Chapter 6
জলবায়ু অঞ্চল
---------------


1. নিরক্ষীয় জলবায়ুতে সৃষ্টি হয়েছে-

(a) চিরহরিৎ বনভূমি

(b) ক্রান্তীয় তৃণভূমি

(c) নাতিশীতোয় তৃণভূমি

(d) ক্রান্তীয় পর্ণমোচী বনভূমি

উত্তর: (a) চিরহরিৎ বনভূমি।

2. জীববৈচিত্র্য সবচেয়ে বেশি দেখা যায়

(a) উষু মরু জলবায়ু অঞ্চলে

(b) শীতল মরু জলবায়ু অঞ্চলে

(c) পার্বত্য হিমশীতল জলবায়ু অঞ্চলে

(d) নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে

উত্তর: (d) নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে।

3. 'পৃথিবীর ফুসফুস' বলা হয় – -

(a) সেলভাকে

(b) তৈগাকে

(c) ম্যানগ্রোভকে

(d) ম্যালিকে

উত্তর: (a) সেলভাকে।

4. ক্রান্তীয় অঞ্চলের তৃণভূমিকে বলা হয়-

(a) সেলভা

(b) প্রেইরি

(c) সাভানা

(d) স্তেপ

উত্তর: (c) সাভানা।

5. মৌসুমি জলবায়ু অঞ্চলে বর্ষাকালের অন্যতম বৈশিষ্ট্য হল-

(a) কালবৈশাখী

(b) মৌসুমি বিস্ফোরণ

(c) শিলাবৃষ্টি

(d) ঘূর্ণবৃষ্টি

উত্তর: (b) মৌসুমি বিস্ফোরণ।

6. ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর প্রধান ঋতু হল –

(a) 2

(b) 4

(c) 6

(d) 8

উত্তর: (b) 4টি।

11. বহির্বিশ্বে রপ্তানি করা তুন্দ্রা অঞ্চল থেকে প্রধান সম্পদ হল-

(a) সিল

(b) তিমি

(c) পশুর লোম

(d) মাংস।

উত্তর: (c) পশুর লোম।

12. (a) ইগলু

(b) টিউপিক

(c) ইয়াকুত

(d) হাউজিং-কোনো বাসস্থান নয়।

উত্তর: (c) ইয়াকুত।

13. গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় না-

(a) কলকাতাতে

(b) ক্যালিফোর্নিয়ায়

(c) ব্যাংককে

(d) মুম্বাইতে

উত্তর: (b) ক্যালিফোর্নিয়ায়


Long Answer Question

প্রশ্ন-1: "ভূমধ্যসাগরীয় অঞ্চলে একই অক্ষাংশে শীতকালে আর্দ্র পশ্চিমা বায়ুর প্রভাবে বৃষ্টি হয়। গ্রীষ্মকালে শুষ্ক আয়ন বায়ু প্রবাহিত হয় বলে বৃষ্টিপাত হয় না।" সূর্যের উত্তরায়ণ-দক্ষিণায়নের সঙ্গে চাপ বলয়ের স্থান পরিবর্তন- এর সঙ্গে ওপরের বিষয়টার কী কার্যকারণ সম্পর্ক আছে? 

উত্তর: আর্দ্র শীতকাল ও শুষ্ক গ্রীষ্মকাল ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। মোট বৃষ্টিপাতের 75%-80% শীতকালে হয়ে থাকে। এর কারণগুলি হলো-

শুষ্ক গ্রীষ্মকাল: গ্রীষ্মকালে (উত্তর গোলার্ধে) সূর্যের উত্তরায়ণের ফলে বায়ুচাপ বলয়গুলি 5°-10° উত্তরে সরে আসার ফলে কর্কটীয় উচ্চচাপ বলয়ে ভূমধ্যসাগরীয় অঞ্চলে অবস্থান করায় ও দক্ষিণ নিরক্ষীয় বলয়ের অবস্থানে অঞ্চলটি উত্তর-পূর্ব আয়ন বায়ুর প্রভাবাধীন হয়। এই আয়ন বায়ুর প্রভাবিত মহাদেশের পূর্বদিকে বৃষ্টিপাত ঘটলে অভাবে পশ্চিম দিকে জলীয় বাষ্পের আয়ন বায়ু অধ্যুষিত ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকাল শুষ্ক হয়।

