর বৃষ্টিপাত ঘটে না। তাই পর্বতের অনুবাত ঢালে অবস্থিত অঞ্চলকে বৃষ্টিচ্ছায় অঞ্চল বলে। মেঘালয়ের শিলং বৃষ্টিচ্ছায় অঞ্চলে অবস্থিত।

প্রশ্ন 3: শিলা বৃষ্টি কীভাবে সৃষ্টি হয়?

উত্তর: প্রবল ঊর্ধ্বমুখী বায়ুর প্রভাবে কিউমুলোনিম্বাস মেঘের জলকণাগুলো আরও উপরে উঠে বরফকণায় পরিণত হয় এবং ঝড়ের প্রভাবে বরফকণাগুলো মেঘের মধ্যে বারবার ওঠানামা করতে করতে ক্রমশ বড়ো হয়। বরফের গায়ে প্রলেপ পড়ে, বরফ ক্রমশ বড়ো হয়। ঝড় থেমে গেলে তা সজোরে ভূপৃষ্ঠে আছড়ে পড়ে। এই ঘটনাকে শিলাবৃষ্টি বলে। কালবৈশাখীর সঙ্গে মাঝে মাঝে শিলাবৃষ্টি দেখা যায়।

প্রশ্ন 4: অধঃক্ষেপণ কাকে বলে?'

উত্তর: পৃথিবীর অভিকর্ষের টানে বায়ুমণ্ডল থেকে জলকণা বা তুষার কণা ভূপৃষ্ঠে নেমে এলে তাকে অধঃক্ষেপণ বলে। অধঃক্ষেপণের দুইটি রূপ। যথা- (ক) কঠিনরূপে, যেমন-শিলাবৃষ্টি, তুষারপাত, স্লিট বা বরফপাত এবং (খ) তরলরূপে, যেমন- বৃষ্টিপাত।

প্রশ্ন 5: শিশিরাঙ্ক কাকে বলে?

উত্তর:

প্রশ্ন 6: সম্পৃক্ত বায়ু কাকে বলে?

উত্তর: কোনো নির্দিষ্ট উন্নতায় নির্দিষ্ট পরিমাণ বায়ু যতটা পরিমাণ জলীয় বাষ্প ধারণ বা গ্রহণ করতে পারে, যদি ঠিক সেই পরিমাণ জলীয় বাষ্প সেই বায়ুতে থাকে তবে সেই বায়ুকে সম্পৃক্ত বায়ু বলে। এই বায়ুর আপেক্ষিক আর্দ্রতা থাকে 100%। সম্পৃক্ত বায়ুর উন্নতা হ্রাস পেলে ধারণ ক্ষমতার অতিরিক্ত জলীয় বাষ্পের ঘনীভবনে শিশির, কুয়াশা, বৃষ্টিপাত সৃষ্টি হয়

প্রশ্ন 7: বাম্পি ক্লাউড (Bumpy Cloud) কাকে বলে?

উত্তর: 'Bump' মানে 'লাফানো'। স্ট্র্যাটোকিউমুলাস মেঘ অনেকটা স্তূপের মতো স্তরে স্তরে সাজানো থাকে। অনেক সময় দেখে মনে হয় স্তরগুলো যেন গড়িয়ে গড়িয়ে বা লাফিয়ে লাফিয়ে এগিয়ে চলেছে। তাই এই মেঘের অপর নাম 'বাম্পি ক্লাউড'। সাধারণত এই মেঘে বৃষ্টিপাত হয় না, পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে। এটি নিম্ন উচ্চতার মেঘ।

