Chapter 7 

মানুষের কার্যাবলি
 ও পরিবেশের অবনমন 
---------------------------

[MCQ]

1. মৎস্য শিকার হল-

(a) প্রকৃতিনির্ভর      (b) প্রযুক্তিনির্ভর

(c) সেবামূলক      (d) শিক্ষামূলক কাজ

উত্তর: (a) প্রকৃতিনির্ভর

2. আর্থ সামিট বা বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়-

(a) 1975 সালে     (b) 1984 সালে

(c) 1992 সালে     (d) 2002 সালে

উত্তর: (d) 1992 সালে

3. জীববৈচিত্র্যের হ্রাস ঘটলে-

(a) পরিবেশদূষণ (b) পরিবেশের অবনমন হয়

(c) পরিবেশ গঠন (d) পরিবেশ ধ্বংস হয়

উত্তর: (b) পরিবেশের অবনমন হয়

4. ইউরোপ মহাদেশে শিল্পবিপ্লব ঘটেছিল-

(a) পঞ্চদশ শতকে (b) ষোড়শ শতকে

(c) সপ্তদশ শতকে (d) অষ্টাদশ শতকে

উত্তর: (d) অষ্টাদশ শতকে

5. পৃথিবীর সর্বাধিক দূষিত শহরের সংখ্যা ভারতে আছে-

(a) 9টি (b) 13টি

(c) 15টি (d) 18টি

উত্তর: (b) 13টি

6. চিপকো আন্দোলন সংঘটিত হয়েছিল-

(a) অন্ধ্রপ্রদেশে  (b) মহারাষ্ট্রে

(c) রাজস্থানে   (d) উত্তরাখণ্ডে

উত্তর: (d) উত্তরাখণ্ডে

7. নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দেন-

(a) সুন্দরলাল বহুগুণা    (b) মেধা পাটেকর

(c) বাবা আমতে   (d) পান্ডুরাম হেগড়ে

উত্তর: (b) মেধা পাটেকর

8. World Health Day পালিত হয়-

(a) 15 মার্চ (b) 7 এপ্রিল

(c) 1 মে (d) 5 জুন

উত্তর: (b) 7 এপ্রিল

9. ভারতে সবুজ বিপ্লব ঘটেছিল-

(a) পশ্চিমবঙ্গ-ওড়িশায়   (b) বিহার-ঝাড়খণ্ডে

(c) পাঞ্জাব-হরিয়ানায় (d) উত্তরপ্রদেশ-মধ্যপ্রদেশে

উত্তর: (c) পাঞ্জাব-হরিয়ানায়

10. পরিবেশ বিষয়ক একটি আন্দোলন হল-

(a) চিপকো আন্দোলন (b) আর্থ সামিট 

(c) আপিকো আন্দোলন  (d) সবুজ বিপ্লব

উত্তর: (b) আর্থ সামিট

11. WHO-এর সদর দপ্তর অবস্থিত-

(a) প্যারিস   (b) ওয়াশিংটন

(c) রোম    (d) জেনেভা শহরে

উত্তর: (d) জেনেভা শহরে

12. ভোপালের গ্যাস দুর্ঘটনার প্রাণঘাতী গ্যাসটি ছিল-

(a) কার্বন মনোক্সাইড   (b) পটাশিয়াম সায়ানাইড

(c) মিথাইল আইসোসায়ানেট  (d) কার্বন ডাইঅক্সাইড

উত্তর: (d) মিথাইল আইসোসায়ানেট

13. সুন্দরলাল বহুগুণা-

(a) নর্মদা বাঁচাও আন্দোলন  (b) চিপকো আন্দোলন

(c) গঙ্গা অ্যাকশন প্ল্যান  (d) সবগুলির সঙ্গে যুক্ত ছিলেন

উত্তর: (b) চিপকো আন্দোলন

 Short Answer Question
 
প্রশ্ন 1: ফুকুসিমা রাসায়নিক দুর্ঘটনা সম্পর্কে আলোকপাত করো
 
উত্তর: 2011 সালের 11 মার্চ জাপানের রাজধানী টোকিও শহরে যে শক্তিশালী ভূমিকম্প হয়েছিল, তার প্রভাবে উত্তর প্রশান্ত মহাসাগর সৃষ্ট 'সুনামির' আঘাতে ফুকুসিমার পারমাণবিক চুল্লিতে বিস্ফোরণ ঘটেছিল। এই বিস্ফোরণের প্রভাবে ফুকুসিমা ও তার পার্শ্ববর্তী বিস্তীর্ণ অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ, প্রাণীকূল তথা জৈববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রায় 3 লক্ষ মানুষ বিপর্যয়ের সম্মুখীন হয়
 