আর্দ্র শীতকাল: সূর্যের দক্ষিণায়নের সময় বায়ুচাপ বলয়গুলি 5°-10° দক্ষিণে সরে আসার ফলে ভূমধ্যসাগরীয় অঞ্চলের উত্তরে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় এবং দক্ষিণে কর্কটীয় উচ্চচাপ বলয় অবস্থান করে। ফলে তখন এই অঞ্চলটিতে উত্তর ও দক্ষিণে যথাক্রমে দক্ষিণ পশ্চিম ও উত্তর-পশ্চিম পশ্চিমা বায়ুর প্রভাবে পড়ে। এই পশ্চিমা বায়ু মহাসাগর থেকে জলীয় বাষ্প এনে মহাদেশের পশ্চিমে অবস্থিত ভূমধ্যসাগরীয় অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। তা ছাড়া শীতল মেরু বায়ু ও ডর আর্দ্র পশ্চিমা বায়ুর সংঘর্ষে নাতিশীতোয় ঘূর্ণবাতের মাধ্যমেও বৃষ্টিপাত হয়। তাই শীতকালে ভূমধ্যসাগরীয় অঞ্চলে অধিক বৃষ্টিপাতে আর্দ্র হয়।

প্রশ্ন-2: শীত ও গ্রীষ্মে স্থলভাগ ও জলভাগের উদ্বুতা ও বায়ুচাপের তারতম্যের সঙ্গে মৌসুমি বায়ুর উৎপত্তির কি কোনো সম্পর্ক আছে?

উত্তর: বায়ুচাপের পার্থক্যে উদ্বৃতার প্রভাব সর্বাধিক। (i) সূর্যের বার্ষিক আপত গতি, (ii) সূর্যরশ্মির পতন কোণ ও দিবাভাগের দৈর্ঘ্য ইত্যাদি কারণে বায়ুর তাপ ও চাপ বলয়গুলির অবস্থানের পরিবর্তন ঘটে। সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়নের সময় বায়ুচাপবলয়গুলি উত্তর ও সামান্য দক্ষিণে 5°-10° সরে যায়। একে বায়ুচাপ বলয়ের সীমানা পরিবর্তন বলে।

নিম্ন অক্ষাংশের বায়ু চাপ বলয়গুলি বেশি ও উচ্চ অক্ষাংশের বায়ু চাপ বলয়গুলি কম সীমানা পরিবর্তন করে।

প্রভাব: চাপ বলয়ের স্থান পরিবর্তনের প্রভাব সর্বাধিক পরিলক্ষিত হয় 30°-40° অক্ষরেখার মধ্যবর্তী অঞ্চলে। যেমন- (i) উত্তরায়ণের সময় কর্কটীয় উচ্চচাপ বলয়টি সামান্য উত্তরে সরে যাওয়ায় 30°-40° উত্তর অক্ষাংশযুক্ত অঞ্চলে উত্তর-পূর্ব আয়ন এই আয়ন বায়ুর প্রভাবে ভূমধ্যসাগর সন্নিহিত দেশগুলিতে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় না। (ii) দক্ষিণায়নের সময় (উত্তর শীতকাল) কর্কটীয় উচ্চচাপ বলয়টি দক্ষিণে সরে যাওয়ায় ভূমধ্যসাগরের উপকূলবর্তী অঞ্চল আর্দ্র দক্ষিণ-পশ্চিম পশ্চিমা বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হয়। এছাড়া-(iii) উত্তরায়ণের সময় নিরক্ষীয় নিম্নচাপ বলয় সামান্য উত্তরে সরে যাওয়ায় দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু নিরক্ষরেখা অতিক্রম করে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুরূপে প্রবাহিত হয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত ঘটায়।

প্রশ্ন-3: ভারতের কোথায় কোথায় চিরহরিৎ ও পর্ণমোচী অরণ্য দেখা যায়?