প্রশ্ন 8: মেঘ সৃষ্টির বিভিন্ন পর্যায়গুলি ব্যাখ্যা করো। 

উত্তর: সংজ্ঞা: ট্রপোস্ফিয়ারের ওপরের দিকে বায়ুমণ্ডলের বিভিন্ন উচ্চতায় ঘনীভূত জলীয় বাষ্প বায়ুতে ভাসমান ধূলিকণা, কার্বন কণা প্রভৃতিকে আশ্রয় করে জলকণা (ব্যাস 0.02 মিমি.) ও তুষারকণায় পরিণত হয়। বিভিন্ন উচ্চতায়, বিভিন্ন আকৃতিতে পুঞ্জীভূত হয়ে আকাশে ভেসে বেড়ানো এই জলকণা ও তুষারকণার সমষ্টিকে মেঘ বলে। মেঘের জলকণার ব্যাস 0.02 মিমি.-0.06 মিমি.।

• উদাহরণ: সিরাস, স্ট্যাটাস , কিউমুলোনিম্বাস প্রভৃতি।

 মেঘ সৃষ্টির বিভিন্ন পর্যায়: সাধারণত মেঘ সৃষ্টির তিনটি পর্যায় আছে, সেগুলি হল-

(i) প্রথম পর্যায় বা বাষ্পীভবন পর্যায়: সূর্যের তাপে মহাসাগর, সাগর, নদী, জলাশয় প্রভৃতির জল বাষ্পীভবন দ্বারা উদ্ভিদের প্রস্বেদন প্রক্রিয়ার মাধ্যমে জলীয় বাষ্প বাতাসে যুক্ত হয়। এই জলীয় বাষ্পযুক্ত বায়ু সাধারণ বায়ু অপেক্ষা হালকা হওয়ায় সহজেই উপরের দিকে উঠে যায়।

(ii) দ্বিতীয় পর্যায় বা ঘনীভবন পর্যায়: ট্রপোস্ফিয়ারে জলীয় বাষ্প যুক্ত বায়ু উপরে উঠে শীতল হয়। তাপমাত্রা কমে যাওয়ায় বায়ুর জলধারণ ক্ষমতা কমে গিয়ে ধীরে ধীরে শিশিরাঙ্ক উন্নতায় পৌঁছায় ও বায়ু সম্পৃক্ত হয়ে পড়ে। উন্নতা আরও কমে গেলে অতিরিক্ত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলকণায় বা তুষারকণায় পরিণত হয়।

(iii) তৃতীয় পর্যায় বা প্রাক্ অধঃক্ষেপণ পর্যায়: অতি ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা বা তুষারকণাগুলি বাতাসে ভাসমান ধূলিকণা, কার্বন কণা, লবণকণাকে কেন্দ্র করে ভেসে বেড়ায় ও পুঞ্জীভূত হয়ে মেঘ সৃষ্টি করে।

শুদ্ধ বা অশুদ্ধ লেখো।

1. বনভূমির বৃক্ষরাজির প্রস্বেদনের জলও মেঘ সৃষ্টিতে সাহায্য করে।

উত্তর: শুদ্ধ।

2. সাধারণত কিউমুলোনিম্বাস মেঘ থেকে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হয়।

উত্তর: অশুদ্ধ।

3. বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 100% হলেই বায়ু সম্পৃক্ত হয়।

উত্তর: শুদ্ধ।

4. স্ট্র্যাটোকিউমুলাস মেঘের স্তরগুলো গড়িয়ে চলে।

উত্তর: শুদ্ধ।


  Fil in the blanks

1. সাধারণত মেঘের জলকণাগুলির ব্যাস হয় মোটামুটি         মিমি। 

উত্তর: 0.02।

2. সমবর্ষণরেখা মানচিত্রের         দিক বরাবর বিস্তৃত।

উত্তর: পূর্ব-পশ্চিম।

3. বনভূমিতে      প্রক্রিয়ার মাধ্যমে জলীয় বাষ্প বাতাসে যুক্ত হয়।

উত্তর: প্রস্বেদন।

4. জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়াকে       প্রক্রিয়া বলে।

উত্তর: ঘনীভবন।


Editing by- Rita Moni Bora