প্রশ্ন 2: পরিবেশ অবনমনের তিনটি ফলাফল উল্লেখ করো
অথবা
পরিবেশের অবনমনের ফলে কী হয়?
 
উত্তর: পরিবেশ অবনমনের ফলে- (i) জল, বায়ুর মাটির মতো প্রাকৃতিক সম্পদের ব্যবহারযোগ্যতা নষ্ট হয়। (ii) বিভিন্ন রোগ, যেমন- ডায়ারিয়া, শ্বাসকষ্ট, বধিরতা ইত্যাদি ছড়ায়। (iii) মানুষের তথা প্রাণীকুলের স্বাস্থ্যহানি ঘটা ও জীববৈচিত্র্যের হ্রাস
 
প্রশ্ন 3: পরিবেশ অবনমনের ক্ষেত্রে মনুষ্যসৃষ্ট কারণগুলি লেখো
 
উত্তর: বর্তমানে পৃথিবীতে পরিবেশ অবনমনের ক্ষেত্রে মনুষ্যসৃষ্ট কারণগুলি বিশেষ প্রভাব বিস্তার করে থাকে। সেগুলি হল-(i) জনসংখ্যা দ্রুত হারে বৃদ্ধি, (ii) অপরিকল্পিত নগরায়ণ, (iii) জীবাশ্ম জ্বালানির (খনিজ তেল ও কয়লা) মাত্রা বৃদ্ধি, (iv) কৃষিজমিতে মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ, (v) পুকুর ও জলাশয় ভরাট করা, (vi) সামরিক অস্ত্রের পরীক্ষা-নিরীক্ষা ও যুদ্ধবিগ্রহ, (vii) অবৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিজ ফসল উৎপাদন, (viii) বাড়ির বর্জ্য পদার্থসমূহ যত্রতত্র নিক্ষেপ, এবং প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার বৃদ্ধি, (ix) নির্বিচারে বৃক্ষচ্ছেদন, (x) শিল্প ও কলকারখানা থেকে নির্গত গরম জল ও বর্জ্য নদীতে নিষ্কাশন, (xi) নর্দমা ও পয়ঃপ্রণালী নিয়মিত পরিষ্কার না করা, (xii) বাঁধ নির্মাণ ও জলাধার তৈরি করা, (xiii) মাত্রাতিরিক্ত খনিজ সম্পদ, উত্তোলন, (xiv) অম্লবৃষ্টি প্রভৃতি। 
 
প্রশ্ন 4: গ্রিন পিস আন্দোলন কী? এর উদ্দেশ্যগুলি কী কী?
 
উত্তর: 1971 খ্রিস্টাব্দে নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডাম শহরে পরিবেশ সুরক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের ব্যাপারে একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা হয়, যা সংক্ষেপে গ্রিন পিস বা Green Peace International নামে বিশ্ববিখ্যাত। সমগ্র পৃথিবীর 150 টি দেশ এবং প্রায় 50 লক্ষ স্বেচ্ছাসেবক এই সংস্থার সদস্য। গ্রিন পিস সংস্থার মূল উদ্দেশ্যগুলি ছিল-(i) জীববৈচিত্র্য সংরক্ষণ, (ii) পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধ করা, (iii) পরিবেশ সুরক্ষার জন্য শান্তিপূর্ণ আন্দোলন,প্র (iv) পরিবেশ অবনমনের কারণ অনুসন্ধান করা, (v) পরিবেশ দূষণ রোধ ও পরিবেশ সুরক্ষার জন্য জনসচেতনা বৃদ্ধি করা, (vi) পুকুর বা জলাশয় ভরাটকরণ বন্ধ করা। (vii) বড়ো বড়ো বৃক্ষচ্ছেদন বন্ধ করা ইত্যাদি
 
প্রশ্ন 5: G-20 বলতে কী বোঝো?
 