উত্তর: চিরহরিৎ অরণ্য: ভারতের বার্ষিক 200-300 সেমি অধিক বৃষ্টিপাতযুক্ত স্থানগুলিতে চিরহরিৎ অরণ্য সৃষ্টি হয়েছে। যেমন পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল, উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ পাহাড়ি অঞ্চল, পশ্চিমবঙ্গের ডুয়ার্স, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ প্রভৃতি।

পর্ণমোচী অরণ্য: ভারতের বার্ষিক গড় 100°-150°সেমি. বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে পর্ণমোচী অরণ্য দেখা যায়। যেমন-ছোটোনাগপুর মালভূমি, দাক্ষিণাত্য মালভূমি ও মধ্য ভারতের উচ্চভূমি অঞ্চল ইত্যাদি।

প্রশ্ন-4 তোমরা তোমাদের নিজেদের অঞ্চলের পরিবেশের গাছপালা, প্রাণীজগৎ পর্যবেক্ষণ করো। প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন বৈশিষ্ট্য, বিন্যাস, বৈচিত্র্য সম্পর্কে প্রতিবেদন লেখো। তোমার প্রতিবেশীদের জীবনযাত্রা (খাদ্য, বস্ত্র, বাসস্থান, জীবিকা) সংক্রান্ত সমীক্ষাপত্র তৈরি করো।

উত্তর: প্রতিবেদন: তোমরা নিজেদের অঞ্চলের পরিবেশের সম্পর্কে প্রতিবেদন তৈরিরক্ষত্রে অবস্থান জলবায়ুগত অবস্থা ও দুর্যোগে মাটির ধরণ, ভূমিরূপ সমীক্ষা পত্রে তোমার প্রতিবেশিদের জীবনযাত্রা উপর সমীক্ষাপত্রে খাদ্য, পোশাক, বাসস্থানে ধরণ, জীবিকা, সংস্কৃতি, শিক্ষা, বিনোদন বিষয়গুলির অন্তর্ভূক্ত করতে হবে।

জীবজন্তুর মধ্যে গোরু, ছাগল, ভেড়া, মহিষ, কুকুর, বিড়াল, ইঁদুর প্রভৃতি দেখতে পাওয়া যায়। নদী ও ভেড়িতে প্রচুর পরিমাণে রুই, কাতলা, মৃগেল, ভেটকি, বোয়াল, পারশে, ট্যাংরা, গুরজালি, পাবদা, বাগদা ও গলদা, চিংড়ি, পমফ্রেট, কুচো চিংড়ি প্রভৃতি পাওয়া যায়। তা ছাড়া নানান ধরনের পাখি দেখা যায়, যেমন-কাক, পায়রা, টিয়া, চড়ুই, শালিক, ছাতার, দোয়েল, টুনটুনি, বাবুই, বুলবুল, গাংচিল, বক, মাছরাঙা প্রভৃতি। সামগ্রিকভাবে সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করলেও শীত ও গ্রীষ্মের মধ্যে জলবায়ুগত বৈশিষ্ট্যের তারতম্য পরিলক্ষিত হয়।

প্রশ্ন-5: তোমার অঞ্চলে মানুষের জীবনযাত্রায় পরিবেশ এবং জলবায়ুর কী প্রভাব আছে?

উত্তর: কেবলমাত্র পশ্চিমবঙ্গ বা ভারত নয়, সমগ্র পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, জীবিকা, কৃষ্টি ও সংস্কৃতি, আচার-আচরণ, কর্মদক্ষতা প্রভৃতি সম্পূর্ণভাবে প্রাকৃতিক পরিবেশ ও জলবায়ুর উপর নির্ভর করে। আমার অঞ্চলের মানুষের জীবনযাপন প্রণালীর উপর জলবায়ুর প্রভাব দারুণভাবে কার্যকরী হয়। যেমন-