উত্তর: 2003 খ্রিস্টাব্দে পৃথিবীর 20টি উন্নয়নশীল দেশের রাষ্ট্রপ্রধানদের, রাষ্ট্রপ্রতিনিধিদের নিয়ে গঠিত হয় G-20 বা Group-201 G-20-এর সদস্যভুক্ত দেশগুলির উদ্দেশ্য আন্তর্জাতিক ব্যাবসাবাণিজ্যের প্রসার এবং নিজেদের উদ্দেশ্য পারস্পরিক সম্পর্কের উন্নয়ন ঘটানো। বর্তমানে এর 23টি দেশের মধ্যে ভারত অন্যতম
 
প্রশ্ন 6: বিশ্ব উন্নায়ন (Global Warming) কাকে বলে?
 
উত্তর: বর্তমানে পৃথিবীতে মানুষের নানান ধরনের দায়িত্ববোধহীন কার্যকলাপ এবং বিজ্ঞানের অপব্যবহার ও অপপ্রয়োগের ফলে বায়ুমণ্ডলে 'গ্রিন হাউস গ্যাসসমূহের' (যেমন-CO, CH CFC, NO, O2, CO, SO, NH, প্রভৃতি) মাত্রাতিরিক্তভাবে পরিমাণ ও ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় পৃথিবীর গড় উয়তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ফলে পৃথিবী ক্রমশ উদ্বুতর ঘটনাকে বিজ্ঞানীরা বিশ্ব উন্নায়ন বলে অভিহিত করেছেন। উন্নায়নের প্রভাবের ফলে হিমবাহ গলন, খরার প্রকোপ বৃদ্ধি, খামখেয়ালি বৃষ্টিপাত ইত্যাদি ঘটে
 
Long Answer Question
 
প্রশ্ন 1: বহুমুখী নদী পরিকল্পনা কীভাবে পরিবেশের অবনমন ঘটাতে পারে, তা সংক্ষেপে আলোচনা করো
 
উত্তর: যে পরিকল্পনার মধ্য দিয়ে নদীতে বাঁধ দিয়ে জল আটকে সেখান থেকে নানা উদ্দশ্যে যেমন জলবিদ্যুৎ উৎপাদন, জলসেচ, মৎস্যচাষ, বন্যা নিয়ন্ত্রণ, ভূমিক্ষয় রোধ, নৌপরিবহণ, পানীয় জল সরবরাহ প্রভৃতি জনহিতকর কাজগুলি সুসম্পন্ন করা হয় তাকে বহুমুখী নদী পরিকল্পনা বলে।। কিন্তু এই পরিকল্পনা রূপায়ণের সময় প্রাকৃতিক পরিবেশের ব্যাপক ক্ষতি হয়, সেগুলি হল-
 
(i) স্বাভাবিক উদ্ভিদ ধ্বংস: বাঁধ নির্মাণ স্থলের পার্শ্ববর্তী অঞ্চলের তৃণভূমি, আগাছা ঝোপঝাড়পূর্ণ ভূমি নষ্ট হয়ে যায় ও বৃক্ষচ্ছেদনের ফলে ভূমিক্ষয় বৃদ্ধ পায়
 
(ii) বাস্তুতন্ত্র ও জীবের আশ্রয়স্থল ধ্বংস: তৃণভূমির মধ্যে গড়ে ওঠা স্বাভাবিক বাস্তুতন্ত্র ও খাদ্যশৃঙ্খল নষ্ট হয়। এছাড়া বড়ো বড়ো বৃক্ষের শাখায় বসবাসকারী প্রাণীর আশ্রয়স্থল ধ্বংস হয়ে যায়
 
(iii) শিলাস্তরে ফাটল ও ভূমিসমতা: বাঁধ নির্মাণের পর বিশাল জলাধারের চাপে জলাধারের নীচের ও পার্শ্ববর্তী এলাকার শিলাস্তরে ফাটল সৃষ্টি হলে এবং ধসের সম্ভাবনা বাড়ায় এবং জলাধারের প্রবল চাপে স্থানীয়ভাবে ভূমিকম্প ও ভূমিধস দেখা যায়। 
 
(iv) নদীর নাব্যতা হ্রাস: জলাধারের পিছনের দিকে জলের প্রবাহ প্রায় স্থির হওয়ায় নদীতে পলি সঞ্চয়ে নদীর নাব্যতা হ্রাস পায়
 
(v) জমিতে লবণতা বৃদ্ধি: জলাধার থেকে প্রাপ্ত জল নিয়ে ক্রমান্বয়ে জলসেচের প্রয়োগ কৃষিক্ষেত্রে লবণতার পরিমাণ বৃদ্ধি পায় ও উয়তা হ্রাস পায়। ফলে কৃষিজ ফসলের উৎপাদন ও গুণগত মানও হ্রাস পায়
 
(vi) রোগের প্রাদুর্ভাব: জলাধার থেকে জল চুঁইয়ে পার্শ্ববর্তী অঞ্চলের গর্তে সারাবছর জমাটবদ্ধ জলে মশার বংশবিস্তার হয় এবং। ডেঙ্গি, ম্যালেরিয়ার মতো প্রাণঘাতী জ্বরের প্রাদুর্ভাব ঘটায়। 
 
(vii) জীববৈচিত্র্য ধ্বংস: জলাধারের পার্শ্ববর্তী অঞ্চলের বনভূমি ধ্বংস হওয়ার কারণে স্থানীয় জীববৈচিত্র্য সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়
 
(viii) বাস্তুচ্যুত: নদীতে বাঁধ নির্মাণ করে জলাধার তৈরির সময় নদীর পাড়ে বসবাসকারী মানুষের বসতবাড়ি ও জমির ব্যাপক ক্ষতিতে বহু মানুষ কর্মহীন ও বাস্তুচ্যুত হয়ে উদ্বাস্তু হয়ে পড়ে
 
প্রশ্ন2:পরিবেশের অবক্ষয় রোধের উপায়গুলি আলোচনা করো। অথবা, পরিবেশের অবনমন নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো

উত্তর: বর্তমান পৃথিবীতে যতই আধুনিক সভ্যতার বিকাশ ঘটছে, ততই প্রাকৃতিক পরিবেশের অবক্ষয় বা গুণগত মান হ্রাস পাচ্ছে। ফলে সমগ্র জীবজগৎসহ অত্যাধুনিক মানবসভ্যতা এক চরম সংকটময় পরিস্থিতির সামনে উপস্থিত হয়েছে। সেজন্য পরিবেশের অবক্ষয় বা অবনমন রক্ষা করার উপায়গুলি হল-(i) জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করা। জনসংখ ্যা ও প্রাকৃতিক সম্পদের মধ্যে ভারসাম্য রক্ষা করা। (ii) শিক্ষা ও সংস্কৃতির প্রসার ঘটিয়ে জনসাধারণকে বাস্তবমুখী করা। (iii) সরকারি ও বেসরকারি প্রচার মাধ্যমের মধ্য দিয়ে জনগণকে আত্মসচেতন ও পরিবেশপ্রেমী করে তুলতে হবে। (iv) নগরায়ণ ও শিল্পায়নের হার কমানো ও পরিকল্পনা রূপায়ণ করা। (v) কৃষিক্ষেত্রে কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহার হ্রাস ও জৈব সারের ব্যবহার বৃদ্ধি করতে হবে। (vi) অফুরন্ত প্রাকৃতিক সম্পদ যেমন, স্বাভাবিক উদ্ভিদ ও তৃণ, মৎস্য, সূর্যরশ্মি, বায়ুশক্তি, জলবিদ্যুৎ শক্তি, প্রাকৃতিক গ্যাস প্রভৃতির ব্যবহার বাড়াতে হবে। (vii) জীবাশ্ম জ্বালানির (কয়লা, খনিজ তেল) ব্যবহার হ্রাস এবং অপুনর্ভব সম্পদের পরিকল্পনামাফিক ব্যবহার করা। (viii) অরণ্যের বৃক্ষচ্ছেদন বন্ধ করে বনসৃজনের পরিমাণ বৃদ্ধি করতে হবে। (ix) প্রতিটি জনগণের জন্য সুষম খাদ্য সুনিশ্চিত করা এবং দারিদ্র্যমুক্ত করে তোলা। (x) বৃহদাকার অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণের সময় প্রাকৃতিক পরিবেশের সুরক্ষার দিকে বিশেষ গুরুত্ব করে জীব বৈচিত্র্য সংরক্ষণ করতে হবে। (xi) উন্নত প্রযুক্তি ব্যবহার করে মৃত্তিকা ও ভূমিকে ব্যবহার করে প্রকৃতিকে রক্ষা করাও বাস্তুতন্ত্রের ধ্বংস রোধ করা। (xii) পরিবেশের অবক্ষয় রোধ করা এবং পরিবেশ সংরক্ষণের জন্য কঠোর সরকারি আইন প্রণয়ন করতে হবে