(1) খাদ্য: আমার সুন্দরবন অঞ্চলের জনগণের প্রধান খাবার হল ভাত, ডাল, মুড়ি, সবজি। এই অঞ্চলে ধান জীবিকাসত্তাভিত্তিক চাষ করা হয়। স্থানীয় শাকসবজি ও স্থানীয় পুকুর, খাল, বিল, সমুদ্রের মাছ শিকার করে খাদ্য হিসেবে গ্রহণ করে।

(2) বস্ত্র: সুন্দরবন অঞ্চলটি সমুদ্র উপকূলবর্তী হওয়ায় এখানকার জলবায়ু সমভাবাপন্ন। গ্রীষ্মের সময় হালকা সুতির বস্ত্র ও শীতকালে হালকা পশমের বস্ত্র পরিধান করে।

(3) বাসস্থান: এই অঞ্চলের অধিকাংশ মানুষ দারিদ্র্যসীমার নীচে বসবাস করে। ফলে গ্রামের প্রায় 80-85% বাড়ি কাঁচা অর্থাৎ মাটির দেয়াল ও খড়ের ছাউনি দেওয়া। সুন্দরবনের ম্যানগ্রোভ বনভূ মির কাঠ বাড়িতে ব্যবহৃত যাদের আর্থিক অবস্থা ভালো তাদের বাড়ি পাকা। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য বিনামূল্যে সরকারি সহযোগিতায় পাকা বাড়ি নির্মাণ করে দেওয়া হচ্ছে।

(4) জীবিকা: সুন্দরবন অঞ্চলের মানুষদের প্রধান জীবিকা হল কৃষিকাজ ও মৎস্যশিকার। সমুদ্র ও নদীতে লবণাক্ত জল থাকায় এই অঞ্চলে একটি মাত্র ফসল বর্ষাকালে আমন ধানের চাষ হয়। বছরের চাষের সময় ব্যতীত কেউ মৎস্য শিকার ও মধু সংগ্রহ করে, ব্যাবসা করে, আবার কেউ, শহরে গিয়ে বিভিন্ন ধরনের পেশা গ্রহণ করে জীবিকা নির্বাহ করে।

প্রশ্ন-6:'জীবনযাত্রায় জলবায়ু নিয়ন্ত্রণ'-এই প্রসঙ্গে পক্ষে ও বিপক্ষে মতামত তৈরি করে শ্রেণিকক্ষে তাৎক্ষণিক বক্তৃতা ও বিতর্কসভার আয়োজন করতে পারো।

উত্তর: আমরা অষ্টম শ্রেণির ছাত্রীরা শ্রেণিকক্ষে টিফিনের সময় 'জীবনযাত্রায় জলবায়ু প্রভাব'-এই বিষয়ের উপর আলোচনা করা হল-

বিতর্ক সভায় ছাত্ররা পক্ষ ও বিপক্ষ যুক্তি প্রদান করবে।:

আধুনিক যুগে মানুষ তার জ্ঞান বুদ্ধি প্রয়োগ করে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে প্রাকৃতিক পরিবেশকে অনেকাংশে নিয়ন্ত্রণ করে ফেলেছে। যেমন- এসি মেশিন ও ফায়ার প্লেস, রুম হিটারের ব্যবহার। নদীতে বাঁধ দিয়ে জলাধার তৈরি করে তার থেকে জলবিদ্যুৎ উৎপাদন, কৃষিক্ষেত্রে জলসেচ, মৎস্যচাষ, জল পরিবহণ ব্যবস্থা, পানীয় জল সরবরাহ প্রভৃতি নানান ধরনের উদ্দেশ্য পূরণ করেছে। ঘরবাড়ি নির্মাণ পোশাক কৃষিক্ষত্রে সার, কীটনাশক, জলসেচ, মেশিনের ব্যবহারের কথা উল্লেখ করতে। পারে। বিপক্ষে অংশ গ্রহণকারী ছাত্রছাত্রীর। মানুষের দারিদ্রতায় এসি, রুম হিটারের ব্যবহার করতে না পারা। বিভিন্ন জলবায়ু অঞ্চলে। জলবায়ুগত অবস্থার ভিত্তিতে চাষাবাদের ধরণ, প্রাকৃতিক দুর্যোগের কাছে মানুষ পরাজিত। বিশ্ব উন্নায়ন বিভিন্ন খাদ্যের ধরণ প্রভৃতির ওপর প্রকৃতির প্রভাব উল্লেখ করতে পারি।