Very Short Answer Question
 
1. কত সালে চিপকো আন্দোলন হয়?
 
উত্তর: 1973 সালে
 
2. কত সালে Ganga Action Plan এর সূচনা হয়?

উত্তর : 1986 সালে
 
3. 'চিপকো' কথার অর্থ কী?
 
উত্তর : জড়িয়ে ধরা। 

4. পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি 'গ্রিন হাউস গ্যাস' কোন্ দেশ থেকে নির্গত হয়?

উত্তর: আমেরিকা যুক্তরাষ্ট্র
 
5. পৃথিবীর সর্ববৃহৎ ও পরমাণু বিস্ফোরণ কোথায় হয়েছিল?
 
উত্তর: চের্নোবিল শহরে
 
G. ভুল সংশোধন করে লেখো:
 
1. 1992 সালের আর্থ সামিটে 187টি দেশ অংশগ্রহণ করেছিল

উত্তর: 1992 সালের আর্থ সামিটে 178টি দেশ অংশগ্রহণ করেছিল

2. মধ্যপ্রদেশের কয়না জলাধারের চাপে ভূমিকম্প হয়েছিল। 

উত্তর: মহারাষ্ট্রে কয়না জলাধারের চাপে ভূমিকম্প হয়েছিল

3. ভৌমজলের সঙ্গে আর্সেনিক মিশলে ভূমিদূষণ হয়

উত্তর: ভৌমজলের সঙ্গে আর্সেনিক মিশলে জলদূষণ হয়

4. আগ্নেয় পদার্থের সংস্পর্শে প্রাকৃতিক পরিবেশ কৃত্রিমভাবে দূষিত হয়
 
উত্তর: আগ্নেয় পদার্থের সংস্পর্শে প্রাকৃতিক পরিবেশ প্রত্যক্ষভাবে দূষিত হয়
 
Fill in the blanks
 
1. WHO-এর পুরো নাম           
 
উত্তর: World Health Organisation

2.              দূষণের ফলে ইটাই ইটাই রোগ হয়

উত্তর: ক্যাডমিয়াম
 
3. মরুভূমির প্রসারের ফলে পরিবেশের                ঘটে

উত্তর: অবনমন
 
4. অর্থনীতির দিক থেকে ভারত হল একটি                দেশ
 
উত্তর: উন্নয়নশীল। 

5. জাপানের ফুকুসিমা শহরে               সালে পরমাণু দুর্ঘটনা ঘটেছিল

উত্তর: 2011

6. আর্থ সামিটে              টি দেশ অংশগ্রহণ করেছিল

উত্তর: 178
 
উত্তর পেতে সদস্যপদ প্রয়োজন

 👉Download Books PDF      
        
Paid Answer Link (Membership User)
 
Editing by- Lipi Medhi