• মূল্যায়ন: অতএব সর্বশেষে পক্ষেও বিপক্ষে সকলে একমত আমাদের সবার একসঙ্গে একান্ত পালনীয় কর্তব্য হল-অত্যাধুনিক সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে প্রাকৃতিক পরিবেশের অবনমন বা ক্ষয় প্রতিরোধ করে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা।

G. ভুল সংশোধন করে লেখো:

1. পরিবর্তনশীল অঞ্চলের বিস্তার হয় প্রায় 60-90 কিমি।
উত্তর: পরিবর্তনশীল অঞ্চলের বিস্তার হয় প্রায় 80-160 কিমি।

2. মৌসুমি জলবায়ু অঞ্চলের দুটি বাগিচা ফসল হল রবার ও কলা।
উত্তর: নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের দুটি বাগিচা ফসল হল রবার ও কলা।

3. সুমেরু অঞ্চলের মেরুপ্রভা অরোরা অস্ট্রালিস নামে পরিচিত।
উত্তর: কুমেরু অঞ্চলের মেরুপ্রভা অরোরা অস্ট্রালিস নামে পরিচিত।

4. ফ্রান্সের মিস্ট্রাল একটি উয় স্থানীয় বায়ু।
উত্তর: ফ্রান্সের মিস্ট্রাল একটি শীতল স্থানীয় বায়ু।

5. পাইন ভূমধ্যসাগরীয় অঞ্চলের একটি প্রতিফলক বৃক্ষ।
উত্তর: জলপাই ভূমধ্যসাগরীয় অঞ্চলের একটি প্রতিফলক বৃক্ষ।

H. আমি কে?

1. আমি আমাজন অববাহিকার বাসিন্দা এক বিশাল ও ভয়ঙ্কর সাপ। আমি কে?

উত্তর: অ্যানাকোন্ডা।

2. আমাকে সবাই 'তুন্দ্রা সম্রাট' বলে। আমি কে?

উত্তর: শ্বেত ভল্লুক।

3. আমি ইটালির রাজধানী। আমি কে?

উত্তর: রোম।

1. আমি হলাম চরম অনিশ্চিত ও অনিয়মিত এক প্রকার সাময়িক বায়ু। আমি ভারতের উপর দিয়ে প্রবাহিত হই। আমি কে?

উত্তর: মৌসুমি বায়ু।

2. আমি একপ্রকার বনভূমি। আমার উপরিভাগে চাঁদোয়া সৃষ্টি হয়, আমি কে?

উত্তর: সেলভা।

5. সিন্ধুঘোটক: তিমি: হেরিং: সিল।

উত্তর: হেরিং।

C. শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও:

1. নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সারাবছর              ঋতু বিরাজ করে।

উত্তর: উদ্বু-আর্দ্র গ্রীষ্ম।

2. ব্রাজিলের            নদীর অববাহিকায় সেলভা বনভূমি গড়ে উঠেছে।

উত্তর: আমাজন।

3. আমাজন নদী অববাহিকায়              উপজাতির লোকেরা বসবাস করে।

উত্তর: রেড ইন্ডিয়ান।

5. মায়ানমারের              কাঠ বিশ্ববিখ্যাত।

উত্তর: সেগুন।

6. ক্যালিফোর্নিয়ায় ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধানত উদ্ভিদ         

উত্তর: চ্যাপারেল।

7. এশিয়ার তুরস্ক           জলবায়ু অঞ্চলের অন্তর্গত।

উত্তর: ভূমধ্যসাগরীয়।

৪. বিশ্ববিখ্যাত সুরা শ্যাম্পেন          দেশে উৎপাদিত হয়।

উত্তর: ফ্রান্স।

Editing By- Rita Moni Bora